পাকিস্তানের বিপক্ষে একটা অসাধারণ পার্টনারশিপ ছিল ইশান এবং হার্দিকের
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট করবো। গতকাল এশিয়া কাপ ম্যাচের গ্রূপ এ এর খেলা ছিল। আর এটি ছিল দুটি বড়ো টিম ইন্ডিয়া এবং পাকিস্তান। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা মানে সেদিন সবার মাঝে খুবই উন্মাদনার কাজ করে, কে জিতবে এই নিয়ে বিশাল চর্চা চলতে থাকে। অন্যান্য ম্যাচে যতজন দর্শক দেখুক না দেখুক এই দুই টিমের খেলা হলে দর্শকের সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। তবে এই এশিয়া কাপ এর খেলাগুলো এশিয়ার দেশগুলোতে ফেললে একটা সমস্যা হয় বৃষ্টির, খেলায় খুবই বিঘ্ন ঘটায়। গতকালকের এই দুই টিমের খেলাটাও গত ম্যাচের মতো একই শ্রীলঙ্কার মাঠে খেলা হয়েছে। তবে এই দুইদিনে পিচের দুই ধরণের রূপ পরিলক্ষিত করা গেছে। বাংলাদেশ এর খেলা যখন হয়েছিল তখন পিচে স্পিন বল খুব ধরছিল, কিন্তু গতকালকের খেলায় পিচ যেন ফাস্ট বলে কাজ করছে বেশি।
আসলে বৃষ্টি হলে অন্যরকম হয়ে যায় পিচগুলো, কারণ পরে যখন রোলার টানে তখন চেঞ্জ হয়ে যায়। যাইহোক, ইন্ডিয়া গতকালকের খেলায় টসে জিতে আগে ব্যাট নেয়, যেটা সচরাচর করে না কোনো ম্যাচে, সবসময় টার্গেট এ খেলে থাকে। তবে কাল এইরকম বৃষ্টির সম্ভাবনা থাকার বিষয়টা মাথায় রেখে এটা করেছে। তবে বড়ো কথা হলো পাকিস্তানের ৩ জন পেস বলার জন্য ব্যাটসম্যানদের উপর কঠিন প্রহার শুরু করলো প্রথম থেকে। প্রথম পাওয়ারপ্লে ওভারে যেন ধরাশাই অবস্থা এক প্রকার, গিল ৫ ওভারে কোনো রানের খাতাই খুলতে পারেনি। কিন্তু রোহিত আর বিরাট এই দুইজন যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠে, সেই দুইজনেই আগে পড়ে গেলো। ফাস্ট বোলাররা যেন টপাটপ ৪ উইকেট খেয়ে নিলো। এতো সুইম করছে যে খেলতেই পারছিল না। তবে পরে এখানে ম্যাচ ঘুরিয়ে দাঁড় করাতে চেষ্টা করে হার্দিক আর ঈশান।
এই দুইজন গতকাল বুদ্ধি আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা দারুন পার্টনারশিপ গড়ে তোলে, যেটা ওই মুহূর্তে খুবই ইম্পরট্যান্ট ছিল। তবে পাকিস্তান এখানে একটা প্ল্যান খাটিয়েছিলো যে প্রথম পাওয়ারপ্লে তে যে তিনজন ফাস্ট বলার ছিল সবাইকে টানা করিয়ে নিয়েছে আর বাকি ওভার লাস্ট পাওয়ারপ্লে ওভারের জন্য বাঁচিয়ে রেখেছিলো। হার্দিক আর ঈশান ৪০ ওভার পর্যন্ত খেলে বেশ ভালো রান করে, কিন্তু ঈশান সেঞ্চুরির কাছে গিয়েও করতে পারেনি, কারণ আউটটাও ছিল আনক্সপেক্টেড, অফের বলটা খেলতে গিয়েছিলো ঠিকই, কিন্তু ব্যাটের মাথায় হালকা লেগে ক্যাচ উঠে যায়। এরপর হার্দিকও ভালো খেলতে থাকে, কিন্তু ওই যে সেই তিনজন ফাস্ট বলার আবার এসে পরপর সবাইকে ফেলতে থাকলো, রানের গতি স্বরূপ লাস্ট ১০ ওভারে ৩০০ ক্রস করে যেত। তবে ৫০ ওভার পুরো হওয়ার আগেই অল আউট হয়ে যায়।
মানে বলতে গেলে ওই তিনজনেই সবকয়টা উইকেট শেষ করে দিয়েছে। তবুও ইন্ডিয়ার যেসব ফাস্ট বলার গতকাল ছিল, তাতে এই ২৫০ রান ক্রস করাও তাদের অনেক দুষ্কর ছিল আর তারপর বৃষ্টি হয়েছে, আরো সমস্যায় পড়তে হতো। কিন্তু এখানে বৃষ্টি একেবারে না থামার কারণে সমস্যাটা আরো বেড়ে গেলো ইন্ডিয়ার। পাকিস্তান তো আগে একটা ম্যাচ জিতে ২ পয়েন্ট হাসিল করে বসে আছে, আর ইন্ডিয়ার এই প্রথম ম্যাচ কোনো রেজাল্ট আসলো না, পাকিস্তান না খেলেই আরো ১ টা পয়েন্ট বাড়তি যোগ করে নিলো, ফলে অনেকটা এগিয়ে গেলো তারা। এখন পরে নেপালের সাথে জিততে পারলে একটা লড়াই এর জায়গা থাকবে, আর আশা করা যায় নেপালের সাথে পেরে যাবে, কারণ তারা অতটা শক্তিশালী না, একদম নতুন টিম।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




সত্যি দাদা পাকিস্তানের বিপক্ষে ভারতের ঘুরে দাঁড় করানোর মূলে ছিল ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। যখন ভারতের চরম ব্যাটিং বিপর্যয় ঠিক সেই মুহূর্তেই পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে একটি শক্ত প্রাচীর তৈরি করেছিল ঈশান ও হার্দিক। আর ঈশান ও হার্দিক এর ব্যাটিং এর উপর নির্ভর করেই ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জিং স্কোর দিতে সক্ষম হয়েছিল। আগামী দিনে টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচটি দেখার জন্য আগে থেকেই অপেক্ষা করছিলাম। তবে শুরুতে ভারতের ব্যাটিং দেখে কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রিয় দলের এমন ব্যাটিং দেখলে খারাপ লাগে। কোহলি এবং রোহিত শর্মার কাছ থেকে এক্সপেকটেশন হাই ছিলো। যাইহোক ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এককথায় দুর্দান্ত লেগেছে। ভেবেছিলাম ২৮০+ রান হবে। যাইহোক তবুও ফাইটিং স্কোর করেছিল ভারত। তবে বৃষ্টি সব এলোমেলো করে দিল। সম্পূর্ণ খেলা হলে ভারতের জয়ের সম্ভাবনা বেশি ছিলো। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম একটা উওেজনা। গতকাল পুরো ম্যাচ দেখেছি। কিন্তু বৃষ্টি টা ব্যাগড়া দিয়ে ম্যাচটা শেষ পযর্ন্ত ড্র হয়ে গেল। অভিজ্ঞ রোহিত কোহলি কিছু করতে না পারলেও পাকিস্তানের বোলিংয়ের সামনে দারুণ পার্টনারশিপ করে হার্দিক এবং ঈশান কিশান। সবমিলিয়ে ম্যাচটা উপভোগ করেছি তবে পূর্ণতা পাই নি।
ভারত পাকিস্তানের ম্যাচ মানেই অন্যরকম একটা ব্যপার।বৃষ্টির জন্য পুরো ম্যাচটি অন্যরকম হয়ে গেল।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
দাদা আপনি ঠিকই বলেছেন পাকিস্তান যেভাবে প্রথমের দিকে উইকেট নিয়েছিল তাতে মনে হয়েছিল দেড়শ রানও হবে না। কিন্তু মাঝখানে ইশান ও হার্দিকের চমৎকার একটা পার্টনারশিপে খুব ভালো একটা রানের পৌঁছে গিয়েছিলো। যদি খেলাটা সম্পন্ন হতো তাহলে একটা ভালো কিছু আশা করতে পারতো। যাহোক শেষ পর্যন্ত পানির জন্য বন্ধ থাকায় পয়েন্ট ভাগাভাগি নিয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়।
মাঝে মাঝেই খেলাধুলার পোষ্ট পড়তে ভালোই লাগে।
অনেকদিন পর এমন ভিন্ন ধরনের পোষ্ট পড়ার মজাই আলাদা।এটা সম্ভবত আপনার প্রিয় খেলা ।আমার ক্রিকেট খেলা তেমন দেখা হয় না।তবে ছয় আর চারের খেলা এবং রান নেওয়ার বিষয়টি বেশ মজা লাগে আমার কাছে।বৃষ্টির সময় ক্রিকেট খেলা আসলেই কঠিন।তাছাড়া ইন্ডিয়ার ম্যাচ কোনো রেজাল্ট আসলো না জেনে খারাপ লাগলো।আশা করি পরে অবশ্যই জিতে দেখাবে ইন্ডিয়া,ধন্যবাদ দাদা।
ইন্ডিয়া পাকিস্তানের খেলা মানেই সবার মাঝে আলাদা রকমের উত্তেজনা। আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে খেলা দেখার জন্য। আর সবাই অনেক উপভোগ করে। যদিও খেলা সেভাবে দেখা হয় না। তবে স্পোর্টস নিয়ে আপনার শেয়ার করা পোস্টগুলো পড়তে অনেক ভালো লাগে দাদা। আর কালকের খেলা সত্যিই দারুন ছিল। তবে প্রথম দিকে পাকিস্তান যেভাবে উইকেট নিয়েছিল তাতে করে বেশ ভয় সৃষ্টি হয়েছিল। ইশান এবং হার্দিকের পার্টনারশিপ সত্যিই দারুণ ছিল। তারা সবটা সামনে নেওয়ার চেষ্টা করেছে। প্রথমদিকে ভারতের খেলা সবাইকে হতাশ করলেও পরে কিন্তু বেশ ভালোই খেলেছে। কিন্তু বৃষ্টির কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। দাদা আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয় তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
খেলা বিষয়ক এই পোস্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে এই খেলা বিষয়ক পোস্টটা লিখেছেন। ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলার কথা শুনে আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তাদের দুই দলের মধ্যে আলাদা রকমের উত্তেজনা থাকে। আসলে খেলা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। শেষ পর্যন্ত দেখছি পানির জন্য বন্ধ থাকায় পয়েন্ট ভাগাভাগি নিয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে। আসলে খেলাধুলা আগে প্রচুর পরিমাণে দেখা হতো আমার। তবে এখন সময়ের জন্য খেলাধুলা একেবারেই দেখা হয় না। তবে এই খেলা গুলো আমার অনেক বেশি পছন্দের। অনেক সুন্দর করে সম্পূর্ণটা লিখেছেন। আশা করছি পরবর্তীতেও খেলা বিষয়ক পোস্ট শেয়ার করবেন আমাদের সবার মাঝে।
দাদা দারুন ভাবে আপনি খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেন, যেগুলো আমার কাছে সব সময় খুব সুন্দর লাগে। ঈশান এবং হার্দিকের দেখছি বেশ ভালোই পার্টনারশিপ ছিল পাকিস্তানের বিপক্ষে। আর আপনি অনেক সুন্দর করে এই বিষয়টার মাধ্যমে খেলাটা তুলে ধরেছেন। অন্যদিনের মতো আজকের এই খেলা বিষয়ক পোস্টটাও দারুন ছিল দাদা। আমার মনে হয় এই খেলাটা যদি সম্পূর্ণ হতো তাহলে ভালো একটা ফলাফল হত। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা হলে উন্মাদনা কাজ করারই কথা সবার মনে। দুই দলের খেলা বেশ জমজমাট হয় নিশ্চয়ই। যদিও কখনো খেলা দেখা হয়নি, তবে অনেকের মুখে খেলার কথা শুনেছি এবং কি আপনার রিভিউ পড়া হয়। আর এর মাধ্যমেই খেলা সম্পর্কে অনেক ধারণা নিতে পেরেছি। আজকের এই পোস্টটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি দাদা। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে পোস্টটা। অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।