বাপ্পি লাহিড়ীর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

বরাবরের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একজন গায়ক এর ছবি অঙ্কন করেছি। আমি আজকে বাপ্পি লাহিড়ী এর ছবি অঙ্কন করেছি। আজকে আমাদের মাঝে তিনি নেই, সবার কাছে তার স্মৃতিগুলো রেখে দিয়ে এই পৃথিবীর বুক থেকে পালিয়েছেন। লতা জির যাওয়ার পরপরই তিনিও দর্শকদের কাঁদিয়ে চলে গেলেন একপ্রকার। এনাদের মতো গানের পাখিদের আর কোনোদিন পাওয়া যাবে না, এখন শুধু তাদের গানের মধ্যেই খুঁজে পাওয়া যাবে। বাপ্পি লাহিড়ী যে শুধু একজন গায়ক ছিলেন তা কিন্তু না, তিনি একাধারে সুরকার এবং রেকর্ড এর প্রযোজকও ছিলেন। তবে তিনি আমাদের ভারতের ডিস্কো গানগুলোতে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছিলেন একসময়। যাইহোক আজকে তার ছবিটি আমার পেজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আশা করি অঙ্কনটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


֍উপকরণ:֍

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
পেন
কালার পেন্সিল
রাবার

এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---


➤প্রথম ধাপে মুখমন্ডল এবং কানের একটি শেপ তৈরি করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে মুখমন্ডলের উপরে নাক, মুখ আর চশমা অঙ্কন করে দিয়ে একটা চেহারার রূপ এনে দিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে মাথায় চুলের একটা শেপ তৈরি করে দিয়েছিলাম। এরপর বডি অঙ্কন করে তাতে পোশাকের মতো দেখতে একটা শেপ তৈরি করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে পেন দিয়ে মাথার চুলে গাঢ় করে কালার করে দিয়েছিলাম।

➤পঞ্চম ধাপে চশমাটিকে কালার করে দিয়েছিলাম।

➤ষষ্ঠ ধাপে পুরো মুখমণ্ডলে কালার করে নিয়েছিলাম।

➤সপ্তম ধাপে তার পরনে ব্লেজার টিকে কালার করে নিয়েছিলাম।

➤অষ্টম ধাপে গলার দিকে কালার করে দিয়ে কিছু সোনার তৈরি চেইন অঙ্কন করে দিয়েছিলাম।

➤নবম ধাপে সেই চেইনটিকে কালার করে দিয়েছিলাম।

➤দশম ধাপে ব্লেজার এর নিচের পোশাকটিকে হালকা কালার করে দিয়ে অঙ্কনটি সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

বাপ্পি লাহিড়ীর চিত্র অঙ্কনটি খুবই সুন্দর ও নিখুঁত হয়েছে দাদা।আপনি কিভাবে এত স্পষ্ট করে ছবি আঁকেন সত্যিই আমি মুগ্ধ হয়ে দেখি।তাছাড়া এনারা আমাদের দেশের মূল্যবান সম্পদ ছিলেন বলা যায়।সবসময় মানুষকে বিনোদন দিয়ে মানুষের আশীর্বাদ অর্জন করতেন।আজীবন মানুষ এদেরকে স্মরণ রাখবেন, খুবই খারাপ লাগে যখন এই রকম আনন্দদানকারী মানুষরা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যান।আমি শুনেছি মাইকেল জ্যাকসন নিজেই বাপ্পি লাহিড়ীর বড়ো ফ্যান ছিলেন।চিরদিন এরা মানুষের মনে বাস করবে।আপনি খুবই সুন্দর করে আকিয়েছেন ছবিটি,মনে হচ্ছে না যে এটি অঙ্কন।একদম সত্যিকারের মতো মনে হচ্ছে।ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এমন জীবন করিবে গঠন🎚️ মরণে হাসিবে তুমি🎚️কাঁদিবে এ ভূবন!

বাপ্পি লাহেডী আমার অনেক পছন্দের একজন গায়ক। তার অনেক গান আমার ভালো লাগে। আসলে কিছু কিছু মানুষ থাকে যাদের সৃষ্টিকর্তা অনেক গুন দিয়েছেন। তাদের মধ্যে বাপ্পি লাহেডী অন্যতম। তিনি একাধারে সুরকার, গীতিকার, সংগীত পরিচালক। ভারতীয় উপমহাদেশে প্রথম সারির গায়কদের মধ্যে বাপ্পি লাহেডীর নাম আছে। তার চলে যাওয়াতে অনেক ভক্ত চোখের জল ফেলেছে। আসলে এরাই প্রকৃত গায়ক। দুই দিন ইউটিউব এ কিছু আপলোড দিয়ে নিজেকে শিল্পী বললেই শিল্পী হওয়া যায় না। এটা অনেক সাধনার কাজ।
আপনি খুব সুন্দর ভাবে বাপ্পী লাহেডীর ছবি এঁকেছেন। হাসি মুখে বাপ্পি লাহেডীর ছবি অনেক সুন্দর লাগছে। বিশেষ করে আপনি রং করার পর চিত্রটি আরো জীবন্ত হয়ে উঠেছে। আপনাকে একান্ত ভাবে আমি ধন্যবাদ দিতে চাই আপনি আমার প্রিয় একজন মানুষের চিত্রাঙ্কন করেছেন। প্রার্থনা করি বাপ্পি লাহেডীর জন্য তিনি যেন স্বর্গবাসী হয়। আর দাদা, আপনার জন্য শুভকামনা রইলো। ❣️❣️❣️
 2 years ago 

বাপ্পি লাহিড়ীর চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে দেখে মনে পড়ে গেল। আসলে গানের সম্রাট গানের এই পাখিগুলো আজ আমাদের মাঝে নেই। কিন্তু তারা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন তাদের গান দিয়ে। তাদের গান আমাদের হৃদয় থেকে যাবে সারা জীবন। মানুষ চিরকাল বেঁচে থাকে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের উপর ভিত্তি করে। তারা ছিলেন মহান ব্যক্তি। তাদের গানের এই সুর দিয়ে তারা মানুষের মন জয় করে নিয়েছেন। আর মানুষের হৃদয়ে তারা স্থান পেয়েছেন আজীবন। তাদের দেহের মৃত্যু আছে। কিন্তু তাদের এই কর্মের কোনদিন মৃত্যু হবে না। তারা আমাদের মাঝে হয়তো আর নেই। কিন্তু তারা আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন তাদের গান দিয়ে। সত্যিই আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দরভাবে চিত্র অঙ্কন করেছেন এবং চিত্র অংকনটি একদম অরজিনাল হয়েছে। যা দেখতে আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে স্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

ওয়াও!! দাদা আপনি খুবই চমৎকার করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় মানুষটির ছবি এঁকেছেন।যার স্থান মানুষের মনের মনিকোঠায়।কোটি কোটি ভক্ত দর্শকদের হৃদয়ে যিনি স্থান করে নিয়েছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন বাপ্পি লাহিড়ীর চিত্রাঙ্কন ।।টি খুবি চমৎকার ভাবে হাস্যজ্জল একটিং করেছেন যা দেখে আমি অভিভূত হয়েছি খুবই ভালো লেগেছে আমার থেকে দোয়া ও শুভকামনা ভেসে আসছে আমাদের গুরু শিল্পী প্রিয় শিল্পী বাপ্পি লাহিড়ীর সেইসাথে আপনি তার এতো চমৎকার করে একটি ছবি অঙ্কন করেছেন যেটার জন্য আপনাকে প্রশংসার না করলে অনেক ছোট হয়ে যাব আমি তাই অনেক বেশি প্রশংসার দাবিদার আপনি এত চমৎকার এত অসাধারণ একটি ছবি এঁকে আবারো প্রমাণ করলেন যে রাঁধে সে চুলও বাঁধে আপনি যেমন রেসিপি করেন ঠিক তেমনি সুন্দর সুন্দর ছবি আঁকেন আসলে আপনার গুণের কথা লিখে শেষ করার ক্ষমতা আমার মত ছোট মানুষের নেই।অনেক বেশি গান শুনেছি বাপ্পি লাহিড়ী স্যারের।এই গুণী শিল্পীর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শান্তি কামনা করছি।

দক্ষ হাতের নিপুন কারুকাজ করেছেন আপনি এই ছবিটিতে।সত্যিই আবারো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে।এই আমাদের সকলের প্রিয় গুরু শিল্পীর হাস্যোজ্জল মুখ অংকন করার জন্য।যিনি কোটি কোটি মানুষকে কাঁদিয়ে পরপারে চলে গেছেন।পরপারে চলে গেলেও তিনি বেঁচে রবেন হাজার বছর ধরে।এত চমৎকার একটি ছবি আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদা আরো সুন্দর সুন্দর ছবি আপনার কাছে পেতে চাই এটা আমার আবদার হিসেবে নিতে পারেন।ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।দোয়া এবং ভালোবাসা অবিরাম♥♥

 2 years ago 

আজকে আমাদের মাঝে তিনি নেই, সবার কাছে তার স্মৃতিগুলো রেখে দিয়ে এই পৃথিবীর বুক থেকে পালিয়েছেন।

দাদা আজকে আপনি যে গুণী শিল্পীকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাকে দেখেই হৃদয় হু হু করে কেঁদে উঠলো। আসলে এই মানুষগুলো তাদের কাজের মাঝেই চিরকাল আমাদের অন্তরে রয়ে যাবে। বাপ্পি লাহিড়ী স্যার একজন গুণী মানুষ। হয়তো তার গুণের কথা প্রশংসা করার মত ভাষা আমার নেই। তিনি একাধারে যেমন ভালো শিল্পী ছিলেন অন্যদিকে তিনি একজন সঙ্গীত প্রযোজক ছিলেন। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের গানের মাঝে ও সুরের মাঝেই এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে। এসকল মানুষরা পৃথিবীতে এসেছে শুধু নিজের কর্ম গুলোকে বিলিয়ে দিতে। তাদের এই কর্মের মাঝে চিরকাল তারা আমাদের অন্তরে বেঁচে থাকবে হয়তো। সময়ের বিবর্তনে স্মৃতির পাতা গুলো কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু তাদের রেখে যাওয়া সেই গানগুলো সারা জীবন সবার অন্তরে বেজে উঠবে। মানুষ যেমন তার কর্মে বেঁচে থাকে তেমনি শ্রদ্ধেয় স্যার বাপ্পি লাহিড়ী তার কর্মের মাঝেই এই পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকবে। তিনি এমন একজন মানুষ ছিলেন যার গান সবাই পছন্দ করতেন। কিছুদিন আগে যখন আমাদের শ্রদ্ধেয় ও সকলের প্রিয় ম্যাম লতা মঙ্গেশকর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন তার ধাক্কা সামলানোর আগেই আরো একটি গুণী মানুষকে আমরা হারালাম। আসলে এই মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে তার মানে এই নয় যে তারা পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাচ্ছে। এই মানুষগুলো সারাজীবন বেঁচে থাকবে তাদের এই কর্মের মাধ্যমে। তাদের গানের সুরের মাধ্যমে তাদের। গানের সুর যতদিন থাকবে ও বেজে যাবে ততদিন তারা আমাদের হৃদয়ের কোণে জায়গা করে নিবে। আর এই মানুষ গুলোকে পৃথিবী থেকে মুছে ফেলার সাধ্য কারও নেই। কারণ তারা প্রতিটি মানুষের অন্তরে রয়েছে এবং চিরকাল থাকবে। আর দাদা আপনার প্রশংসা করার ভাষা তো আমার নেই। আপনি এত সুন্দর ভাবে শ্রদ্ধেয় স্যার বাপ্পি লাহিড়ীকে আপনার অংকনের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি দক্ষ একজন আর্টিস্ট সেটা আমরা সবাই জানি। কয়েকদিন থেকেই ভাবছিলাম আপনার আর্ট দেখতে পাচ্ছি না। তবে মজার মজার সব রেসিপি গুলো খুব উপভোগ করেছি। তাই আজকে যখন আপনার আর্ট দেখলাম তখন মন খুবই ভাল হয়ে গেল। আর আপনি সব সময় এত নিখুত ভাবে আর্ট করেন যেগুলো আসলে বলে প্রশংসা করার ভাষা আমার নেই। অসাধারণ হয়েছে দাদা। একেবারে নিখুঁত ভাবে আপনি আপনার আর্ট সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুন একটি আর্ট শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 2 years ago 

এনাদের মতো গানের পাখিদের আর কোনোদিন পাওয়া যাবে না, এখন শুধু তাদের গানের মধ্যেই খুঁজে পাওয়া যাবে।

দাদা আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি। আসলে এনাদের মতো গুণী মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আমি প্রথমে একটি কথাই বলতে চাই শ্রদ্ধেয় ও সকলের প্রিয় স্যার বাপ্পি লাহিড়ী আমাদের অন্তরে চিরকাল থাকবেন। আর দাদা আপনার অঙ্কনের প্রশংসা কি আর করবো আপনি এত সুন্দর ভাবে ও নিখুঁত ভাবে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্যার বাপ্পি লাহিড়ীর চিত্র অঙ্কন করেছেন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সেই হাসি মাখা মুখ, সে সানগ্লাস, আর গলায় সেই গহনা সবকিছু একেবারে নিখুঁত ভাবে অঙ্কন করেছেন। হয়তো সেই হাসিমাখা মুখ আর আমরা দেখতে পাবোনা। তবে আপনি এত সুন্দর ভাবে বাপ্পি লাহিড়ী স্যারের চিত্র অঙ্কন করেছেন দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের গানের মাধ্যমে শ্রোতা হৃদয়ে জায়গা করে নিয়েছে। আসলে আমরা যারা গানের ভক্ত ও শ্রদ্ধেয় বাপ্পি লাহিড়ী স্যারের ভক্ত তারাই শুধুমাত্র অনুধাবন করতে পারছি তাকে হারানোর বেদনা। এছাড়াও অন্যান্য গুণী শিল্পী যেমন লতা মঙ্গেশকর ম্যাম, সন্ধ্যা ম্যাম সবাই আমাদের মাঝে আর নেই। এরই সাথে বাপ্পি লাহিড়ী স্যারের চলে যাওয়া আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। এই গুণী মানুষগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। হয়তো তাদেরকে আর কোনদিন ফিরে পাওয়া যাবে না। তবে তাদের রেখে যাওয়া গানগুলো ও রেখে যাওয়া সেই জনপ্রিয় গানগুলো সারাজীবন থাকবে। সেই সুর এখনও কানে বেজে ওঠে। আর সেই হাসিমাখা মুখ, সানগ্লাস ও গলা ভর্তি গহনা সবকিছু মিলিয়ে যেন আমাদের প্রিয় বাপ্পি লাহিড়ী স্যার। হয়তো তিনি পরপারে গিয়ে ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই। কারণ আমরা হারিয়েছি একজন গুণী মানুষকে। দাদা আপনি বরাবরই অনেক ভালো অঙ্কন করেন। তেমনি প্রতিবারের মতোই এবারের অঙ্কন চিত্রটিও অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই নিখুঁতভাবে বাপ্পি লাহিড়ীর এই চিত্র অঙ্কন করেছেন। সেই সাথে তার প্রিয় সানগ্লাস ও গলার গহনাগুলো এত সুন্দর ভাবে অঙ্কন করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনারা অঙ্কনগুলো সব সময়ের সেরা হয়। তবে আজকে আপনি যে আর্ট শেয়ার করেছেন সেটা একেবারে নিখুঁত ভাবে করেছেন। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় এই মানুষটিকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেই হাসিমাখা মুখ দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল। অনেক সুন্দর ভাবে এই গুণী মানুষটির চিত্র অঙ্কন করে আমাদের সকলকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️♥️♥️♥️♥️♥️

কৃতকারদের কৃতি সব কিছুতে অম্লান থাকে। প্রচেষ্টার প্রসংশা করছি। ভাল ছিল।

 2 years ago 

জাস্ট অসাধারণ দাদা আপনি অনেক চমৎকার ভাবে শিল্পী বাপ্পি লাহিড়ীর অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে শেয়ার করে থাকেন ঠিক তেমনি ভাবে আপনার আজকের এই চিত্রটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে বাপ্পি লাহিড়ীর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাপ্পি লাহিড়ি আমার ভীষণ প্রিয় একজন শিল্পী ছিলেন 🥺
উনার কতগুলো গান শুনেছি তার ইয়ত্তা নেই।
একজন গুনী শিল্পী চলে গেলেন 😥
সত্যিই এ ক্ষতি পুষিয়ে উঠা যাবেনা কখনো।
দাদা আপনার ছবি আঁকার হাত সবসময়ই সুন্দর 🥀।
আগেও দেখেছি চমৎকার ছবি আঁকেন আপনি।
একদমই নিখুঁত অংকন ছিল।
এভাবেই এগিয়ে যাবেন।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য 💌
খুব খুব খুব ভালো থাকুন দোয়া রইল ♥️

 2 years ago 

ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ বাপ্পি লাহিড়ী মতো একজন গুণী শিল্পীর চিত্রাংকন টি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। একদম পুরো বাপ্পি লাহিড়ীর মতই দেখাচ্ছে। গলার চেইন, চোখের চশমা, গায়ের জামা, মাথার চুল, মুখের হাসি একদম হুবহু বাপ্পি লাহিড়ী। কি বলব ভাইয়া সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার চিত্রাংকন দেখে।সত্যি ভাইয়া আমাদের মাঝ থেকে সবগুণী শিল্পীরা দিন দিন হারিয়ে যাচ্ছে। তবে উনারা উনাদের গানের মাধ্যমে আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54640.80
ETH 2444.53
USDT 1.00
SBD 2.16