জোহানেসবার্গে সূর্যকুমার আর কুলদীপের অসাধারণ পারফরমেন্স

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: WILLOW

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল খুবই টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে। টানটান এই কারণে বললাম, কারণ কালকের ম্যাচটা সিরিজ জয়ের একটা কঠিন পরীক্ষা ছিল দুই টিমের সামনে, তবে বেশি চাপ ছিল ইন্ডিয়ার জন্য একটি ম্যাচ হারায়। তবে জোহানেসবার্গে যে পিচে খেলা হয়েছে সাধারণত সেটি এক অর্থে ব্যাটিং পিচ হিসেবে ধরা যায়। আর টসের কথাটা আসলে, যে টসটা করে তারই পক্ষে যায় বেশিরভাগই টাইম। এই ম্যাচেও সাউথ আফ্রিকা টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় আগেভাগে। তবে সাউথ আফ্রিকার পিচ, তাই আগে থেকে বলাও যায় না কি হবে, কিন্তু যেহেতু সাউথ আফ্রিকান টিম এই পিচ সম্পর্কে পরিচিত, তাই তারা সঠিক সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক। অনেকসময় এক্ষেত্রে প্রেডিকশন ভুলও হয়ে থাকে।


স্ক্রিনশর্ট: WILLOW

যাইহোক, ইন্ডিয়া ব্যাটিং করতে আসলে গিল আর জয়েসওয়াল শুরুটা করেও ভালো, কিন্তু আম্পিয়ার ভুল আউট দিয়ে দেয় এখানে, কারণ গিল এর যে lbw আউট দিয়েছে সেটি সম্পূর্ণ লেগ স্টাম্পের বাইরের বল, রিভিউ করলেও ভালো করতো। কিন্তু জয়েসওয়াল সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি, আসলে যে এঙ্গেলে বলটা প্যাডে লেগেছে, তাতে স্ট্যাম্প হিট হওয়ারও সম্ভাবনা থাকে, এখানে সিদ্ধান্ত নেওয়াটাও অনেক চাপের হয়ে যায়। যাইহোক, রিভিউ না করেই বাইরে চলে যায়। তবে গিল যেভাবে শুরু করছিলো তাতে ভালোই খেলতো গতকাল। জয়েসওয়াল ভালো খেলেছে আর সাথে সূর্যকুমার অসাধারণ ব্যাটিং। পার্টনারশীপও ভালো বিল্ড করেছে দুইজনে। জোহানেসবার্গে আসলে এতো ভালো ব্যাটিং করবে এটাই ভাবা যায়নি। মোটামুটি আটঘাট বেঁধেই নেমেছে ইন্ডিয়া টিম কালকে, কারণ ম্যাচ এটা কোনোমতে জিততেই হবে তাদের। রান রেট ভালোই স্বাভাবিকভাবে ১০ এর উপরে রেখেছিলো।


স্ক্রিনশর্ট: WILLOW

তবে আমি ভাবছিলাম ইন্ডিয়া যখন এতো মারছে, তখন শুধু ২০০ রানেও কুলাবে না সাউথ আফ্রিকার সামনে, অন্তত ২৩০ ক্রস না করলে সম্ভাবনা নেই। সূর্যকুমার তো মোটামুটি একাই ভালো ব্যাটিং করে ১০০ রান করে আউট হয়ে যায়, কিন্তু আজকে লাস্টের ব্যাটসম্যানরা তেমন ভালো বিল্ডআপ করতে পারেনি। তবে রান ২০০ পার করেছে কোনোমতে। আজকে আর যাইহোক ইন্ডিয়ান কিছু বোলারদের এক্সপেরিয়েন্স কাজে দিয়েছে, বিশেষ করে স্পিনারের ক্ষেত্রে। আসলে এক্সপেরিয়েন্স বলার না থাকলে সাউথ আফ্রিকার মতো কঠিন কঠিন পিচে একটু টাপ ব্যাপার হয়ে যায়। সাউথ আফ্রিকা আজকে ব্যাটে এসে প্রথমেই চাপে পড়ে যায়, কারণ সিরাজের প্রথম ওভারেই মেইডেন ওভার, টি২০ ম্যাচে মেইডেন ওভার মানে অনেক চাপের সম্মুখীন হতে হয় ব্যাটসম্যানদের। এক্সপেরিয়েন্স বোলারদের কারণে আজকে সাউথ আফ্রিকা কব্জা করতে পারেনি, কারণ নিউ বোলারদের মেরেছে ঠিকই, কিন্তু সিরাজ, জাদেজা, কুলদীপ এর বোলারদের সামনে কুপোকাত হয়ে গিয়েছে।


স্ক্রিনশর্ট: WILLOW

বিশেষ করে কুলদীপ আজকে তাদের উপর বজ্রাঘাতের মতো আঘাত হেনেছে। কুলদীপ মাত্র ২ ওভার ৫ বলে তাদের ফিনিশ করে দিয়েছে। বলা যায় ১৭ বলে ৫ উইকেট, একটা রেকর্ড বলা যায় গতকালকের ম্যাচে। সাউথ আফ্রিকার ১০০ রানও পূর্ণ হয়নি কাল। ব্যাটিং পিচ ছিল বটে, কিন্তু এই প্রেসার বুঝে উঠতে পারেনি তাদের ব্যাটসম্যান এইভাবে ঝরে পড়তে হবে। ইন্ডিয়া আসলে চাপ দিয়ে খেললে সেই ম্যাচে ভালো ফল লাভ করতে পারে, তবে গতকালকের মতো আসলে বড়ো টিমের সাথে খেলতে গেলে এইরকম কিছু এক্সপেরিয়েন্স বলার সাথে রাখা ভালো ফলদায়ক হয়। সর্বমোট টি২০ সিরিজ টাই হলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

দাদা ক্রিকেট খেলা কিন্তু আমার খুব প্রিয় একটি খেলা। আমার ফেভারিট টিম গুলোর মধ্যে ভারত একটি দল। আপনি সুন্দরভাবে ভারত এবং সব দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পন্ন খেলাটির রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন। ভারতীয় প্লেয়ার গুলোর মধ্যে বর্তমানে সূর্যকুমার এবং কোলদেব বেশ ভালো পারফরম্যান্স করছে। ধন্যবাদ দাদা সুন্দরভাবে খেলার রিভিউ করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এই ম্যাচে ভারতের জেসওয়াল এবং সূর্য কুমার এককথায় দুর্দান্ত ব্যাটিং করেন। তারই ফলশ্রুতিতে ভারত ২০১ রান করতে সক্ষম হয়। তবে দক্ষিণ আফ্রিকা এতো অল্প রানে গুটিয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। কুলদীপ চমৎকার বোলিং করে মাত্র ১৭ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেয়। কুলদীপ আসলেই বেশ ভালো মানের একজন স্পিনার। যাইহোক এই জয়ের মধ্য দিয়ে এই সিরিজে সমতা এনেছে ভারত। আমি এই ম্যাচ শুরু হওয়ার আগেই ভেবেছিলাম, ভারত এই সিরিজ ড্র করতে সক্ষম হবে। সবমিলিয়ে বেশ উপভোগ করেছি এই ম্যাচটি। আশা করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজে ভারত জয়লাভ করবে। ভারতীয় দলের জন্য শুভকামনা রইল। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সত্যি দাদা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ১০৬ রানের জয়টি নিঃসন্দেহে বিরাট বড় একটি জয়। আর এই জয়ের ক্ষেত্রে বড় অবদান হলো দুটি মানুষের, একজন হল সূর্য কুমার এবং দ্বিতীয়জন হল কুলদীপ। তবে সূর্য কুমারের ব্যাটিং করাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আশা করি আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিম এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।

 7 months ago 

সত্যি বলতে দাদা বর্তমানে খেলা একদমই দেখা হয় না। যার কারণে এরকম দারুন কিছু পারফরম্যান্স মিস হয়ে যায় আমার। তবে কিছু কিছু স্পোর্টস এর পোস্ট পড়লে তখন কিছুটা খবর জানতে পারি। যাই হোক অনেক ভালো লাগলো ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 7 months ago 

প্রথম ইনিংসে সূর্য কুমারের ব্যাটিং দেখেছি আর দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদবের বিধ্বংসী বলিং। তাইতো ভারত আকাশ পাতাল ব্যবধানে জয় পেয়েছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও, আপনি আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ে আমি খেলা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। আসলে খেলা আমি একেবারেই দেখতাম না এখনো দেখি না। তবে যখন থেকে আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়তেছি, তখন থেকেই খেলার প্রতি কিরকম একটা আগ্রহ জেগে গিয়েছে। আর সেজন্যই তো সব সময় অপেক্ষায় থাকি আপনার খেলা বিষয়ক পোস্টগুলো পড়ার জন্য। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ আরো একটা ম্যাচ হয়েছিল এটা জেনে ভালো লেগেছে। আপনার পুরো রিভিউটা পড়ে কিন্তু বেশ ভালো উপভোগ করলাম। সূর্য কুমার আর কুলদীপের অসাধারণ পারফরমেন্স এর কথা শুনে তো খুব ভালো লাগলো। কুলদীপ মাত্র ২ ওভার ৫ বলে তাদের ফিনিশ করে দিয়েছে, এটা ভাবতেই ভালো লাগতেছে। দাদা আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম।

 7 months ago 

দাদা অবশেষে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার টি২০ সিরিজটি ড্র হয়ে গেল। দুই দলই একটি করে খেলা জিতেছে। আর একটি তো বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। এই ম্যাচটিতে টিম ইন্ডিয়া কোমরে গামছে বেঁধে নেমেছিল। তারা প্রতিজ্ঞা করেছে যে যেভাবেই হোক ম্যাচটি জিততে হবে। প্রথম টস জিতে সাউথ আফ্রিকা কেন বলিং করার সিদ্ধান্ত নিলো সেটাই বুঝলাম না। তবে যেহেতো জোহানেসবার্গের পিচ তাদের পরিচিত,তারা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে। গিল তো সবসময় ভালো করে এই ম্যাচেও মোটামুটি ভালোই করেছিল। তবে একটি ভুল সিদ্ধান্তে আউট হয়ে যায়। এই ম্যাচে রানের নায়ক হলো সূর্যকুমার। সূর্যকুমার তো একাই ১০০ করে ফেলেছে। তবে লাষ্টের দিকে ব্যাটসম্যানরা তেমন ভালো করতে পারেনি। আর কুলদীপ মাত্র ২ ওভার ৫ বলে তাদের ফিনিশ করে দিয়েছে। ১৭ বলে ৫ উইকেট, একটা রেকর্ড বলা যায়। ২৩০ রান আফ্রিকার জন্য তেমন বড় রান না। কুলদীপ তাদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। যায়হোক খেলাটা কিন্তুু দারুন ছিল। টিম ইন্ডিয়া গত ম্যাচে হেরে এই ম্যাচে মরনপন করেই নেমেছিল। আর চেষ্টা করলে তো সফলতা আসবেই। বাস্তবে সেটাই হয়েছে। ধন্যবাদ দাদা।

 7 months ago 

দাদা আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর করে খেলা বিষয়ক পোস্টগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেন এই বিষয়টা আমার খুব পছন্দের। খেলা আমি এত বেশি পছন্দ করি যা বলে বোঝাতে পারবো না। সূর্য কুমারের ব্যাটিং টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দাদা। সেই একাই একশ রান করে ফেলেছে, এটা সত্যি খুবই দারুণ একটা বিষয়। সূর্য কুমারের পারফরমেন্স আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দাদা। তার সম্পর্কে অনেক কিছুই পড়েছি আপনার পোস্টগুলোর মাধ্যমে, যার কারণে অনেক কিছু জানতে পারলাম। আর কুলদীপ ও ঠিক তেমনি। মাত্র দুই ওভার ৫ বলে তাদেরকে একেবারে ফিনিশ করে দিয়েছে। এই বিষয়গুলো দেখে আমার কাছে একেবারে দুর্দান্ত লেগেছে ম্যাচটার রিভিউ পোস্ট পড়তে। সূর্য কুমার এবং কুলদীপের অসাধারণ পারফরমেন্স সরাসরি দেখতে পারলে আরো বেশি উপভোগ করতে পারতাম। তবে যাই হোক খেলা না দেখতে পারলে কি হয়েছে, রিভিউ টা তো পড়তে পেরেছি। দাদা আপনার খেলা বিষয়ক পরবর্তী পোস্ট আশা করছি খুব শীঘ্রই সবার মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64