ব্যাটিং পাওয়ার অফ যাইস্বল

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

আজকে আপনাদের সাথে খেলাধুলার একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল চতুর্থ টি২০ ম্যাচ খেলা হয়েছে ইন্ডিয়া আর জিম্বাবুয়ের মধ্যে। গতকালকের ম্যাচটা একটু ভিন্ন ধরণের হয়েছে, কারণ এক কোথায় বলা যায় সেটা ঝামা ঘষার মতো অবস্থা। গতকালও ম্যাচটা হারারে খেলা হয়েছে, তবে এই তারিখের পিচটা বেশ ভালো মসৃন ছিল আর সেটা উভয়ের জন্য। একই পিচে খেলা হলে সাধারণত বোঝা যায় না, কখন কি হয়, কারণ রোলার দিয়ে ঠিক করার সময়ে পরিবর্তন করে ফেলে। যদিও এটা যে দেশে খেলা হয়, অনেকসময় তারা তাদের মতোই করে থাকে। গতকাল জিম্বাবুয়ে আগে ব্যাটিং করেছে টসে জিতে। তবে তারা ব্যাটিং করে খেলছিল আবার খারাপ না, কারণ আমি যখন দেখা শুরু করেছিলাম তখন প্রায় ৫-৬ ওভার হয়ে গিয়েছিলো অর্থাৎ পাওয়ারপ্লে ওভারটা যাকে বলে। এই ওভারে রান রেট তাদের খারাপ ছিল না তাও বিনা উইকেটে।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

তাদের ওপেনিং পার্টনারশীপ দেখে মনে হয়েছিল, এই ম্যাচটাতে হয়তো ভালো একটা রান করতে পারবে আর যেহেতু ইন্ডিয়া লাস্টে চেজ করবে, তাই খেলাটা একটা ভালো মাত্রায় রূপ নিতে পারে। কিন্তু এখানে দুইজন ওপেনার ভালো ব্যাটিং করতে পারলেও রিঙ্কুর কাছে ক্যাচে শিকার হয়ে যায়। রিঙ্কু ছেলেটা একদিক থেকে সব দিক থেকে ভালো ব্যালান্স করে খেলতে পারে, যেমন ব্যাটিং, তেমন ফিল্ডিং এর ক্ষেত্রে একদম দায়িত্ব নিয়ে খেলে থাকে। যাইহোক, মোটামুটি ১০ ওভার পর্যন্ত দেখেছিলাম ভালোই টুকিটাকি করে খেলছিল, কিন্তু তার পরে ২-৩ টা উইকেট ঝপ করে পড়ে গেলো। তবে ওদের ক্যাপ্টেন মেইন পয়েন্টে এসে বেশ ভালো একটা হিট দিয়ে গেছে, মানে একটা ভালো ঝড়ো ব্যাটিং উপহার দিয়েছিলো তাদের টিমের জন্য।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

২৮ বলে যে ৪৬ রানটা করেছিল এটা আসলে তাদের অনেক হেল্প করেছিল রান ইম্প্রুভ করার জন্য, নাহলে এই ১৫০ এর কোটাও পূরণ হতো না। আসলে তাদের প্রথম পর্যায়ে যে অবস্থা ছিল, সেটা লাস্টের দিকে এসে ঝিমিয়ে যাওয়ার ফলে এই অবস্থা, নাহলে মোটামুটি ভালো একটা রান হওয়ার আশা ছিল। তবে এই রান চেজে ইন্ডিয়া যে দুর্দান্ত ব্যাটিং করবে সেটা দেখে অবাক হলাম, মানে কৃতিত্ব যাইস্বল এর দিকেই যাবে, কারণ এই ছেলেটা একাই যেন পিটিয়েছে শুধু প্রথম থেকে। যদিও এখানে গিল এরও অবদান আছে, কিন্তু তাও যাইস্বল যে দুর্দান্ত ব্যাটিং করলো তাতেই তাদের বোলিং বিপর্যয় দেখা দিয়েছিলো। উইকেট একটাও পড়ার সম্ভাবনা ছিল না, যাইস্বল সেই প্রথম ওভার থেকেই পিটানো শুরু করলো তো আর থামলোই না।


স্ক্রিনশর্ট: star sports ( sonyliv )

গিল বলতে গেলে এই মাথায় দাঁড়িয়েই ছিল, একাই স্ট্রাইক নিয়ে নিয়ে খেলে গিয়েছিলো সব। ৬ যদিও বেশি মারতে পারেনি, কিন্তু ৪ এর বন্যা বয়েছে এক প্রকার। ১৫ ওভারেই ম্যাচ নিষ্পত্তি করে দিয়েছিলো। তবে ছেলেটা সেঞ্চুরি করতে পারলে ভালোই হতো, কিন্তু সে পর্যন্ত আর হয়নি, তার আগেই ম্যাচ বেরিয়ে গিয়েছিলো, ৭ রান দূরে ছিল সেঞ্চুরির। পাওয়ারফুল হিট যাকে বলে সেটাই দেখিয়েছে এই ম্যাচে। এদের টিমে কিছু নিউ প্লেয়ার নামানোর ফলে মোটামুটি এইবার একটা টিমের মতো হয়েছে, নাহলে প্রথম ম্যাচে যা ছিল, খুব বাজে অবস্থা ছিল। যাইহোক, ইন্ডিয়া এই ম্যাচের সাথে সাথে অলরেডি সিরিজ জিতে নিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

দাদা জিম্বাবুয়ে দল এই ম্যাচে মোটামুটি ভালোই পারফরম্যান্স করেছে। তবে লাস্টের দিকে আরও একটু ভালো ব্যাটিং করতে পারলে, তাদের স্কোর আরও বড় হতো। যাইহোক জেসওয়াল এই ম্যাচে এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। নিঃসন্দেহে বলা যায়, এই তরুণ ব্যাটসম্যানের ভবিষ্যৎ উজ্জ্বল। ইন্ডিয়া চতুর্থ ম্যাচে জয় পাওয়ার পর,আজকেও জয় পেয়েছে। অর্থাৎ ৪-১ এ ভারত এই সিরিজ জিতলো। যাইহোক এতো চমৎকার ভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 days ago 

জিম্বাবুয়ে মোটামুটি ভালো রান সংগ্রহ করে। তবে ভারতীয় এই ব‍্যাটিং লাইন আপ এর সামনে সেই রান কিছু না। জয়স্বয়াল ছেলেটার ব‍্যাটিং আমার অনেক আগে থেকেই ভালো লাগে। রাজস্থানের খেলা হলে ওর ব‍্যাটিং টা সময় করে ঠিকই দেখতাম।

 3 days ago 

দাদা আমার কাছে তো অনেক ভালো লেগেছে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের রিভিউটা। ইন্ডিয়া এই ম্যাচের সাথে সিরিজ জিতে নিয়েছে, বিষয়টা জেনেই তো অনেক ভালো লেগেছে আমার কাছে। জিম্বাবুয়ের টিমও মনে হচ্ছে অনেক ভালো পারফরম্যান্স করেছিল। ইন্ডিয়া টিমের এটা দুর্দান্ত খেলা দেখে তো অসম্ভব ভালো লেগেছে। নিউ প্লেয়ার গুলো অনেক ভালো খেলেছে মনে হয়। ইন্ডিয়া টিম যেন এভাবেই অনেক দূরে এগিয়ে যেতে পারে এটাই কামনা করি সব সময়। দাদা আশা করছি আপনি এরকম সুন্দর ম্যাচগুলোর রিভিউ আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী ম্যাচের রিভিউ পড়ার জন্য।

Who is the fan af Hazrat Muhammad S.A.W🥰💝

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64614.75
ETH 3444.80
USDT 1.00
SBD 2.55