বাগানের সাদা শুভ্র ফুল গুলোর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে ।আজ আমি মূলত আমার বাগানের চমৎকার কিছু সাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে এসেছি ।সাদা শুভ্রতার প্রতীক ।সাদা যে কোন ফুল দেখলেই মনে এক অন্য রকম ভালোলাগা কাজ করে। শান্তির প্রতীক সাদা ।আর এই সাদা ফুলগুলো সত্যি যেন একটা মানসিক প্রশান্তি এনে দেয় আমাদের। এই সময়টা যেন সাদা ফুলেরই রাজত্ব। ছাদে গেলেই দেখা যায় চমৎকার সব সাদা রঙের ফুলগুলো ফুটেছে ।যে দিকে তাকানো যায় সেদিকেই শুধু সাদা ফুলগুলো চোখে পড়ে। তাই এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে ।যদি আবহাওয়া টা একটু ভালো থাকে, বৃষ্টি বা মেঘলা থাকে কিংবা বাতাস থাকে, তাহলে মাঝে মাঝে ছাদে যাওয়া হয় ।আর এই চমৎকার সাদা ফুল গুলো উপভোগ করা যায়। একটা বিষয় আমার কাছে বেশ অবাক লাগে এই সময় ছাদের যত সাদা ফুলগুলো রয়েছে সবগুলোই একসঙ্গে ফোটে। যার কারণে অনেক বেশি ভালো লাগে। যে কোন সাদা ফুল দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আজ আমি আমার ছাদ বাগানের সাদা ফুল গুলোকেই শুধু বাছাই করেছি। আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যাতে আপনারাও এই সাদা শুভ্র ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সাদা শুভ্র চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি।

বাগানের সাদা শুভ্র ফুল গুলোর ফটোগ্রাফি


IMG20240511182650.jpg

IMG20240511182516.jpg


প্রথমেই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেলি ফুলের ফটোগ্রাফি। মূলত আমার বাগানে এই বেলি গাছটি দীর্ঘ কয়েক বছর আগে থেকে রয়েছে। সেদিন হঠাৎ যখন বৃষ্টি হল তখন আমার মনে হল এই বৃষ্টির সময় তো বেলি ফুল ফোটে ।তাই ছাদে চলে গেলাম। যেয়ে দেখি সত্যি বেলি ফুলের গাছে বেশ কয়েকটি কলি এসেছে ।তার দুদিন পরেই কলিগুলো থেকে চমৎকার ফুল ফুটলো। আর বেলি ফুলের ঘ্রাণ আমাকে মুগ্ধ করে।


IMG20240511182642.jpg

IMG20240429183212.jpg


বৃষ্টির পরে এই বেলি ফুলের উপর যখন বৃষ্টির কনা গুলো জমে থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে। যদিও বৃষ্টির পরে ছবিগুলো তোলা হয়নি। তবে বেলি ফুল সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে । গাছ ভর্তি সাদা ফুলে ভরে থাকলে দেখতে অনেক বেশি চমৎকার লাগে।


IMG20240520181653.jpg

20210416_105541~2.jpg

20210416_105550~2.jpg


আর এগুলো হচ্ছে টগর ফুলের ফটোগ্রাফি। যখন আমি এই গাছটি কিনেছিলাম তখন দোকানদার আমাকে টগর ফুল বলে বিক্রি করেছিল ।কিন্তু অনেকে দেখি এই ফুলকে জেসমিন ফুল বলে থাকে ।আসলে এটির নাম টগর না জেসমিন সেটি আমার জানা নেই। তবে ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে । এই ফুলগুলোও এই সময়ে ফুটতে দেখা যায়।


20210406_114150~2.jpg


আর এটি হচ্ছে সাদা পর্তুলিকা।এই সাদা পর্তুলিকা গুলো দেখতেও কিন্তু ভীষণ চমৎকার। একটা সময় আমার বাগানে পর্তুলিকায় ভরপুর ছিল। যদিও এখন সময় সুযোগের অভাবে বাগানের তেমন পরিচর্যা করা হয় না। যার কারণে পর্তুলিকা গুলো বিলীন হয়ে গেছে ।তবে দু তিনটে কালার রয়েছে। তার মধ্যে এই সাদা কালার টি রয়েছে, ভীষণ সুন্দর দেখতে।


20210616_160340~2.jpg

20210616_160255~2.jpg


আর এটি হচ্ছে অপরাজিতা ।নীল অপরাজিতা সচরাচর দেখা যায় ।তবে সাদা অপরাজিতা খুব একটা দেখা যায় না ।আমার বাগানে তিন কালারের অপরাজিতা ফুল রয়েছে ।তবে এই সময় অপরাজিতা গাছে বেশি ফুল ফোটে ।আর সাদা অপরাজিতা গুলো কয়েকদিন আগে গাছ ভর্তি ফুটেছিল । দেখতে সত্যি ভীষণ চমৎকার লাগছিল।


IMG20240520181537.jpg

IMG20240520181608.jpg


আর এটি হচ্ছে নয়ন তারা ।এই ফুলের বিভিন্ন কালার রয়েছে ।তবে এই ফুলের গাছ দুটি হঠাৎ ছাদে দেখতে পেলাম। দেখলাম দুটি ফুল সাদা হলেও এদের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। সাদা নয়নতারা গুলো দেখতেও কিন্তু খুবই চমৎকার। যদিও এই গাছগুলো আমি লাগাই নি। গোলাপী কালারের নয়ন তারা ফুল থেকেই এগুলো একা একাই হয়েছে। নয়নতারা ফুলের এক গাছের বীজ লাগালে সেখান থেকে কিন্তু অন্য কালারের গাছ হয়। এটা এর একটি বিশেষত্ব। যেমন গোলাপী কালারের নয়ন তারা থেকে এই সাদা কালারের নয়ন তারা হয়েছে।


IMG20240429182905.jpg

IMG20240429182810.jpg


আর এটি হচ্ছে আমার বাগানের আলো ছড়িয়ে রাখা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই কাঠ গোলাপ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর দীর্ঘদিন পরপর এই ফুলগুলো ফোটে যার কারণে এই গাছটার কদর একটু বেশি। আর এর ফুলগুলোর কিন্তু চমৎকার একটি ঘ্রাণ আছে, যা খুব কাছ থেকে পাওয়া যায়। এই কাঠগোলাপ এই সময়ে ফোটে। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো সাদা ফুল এই সময়ে ফোটে, যা দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার ছাদের সাদা শুভ্র ফুলগুলো ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 6 months ago 

সাদা ফুল দেখতে সত্যিই অনেক ভালো লাগে। সাদা ফুলের অপরূপ সৌন্দর্য আমাদের মনকে আনন্দিত করে। সাদা ফুলগুলো আমার কাছে ভীষণ পছন্দ। আপনার তোলা প্রতিটা ফুলের ফটো চমৎকার লেগেছে। খুবই সুন্দর কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করছেন আপু। আপনার তোলা ফুলের ফটো গুলো দেখে বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু সাদা ফুল আপনার ভীষণ পছন্দের জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

সাদা রঙের ফুলগুলো আমার খুবই ভালো লাগে। আপনি আজকে সাদা রংয়ের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। সাদার শুভ্রতা আসলেই মনমুগ্ধকর। তবে আপনি যে ফুলগুলোকে টগর ফুল বলেছেন এগুলো খুব সম্ভবত জেসমিন ফুল। বেলি ফুল আমারও খুবই পছন্দ। কাঠ গোলাপের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সাদা রঙের অপরাজিতা ফুল এর আগে কখনো দেখা হয়নি। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

আপু দোকানদার আমাকে ওই ফুলটা টগর ফুল বলেছিল ।আসলে আমি জানি না এটার নাম কি ?যাইহোক সাদা রঙের অপরাজিতা আপনি এই প্রথম দেখলেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

সাদা শুভ্র ফুল গুলো দেখে চোখ দুটো জুড়িয়ে গেল আপু। বিশেষ করে বেলি ফুল, সাদা পুর্তুলিকা ফুল ও কাঠগোলাপের সৌন্দর্য বেশি দৃষ্টিনন্দন ছিল। যা দেখা মাত্রই ভীষণ ভালো লেগে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, বাগানের সাদা শুভ্র ফুলগুলো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 6 months ago 

ভাই আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন। শুভকামনা রইল।

 6 months ago 

আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুল একদম সাদা বর্ণের। আপনি খুবই সুন্দর করে প্রতিটি ফুলের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা কড়ি ফুলের ফটোগ্রাফী টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 6 months ago 

ভাইয়া আজকে আমি কয়েকটি সাদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আর কড়ি ফুল কোনটি চিনতে পারলাম না ।যাইহোক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।।

 6 months ago 

আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। বিশেষ করে কাঠ গোলিপ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং টগর ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়ে ছিলো।

 6 months ago 

ভাইয়া আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত লেগেছে যেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

ওয়াও আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার তোলা সাদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। ফুলের ফটোগ্রাফি যেনো মানুষকে সব সময় মুগ্ধ করে।আপনার তোলা সাদের সাদা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

ভাইয়া আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

বাগান থেকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটো ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। যেখানে লক্ষ্য করে দেখলাম কাঠগোলাপ বোতাম ফুল গান নয়ন তারা থেকে বিভিন্ন পর্যায়ের ফুলের ফটো ধারণ করেছেন। তবে সাদা অপরাজিতা আমার কাছে বেশি ভালো লেগেছে।

 6 months ago 

আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন এবং সাদা অপরাজিতা আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 months ago 

বেলি এবং নয়নতারা আমার বাড়ির বাগানেও বেশ সৌন্দর্য ছড়াচ্ছে, বেলি ফুলের দারুণ ঘ্রানে হৃদয় সতেজ হয়ে যায় কারন বেলি আমার প্রিয় ফুল।

 6 months ago 

হ্যাঁ ভাইয়া একদম ঠিক বলেছেন বেলি ফুলের ঘ্রাণ যেন সত্যি হৃদয় সতেজ করে দেয়। আপনার বাগানেও বেলি ও নয়নতারা ফুল রয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন আপু আপনি ছাদ বাগান থেকে নিয়ে। সাদা শুভ্র ফুল দেখতে খুবই ভালো লেগেছে। এই ফুল আমার খুব ভালো লাগে তাছাড়া খুব সুন্দর ঘ্রাণ এই ফুলের। আপু আমার ছাদ বাগান করতে বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে বাগান থেকে ফটোগ্রাফি গুলো নিয়ে শেয়ার করলেন অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ হলো।

 6 months ago 

আপু বাগান করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা সময় তো সারাদিন বাগান নিয়ে থাকতাম। এখন অবশ্য সময়ের অভাবে বাগানে খুব একটা সময় দেওয়া হয় না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32