হাজবেন্ডকে হাজী ক্যাম্পে বিদায় জানানো

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমার হাসবেন্ড ও শাশুড়িকে হাজী ক্যাম্পে বিদায় জানিয়ে এলাম। মূলত কয়েকদিন আগে আমরা ঢাকায় এসেছিলাম ।দেখতে দেখতে সময় চলে গেল ।আজ সেই বিদায়ের মুহূর্ত । এই কয়েকটা দিন বেশ ব্যস্ততায় কেটেছে। আসলে হজ্জে যাবার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যাপক কেনাকাটা করতে হয় ।যার কারনে ঢাকা আসার পর থেকেই শপিংয়ে ব্যস্ত ছিলাম । কয়েকদিন ব্যস্ততা শেষে আগামীকাল ভোর সাড়ে চারটায় আমার হাসবেন্ডের ফ্লাইট ।যার কারণে আমরা আজ বিকেল পাঁচটার সময় বাসা থেকে বের হয়েছিলাম। যদিও সারাদিনই বেশ ব্যস্ততায় সময় কেটেছিল। হাজী ক্যাম্পে বেশ কয়েক ঘন্টা আগেই যেতে হয় ।যার কারণে পাঁচটার সময় রওনা দেওয়া। কেননা আমাদেরকে ছয়টার মধ্যে ওখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল। যাইহোক আমরা আমাদের সকল প্রস্তুতি সেরে সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম হাজী ক্যাম্পের উদ্দেশ্যে।

হাজবেন্ডকে হাজী ক্যাম্পে বিদায় জানানো


IMG20240607192149.jpg


IMG20240607192146.jpg

IMG20240607192204.jpg

মূলত সারা দিন একটু অন্যরকম লাগছিল। কেননা এর আগে কখনো আমার হাসবেন্ড আমাদেরকে ছেড়ে দেশের বাইরে যায়নি। আর এত দিনের জন্য তো একেবারেই নয় ।যার কারণে মনের ভিতর একটু কেমন যেন লাগছিল। যাইহোক আমরা সন্ধ্যার পর পর সেখানে পৌঁছে গেলাম। যে এজেন্সির মাধ্যমে আমার হাজবেন্ডের হজ্জে যাওয়া হচ্ছে তারা রাস্তায় বারবার ফোন দিচ্ছিল । পৌঁছেছি কিনা জানার জন্য। যদিও রাস্তায় সামান্য জামের কারণে নির্ধারিত সময়ের একটু পরে পৌঁছেছি।


IMG20240607192157.jpg

IMG20240607190452.jpg

হাজী ক্যাম্পে এর আগে আমি কখনো যাইনি। এবারই প্রথম গিয়েছিলাম ।বেশ চমৎকার বিশাল জায়গা নিয়ে ক্যাম্প টি গঠিত। সামনে চমৎকার ফুলের বাগান যা দেখে যে কেউ মুগ্ধ হবে। তাছাড়া বকুল ফুলের বিশাল একটি গাছ ছিল ।বকুল ফুলের ঘ্রানে মৌ মৌ করছিল পুরো এরিয়া টি ।তাছাড়া লাইটিং করা ছিল এক কথায় অসাধারণ লেগেছিল আমার কাছে দেখতে ।মূলত এটি সম্পূর্ণই আমার কাছে একদম নতুন একটি অভিজ্ঞতা ছিল। যেহেতু এর আগে কখনো এখানে আসা হয়নি।


IMG20240607190445.jpg

IMG20240607190532.jpg

ওখানে যাবার পর দেখলাম অসংখ্য লোক জনে ভরপুর। সবাই হজ্জে যাচ্ছে। আত্মীয়-স্বজন বিদায় জানাতে এসেছিল। এক অন্যরকম পরিবেশ যা এর আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। বিল্ডিংটাও বিশাল বড় এবং চমৎকার করে তৈরি করা। যাই হোক বেশ কিছু সময় আমরা ওখানে অপেক্ষা করলাম। তারপর আমার হাসবেন্ড ভেতরে ঢুকবে ।ভেতরে আমাদের ঢোকার অনুমতি ছিল না। যার কারণে আমাদেরকে গেটের বাইরে থেকেই বিদায় জানাতে হয়েছিল ।বিদায় জানানোর সময় সত্যি এক অন্যরকম কষ্ট অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন কান্না পাবে। আমার হাসবেন্ডের আমাদের জন্য খুব খারাপ লাগছে বোঝা গেল ।যাইহোক আমাদেরকে বিদায় জানিয়ে তারা ভেতরে প্রবেশ করল। তারপর আমরা কিছু সময় বাইরে দাঁড়িয়ে থাকলাম ।ওখানে প্রচন্ড গরম ছিল যার কারণে আবার গাড়িতে এসে বসে থাকলাম ।কেননা আমার হাজবেন্ডের দুলাভাই তাদের সঙ্গে ভেতরে গিয়েছিল। তিনি ফিরে আসবে তবেই আমরা বাসায় উদ্দেশ্যে যাবো ।যাই হোক তিনি সেখানে দীর্ঘ সময় তাদের সঙ্গে অপেক্ষা করলেন।


IMG20240607192236.jpg

IMG20240607192207.jpg

অপেক্ষা করতে করতে প্রায় ৯ টা বেজে গিয়েছিল। বেশ খিদেও পেয়েছিল। তারপর মেয়ের ফুপি ড্রাইভারকে দিয়ে হালকা নাস্তা আনাল। তারপর আমরা গাড়িতে বসে বসে নাস্তা খেতে থাকলাম এবং অপেক্ষা করতে থাকলাম ।তিনি তাদেরকে একদম ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর ফিরে এলেন। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু তাদের সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ নেই ।যেহেতু ওখানে বসে থেকে কোন লাভ নেই। তবে এই হাজী ক্যাম্পের একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে চমৎকার একটি বাগান আছে সামনে। সত্যিই অসাধারণ লেগেছিল জায়গাটি দেখতে। সুন্দর সুন্দর ফুলে ফুলে ভরে ছিল বাগানটি ।বেশ ভালো লেগেছিল দেখতে। যাই হোক তারা যে উদ্দেশ্যে গিয়েছে সে উদ্দেশ্য সফল করে যেন ভালো ভাবে ফিরে আসতে পারে, সবাই সেই দোয়া করবেন।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রিয় মানুষটা যখন দূরে চলে যায় তখন একটু হলেও মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে যেহেতু আগে কখনো আপনাদের ছেড়ে বাইরে যায়নি তাই একটু অন্যরকম লাগা স্বাভাবিক। আর হ্যাঁ অবশ্যই ভাইয়ার জন্য দোয়া রইল তিনি যে উদ্দেশ্যে গিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন পুরোপুরি ভাবে সফল হয়।

 last month 

হ্যাঁ ভাইয়া এই প্রথম এতটা দূরে যাচ্ছে যার জন্যই একটু খারাপ লেগেছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

হাজী ক্যাম্প জায়গাটা দেখতে অনেক সুন্দর। সত্যি নতুন কোন জায়গায় গেলে অনেক অভিজ্ঞতা হয়। আসলে বিদায়ের বেলা অনেক কষ্টের।তবে বিদায় তো দিতেই হয়।দোয়া করি আপনার হাজবেন্ড ও শাশুড়ি হজ্জ করে ভালোমতো আপনাদের মাঝে ফিরে আসুক। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

নতুন জায়গায় গেলে অভিজ্ঞতার পাশাপাশি অনেক অনেক কিছু দেখা যায় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

আপনার হাসবেন্ড এবং শাশুড়ি দুজনে মিলে হজ্ব করতে গেলেন জেনে ভালো লাগলো। দোয়া করি ওনারা যেন উনাদের উদ্দেশ্যটা সফল করতে পারেন। যেহেতু আপনার হাজব্যান্ড আপনাদেরকে ছেঁড়ে কখনো দেশের বাইরে যায়নি তাই একটু কষ্ট লাগা স্বাভাবিক। তবে আপনার হাজবেন্ড এমন জায়গায় গেছেন যে জায়গায় যেতে হলে অনেক সৌভাগ্য লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ ভাইয়া ওখানে যাবার জন্য সৌভাগ্য তো অবশ্যই লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

এই সময়টা আসলেই বেশ কষ্টকর। অনেক দিনের জন্য পরিবারের লোককে ছেড়ে থাকা। এটা অবশ্য সান্তনা যে অনেক ভালো একটা কাজের জন্য যাচ্ছে। দোয়া করি যেন সুস্থ মতো সম্পূর্ণ কাজ শেষ করে ফিরে আসতে পারে। আসলে হাজি ক্যাম্পে অনেক ভিড় থাকে। সবার পরিবারের লোকজন এখানে আসে তার জন্য এত ভিড় হয় বাইরে দিয়ে দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর পরিবেশ। যাইহোক দোয়া রইলো।

 last month 

হ্যাঁ জায়গাটায় অনেক ভিড়। কারণ লোকজনের প্রচুর সমাগম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

শুনে ভালো লাগলো আপু ভাইয়া আর আন্টি হজ্জে যাচ্ছেন। হজ্জ তো আর দুই তিন দিন বাকি আছে। আশা করি সুস্থ ভাবে হজ্জ করে ফিরে আসবেন সেই কামনা রইল। আপনিও ভালো থাকবেন যেহেতু অনেক দিন পরেই একা থাকবেন আপনি একটু খারাপ লাগারই কথা। হজ্জ শেষ করে আবার ফিরে আসবে সুস্থভাবে। দোয়া করি যেন সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারেন।

 last month 

হ্যাঁ আপু সবার জন্য দোয়া করবেন ।অনেক অনেক ধন্যবাদ ।ভালো থাকবেন।

 last month 

ভাইয়াকে নিয়ে এই প্রথম হাজী ক্যাম্পে গিয়েছিলেন।আর সেখানকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আপু আমার ও কখনও ওখানে যাওয়া হয়নি।জায়গাটি চমৎকার। আপনি বললেন বড় একটি বকুল গাছ আছে।ফুলের গন্ধে চারিপাশটা মৌ মৌ করছে।আপনারা তাদের দিয়ে ফিরে এলেন।দোয়া করি আন্টি আর ভাইয়া সুস্থ, সুন্দর ভাবে হজ্জ পালন করে ফিরে আসুক,আমিন।

 last month 

হ্যাঁ আপু জায়গাটা আসলেই চমৎকার। আর বকুল ফুলের ঘ্রাণে বেশ ভালো লাগছিল ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

ভাইয়াকে বিদায় জানাতে আপনার অনেক কষ্ট হয়েছে বুঝতে পারছি আপু। আসলে আপন মানুষ দূরে চলে গেলে সত্যিই অনেক খারাপ লাগে। যেহেতু এর আগে কখনো এতদিনের জন্য ভাইয়া কখনো বাহিরে থাকেননি তাইতো কষ্টটা বেশি হচ্ছে। বিদায় বেলা সত্যি অনেক কষ্টের। যাইহোক আপু হাজী ক্যাম্পে গিয়েছেন জেনে ভালো লাগলো। আর ফুলের বাগানের কথা শুনেও ভালো লাগলো।

 last month 

হ্যাঁ আপু দেশের বাইরে এই প্রথম যার কারণেই একটু খারাপ লাগা কাজ করছিল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

হজের মৌসুমে এভাবেই অনেককে বিদায় দিতে হয়। তবে এর মাঝে একটি আনন্দ রয়েছে, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছে। যাই হোক আপনার স্বামী এবং শাশুড়ীর জন্য শুভকামনা রইল। তারা যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে এবং সুস্থভাবে ফিরে আসতে পারে।

 last month 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এই বিদায়ের মাঝেও একটা অন্যরকম আনন্দ রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

যেহেতু প্রথমবার আপনাদের সবাইকে ছেড়ে ভাই দেশের বাইরে যাচ্ছে, এক্ষেত্রে আপনাদের যে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক আপু। তবে উনারা সুস্থভাবে হজ করে বাড়ি আসতে পারলেই আপনাদের আর কষ্ট থাকবে না। তাছাড়া আমার কাছেও কিন্তু হাজী ক্যাম্পটা বেশ সুন্দর এবং সাজানো-গোছানো লাগলো। যাইহোক আপু , আপনি কোন চিন্তা করবেন না, যা কিছু হবে সব ভালই হবে।

 last month 

হ্যাঁ ভাইয়া ক্যাম্পটা বেশ সাজানো গোছানো সুন্দর ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58169.95
ETH 3145.36
USDT 1.00
SBD 2.38