মহাস্থান ভ্রমণ অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ9 months ago

সবাইকে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকাল অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। তার অভিজ্ঞতাই আপনাদের মাঝে শেয়ার করব। মহাস্থান বগুড়া শহরের সবচেয়ে জনপ্রিয় স্থান।
বগুড়া শহরের যেকোনো স্থান থেকে এখানে যাওয়া সহজ।
যোগাযোগ ব্যবস্থা ও ভালো।

কিছুদিন আগে কলেজ থেকে আমাদের বিভাগের সব ছাত্রদের আমাদের কলেজে খুব জরুরি ভাবে তলব করা হয়। তাই গিয়েছিলাম গত বুধবার কলেজে। আর এই ডেকে পাঠানো কে আমার কিছু বন্ধু নবীন বরন মনে করে সবাই একই পাঞ্জাবি কিনে।আমার জন্যও কিনছিল। যাই হোক সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের জন্য কিন্তু সকাল টা একটু খারাপ গেল কারণ আমার কলেজ ট্রেন টি মিস হয়েগিয়েছিল। এর পর আমাদের সব ছাত্রদের নিয়ে কলেজের ক্লাস বিষয় নিয়ে কলেজের সমস্যা নিয়ে আলোচনা করা হলো। আলোচনা করার কারণ আমরা খুব কম সংখ্যক ছাত্র কলেজে যাই। যাই হোক এগুলো হলো এবার আমরা যারা টিওশন পড়ি তারা স্যার কে বললাম আজ টিওশন পরবনা। স্যার ও বলল যাও আজ ঘুরে নাও কিন্তু এরপর থেকে টিওশন ও কলেজ দুটই করতে হবে।
আমি বাসা থেকে আমার পুরাতন পাঞ্জাবি পরে গেছিলাম কারন আমি জানতাম ওদের কেনা পাঞ্জাবি আমার হবে না।

পরে সবাই ঠিক করলাম যে মহাস্থান যাব। কিন্তু সবাই আমার অন্য পাঞ্জাবি পরার জন্য একটু মন খারাপ করল। তাই আবার আমার তিন বন্ধু বগুড়া শহরের উদ্দেশ্যতে রওনা হলো।আর আমরা মহাস্থান এর দিকে। আর ওরা পাঞ্জাবি বদলে ওখানে যাবে।

প্রায় দের ঘন্টা পর আমরা মহাস্থান এ পৌঁছালাম। সেখানে গিয়ে ঘোরার সময় পাই নি কারণ তখন চারটে পার হয়ে গেয়েছিল।


সবাই মিলে ফুচকা খেলাম।

তাই গেলাম মহাস্থান এর জাদুঘরে। কারণ পাঁচটা তে জাদুঘর বন্ধ হয়ে যায়। আর জাদুঘর এ ছবি কিংবা ভিডিও করা বারন।
তাই ভিতর ঘুরে সবাই বাহিরে এসে শুধু ছবি তুললাম। আর এর মধ্যে আমার তিন বন্ধু পাঞ্জাবি নিয়ে হাজির। আমিও পরে নিলাম।


যে যেমন পারি ছবি তুলতে থাকলাম। আমার দুই বান্ধবী তাদের শর্ট ভিডিও তৈরি নিয়ে ব্যস্ত।

![IMG_20231011_135227.jpg](UPLOAD FAILED)
)
পাঁচ টা বাজতে আমদের বের করে দিল। সবাই খুব ক্লান্ত হয়ে গেলাম তাই আর ঘোরা হলো না।
সবাই গেলাম আবার নাস্তা করতে।

এবার যে যে যার বাড়ি গেলাম। এভাবে একটা গ্রুপ ট্রুর হলো। দিনটি আমার জন্য অনেক সুন্দর ছিল। কারণ আমি প্রথম মহাস্থান গেলাম। যদিও মহাস্থান থেকে আমার বাড়ি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এর রাস্তা।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুলগুলো ক্ষমা করবেন। ধন্যবাদ সবাই কে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

মহাস্থানগড় ভ্রমণ করতে গিয়েছেন এবং সেখান থেকে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করেছেন। পাশাপাশি বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া মুহূর্ত ফটোগ্রাফি করে তা আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন দেখি বেশ ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আরো সুন্দরভাবে আমাদের মাঝে পোস্ট সাজিয়ে শেয়ার করবেন। ক্লাসের প্রত্যেকটা নিয়ম ঠিকভাবে শিখবেন ধন্যবাদ।

 9 months ago 

ঠিক আছে ভাইয়া। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66847.77
ETH 3497.61
USDT 1.00
SBD 2.89