ক্রিয়েটিভ রাইটিং:- স্কুল জীবনের ছোট্ট একটা ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 months ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আর তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তা হল স্কুল জীবনের ছোট্ট একটা ঘটনা।। সমাজে বিভিন্ন প্রকারের মানুষ বসবাস করে এর মধ্যে ভালো খারাপ রয়েছে। যারা খারাপ মানুষ তারা বাজে মন্তব্য করে আর এগুলোতে কান দিতে নেই। তাই শুরু করছি আমার আজকের ব্লগ.....।


20240724_175252_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


ছোটবেলা থেকে আমরা অনেকজন একত্রে থাকতে পছন্দ করতাম। লেখাপড়ার পাশাপাশি অনেক কিছুই আমরা একসাথেই করতাম। বলতে পারেন পরিবারের মত আমরা সবাই থাকতাম। তিন বেলা খাবার ব্যতীত সব সময় একসাথে থাকা খেলাধুলা স্কুলে যাওয়া পড়াশোনা করা সব কিছুই আমরা একসাথে করতাম। আর দুষ্টুমির কথা কি বলবো সেটা তো আমাদের ছেলে একটা কমন ব্যাপার। দুষ্টুমি করে অনেক মানুষের গাছের ফল পেড়ে খাওয়া অনেক কিছু করা পিকনিক বোনভাজন মরি চানাচুর সবকিছু একত্রে খেতাম। বলতে পারেন সেই সময়ের সব থেকে ভালো সময় পার করেছিলাম। আসলে আমরা যারা থাকতাম সবাই ছিলাম বেশ দুষ্টুমিতে এক নম্বর। তাই বহুদিন আগের একটা ঘটনা মনে পড়তেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে।


আমরা যারা একত্রিত থাকতাম তার মধ্যে কয়েকজন বড় ভাই ছিল তার মধ্যে একজন ভাই ছিল তিনি খুবই রসিক। তিনি বলছিলেন একটা কলার কাধি পেকেছে। সেটা কেটে আনতে হবে আজকে রাত্রে আমরা তখন বড় মাছটা ভাই ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমরা তো যাবোই। বিকেলে খেলাধুলা করার পরে আমরা সন্ধ্যার সময় বাড়িতে আসি খাওয়া দাওয়া করলাম এরপর আমরা সবাই চলে গেলাম। দশটা পর্যন্ত পড়াশোনা করার পরে আমরা যখন রাত বারোটা বাজল তারপর থেকে আমাদের প্রিপারেশন শুরু হল। সবচেয়ে মজার ব্যাপার হলো যে কলার কাজ এটা ছিল ওই কলার কাঁধ এটা আমার বাড়ি থেকে মাত্র পাঁচ থেকে দশটা দূরে ছিল। এবার যখন আমরা আসলাম কাজিটা কাটার জন্য এরপর কাঁদিটা কাটার সময় কলার গাছ কেটে দেয়া সাথে সাথে একটা শব্দ হলো আর বাড়ির পাশে একজন বলে উঠলো এই ওঠো ওঠো আমাদের গাছের আমগুলো সব পেড়ে নিয়ে গেল।


আসলে মজার ব্যাপারটা এই ছিল এই কথা শোনার পর আমরা দৌড়ে চলে গিয়েছিলাম কিন্তু আমরা আসছিলাম কলা কাটতে আর তিনি মনে করছিল তার গাছের আম পেড়েছে এই নিয়ে আমরা দূরে গিয়ে হাসাহাসি করছিলাম। এরপরে যখন সবকিছু থেমে গেল তারপর আমরা সেখানে আবার পুনরায় গিয়েছিলাম যাওয়ার পরে সেই কলার কাঁধ এটা নিয়ে এসেছিলাম। তারপর আমরা রীতিমতো রাত্রে শুয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে এসব বলতেছে যে কলা গাছের কাঁথি কেটে নিয়ে গেছে কারা যেন। আমার বাবা যেখানে শুয়ে থাকতো ঠিক তার মাথার সামনে দিকে ছিল সেই কলা কাঁদিটা আমার বাবা বলছিলে তো বিশাল চোর আমার মাথার পিছন থেকে কলার কাঁধে কেটে নিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। আসলে মজার ব্যাপার হলো নিজের বাড়ি থেকে হেঁসো নিয়েছিস নিজের বাড়ির মাঝখান থেকেই কলার কাধি নিয়েছি। যেহেতু অনেকগুলো বাড়ির মাঝখান থেকে সেটা নিয়েছে তাই সবাই একটু অবাক হয়েছিল।


আসলে এ ধরনের দুষ্টুমি করাটা ছিল আমাদের দৈনন্দিন কাজ। সেই সমস্ত দিনগুলো এখন মনে হলে নিজেদের কাছে অবাক লাগে মনে হয় এত কিছু আমরা করেছি। যদিও সে সমস্ত কাজের মধ্যে কিছু কাজ ছিল যে কাজগুলো এখন নিজেদেরকে কষ্ট দেয়। আসলে বয়স এমন একটা বিষয় বয়সের সবকিছু মানুষ পরিবর্তন করে। দশটা ছেলে এক জায়গায় থাকলে সত্যি অনেক মজা হত। সময়ের ব্যবধানে সবকিছু আজ হারিয়ে গেছে। এখন ইচ্ছা করলে অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠেনা। সেই শৈশবের দিনগুলো সত্যিই অসাধারণ যে দিনগুলোর কথা আমরা কখনোই ভুলবো না। শৈশবে সে মধুময় দিনগুলো আমরা আর কখনো খুঁজেও পাবোনা ফিরেও পাব না। এটাই হলো মানবজীবন।


ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74877.97
ETH 2797.38
USDT 1.00
SBD 2.54