গজল কভার :- চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর।
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর।
তারাদের দল বলে তুমি সেরা সরবে
মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে।
মানুষের কাছে তুমি রহমের বন্দর
মানুষের কাছে তুমি রহমের বন্দর।
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর।
রোদ বলে খুশি মনে তুমি নাবী শান্তির
শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির
রোদ বলে খুশি মনে তুমি নাবী শান্তির
শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির।
রাত বলে নূর ছিলো রাসূলের দৃষ্টিতে
দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে
আলোময় করো তুমি পৃথিবীর অন্দর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর।
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির।
বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির
আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির
বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির
মদীনার বাতাসেরা এসে বলে বাংলায়।
আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়
ভরে যায় সাকিনাতে মদীনার প্রান্তর
ভরে যায় সাকিনাতে মদীনার প্রান্তর।
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর
ফুল বলে সুবাসিত, নাবীজীর অন্তর
🥀গজলের কিছু তথ্য🌹
গজল:- চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর।
শিল্পী :- আবু রায়হান।
গাজল কভার:- তুহিন।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
মামা আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে আপনার নিজ কন্ঠে একটি গজল কভার করে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান গজল কবিতা শুনতে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর ভাবে গজল রেকর্ডিং করে রিলিক্স গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎস দেওয়ার জন্য।
অনেক সুন্দর একটি গজল কভার করেছেন আপনি। আপনার কভার করা গজল বেশ ভালো লাগলো আমার। সুন্দর ভাবে আমাদের মাঝে গাওয়ার চেষ্টা করেছেন। এত সুন্দর একটি গজল পরিবেশন করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
খুব সুন্দর একটি ইসলামিক গজল কভার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে এই গজলটা শুনে। গজলটা আগে কখনো শোনা হয়নি। আপনার কন্ঠে প্রথম শুনলাম। খুব সুন্দর ভাবে গজলের প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ইসলামিক গজল কভার করে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে ভিষণ ভালো লাগলো আপু ধন্যবাদ।
মাঝে মাঝে গজল শুনতে অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠে এই গজল শুনে আরও বেশি ভালো লাগলো। দারুন ভাবে গজল গেয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
কিছু কিছু ইসলামী গজল শুনলে প্রাণটা শীতল হয়ে যায়। এই গজল গুলোর মধ্যে “চাঁদ বলে আমি নই, তুমি নাবী সুন্দর” এই গজলটি একটি। প্রায় সময় সকাল বেলা ল্যাপটপ অপেন করে সাউন্ড বক্স দিয়ে এই গজল গুলো শুনা হয়। ধন্যবাদ।
অনেক ভালো লাগলো যে এই গজলটা আপনি বাসায় শুনেন জেনে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশের জন্য।
গজল শুনতে আমার ভালোই লাগে।আজ আপনি খুব সুন্দর ভাবে গজলটি কভার করেছেন। গজল কভার করার জন্য বেশ চমৎকার একটি গজল বেছে নিয়েছেন। আপনার কন্ঠে গজলটি শুনতে দারুন লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
নিজের জায়গা থেকে চেষ্টা করি সুন্দরভাবে আপনাদের মাঝে গজল গেয়ে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ আজকে আপনি খুব সুন্দর একটি গজল আমাদের মাঝে কভার করেছেন। তবে আপনার কন্ঠে গজলটি শুনে বেশ ভালো লাগলো।চাঁদ বলে আমি নইও তুমি নাবী সুন্দর গজলটি আমি আগে শুনেছিলাম। ধৈর্য এবং সাহস নিয়ে সুন্দর একটি গজল গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি গজল আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই গজলটি কিন্তু খুব সুন্দর আমিও প্রথম শুনলাম তবে খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।