টার্গেট ডিসেম্বর সিজন - ৪" ১০ স্টিম পাওয়ার আপ।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি (২৬ - ০৮ ২০২৪)
আমি প্রথমে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই,প্রিয় @rex-sumon ভাইকে।আমাদেরকে পাওয়ার আপ করার উৎসাহিত করার জন্য।তিনি খুব সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন।আর এই উদ্যোগ গ্রহণের মাধ্য দিয়ে আমরা পাওয়ার আপ করে যাচ্ছি।
আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি।পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘ মেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। আর তাই আমি "টার্গেট ডিসেম্বর সিজন-৪ নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে সামনের দিকে এগুনোর জন্য মনস্থির করেছে। আর তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি যেন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই বছরে আমার লক্ষ্য মাত্রা ১০,০০০ এসপি।
এ-সপ্তাহে আমার ওয়ালেটে ১০৮ স্টিম ছিল। ১০৮ স্টিম থেকে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি তা পর্যায়ক্রমে ধাপ গুলো নিম্নে দেওয়া হলঃ-
পাওয়ার আপ পোস্ট করার আগে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট করার সময় আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
পাওয়ার আপ পোস্ট করার শেষে আমার স্টিমেট ওয়ালেট এর স্কিনশট।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আন্ডার স্টেমিৎ এর ভিত্তি
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
ভোট দেন @xpilar.witness-কে পরামর্শদাতা
অথবা
ভোট দেন @xpilar.witness-কে পরামর্শদাতা | রিজার্ভ
আপনারা সবাইকে অনুরোধ করি ভোট দিন @xpilar.witness-কে একজন পরামর্শদাতা .
Upvoted! Thank you for supporting witness @jswit.
টার্গেট কে সামনে রেখে আজকে আপনি আমাদের মাঝে পাওয়ার বৃদ্ধি করে দেখেছেন ভাইজান। আপনার আজকের এই পাওয়ার বৃদ্ধিমূলক পোস্ট দেখে খুবই ভালো লেগেছে আমার। আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার বৃদ্ধি করা মধ্য দিয়ে নিজের আইডি সক্ষমতা বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করবে তার আইডি সক্ষমতা তত বৃদ্ধি পাবে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের সকলের উচিত পাওয়ার বৃদ্ধি করা। যেহেতু দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এ প্লাটফর্মে এসেছি তাই আমাদের পাওয়ারের কোন বিকল্প নেই। যত বেশি পাওয়ার তত বেশি আর্ন করা সম্ভব।
ঠিক বলেছেন আপু।
আপনি পাওয়ার আপের মাধ্যমে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন যা দেখে অনেক ভালো লাগলো। দশ স্টিম পাওয়ার আপ করে একাউন্টকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু।
পাওয়ার আপ আমাদের জন্য সব সময় অনেক গুরুত্বপূর্ণের। পাওয়ার আপ এর মাধ্যমে যে সক্ষমতা বৃদ্ধি পায়। যত বেশি পাওয়ার আপ করবেন তা নিজের জন্যই বেস্ট। আমরা বেশি বেশি পাওয়ার আপ করবো।
সত্যি পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ।
পাওয়ার আপের গুরুত্ব বুঝে আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন।নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। এভাবে ধীরে ধীরে নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
চেষ্টা করছে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ডলফিন হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই
পাওয়ার আপ মানেই সক্ষমতা বৃদ্ধি।আপনাদের পাওয়ার আপের ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করে।ধীরে ধীরে আপনি অনেক পাওয়ার আপ করেছেন এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন।আশা করি আবারও আপনার টার্গেট পূরণ করতে সক্ষম হবেন,শুভকামনা রইলো ভাইয়া।
আপনার জন্যও অনেক শুভকামনা রইল।
আপনি টার্গেট ডিসেম্বর সিজন ফোর উপলক্ষে ১০ স্টিম পাওয়ার আপ করছেন দেখে ভালো লাগলো। পাওয়ার আপ করা এক ধাপ এগিয়ে যাওয়া। ধন্যবাদ ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।