প্রত্যেকের জীবনই যেন মহাভারতের কুরুক্ষেত্র
|| আজ ২৫ মে ,২০২৪ || রোজ: শনিবার ||
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে এমন গরমের মাঝেও ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও ভালো থাকাটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত গরম এর জন্য! আমি মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ বেশ ভালো-মন্দ মিলিয়েই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে।
[ Image made by: Canva app]
আজকের পোষ্ট এর মাধ্যমে আমি আমার কিছু নিজস্ব চিন্তাভাবনা আপনাদের সাথে শেয়ার করবো।
কয়েকদিন থেকেই এই বিষয় টি আমার মাথায় ঘুরছে, তাই ভাবলাম আপনাদের সকলের সাথেও শেয়ার করি। আপনারা সকলেই জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ গুরুত্বপূর্ণ একটি ধর্মগ্রন্থ মহাভারত। হয়তো এর কাহিনী ও সকলের কম-বেশি জানা রয়েছে। তবে আমার মাথায় ঘুরছে, আমাদের সকলের জীবনটাই যেন মহাভারত এর কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই!! কেন বলছি একটু ক্লিয়ার করি....
হয়তো আমরা আমাদের জীবন নিয়ে ভীষণ তুচ্ছজ্ঞান করি প্রায়শই। তবে এই তুচ্ছ জীবনেও আমাদের একেক টা দিনে কি কুরুক্ষেত্রটাই না চলে, আর কেউ না জানুক, আমরা নিজেরা কিন্তু ভেতরে ভেতরে ঠিকই জানি!! আমাদের মনের ভেতর কত রকমের ঝড় বয়ে যায়, হয়তো অনেক সময় কাছের মানুষ টাও টের পায় না! বিশ্বাস -অবিশ্বাসের ঝড়, ভালো-মন্দ বিচারের ঝড়, শত্রু- মিত্রের হিসেবের ঝড়!! মহাভারতের মূল যুদ্ধ লাগে কিন্তু দুই ভাই এর উত্তরসূরীদের মাঝে- পান্ডব ও কৌরব দের মাঝে। চিন্তা করে দেখেন, এমনটা তো আমাদের জীবনেও হয়! নিজের রক্তের আত্নীয়ও অনেক সময় নিজের শত্রু হয়ে যায় না চাইতেই! তখন কি মনে কুরুক্ষেত্রের মতো যুদ্ধ চলে না??
এই যে সকলে সংসার সংসার করে মরি... অথচ এই সংসারেই এক একটা সময় কারো সাথে ক্রোধ তিক্ততায় মুখ বিষিয়ে থাকে, মাঝে মাঝে হয়তো কারোর মুখটাও আর দেখতে ইচ্ছে করে না! আবার একই মানুষের সাথে একই সংসারে হাসি আনন্দে চোখ ভিজে ওঠে। সেটাও কিন্তু মিথ্যা না! মহাভারতে শত্রু পক্ষের মাঝেও সততা রয়েছে, আবার বন্ধুপক্ষের মাঝেও ভুল রয়েছে, অহংকার রয়েছে, প্রতিহিংসা রয়েছে। আমাদের জীবনের সাথে সবচেয়ে বড় মিল কিন্তু এটাও! আমি যাদেরকে পছন্দ করি, তাদের মাঝেও ভুল রয়েছে, অহংকার রয়েছে, প্রতিহিংসাও রয়েছে! আবার যাদের আমি পছন্দ করি না, তাদেরও কিন্তু ভালো দিক রয়েছে! কখনো কখনো সেই পছন্দ করা মানুষদের কিছু কাজকর্ম এমনভাবে নিজের ইথিকস এর বিরুদ্ধে চলে যায়, তাদের তেমন কর্ম, আচরণ মেনে নিতে কষ্ট হয়! তখনও কি মনে মনে কুরুক্ষেত্র চলে না মেনে নিতে বা মানিয়ে নিতে??
মহাভারতে দেখা যায়, পিতামহ ভীষ্ম তার কর্তব্যের জায়গা থেকে কৌরবদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়, এটা জানা সত্তেও যে কৌরবগণ ভুল করছে! আবার পান্ডবগণ সত্যকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অস্ত্র তুলে ধরে নিজেদেরই পরিচিত সকল আত্নীয় পরিজনদের বিরুদ্ধে! আমাদের জীবনেও এমন অনেক অনেক মুহুর্ত আসে, যখন আমরা কর্তব্যের জন্য এমন কিছু করতে বাধ্য হই, যা আসলে আমাদের করতে মন সায় দেয় না। নিজের বিরুদ্ধে গিয়েই করতে হয়! ঠিক পিতামহ ভীষ্মের মতোন, কিংবা পান্ডবদের মতোনই তো! তবুও জীবন যুদ্ধ তো আমাদেরকেও পরিচালনা করতে হয়! জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়! যখন দেখা যায়, কঠিন পরিস্থিতিতে আশেপাশে যাদেরকে পাবো বলে ধরেই নিয়েছিলাম, যখন সত্যিই কোন কঠিন পরিস্থিতি আসে, তখন তাদের কাউকেই পাওয়া যায় না পাশে! বরং অনেক পরিচিত মুখ দেখা যায় বিপরীত পাশে অবস্থান করছে! এই সিচুয়েশন তো স্বয়ং কুরুক্ষেত্রের ই আরেক রূপ ছাড়া অন্য কিছু তো নয়! আপনারা কি বলেন? আমি ভুল বললাম কিছু?? আমাদের প্রত্যেকের জীবনই কি চলমান কুরুক্ষেত্র থেকেও কোন অংশে কম কিছু?? আমার তো মনে হয় না! বরং আমাদের প্রত্যেকের জীবনই যেন চলমান কুরুক্ষেত্র!!
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এই কথাটার সাথে আমিও একমত দিদি, আমাদের জীবনে এমন অনেক মুহুর্ত আসে, যখন আমরা কর্তব্যের জন্য এমন কিছু করতে বাধ্য হই যা আসলে আমাদের করতে মন সায় দেয় না। আমাদের জীবনটা আসলে কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে কম কিছু নয়। সংসার জীবনে ঢোকার পর আসলে আমাদের অনেক বাধা-বিপত্তি এবং সংগ্রাম করতে হয়। যাদেরকে ভালো না লাগে, তাদেরকেও মানিয়ে চলতে হয়। যদিও এই ব্যাপারটা পুরোপুরি আমি বুঝিনা, তারপরও আপনার পোস্ট পড়ে কিছুটা আইডিয়া করতে পারলাম।
যার যার জীবনের হিসেব হয়তো সেই নিজেই ভালো জানে। তবে আমার মাথায় এই কথাগুলো ঘুরছিলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত জানার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য।