বুক রিভিউ : Before the Coffee Gets Cold (পর্ব-১)

in আমার বাংলা ব্লগ2 months ago

|| ৩০ এপ্রিল, ২০২৪ || রোজ: মঙ্গলবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার, আদাব 🙏৷ যদিও গরমে সকলেরই হাসফাস অবস্থা, তবুও আশা করছি আপনারা সকলে পরিবার সহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে বেশ ভালোই আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে।


নতুন বছরে প্রথম কেন বই ছিলো উপরের চারটি বই। মূলত এই চারটি বই মিলে একটি সিরিজ। নতুন বছরে রেজোলিউশন ছিলো, নিজের পছন্দের কাজগুলোয় সময় দিবো আরেকটু বেশি বেশি৷ তারই প্রেক্ষিতে এই বই দিয়েই শুরু করেছিলাম এবছরের বই পড়ার জার্নি। আজ আপনাদের সামনে এই সিরজের প্রথম বই " Before The Coffee Gets Cold" এর রিভিউ শেয়ার করতে চলেছি।


" Before The Coffee Gets Cold" বইটিতে চারটি মূলত চারটি ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। চারটি গল্পই টাইম ট্রাভেল নিয়ে। মূলত এই পুরো সিরিজটাই টাইম ট্রাভেল নিয়ে। জাপানের একটি বহু পুরাতন এবং ছোট্ট কফি শপ, যেখানে সুবর্ণ সুযোগ রয়েছে অতীতে ফিরে যাওয়ার! কিন্তু অবশ্যই মানতে হবে কিছু শর্ত! শর্ত গুলোও বেশ অদ্ভুত:-
  • একটি মাত্র চেয়ারে বসে অতীতে যাওয়া সম্ভব। সেই চেয়ারে আবার দিন-রাত বসে থাকেন একজন ভুত! সে প্রতিদিম একবার মাত্র টয়লেটে যায়, সেই সময়টুকুতেই ওই চেয়ারে বসে অতীতে যাওয়া সম্ভব।

  • অতীতে গিয়ে শুধুমাত্র তাদের সাথেই দেখা করা সম্ভব যারা ১ বার হলেও সেই ক্যাফেতে এসেছেন।

  • অতীতে গিয়ে যাই করা হোক না কেন, কোনভাবেই বর্তমান পরিবর্তন হবে না! মানে বর্তমান অপরিবর্তিতই থাকবে, কোনোভাবেই বর্তমান চেঞ্জ হবার নয়।

  • অতীতে গিয়ে সেই চেয়ার থেকে উঠা যাবে না।অর্থাৎ যা করতে হবে, এই চেয়ারে বসেই করতে হবে।

  • অতীতে যাওয়ার আগে আগে ১ কাপ কফি দেয়া হবে। সেই কফি ঠান্ডা হওয়ার আগেই খেয়ে শেষ করতে হবে। এবং তারমাঝেই বর্তমানে ফেরত আসতে হবে। কফি ঠান্ডা হওয়ার আগেই!




যেহেতু জাপানিজ লেখকের লেখা, নামগুলো আমাদের কাছে অনেক অদ্ভুত। তবে আমি পড়েছি ইংরেজি অনুবাদ। ইংরেজি ভাষায় লেখাগুলো পড়তে ইজি গোয়িং ই। গল্পটা দুজন প্রেমিক-প্রেমিকার। একজন ক্যারিয়ার সচেতন প্রেমিকা- এবং একজন এমন একজন প্রেমিক যার সারাজীবনের ড্রীম জব সত্যি হতে চলেছে। কিন্তু তার জন্য প্রেমিকটিকে চলে যেতে হবে শহর ছেড়ে, দেশ ছেড়ে! চলেও যায়! এই বিষয়টা প্রেমিকা মেনে নিতে পারে না কিছুতেই! তাই সে অতীতে সেই দিনে ফিরে যেতে চায়, যেইদিন এই ক্যাফেতেই তারা শেষ দেখা করেছেন। কিন্তু, বর্তমান তো পরিবর্তন হবার নয়! অতীতে গিয়ে যাই হোক না কেন, তার প্রেমিক বর্তমানে অন্যদেশে তার সেই ড্রীম জবই করভে এবং প্রেমিকাও এখানেই পরে থাকবেই, যোগাযোগ ছাড়াই। তবে কি হবে অতীতে গিয়ে? সেই কষ্টের বিচ্ছেদের মুহুর্তের আবারো ফিরে গিয়ে?

পাঠপ্রতিক্রিয়া:- ১ম গল্পটির একদম শুরুর দিকে কিছুটা আটকে আটকে পড়তে হয়েছে। যেহেতু নামগুলো অপরিচিত এবং অনেক গুলো চরিত্র শুরু থেকেই, তাই কিছুটা অসুবিধেই হয়েছে। তবে গল্পে ঢুকে যাওয়ার পর আর আটকাতে হয় নি। একটা একটা করে রুলস জানা এবং হতাশ হয়ে যাওয়ার পরেও অতীতে গিয়ে সেই কষ্টের দিনটা আবার ফিরে পেতে কেউ চায়? কেন চাইবে যখন এটা জানেই যে বর্তমান অপরিবর্তনীয়! তবুও উত্তেজনা রয়ে যায়, কী হলো শেষ পর্যন্ত। তবে আশার কথা এটাই যে, বর্তমান অপরিবর্তনীয় হলেও ভবিষ্যতে কি হতে চলেছে, সেটা কিন্তু কেউ জানে না.... 😇 😇

আজ এ পর্যন্তই থাকলো।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বই গুলোর নাম দেখে আমি ভেবেছিলাম লাইফের নানান দিক নিয়ে হয়তো উপদেশ দেওয়া আছে বই গুলোতে। কিন্তু এখন দেখছি ভেতরের থিম টা পুরো ভিন্ন। তবে বেশ মজা লেগেছে আমার কাছে। বিশেষ করে নিয়মগুলো বড্ড অদ্ভূত। তবে গল্প হলেও একটা ব্যাপার বেশ ভালো ছিল আপনার লেখায়, অতীতে গিয়ে যেহেতু কিছু পরিবর্তনই করা যাবে না, তাহলে শুধু শুধু কষ্টের বোঝা ভারী করতে লাভ টাই বা কি সেখানে ফিরে গিয়ে !!

 last month 

এই অদ্ভুত নিয়ম গুলোই যেন ইন্টারেস্টিং করে তুলেছে গল্পগুলোকে। নিয়মগুলো পড়ে আমার ওমন ই মনে হয়েছিলো যে এত নিয়ম মেনে মাত্র কিছু মুহূর্ত এর জন্য অতীতে গিয়ে কি-ই বা করা সম্ভব তাও সেই নির্দিষ্ট চেয়ারে বসে বসেই!! তবে প্রতিটি গল্পই এটাচমেন্ট তৈরি করার মতো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66524.25
ETH 3616.53
USDT 1.00
SBD 2.81