বাংলা নাটক রিভিউ : মিস ম্যাচ

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সকলকে আমার আদাব/ নমষ্কার 🙏🙏। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোষ্ট টি আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন ইতিমধ্যে, নাটক রিভিউ পোস্ট। আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে। তো চলুন সবার আগে নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই এক নজরে.....


এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

নাম:মিস ম্যাচ
স্ক্রিপ্ট & ডিরেকশন:জাকারিয়া শৌখিন
প্রোডিউসার :এস কে শহীদ আলী পাপ্পু
অভিনয়ে:আরফান নিশো, সাবিলা নূর ও আরো অনেকে
প্রকাশ মাধ্যম :ইউটিউব
দৈর্ঘ্য :৩৫:২৮ মিনিট
ভাষা:বাংলা


আমাদের নায়কের নাম রবিন। তার জন্মর সময় তাকে জন্মদিতে গিয়ে তার মা মারা যাওয়ায় নায়ক তার প্রতি জন্মদিনে মন খারাপ করে থাকে। আর তার বাবা যে নাকি নায়কের বেস্ট ফ্রেন্ড, তিনি নায়কের মন ভালো করার জন্য সহ একটা রেস্টুরেন্টে যায়।সেখানে নায়কের একজনকে দেখে ভীষণ ভালো লাগে। নায়ক তারপর থেকে ওই রেস্টুরেন্টে নিয়মিত যেতে থাকে ওই মেয়ের আবারো দেখা পাওয়ার আশায়! পেয়েও যায়! কোন এক কোইন্সিডেন্স এর ফলে সেই মেয়ের মোবাইল নাম্বার ও যোগার করে ফেলে নায়ক। এবং কল ও দেয়। কিন্তু যার কাছে কল যায়, তিনি আসলে অন্য একজন, নায়কের দেখা সেই মেয়েটি না। সেটা তো নায়ক জানে না। না জেনেই নায়ক বলে যে সেই রেস্টুরেন্টে মেয়েটিকে দেখে তার ভীষণ ভালো লেগে যায়, তাকে ভীষণ পছন্দ করে। ওদিকে ওই মেয়েটি যার নাম শায়ান, নায়কের কথা শুনে আরো বিভিন্ন মিস ম্যাচের কারণে নায়কের সাথে কথা বলতে থাকে, ইমোশোনালি এটাচড হয়ে যায় নায়কের সাথে।এভাবেই বেশ কিছু দিন চলতে থাকে।





ওদিকে তো আমাদের নায়িকা শায়ান নায়কের সাথে দেখা করতে চায়। নায়ক একদিন দেখে ফেলে যে তার পছন্দের মেয়ে, যার নাম মিতু, অন্য এক ছেলের সাথে সেই রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, তাদের বিয়ের কথাবার্তা চলছে! শুনে নায়ক খেপে যায়। এবং সেই মিতুর বয়ফ্রেন্ড কে বুএ যে সেই মেয়ে তার সাথে দিন রাত কথা বলে মানে দুজনের সাথে ডাবল টাইমিং করছে। মিতুর বয়ফ্রেন্ড এগুলো শুনে বিশ্বাস করে ব্রেকয়াপ করে ফেলে। ওদিকে মিতু প্রমাণ দেখতে চায়, কিসের ভিত্তিতে ওই রবিন এই কথা বলছে। কিন্তু রবিন তো তাকে ধোকাবাজ মনে করে ভালো হয়ে যেতে বলে চলে যায় আর রাগে দুঃখে মোবাইল অফ করে রাখে কয়েক দিন!







ওদিকে তো শায়ান রবিনের ফোনে কল দিয়ে সমানে ফোন বন্ধ পায় আর মন খারাপ করে, টেনশন করে। পরে যখন খোলা পায় তখন ফোন রিসিভ করে শায়ানকে ফ্রড ভেবে রবিন অনেক রাগ করে। তখন শায়ান রবিনের সাথে দেখা করতে চায়। দেখা করে রবিন অবাক হয়ে যায় কারণ রবিন তখন বুঝে যে সে অন্য কোন মেয়ের সাথে কথা বলেছে এতদিন ধরে! রবিন শায়ানকে পুরো ঘটনা খুলে বলে। ওদিকে মিতুর সাথে মিতুর বয়ফ্রেন্ড কে সবকিছু বুঝিয়ে তাদের মাঝে সবকিছু ঠিকঠাক করে দেয়। আর শায়ানকে মিস করতে থাকে৷ শায়ান ও ভীষণ কান্নাকাটি করে এসবের মাঝে পরে, শায়ানের খারাপ লাগে সে যাকে ভালোবাসে, সে তো তাকে ভালোবাসে না, অন্য কেউ ভেবে তার সাথে কথা বলছিলো এসব ভেবে। ওদিকে নায়ক ও ইমোশনাল ভাবে শায়ানের সাথে এটাচড ছিলো। তাই নায়ক তার ভুল বুঝে আবার শায়ানের সাথে যোগাযোগ করে, ক্ষমা চেয়ে আবার আরেকটা সুযোগ চায়। তখন শায়ান বলে যে সে পরের দিন বিদেশে চলে যাবে। এটা শুনে রবিন ফেসবুকে গিয়ে লাইভ করে তাদের সম্পূর্ণ ঘটনা বর্ণণা করে সুইসাইড করতে চায়। এটা আবার শায়ান দেখে ফেলে! তারপর শায়ান বিদেশ যাওয়া বাদ দিয়ে রবিনের কাছে ছুটে চলে যায়৷ আর শুভ সমাপ্তি হয়।






ব্যক্তিগত মতামত:

নাটকটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মজার কিছু বিষয় কোইন্সিডেন্স নাটকটির গল্পকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।সব মিকিয়ে বেশ মজারও ছিলো। সময়টা ভালো কেটেছে এই নাটক দেখতে গিয়ে।

ব্যাক্তিগত রেটিং : ৭.৬/১০

নাটকের লিংক :

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বাংলাদেশের নাটকগুলো খুবই সুন্দর ও শিক্ষণীয়।তাই আমার কাছেও খুবই ভালো লাগে দেখতে।আপনি সুন্দর রিভিউ করেছেন নাটকটি।একটি ফোন নাম্বার ভিন্ন হওয়ার জন্য কতটা সমস্যা হতে পারে তা বোঝা গেল।নাটকের শেষে শুভ সমাপ্তি ঘটে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

প্রেম ভালোবাসা জীবনে কতভাবে আসতে পারে এই নাটকটি যেন তারও একটি উদাহরণ! যার সাথে যার মিল হওয়ার, তার সাথে যে কোন ভাবেই মিল হবেই, মাঝে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন। নাটকটির মাঝে বেশ অনেক টুইস্ট ও ছিলো। সে কারণে দেখার সময়টুকু বেশ ভালোই কেটেছে।

 2 months ago 

আফরান নিশোর নাটকগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আফরান নিশোর বেশির ভাগ নাটকই আমার দেখা হয়ে থাকে। কিন্তু এখনো পর্যন্ত আমার এই নাটকটা দেখা হয়নি। নাটকটা না দেখা হলেও আপনার রিভিউ পোস্ট পড়ে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নিতে পারলাম। আর এটা জেনে সত্যি খুব ভালো লেগেছে। এই নাটকের শেষটা অনেক ভালো লেগেছে। এ নাটকের শেষে শুভ সমাপ্তি হয়েছে দেখে খুব ভালো লাগলো। এই নাটকটার মধ্যে কিন্তু শিক্ষনীয় ব্যাপারও রয়েছে। সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 2 months ago 

নাটকটি বেশ হাস্যকর ছিলো অনেকগুলো টুইস্ট এর কারণে। আরফান নিশোর নাটক আমারো বেশ পছন্দের আপু! আমিও চেষ্টা করি আরফান নিশোর নাটকগুলো দেখার জন্য।

 2 months ago 

মিস ম্যাচ নাটক টা দেখেছিলাম অনেক দারুন একটা নাটক। খুব সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

আসলেই নাটকটি দেখার সময়টুকু বেশ ইঞ্জয় করেছি। আপনি ও দেখেছেন জেনে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাই।

 2 months ago 

আরে দিদি আপনি তো দেখছি আমার সবথেকে পছন্দের অভিনেতার আজকে সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। তার নাটক গুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি সময় পেলেই আফরান নিশোর নাটকগুলো দেখে থাকি। এই নাটকটা দেখব ভেবেছিলাম কিন্তু সময়ের কারণে এখনো পর্যন্ত দেখতে পারিনি। তবে আজকে আপনার রিভিউ পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর করে আপনি এই নাটকটার কাহিনী তুলে ধরেছেন। এই নাটকটির পুরো কাহিনীটাই ছিল খুব দারুণ। তবে রিভিউ পড়লেও আমি সময় পেলে নাটকটা দেখবো।ত

 2 months ago 

আমারও বেশ পছন্দের নায়ক আরফান নিশো। তার অভিনয় এ এক্সট্রা কোন ন্যাকামি থাকে না, খুব সুন্দর অভিনয় করেন উনি। আপনার ও পছন্দের নায়ক জেনে ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ রকি ভাই।

 2 months ago 

মিস ম্যাচ নাটক টি বেশ দারুন। আরফান নিশো এবং সাবিলা নূরের অভিনয় বেশ অসাধারণ। নাটকটি বেশ দুর্দান্ত ভাবে রিভিউ করেছেন। বিশেষ করে নাটকের শেষের দৃশ্য বেশ দারুণ। এত চমৎকার নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

আরফান নিশো আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। উনার নাটকগুলো প্রায়ই দেখা হয়। তবে এই নাটকটি দেখা হয়নি আপু। সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবো। আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে আপু।

 2 months ago 

নিশো আমারও বেশ পছন্দের অভিনেতা। তার অভিনয় বেশ ভালোই লাগে। কাহিনী তো বলেই দিয়েছি, ভালো লাগলে দেখে নিতে পারেন।

 2 months ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগছে। খুব সুন্দরভাবে আপনি এই নাটক এখানে ফুটিয়ে তুলেছেন এবং এখানে এই নাটকের মধ্যে যে ঘটনাগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন
অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিই শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ বিজয় এমন দারুণ একটি কমেন্ট করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60007.44
ETH 2590.20
USDT 1.00
SBD 2.61