লাইফস্টাইল পোস্ট :- আড়ং থেকে টুকটাক কিছু কেনাকাটা
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবার সহ বেশ ভালো আছি। সকলের সুস্থতা কামনা করেই আমি আমার আজকের নতুন পোস্ট শুরু করছি।
আজ আপনাদের সাথে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে চলেছি। আশা করছি পোস্ট টি আপ আপনাদের ভালো লাগবে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকবেন।
কদিন আগেই গিয়েছিলাম আড়ং এ। আড়ং এর জিনিস গুলো এত এত বেশি সুন্দর যে দেখলেই কিনে ফেলতে ইচ্ছে করে। যদিও, জামা কাপড় এর অংশ টা আমার কাছে ভীষণ ওভার প্রাইসড লাগে। ওয়ানপিস ছাড়া আড়ং এর অন্য কোন জামা- কাপড় বা শাড়ি সচরাচর কেনা হয় না আমার। দাম অনুযায়ী পছন্দ হয় না, এত বেশি প্রাইস জামা কাপড় এ খরচ করায় আমার ভীষণ আপত্তি! যাই হোক, তবে ঘর সাজানোর জিনিস বা অন্যান্য অনেক কিছুই রয়েছে আড়ং এ। সেদিন মূলত গিয়েছিলাম স্কিন কেয়ার রিলেটেড কিছু জিনিস কেনার জন্য। আড়ং এর স্কিন কেয়ার এর জিনিস গুলো যদি স্যুট করে স্কিনে, তবে খুবই ভালো ফলাফল দেয়। ওদের স্কিন কেয়ার সেকশনের নাম আড়ং- আর্থ। সেকশন টাও বেশ সুন্দর সাজানো লাগে আমার কাছে। এর আগে আমি আড়ং আর্থ এর একটি সি-সল্ট স্ক্রাবার ব্যবহার করেছিলাম। ওটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তাই ভাবছিলাম ওদের থেকে আরোও কিছু জিনিস ট্রায় করে দেখি কেমন লাগে।
সেই ভাবনা থেকেই নতুন কয়েকটি প্রোডাক্ট নিয়েছি। নিয়েছি ওদের নারকেল তেল, ওটমিল এক্সফোলেটিং বেদিং বার আর ফেস উপটান প্যাক। তিনটি প্রোডাক্ট ই ব্যবহার ও করেছি ইতিমধ্যে। নারকেল তেল টা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদিও চুল উঠার সমস্যায় খুব একটা সহায়তা করে নি। তবে আমি এতে দোষ দিচ্ছি না, কারণ নানা কারণেই আসলে চুল উঠার সমস্যা দেখা দেয়। আর বেদিং বার টাও চমৎকার লেগেছে। দারুণ ফ্রেশ লাগে এটা ব্যবহার করে গোসল করার পর। নরমাল সাবানের চেয়ে অনেক গুণ বেশি ভালো। তবে উপটান টায় আমার কাছে স্মেল লাগে, ওই স্মেল টা আমার ভালো লাগে নি। তো, নেক্সট টাইম ওদের উপটান টা আমি আর নিচ্ছি না।
আড়ং আর্থ থেকে কেনাকাটা করে, এরপর চোখ আটকে যায় মাটির জিনিস যেখানে রাখা, সেই সেকশনে! ওখান থেকে কিছু ছবি আমি ফটোগ্রাফি পোষ্ট এর মাধ্যমে ইতিমধ্যে শেয়ার করেছি। তো যাই হোক, ওখান থেকে পছন্দ করে একটি মাটির প্লেট ও একটি ছোট মাটির হাড়ি ও কিনে ফেলি। মাটির বাসন আমাকে অনেক আগে থেকেই টানে! সেই ২০১৪ সাল থেকে আমি বাসায় মাটির প্লেট এই খেয়ে থাকি। তো এই ই ছিলো আমার আজকের লাইফস্টাইল পোস্ট। আজ আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্থতা কামনা করি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আড়ং থেকে বেশ কয়েকটি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছেন।যাদের এলার্জি সমস্যা রয়েছে তাদের এই প্রোডাক্টগুলো অনেক সময় স্যুট করেনা। আয়ুর্বেদিক উপটান ফেসপ্যাক টি নিয়েছিলাম আমি অনেকদিন আগে।ভালো লাগলো আপনার কেনাকাটার ব্লগটি ধন্যবাদ আপু।
আমার স্যুট করেছে আপু। তবে স্মেল টা বেশি লেগেছে। কড়া স্মেলের প্রোডাক্ট আমার কমফোর্টেবল লাগে না।
আড়ং থেকে কেনাকাটা করলেন দেখে অনেক ভালো লাগলো। কোনো কিছু দেখলে কেনা ছাড়া একেবারে ভালোই লাগে না। আপনি মাটির জিনিস ও কিনলেন দেখে অনেক ভালো লাগলো। আর মাটির প্লেটে খাওয়ার বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে দিদি। আপনার কেনাকাটা করার সুন্দর এই মুহূর্তটি এত সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখে ভালোই উপভোগ করলাম।
মাটির প্লেটে শখের বশেই খাওয়া শুরু করেছিলাম আপু। এরপর দেখি অন্য প্লেটে কেন জানি শান্তি লাগে না আর আমার!
আড়ং এর জামা কাপড় গুলোর প্রাইজ অনেক বেশি থাকে। আমার কাছেও তেমন একটা ভালো লাগে না। এক্ষেত্রে যদিও সুন্দর এবং ইউনিক কালেকশন এবং ভালো কোয়ালিটি পাওয়া যায়। তবুও কেন জানি এত টাকা জামা কাপড়ের জন্য খরচ করতে ইচ্ছে করে না।যাই হোক কিছু প্রসাধনী সামগ্রী নিয়েছেন দেখে ভালো লাগলো। তবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই মাটির জিনিসপত্র গুলো। আমার খুব ইচ্ছে আছে মাটির একটা সেট নেব। যেটা দিয়ে আমি আমার বিভিন্ন রকম কাজ করতে পারব,কারণ রান্নাবান্না আমার বড় একটা শখ।
জামাকাপড় এর ক্ষেত্রে আপনার আর আমার চিন্তাভাবনা দেখি একদম মিলে গেছে আপু! অসংখ্য ধন্যবাদ আপনাকে। দোয়া করি যেন আপনার এই ইচ্ছে টা যেন জলদি পূরণ হয়ে যায়।
জি আপু,আমার শখের রান্নাঘরে শখের জিনিসে ভরপুর থাকবে তখন।
আড়ংয়ের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো। মাটির থানায় ভাত খাওয়ার অভিজ্ঞতা আমার নেই আপু। তবে মাটির থালা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো দেখেও অনেক ভালো লাগলো।
আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু।