মন ভালো করার আরেক নাম যেন মনপুরা কাবাব হাউজ এন্ড বিনোদন পার্ক সেন্টার

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

20240413_190600.jpg
https://w3w.co/wholesaler.budgeting.persist

প্রতিদিনই ব্যস্তময় সময় কাটে। এই ব্যস্তময় সময়ে, সময় বের করাটাই যেন দায়। সপ্তাহে ছুটে থাকে দুদিন, শুক্রবার এবং শনিবার। এই সময়টাকে যদি কাজে লাগানো না যায় তাহলে জীবনটাই যেন অনর্থক মনে হয়। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে সপ্তাহে দুইটা দিন সময় পাওয়া যায়, এ সময়টা হাসির রহস্যময়ভাবে কাটাতে না পারলে, পুরো সপ্তাহের কাজের চাপ যেন ঘাড় থেকে নামেই না। যাইহোক, আজকে শুক্রবার থাকা সকল বন্ধু-বান্ধব ফ্রি ছিল। সবার সম্মিলিত সিদ্ধান্তে আজকে আমরা মনপুরা একটি পার্টি দিলাম। ফেনী জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পার্টি সেন্টার হচ্ছে মনপুরা কাবাব হাউস এন্ড পার্টি সেন্টার। এ কাবাব হাউসটি এতই বড় যে, এটি হেঁটে শেষ করতেও পাঁচ মিনিট সময় লাগে। এর ভিতরে রয়েছে অসাধারণ সব দৃশ্য।

20240413_190323.jpg

20240413_192439.jpg

20240413_191747.jpg

20240413_190941.jpg

20240413_190910.jpg

20240413_190505.jpg

20240413_190447.jpg

আমরা বন্ধুরা সবাই সন্ধ্যার পর একসাথ হলাম মনপুরা কাবাব হাউসে। প্রথমে অনেকক্ষণ চারপাশ ঘুরে দেখলাম এবং জব্বর আড্ডা দিলাম। মনপুরার চারপাশে রয়েছে অসম্ভব সুন্দর রংবেরঙের লাইট। এ লাইট গুলোর চারপাশে রয়েছে বিভিন্ন ফুলের গাছ যেটি দূর থেকে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। লাইটগুলো দেখতে অনেকটা গোলাকৃতির ফুটবলের মত। তবে এক একটা লাইটে এক এক কালারের আলো জ্বলে, যেটি মনপুরার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মনপুরার প্রবেশ পথে দুই পাশে রয়েছে ঝাউ গাছ, অনেক লম্বা গাছের সারি পার হয়ে মনপুরার মূল গেটে পৌঁছাতে হয়। মূলগেট অতিক্রম করলে দেখতে পাওয়া যায় বিশাল জায়গা, রয়েছে আলাদা আলাদা কেবিন। প্রথমে আপনি দেখবেন ডলফিন, হরিণ, কুমির, ব্যাঙ, দোয়েল, বক ইত্যাদি প্রতিকী মূর্তি । মনপুরার ভিতরে রয়েছে একটি বড় দীঘি, এ দীঘিতে অসংখ্য প্রজাতির মাছ রয়েছে। শুধু তাই নয় দিনের বেলা আসলে দেখা যায় রাজহাঁস। এবং দীঘিতে রয়েছেন নৌকা, পর্যটকরা এসে নৌকা চালাতে পছন্দ করে।

20240510_233536.jpg

20240413_194225.jpg

20240413_190656.jpg

20240413_190641.jpg

20240413_190631.jpg

20240413_190611.jpg

20240413_190606.jpg

মনপুরার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে, বিনোদন পার্ক। এ পার্কে রয়েছে শিশুদের বিনোদনের অনেক উপাদান। তাই মনপুরাতে পুরো পরিবার নিয়ে ঘুরতে আসে অসংখ্য পরিবার। এভাবে একটি জায়গাতে এতগুলো জিনিস একসাথে পাওয়া যায় না। যার কারনে মনপুরা একটু আলাদা হয়ে আছে প্রতিটা মানুষের কাছে। বিনোদন পার্কে যেতে হলে আপনাকে কাটতে হবে টিকেট। বিনোদন পার্কের পাশের রয়েছে একটি কমিউনিটি সেন্টার। সেখানে বিভিন্ন অনুষ্ঠানাদির অনুষ্ঠান করা হয়। আমরা যখন গেলাম তখন দেখলাম একটা হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলতেছে। এত সুন্দরভাবে সুসজ্জিত করতেছে দেখে সত্যিই অবাক হলাম।

20240413_192435.jpg

20240413_192012.jpg

20240413_191702.jpg

20240413_191512.jpg

20240413_191508.jpg

20240413_191436.jpg

20240413_191431.jpg

যাইহোক আজকের আড্ডাটি সত্যিই খুব ভালো লাগলো। আশা করছি আপনাদেরও বিষয়টি ভালো লাগলো। যদি কখনো সময়সুযোগ হয় তাহলে অবশ্যই মনপুরা কাবাব হাউজে এসে ঘুরে যাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে।

নিজেকে নিয়ে কিছু কথা

1000106788.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি তাহেরুল ইসলাম, আমার স্টিমিট ইউজার আইডি হল - @ti-taher। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরে অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নতুন জায়গায় ঘুরতে আগ্রহী, নতুন জায়গায় ঘুরতে এবং নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসি। আমি বই পড়তেও ভালোবাসি, অনেকে আমাকে বই পোকাও বলে থাকে। আমি কবিতা, গল্প, উপন্যাস এবং বৈজ্ঞানিক বই সহ সব ধরনের বই পড়তে পছন্দ করি। আমার প্রিয় কবি "কাজী নজরুল ইসলাম"। প্রিয় কবিতা "বিদ্রোহী"।( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বেশ অনেক অনেক ভালো লাগলো ভাইয়া অজানা একটা বিষয়ে পোস্ট করতে পেরে। যদি মন ভালো রাখার সুন্দর সুযোগ থাকে এখানে তাহলে তো ভালো। তবে অজানা এক সুন্দর রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারলাম, খুবই সুন্দরভাবে সাজানো দেখি জায়গাটা।

 2 months ago 

বেশ চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন ভাই তবে আপনার পোষ্টের বেশ কয়েকটি ছবি অনেকটাই ঘোলা হয়েছিল। আমি আপনাকে একটি ছোট্ট উপদেশ দিতে চাই। সবগুলো ছবি আপলোড না করে শুধুমাত্র যেগুলো ছবি ভালো হয়েছে সেগুলো আপলোড করার চেষ্টা করবেন এবং স্পষ্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67310.11
ETH 3522.28
USDT 1.00
SBD 2.71