কালো কলমের সুন্দর একটি ডিজাইন
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে সুন্দর একটি আর্ট শেয়ার করব । কালো কলম দিয়ে এ ধরনের আর্টগুলো করতে আমার কাছে সব সময় ভালো লাগে । কঠিন জিনিস আর্ট করলে নিজের কাছেই ভালো লাগে । করতে করতে যখন সুন্দর একটি জিনিস তৈরি হয় তখন নিজের কাছেই দেখতে খুব ভালো লাগে । আজকে আমি খুবই হিজিজিবি একটি আর্ট করেছি সেটি সম্পূর্ণ হওয়ার পর দেখতে এতটাই ভালো লেগেছে যে নিজেই তাকিয়ে ছিলাম কিছুক্ষণ । আর এ আর্ট গুলো করতে এমনিতে অনেক বেশি সময় লাগে আর আজকের এই আর্টটি করতে আরও অনেক বেশি সময় লেগেছে । দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিজাইন ছোট ছোট করে এবং যতটা সুন্দর করে পারি করার চেষ্টা করেছি । আমার এই সুন্দর আর্ট টি আপনাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি ।
প্রয়োজনীয় উপকরণ
কম্পাস
স্কেল
কালো কলম
পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি । তারপর মাঝখানে দুই পাশে দুটো দাগ দিয়ে প্লাস চিন্হ এঁকে নিয়েছি ।তারপর প্লাস চিহ্নর ভিতরে দুই পাশে আরো দাগ দিয়েছি । এরকম করে মোট আটটি দাগ দিয়েছি । তারপর পেন্সিলের দাগের উপরে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।
এরপর মাথার দিক থেকে দাগিয়ে ডিজাইন করতে শুরু করেছি । এভাবে মাথার দিক থেকে চিকন করে ভিতর থেকে মোটা করে দাগ দিয়ে নিয়েছি । এভাবে করে আমি সবগুলো ঘরই ভরে নিয়েছি । তারপর সবচেয়ে বড় যে ঘরটা সেটি থেকে দাগিয়ে দেখিয়ে ডিজাইন করতে শুরু করেছি ।
এরপর দাগিয়ে দাগিয়ে সব বড় ঘরগুলো ডিজাইন করে নিয়েছি । তারপর পাশের ঘরটা গোল গোল করে দাগ দিয়ে ডিজাইন করতে শুরু করেছি । গোল দেওয়ার পরে পাশে যে ফাঁকা জায়গা ছিল সেগুলো কালো কলম দিয়ে ভরে দিয়েছি । তারপর পাশের ঘরটা অন্যরকম ভাবে ডিজাইন করতে শুরু করেছি ।
তারপর পাশের ঘরটা যেরকম ভাবে ডিজাইন করে নিয়েছি এরকমভাবে সবগুলো ঘর ডিজাইন করা হয়ে গিয়েছে । তারপর অন্য ঘর গুলো আস্তে আস্তে করে ডিজাইন করে ভরতে শুরু করেছি । একই রকম ডিজাইন দিয়ে সম্পূর্ণ ঘর গুলো ভরে দিয়েছি । তারপর আমার আঁকাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর আমি আমার নাম লিখে নিয়ে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
কালো কলম ব্যবহার করে অসাধারণ একটি নকশা করেছেন আপু। যা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে দেখতে।নিশ্চয়ই এই নকশা তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে,কারণ এটি তো অনেক জটিল একটি কাজ।যাইহোক এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমার কলম দিয়ে আঁকা নকশাটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো ।
প্রথম অবস্থায় দেখে সত্যি হিজিবিজি মনে হচ্ছে। কিন্তু আপনার আর্টের ধাপগুলো ধারাবাহিক ভাবে দেখলে বেশ ভালো লাগছে। কৌশল টা বোঝা যাচ্ছে। চমৎকার করেছেন আর্ট টা আপু। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের সাথে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
প্রথমে হঠাৎ করে দেখলেই হিজিবিজি লাগে পরে ধাপে ধাপে আঁকলে আস্তে আস্তে হয়ে যায় ।
কালো কলম দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট ডিজাইন করেছেন আপু। আপনার করা ডিজাইনটি দেখতে দারুন হয়েছে। কালো কলম দিয়ে এত সুন্দর ভাবে ডিজাইন টি ফুটিয়ে তুলেছেন। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার করা ডিজাইনটা আপনার কাছে দারুন লেগেছে যেনে ভালো লাগলো ।
চমৎকার একটি আর্টস করেছেন আপু দেখে তো ভীষণ ভালো লাগলো। এ ধরনের আর্ট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনার আর্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছিল তৈরি করতে। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে তারপরও মাঝে মাঝে করি ভালো লাগে ।
ওয়াও আপনি কালো কলম দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন আর্ট করছেন আপু। ডিজাইন টি দেখতে খুবই ভালো লাগতেছে আপু। আপনি দারুণ ভাবে পুরো পোস্ট টি ধাপে ধাপে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
ডিজাইনটি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল ভাইয়া ।
ঠিক বলেছেন আপু যে কোন সহজ আর্ট করলে যতটা শান্তি লাগে তার থেকে অনেক বেশি শান্তি লাগে কঠিন আর্ট করলে। আর এগুলো দেখতে খুব ভালো লাগে। আপনার আজকের আর্টটি খুবই চমৎকার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ কঠিন ছিল এবং অনেক সময় লেগেছে। কিন্তু আপনি খুব নিখুঁতভাবে আর্টটি শেষ করছেন। যার জন্য এত ভালো লাগছে দেখতে।
আমার কাছে সব সময় কঠিন আর্ট করতেই বেশি ভালো লাগে এইজন্য মাঝেমধ্যে চেষ্টা করি ।
কালো কলমের সুন্দর একটি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রথমে তো আমি এটা দেখে মনে করেছিলাম জাল পড়ে দেখলাম যে এটা আপনারই অংকন করে একটা চিত্র। এ ধরনের চিত্র অঙ্কন করা আসলেই অনেক কঠিন কাজ।
ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।
বেশ সুন্দর হয়েছে আপনার আর্টটি। বেশ সময় ও ধৈর্য নিয়ে আর্টটি শেষ করেছেন। আর এ ধরনের আর্ট করতে বেশ ধৈর্য্যের প্রয়োজন। তবে সময় লাগলেও এ ধরনের আর্টগুলো করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু আর্টটি ক রতে আমার অনেক সময় লেগেছে এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত করতে পেরেছি এটাই বড় কথা।