বৃক্ষ মেলা থেকে কিছু ফুলের ছবি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করব । ফুল ভালোবাসে না এমন মানুষ আসলেই পাওয়া যায় না । আর যে কোন ফুল দেখলে সত্যিই খুব ভালো লাগে । আর এ ধরনের ফুলগুলো যদি নিজের একটি বাগান করে সেই বাগানে রাখা যায় তাহলে দেখতে সত্যি খুব ভালো লাগবে । এই ফুলের ছবিগুলো আমি বৃক্ষ মেলা থেকে তুলেছিলাম । এবার ফরিদপুরে গিয়ে যখন বৃক্ষ মেলাতে গিয়েছি তখন বিভিন্ন ধরনের ফুলের সমারহ দেখতে পেয়েছি । ফুল গাছ এমন যে দেখলেই কিনতে ইচ্ছা করে । কিন্তু অনেক কষ্টে নিজেকে শক্ত করে রাখি কারণ ফুল গাছ আমার বাগানে তেমন একটা বাঁচে না, যার কারণে ফুল গাছ লাগানোর প্রতি আমার তেমন এখন আর কোন আগ্রহ নেই । ইনডোর প্লান্ট কিছু রাখার ইচ্ছা আছে কিন্তু ইনডোর প্লান্টের থেকে ফুল ফুটে যে গাছে সেগুলো দেখলেই বেশি ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই । বৃক্ষ মেলাতে গিয়ে অনেক নাম না জানা ফুলের সাথে পরিচিত হয়েছি তার ভেতর থেকে কিছু ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করছি ।
এখানে টকটকে মেজেন্টা কালারের একটি ফুল দিয়ে শুরু করলাম । এই ফুল টা দেখতে খুব ভালো লাগে এবং কালারটা এত বেশি সুন্দর দেখলে নিতে ইচ্ছা করে । এই ফুলটার নাম আমি জানতাম না তবে অনেক জায়গায় এই ফুলটা দেখে থাকি । গুগলে সার্চ দিয়ে জানতে পারলাম এই ফুলের নাম নাকি ফুরুস ফুল এই নামটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে হয়তোবা এর আরো অন্য নাম থাকতে পারে । তবে গুগল থেকে যেটা জেনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম । আর নিচে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবার পরিচিত জবা ফুল । জবা ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর । আজকাল অনেক ধরনের কালারের জবা ফুল দেখতে পাওয়া যায় । আগে তো শুধু লাল রঙের দেখেছি তবে ইদানিং এই কালারটাও খুব দেখি । এটি মিষ্টি একটি কালার এবং পাশ দিয়ে একটু শেডের মতো দেওয়া আছে দেখতে খুবই ভালো লেগেছে । যদিও সাদা জবা ফুল বেশি ভালো লাগে তবে এই ফুল টাও অনেক ভালো লেগেছে ।
এখানে আরো দুটো ফুলের ছবি শেয়ার করলাম । উপরের ফুলের নামটা আমি জানিনা তবে এই ফুলটা অনেক জায়গায় দেখা যায় । বিশেষ করে বৃক্ষমেলায় এবং কোন নার্সারিতে গেলে এই ফুলগুলো খুব দেখে থাকি । টবের ভিতরে ওরা খুব সুন্দর ভাবে লাগিয়ে রাখে এবং গাছ ভর্তি ফুল ফুটে থাকে দেখতেই ভালো লাগে । আর নিচে দেখতে পাচ্ছেন সবার পছন্দের কাটা মুকুট ফুল । কাটামুকুট ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার বাগানের দুই তিনটা কাটা মুকুট গাছ আছে । ইদানীং একটু একটু করে দেখি ফুল ফুটছে । এখানে কয়েকটা কালারের কাটা মুকুট রয়েছে এবং সাইজ গুলো খুব ছোট ছোট । এর থেকে বড় সাইজের কাটা মুকুট হয়ে থাকে গাছ ভর্তি করে এই ফুলগুলো ফুটে থাকে সত্যিই খুব ভালো লাগে ।
এখানে ভিন্ন আরও দুটি ফুলের ছবি রয়েছে । ওপরে ফুলটার নাম জানিনা তবে উপরের ফুলটাও দেখতে সুন্দর ছিল । বৃক্ষ মেলায় বিভিন্ন দোকানে এই ফুলটা দেখেছি এবং আমি একটা ছবি তুলে নিয়েছি ফুলটা সুন্দর দেখে । আর নিচে আরো একটি ফুলের ছবি শেয়ার করলাম । এই ফুলটা দেখতে কিছুটা জবা ফুলের মত ।জবা ফুল কিনা বুঝতে পারলাম না তবে ভালো লাগছিল দেখে ছবিটা তুলে নিয়েছি ।হতেও পারে ভিন্ন ধরনের কোন জবা ফুল তবে কাছাকাছি দেখতে ।
এখানে দুটি কনক চাঁপা ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম । কনক চাপা ফুলের নাম অনেক শুনেছি তবে এবার প্রথম দেখলাম । কনক চাপা ফুল দেখতে কিছুটা কাঠ গোলাপ ফুলের মত । সাদার ভিতরে হলুদ দেখতে খুবই ভালো লাগে । একসাথে থোকায় থোকায় অনেকগুলো ফুটে থাকে আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফুলগুলো ।
এখানে অলকানন্দা ফুল দেখতে পাচ্ছেন । অলকানন্দ ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে । কলিটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে । একেবারে হলুদ কালারের এটার কি দ্বিতীয় কোন কালার হয় কিনা জানিনা তবে এই কালারটাই সুন্দর লাগে । আর নিচের ফুলগুলো থোকায় থোকায় ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে । নাম জানতাম তবে এখন মনে করতে পারছি না । এই ফুল গুলো এতটা সুন্দর লাগে সত্যি মনমুগ্ধকর ছিল প্রত্যেকটা ফুল ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
ফুরুস ফুল গুলো কে আমি জারুল ফুল নামে চিনি। বৃক্ষ মেলা থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। মেজেন্টা কালারের এই ফুলগুলো সত্যিই খুব সুন্দর। বাকি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। শেষে ছোট ছোট এই ফুলগুলো আরো বেশি সুন্দর লাগতো দেখতে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।
একেক জায়গায় ফুলের একেক রকম নাম আমিও জানতাম না google এর কাছ থেকে জেনে নিয়েছি ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ফরিদপুর গিয়ে বৃক্ষমেলায় গেলেন আমি কোথায় ছিলাম? আমি যাই নি কেন। যাই হোক বেশ সুন্দর কিছু ফোটোগ্রাফি করেছেন মেলায় গিয়ে। জি আপু প্রথম ফুলটার নাম ফুরুস ফুল। খুব সুন্দর লাগে দেখতে। আমি এই ব্লগ থেকে জেনেছি। আর নিচের ফুলটির নাম আমারও জানা নেই। ওই ফুলটিও খুব সুন্দর লাগছে দেখতে। ফোটোগ্রাফিগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে।
আপনি যেদিন চলে গিয়েছেন তারপর দিন আমরা বৃক্ষ মেলায় গিয়েছিলাম আপনি তো আর যেতে পারলেন না ।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বৃক্ষ মেলা থেকে কিছু ফুলের ছবি মোবাইলে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দারুন ছিল দেখতে। তবে পোস্টের মধ্যে লোকেশন উল্লেখ করলে আরো বেশি ভালো হতো। এত সুন্দর ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
বৃক্ষ মেলায় গেলে ফুলের কোন শেষ নেই কোনটা রেখে কোনটির ছবি তুলব সেটাই ভাবনার বিষয় ।
ফরিদপুরে বৃক্ষ মেলায় যেয়ে তো অনেক কিছু দেখতে পেরেছেন আপু আপনি। বৃক্ষ মেলায় গেলে অনেক কিছু দেখার সুযোগ হয়। বিশেষ করে আপনার আজকের ব্লগটি দেখে অনেক ভালো লেগেছে। বিভিন্ন ধরনের রংবেরঙের ফুলের ফটোগ্রাফি গুলো এবং ফুল গাছে ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো।
মেলায় গেলে আসলে বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখতে পাওয়া যায় ভালো লাগে ।
বৃক্ষ মেলা থেকে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন, আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে, প্রতিটা ফটোগ্রাফি আপনি সুস্পষ্ট ও সুন্দর ভাবে ধারণ করেছেন আপনার এই পোষ্টের মাধ্যমে আমি নতুন একটা ফুল দেখলাম অল কান্দা ফুল এই ফুল আমি এর আগে কখনো দেখিনি অনেক ভালো লাগলো হলুদ ও লাল রং মিলায়ে ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে।। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অলকানন্দা ফুল আমি আগে অনেক দেখেছি তবে নাম জানতাম না আমার বোনের কাছ থেকে জেনেছি ।
ফরিদপুরে বৃক্ষ মেলা গিয়ে আপনি খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে বৃক্ষ মেলা গেলে বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফুল দেখা যায়। তবে বৃক্ষ মেলা থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আমার বৃক্ষ মেলায় থেকে তোলা ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
ফুল মানেই সুন্দর। আর আপনি অনেক সুন্দর করে ছবি তুলেছেন। আপনার পোস্ট থেকে অনেক নাম না জানা ফুল দেখলাম।ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
ঠিক বলেছেন ফুল মানে সৌন্দর্য ফুল দেখতেও ভালো লাগে ছবি তুলতেও ভালো লাগে ।
বৃক্ষ মেলায় গেলে সত্যিই বিভিন্ন রকমের ফুলের গাছ এবং অন্যান্য গাছ দেখতে পাওয়া যায়। কেনার জন্যও ভীষণ ইচ্ছা জাগে ।যদিও আপনার বাগানে গাছগুলো বাঁচে না যার কারণে কিনতে পারেন না । তবে বিভিন্ন ইনডোর প্লান্ট গুলো কিন্তু ঘরের সৌন্দর্য বেশ বৃদ্ধি করে ওগুলো কেনাই ভালো। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ইনডোর প্লান্টও বেশি দিন ঘরের ভিতরে রাখলে কেমন যেন হয়ে যায় ।