স্বরচিত কবিতা : " সুখের নেশা "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
মানুষের সুখের খোঁজে কত জায়গায় যায় , এমনকি কত কিছুই না করে। কিন্তু সত্যি বলতে কি এত কিছু করলে সুখ পাওয়া যায় কি। আমি মনে করি সুখ হচ্ছে নিজের মাঝে। আমাদেরকে অনুভব করতে হবে আমরা কোথায় আত্ম তৃপ্তি পেয়ে থাকি। সেই অনুভূতির মাঝেই আমরা কিন্তু আমাদের সুখ খুঁজে পাবো। তবে আমি মনে করি আমার প্রিয় মানুষের মাঝে আমি নিজের সুখ খুঁজে পেয়ে থাকি। কারন আমরা যতই নদীতে কিংবা সমুদ্রে অথবা আকাশের সৌন্দর্যগুলোতে সুখ খুঁজি না কেন, সেটা শুধুই কিছু সময়ের আনন্দ ছাড়া আর কিছুই না। তবে নিজের প্রিয় মানুষ যদি সব সময় পাশে থাকে তাহলেই আমরা নিজেদের সুখ অনুভব করতে পারি। আমাদের নিজেদের অনুভূতি হচ্ছে নিজেদের শ্রেষ্ঠ সুখ। আর আমি মনে করি এটাই সঠিক। তাই এই বিষয়টা নিয়ে কবিতা লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
" সুখের নেশা "
সুখের নেশায় ভাসি আমি,
খুঁজি শান্তির নদী।
সেই নদীতে ডুব দিয়ে,
উপলব্ধি করি সবই।
তোমার মাঝে সুখ খুঁজি,
তোমার মাঝে আনন্দ।
তোমার মাঝেই শান্তি খুঁজি
তোমার মাঝেই পাই ছন্দ।
সুখের খোঁজে হারিয়ে যাই,
সমুদ্রের তলদেশে।
সেই দেশেতে সুখ না পেয়ে
গিয়েছি আমি সমুদ্রের পানিতে ভেসে।
তোমার মাঝে শান্তি খুঁজি,
তোমার মাঝেই প্রশান্তি।
ভালোবেসে জড়িয়ে রাখবো,
তোমার মাঝে খুঁজে পাই শান্তি।
সুখের খোঁজে ভেসে বেড়ায়,
আকাশের সাদা মেঘ হয়ে।
কালো মেঘের ছায়ায় ঢেকে পড়ি,
ঝরে পড়ি বৃষ্টি হয়ে।
তোমার মাঝে স্বপ্ন দেখি,
তোমার মাঝেই পাই খুশি।
তুমি আশেপাশে থাকলেই ফিরে পাই
আমার মুখের সুন্দর হাসি।
পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1816350522984816852?t=uNkVM1hTGvpxketZliG1CQ&s=19
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলছেন প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। নিজেদের যেমন ভালো লাগে অন্যদের কাছে শেয়ার করতে পারলে আরো অনেক ভালো লাগার কাজ করে। আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন সুখের নেশা নিয়ে। প্রতিটি মানুষ চাই একটু সুখে থাকতে একটু আনন্দে থাকতে। আপনি একদম ঠিক বলছেন সবগুলো নিজের মনের ভিতর সুখ। আমাদের নিজেদের যা আছে সবকিছু নিয়ে যদি আমরা সুখে থাকতে পারি তাহলে ভেবে নিতে হবে যে আমাদের মাঝে সুখ আছে।
আপনার মন্তব্য করে অনেক বেশি উৎসাহিত পেলাম কবিতা লেখার। অনেক ধন্যবাদ আপনাকে।
আজ আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার লেখা কবিতা গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে।তবে এটা আপনি ঠিকই বলেছেন প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে পারলে সত্যি অনেক ভালো লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।
সু স্বাগতম।
খুব সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই কবিতা তৈরি করে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ এখানে সবগুলো লাইনের সামঞ্জসতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে তো অনেক আনন্দিত হলাম।