"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ || ডাব চিকেন বিরিয়ানি রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230502_095449.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব চিকেন বিরিয়ানি রেসিপি।

তবে এই রেসিপিটা আমি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। আসলে আমি অধীর আগ্রহে প্রতিযোগিতা দেওয়ার জন্য বসে থাকি। এবারের প্রতিযোগিতার বিষয়টা দেখেও ভীষণ ভালো লাগলো। কারণ আমি মনে করি চিকেন কমবেশি আমরা সবাই পছন্দ করি। তাছাড়া চিকেনের এত বেশি রেসিপি তৈরি করা যায় কি বলবো। চিকেন কে আমরা কিন্তু যেভাবে ইচ্ছে ওইভাবে করেই খেতে পারি। তবে আমি চাইছিলাম একটু আনকমন কিছু তৈরি করতে। যেটা কিনা এর আগে কখনো খাওয়া হয়নি। তাই জন্য রেসিপি খুঁজতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিল।

কিন্তু পরবর্তীতে ভাবলাম ডাব চিকেন বিরিয়ানি টা তৈরি করব। আমি শুনেছি এই রেসিপিটা নাকি অনেক বিখ্যাত। কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। যেহেতু আমার খাওয়া হয়নি তাই ভাবলাম নতুন একটা রেসিপি ট্রাই করা হয়ে যাবে। তবে আগে তৈরি করিনি হিসেবে একটু ভয় ছিলাম আসলে রেসিপিটা কি রকম হবে। আসলে এমনিতে আমি সাধারণ বিরিয়ানি রেসিপি ও কখনো একা একা তৈরি করিনি। আমাদের ঘরে যতবার তৈরী করা হয়েছে আমার শাশুড়ি তৈরি করেছে। কিন্তু এবার নিজের হাতে ডাব চিকেন বিরিয়ানি তৈরি করলে কি রকম হবে এটা নিয়ে কনফিউশনে ছিলাম।

তার উপরে আবার ডাবের বিরিয়ানি ছিল। কিন্তু আমি পুরো প্রচেষ্টা তৈরি করার পরে যখন ট্রাই করলাম দেখলাম ভীষণ ভালোই হয়েছে। পরবর্তীতে আমাদের ঘরের সবাই খাওয়ার পরে অনেক বেশি খুশি হয়েছিল। বিশেষ করে সবার খুবই পছন্দ হয়েছিল ডাবের বিরিয়ানি টা। আশা করছি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

1682962903462.jpg

1682962717821.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
নারিকেলের ডাব১ টা
চিনিগুড়া চাল৪ কাপ
মুরগির মাংস১.২ কেজি
দুধহাফ কাপ
অরেঞ্জ কালার১ টেবিল চামচ
লেবু১ টা
আলু৩ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটাহাফ কাপ
আদাবাটা২ টেবিল চামচ
বিরিয়ানির মসলা৪ টেবিল চামচ
চাট মসলা২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
গোলমরিচের গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

1682942665052.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মুরগির মাংসগুলোকে অনেক বড় বড় পিস করে কেটে নিলাম। এরপরে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর মাংসের মধ্যে আদা রসুন বাটা, মরিচার গুঁড়া, বিরিয়ানির মসলা, চাট মসলা লবনসহ সবগুলো উপকরণ দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম।

1682941885941.jpg

ধাপ - ২ :

এরপর সবগুলো মসলা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাংসটাকে মেখে এরপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম।

IMG_20230501_112306.jpg

ধাপ - ৩ :

এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরের মধ্যে পেঁয়াজকুচি দিয়ে দিলাম। তার সাথে কি ছোট করে মনে লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম।

1682941927700.jpg

ধাপ - ৪ :

পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলুর টুকরা গুলো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে মরিচের গুড়া দিয়ে দিলাম।

1682941950537.jpg

ধাপ - ৫ :

এভাবে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব।

1682941989144.jpg

ধাপ - ৬ :

এভাবে অনেকক্ষণ রান্না করার পর পানি শুকিয়ে গেলে আলোগুলো চুলা থেকে নামিয়ে নেব।

IMG_20230501_125716.jpg

ধাপ - ৭ :

এরপরে আবার ও চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে। তার সাথে এর মধ্যে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিলাম।

1682942021951.jpg

ধাপ - ৮ :

এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব।

1682942045046.jpg

ধাপ - ৯ :

এরপর এইভাবে মাংস গুলোকে কিছুক্ষণ পর কষিয়ে নিব।

1682942075437.jpg

ধাপ - ১০ :

কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমান মত পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব।

1682942092515.jpg

ধাপ - ১১ :

এরপরে পানি একদম শুকিয়ে আসলে তারপর চুলে থেকে নামিয়ে নিব।

1682942114258.jpg

ধাপ - ১২ :

এরপরে আমি একটা পাতিলের মধ্যে শুধু পানি দিয়ে গরম করতে দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে এর মধ্যে আদা রসুনের বাটা এবং তেজপাতা লবণ এবং সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম।

1682942146531.jpg

ধাপ - ১২ :

এরপরে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম।

1682942162234.jpg

ধাপ - ১৩ :

এরপর এরমধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম ।

1682942172604.jpg

ধাপ - ১৪ :

এভাবে আমি কিছুক্ষণ চালটাকে নেড়েচেড়ে রান্না করবো।

1682942181830.jpg

ধাপ - ১৫ :

চালটাকে একদম নরম করা যাবে না। তার আগেই কিছুটা পরিমাণে হয়ে আসলে একটা ছাকনিতে ছেঁকে পানি সরিয়ে নিলাম।

1682942192812.jpg

ধাপ - ১৬ :

এরপর আমি আবারও একটা পাতিলের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারের মধ্যে রান্না করা আলুর টুকরা গুলো দিয়ে দিলাম।

1682942220822.jpg

ধাপ - ১৭ :

এরপরে আমি তৈরি করা পোলাও অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম।

1682942252623.jpg

ধাপ - ১৮ :

এরপর এর উপরের অংশে রান্না করা মুরগির মাংস দিয়ে দিলাম।

1682942266909.jpg

ধাপ - ১৯ :

এবারে মুরগির মাংসের উপরে আবারও বাকি পোলাও দিয়ে দিলাম।

1682942279445.jpg

ধাপ - ২০ :

এরপরে আমি একটা কাপের মধ্যে লিকুইড দুধ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে অরেন্জ ফুড কালার মিশিয়ে নিলাম।

1682942292630.jpg

ধাপ - ২১ :

এরপর দুধটাকে এর উপরে ছিটিয়ে দিলাম। তারপর একটা চামচ দিয়ে সম্পূর্ণ বিরিয়ানি টাকে মিশিয়ে নিলাম।

1682942331504.jpg

ধাপ - ২২ :

এরপরে আমি একটি নারিকেলের ডাব নিয়ে নিলাম।

IMG_20230501_113705.jpg

ধাপ - ২৩ :

এরপর নারিকেলের ডাবটাকে সামনের অংশটা গোল করে কেটে নিলাম।

1682942479273.jpg

ধাপ - ২৪ :

এরপরে আমি মিক্স করা বিরিয়ানি টাকে নারিকেলের ডাবের ভিতরে একটু একটু করে পুরে নিলাম। আমার যতটুকু বিরিয়ানি ডাবের ভিতরে দেওয়া যাবে ততটুকু দিয়ে দিলাম।

1682942502768.jpg

ধাপ - ২৫ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এপারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে, বিরিয়ানি ভরা নারিকেলের ডাব বসিয়ে দিলাম।

1682942523051.jpg

ধাপ - ২৬ :

যেহেতু এটা একটা নারিকেল তাই আমি অনেক লম্বা একটা পাতিল দিয়ে সম্পূর্ণ নারিকেল টাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এইভাবে আমি প্রায় সামান্য পরিমাণে তাপ দিয়ে ৪০ মিনিটের মত দমে রেখে দিব।

1682942562977.jpg

ধাপ - ২৭ :

যেহেতু আমি বেশি পরিমাণে বিরিয়ানি তৈরি করেছি তার জন্য বাকি বিরিয়ানি গুলো আমি পাতিলের মধ্যেই চলে বসিয়ে ৪০ মিনিট দমে রেখে দিলাম।

1682942575490.jpg

ধাপ - ২৮ :

এরপর ৪০ মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখবো আমার ডাব চিকেন বিরিয়ানি টা একদম রেডি হয়ে গিয়েছে।

IMG_20230501_133829.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1682962938299.jpg

1682962840228.jpg

1682962886104.jpg

1682962929759.jpg

1682962956945.jpg

1682962903462.jpg

1682963078141.jpg

1682963007786.jpg

1682963062193.jpg

1682962831416.jpg

1682963071720.jpg

1682962738896.jpg

1682962717821.jpg

1682962789083.jpg

1682963084593.jpg

1682962972801.jpg

1682963038371.jpg

1682963023443.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year (edited)

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন।
প্রথমবারের মতো এমন নতুন স্টাইলে রেসিপি প্রস্তুত করা দেখলাম আপনার মাধ্যমে।
প্রস্তুত প্রণালী এবং পদ্ধতি দুটি আমার কাছে খুব ভালো লেগেছে। একদম ইউনিক।
তবে রেসিপিটি খেতে খুব মজা হবে এয়ার বলার অপেক্ষা রাখে না।।

 last year 

আমি নিজেও প্রথমবারের মতো তৈরি করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ডাব চিকেন বিরিয়ানি রেসিপি আমিও তৈরি করতে চেয়েছিল আপু। এরপর আর করা হয়নি। আপু আপনি এই রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। যদিও আমিও কখনো ডাব চিকেন বিরিয়ানি খাইনি। তবে দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

আপনি তৈরি করলে তো দুজনের একটা রেসিপি হয়ে যেত। তবে ট্রাই করা হয়ে যেত। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে প্রতিযোগিতাগুলো আসলে নতুন নতুন অনেক রেসিপি শেখা যায়। ডাব চিকেন বিরিয়ানি আমি আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম। আপনি আজকে ডাব চিকেন বিরিয়ানি প্রথম রান্না করেছেন কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছিল। অনেক ঝামেলার মনে হল বিরিয়ানি তৈরি করতে। কিন্তু সবশেষে কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সত্যিই অনেক বেশি ঝামেলার ছিল বেশি রেসিপিটা। তবে অনেক বেশি সুস্বাদু হয়েছিল।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আজ ডাব চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করেছেন। দেখতে খুব লোভনীয় হয়েছে। খেতেও বেশ মজার হয়েছে আশাকরি। আপনার উপস্থাপনা দারুন ছিল।ধাপে ধাপে রেসিপিটি তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ মজার রেসিপি ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রেসিপির নামটা দেখেই তো অবাক হয়ে গেলাম আপু! ডাবের চিকেন বিরিয়ানী রেসিপি! পুরাই আনকমন। তবে স্বাদ কিন্তু মজার হয়েছে দেখেই বুঝা যাচ্ছে! যেহেতু প্রথমবার তৈরি করেছেন এজন্য একটু ভয় কাজ করছিল। যাক, ভালো ছিল আপনার রেসিপিটি আপু 🌼

 last year 

সত্যি আমার নিজের জন্য অনেক বেশি আনকমন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দারুন একটা মুরগির মাংসের রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করুন আপু। এই ধরনের রেসিপি এর আগে আমি কোনদিন দেখেছিলাম না। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপি দেখে।

 last year 

আমি নিজেও এর আগে কখনো দেখিনি। তবে ভীষণ ভালো লেগেছিল তৈরি করার পর। অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ডাব চিকেন বিরিয়ানি রেসিপি এ ধরনের রেসিপি আমি আজ প্রথম দেখলাম। খেতে অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। প্রতিটি ধাপ অসাধারণভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 last year 

আসলে আমি নিজেও প্রথমবার ট্রাই করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে ডাবের চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি দেখতে ইউনিট লাগছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন রেসিপি শিখতে পারবো। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই মজা হয়েছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সত্যি অনেক বেশি মজা হয়েছিল রেসিপিটা খেতে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43