ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
বকের ফটোগ্রাফি।
device : Redme note 9
আজ আমি খুব চমৎকার একটি বকের ফটোগ্রাফি করেছি। আসলে পরিচিত কোন প্রাণীর ফটোগ্রাফি করতে পারলে অনেক বেশি ভালো লাগে। কাছ থেকে ফটোগ্রাফি করতে অনেক বেশি সমস্যা হয়। কিন্তু দূর থেকে ছবি তুললে ভালো লাগে না। এরপরেও আমি অনেক দূর থেকে একটি বকের ফটোগ্রাফি করেছি। আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম নদী দেখতে। হঠাৎ করেই একটি গাছের উপরে একটি বক দেখলাম। দেখে ভীষণ ভালো লেগেছিল। আর তখন ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ফটোগ্রাফিটি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি
device : Redme note 9
আজ আপনাদের মাঝে খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আসলে প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের দেশ সবুজ শ্যামল দেশ হিসেবেও গণনা করা হয়। এজন্য যখন সবুজ শ্যামল এর দিকে তাকিয়ে থাকি তখন অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আকাশের কালার সুন্দর থাকলে প্রাকৃতিক দৃশ্যগুলো যেন আরো উজ্জ্বল হয়। তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে জমিন দিয়ে হাঁটছিলাম। তখনই এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি।
device : Redme note 9
আমাদের সবারই খুব প্রিয় এবং জনপ্রিয় একটি ফুলের নাম হল গন্ধরাজ ফুল। গন্ধরাজ ফুল পছন্দ করেনা এমন মানুষ পাওয়া যায় না। বিশেষ করে বছরের প্রায় সময় এই গন্ধরাজ ফুল ফুটে থাকে। একটি গন্ধরাজ ফুলের গাছও অনেক বড় আকারের হয়। যা আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের ঘরের সামনে একটি গন্ধরাজ ফুল গাছ ছিল। কিছুদিন আগে সেই গাছটি মারা গিয়েছে। আমি অসংখ্যবার ওই গাছ থেকে ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফিগুলো অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে গন্ধরাজ ফুলের গন্ধটাই মনোমুগ্ধকর ছিল। যা প্রতিনিয়ত আমাকে অনেক বেশি মুগ্ধ করতো।
প্রাকৃতিক দৃশ্যের মাঝে নদীর ফটোগ্রাফি।
device : Redme note 9
এ ধরনের ছবিগুলো দেখতেও আমার অনেক ভালো লাগে। কারণ প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের সবার খুব প্রিয় তেমনি ওই প্রাকৃতিক দৃশ্যে যদি একটি নদী থাকে তাহলে তো কোন কথাই নেই। সেখানে বসে সময় কাটাতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে এমন কিছু জায়গা রয়েছে সেগুলোতে যাই। প্রাকৃতিক দৃশ্য এবং নদীর দুটোর কম্বিনেশনে যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো অনেক গুণ বেড়ে যায়। বেশ কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড নদী দেখতে গিয়েছিলাম। সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছি। আমার বেশ পছন্দের একটি ছবি এটা।
ময়লা নিয়ে যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি।
device : Redme note 9
আজ আমি যে ফটোগ্রাফিটি করেছি, ময়লা নিয়ে যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি। আমরা ময়লার পাশ দিয়ে যাওয়ার সময় নাকে হাত দিয়ে থাকি। কিন্তু এ মানুষগুলো যদি ময়লা গুলো এক দিক থেকেও অন্যদিকে নিয়ে না যেতো, তাহলে ময়লা গুলো আমাদের আশেপাশেই পৌঁছে যেত। আর সব জায়গা থেকেই দুর্গন্ধ বের হতো। এই মানুষগুলোকে আমি অনেক বেশি সম্মান করি। কিছুদিন আগে শহরে গিয়েছিলাম। আর তখনই এই ফটোগ্রাফিটি করেছি । এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি কষ্ট লাগে। তাদের জীবনগুলো অনেক কঠিন হয়।
চাঁদের ফটোগ্রাফি 🌙
device : Redme note 9
চাঁদ মামা নাকি, চাঁদের বুড়ি যাই হোক একটা হলেই হবে। চাঁদের ফটোগ্রাফিটি করে আমার অনেক বেশি ভালো লেগেছে। নিজের হাতে চাঁদের ফটোগ্রাফি। এটা ভাবতেই যেন ভালোলাগা কাজ করে। দীর্ঘদিনের একটি শখ ছিল নিজের হাতে চাঁদের ছবি তুলবো। সে স্বপ্নটা পূরণ হয়ে গেল অবশেষে। জুম ক্যামেরা মোবাইল দিয়ে আমি এই চাঁদের ফটোগ্রাফি করেছি । বর্তমানে নাকি দামি মোবাইল গুলোর মধ্যে অনেক বেশি জুম দিয়ে থাকে। যার কারণে চাঁদের ছবি তুললে তা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। ছবিটা তোলার পর ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
প্রকৃতি এবং ফুলের কিছু দারুন ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। নিখুত ভাবে করেছেন ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ শেয়ার করার জন্য ।
ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। এই সপ্তাহে শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি এবং চাঁদের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে
গন্ধরাজ ফুল আমার নিজের ভীষণ পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফি প্রশংসনীয়। আপনি আজকে বেশ কয়েকটি চোখ জুড়ানো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ। এছাড়া ও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফী টি বেশ দারুন লেগেছে।
প্রকৃতি আমার নিজেরও ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার পেইন্টিং এর পাশাপাশি আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে খুবই চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেন। আজকের প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া প্রাকৃতিক দৃশ্য দেখে তো চোখ ফেরাতেই পারছি না। সবশেষে চাঁদের ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
চাঁদের ফটোগ্রাফি টা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ কিছু সুন্দর সুন্দর তো ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফির চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই। আসলেই মুগ্ধ হওয়ার মতো ফটোগ্রাফি। গাছের ডালে বসে থাকা বক পাখি তাছাড়া গন্ধরাজ ফুল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি সবগুলোই অসাধারণ ছিল।
ফটোগ্রাফির প্রশংসা পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেই সৌন্দর্য যখন ফটোগ্রাফি করা হয় দেখতে আরো সুন্দর লাগে। নীল আকাশ সবুজ প্রকৃতির সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর ছিল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে অসাধারণ কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো এমনিতেই ভালো লাগে।
চমৎকার সব ফটোগ্রাফি উপহার দিয়েছেন। গাছের ডালে বসে থাকা বকের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। গন্ধরাজ আমার পছন্দের একটি ফুল। ছাদের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু। পরবর্তি ফটোগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।
ফটোগ্রাফি গুলোর প্রশংসা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি পোস্টগুলো আমাকে মুগ্ধ করে। বকের ফটোগ্রাফিটি এবং চাঁদের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর বর্ণনার মাধ্যমে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো এত সুন্দর প্রশংসা করেছেন শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ।