"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩১ || ফ্রুট কাটিং ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 years ago

1677049517688.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে একদম ভিন্ন পোস্ট নিয়ে এসেছি। প্রতিবারের মতো এবারেও অনেক অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এবারে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য স্বাগতা আপুকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এবারের প্রতিযোগিতার বিষয়টা দেখেই আমার ভীষণ ভালো লেগেছিল। যদিও এই ধরনের কাজের অভিজ্ঞতা খুবই কম রয়েছে। তারপরেও আমি কিন্তু সব ধরনের কাজ করার চেষ্টা করি। বিশেষ করে যে কোন বিয়ের অনুষ্ঠানে এই ধরনের ফ্রুটস কার্ভিং করা হয়। আমি কিন্তু কখনোই করিনি।

এবারের প্রতিযোগিতা থেকে নতুন ধরনের একটা অভিজ্ঞতা হল। প্রথমেই ভাবছিলাম কি দিয়ে করা যায়। পরে ভাবলাম আমি বিভিন্ন ধরনের ফল দিয়ে করব। আমি এখানে কয়েকটা ফল দিয়ে ডেকোরেশন করেছি। তাছাড়া ডেকোরেশনের জন্য কিছু সবজি ও ব্যবহার করেছি। ডেকোরেশনের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে সবজি ব্যবহার করেছি। আসলে এই কাজটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। কারণ এই কাজের কোন অভিজ্ঞতা ছিল না। আমি যখন কাজটা শুরু করি তখন কিন্তু বুঝতে পারছিলাম না ঠিক কি হবে। পরবর্তীতে একটা একটা করে ডেকোরেশন শুরু করি। যেহেতু আমি এখানে অনেকগুলো ডেকোরেশন করেছি তাই জন্য অনেক বেশি সময় লেগেছিল।

বিশেষ করে নতুন ধরনের অভিজ্ঞতা বলে কথা। কাজটা করার সময় আমি ভাবতেই পারিনি যে এত বেশি সময় লেগে যাবে। তারপরেও আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ডেকোরেশন করা শেষ করি। সবগুলো ডেকোরেশনকে একত্রে সাজিয়ে আবারো সুন্দরভাবে ফটোগ্রাফি করলাম। আসলে যে কোন কাজের ক্ষেত্রে ফটোগ্রাফি টাই আমার কাছে বেশি প্রাধান্য পায়। জানিনা আসলে কি রকম হয়েছে। তারপরেও চেষ্টা করেছি সুন্দরভাবে করার। আশা করি আমার আজকের ফ্রুটস কাটিং ডেকোরেশন আপনাদের ভালো লেগেছে।

1677049517572.jpg

প্রয়োজনীয় উপকরণ :

• আনারস
• আনার
• আঙ্গুর
• মালটা
• আপেল
• কুমড়ো
• শশা
• গাজর
• টমেটো
• পেঁয়াজ কলি
• টুথপিক
• ছুরি
• কাটার

IMG_20230219_105558.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা আনারস নিলাম। এরপরে আনারসের মাথার অংশটা কেটে নিলাম। এরপর আনারসের মাঝখানের অংশটা কে গোল করে কেটে নিলাম। কিন্তু সেটা আনারসের ভেতরেই রেখে দিলাম।

1677060841098.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটা টমেটো নিলাম। টমেটোর চামড়া পাতলা করে কেটে একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।

1677060881216.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা শশা কেটে একটা ফুলের মতো তৈরি করে নিলাম। শসার মাঝখানে গাজর দিয়ে ফুলটাকে ডেকোরেশন করলাম।

1677060915965.jpg

ধাপ - ৪ :

এরপর আমি গাজর কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করে নিলাম।

1677060928278.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি কতগুলো লম্বা লম্বা শলা নিয়ে পেঁয়াজ কলি কেটে শলাগুলো পেঁয়াজ কলির ভেতরে লাগিয়ে নিলাম। তার উপরে সবগুলো ফুল লাগিয়ে নিলাম।

1677060973370.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি একটা একটা করে ফুল আনারসের মধ্যে গেঁথে নিলাম। আনারসের চারপাশে কতগুলো টুথপিক লাগিয়ে নিলাম।

1677061015170.jpg

ধাপ - ৭ :

এরপরে টুথপিক মধ্যে কতগুলো আঙ্গুর লাগিয়ে ডিজাইন করে নিলাম। এভাবে আমি একটা ফুলের টবের মতো তৈরি করে নিলাম।

1677061037711.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটা মালটা নিয়ে এর উপরের অংশ এবং নিচের অংশ গোল করে কেটে নিলাম। এরপর মাঝখানের অংশটা খুব সুন্দর ভাবে কেটে বের করে নিলাম।

1677061083303.jpg

ধাপ - ৯ :

এরপর মাথার একটা অংশকে কেটে দুইটা চোখের মতো লাগিয়ে নিলাম।

1677061145112.jpg

ধাপ - ১০ :

এরপর গোল অংশটার মধ্যে ভেতরের অংশটা কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এরপরে একটা কাঠি দিয়ে মুখের অংশটা লাগিয়ে নিলাম। এরপর আরেকটা অংশ বড় একটা শলা দিয়ে ছাতার মত লাগিয়ে নিলাম। এভাবে একটা ডিজাইন করে নিলাম।

1677061160748.jpg

ধাপ - ১১ :

এরপর আমি একটা আপেল নিলাম। আপেলের উপরের অংশটা গোল করে কেটে ফুলের মতো ডিজাইন করে নিলাম।

1677061179435.jpg

ধাপ - ১২ :

এরপরে আপেলের নিচের অংশটাকে কোনা করে কেটে ডিজাইন করে নিলাম। মাঝখান থেকে কিছুটা আপেল বের করে নিলাম।

1677061194423.jpg

ধাপ - ১৩ :

এরপর একটা কাঠি দিয়ে ডিজাইনটাকে আপেলের একটা অংশে লাগিয়ে নিলাম। এরপর আপেলের ভিতরে কিছু আনার রেখে দিলাম। এভাবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম।

1677061205384.jpg

ধাপ - ১৪ :

এরপর আমি একটা গাজর নিয়ে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিলাম। তারপর গাজর গুলোকে চিকন চিকন করে কেটে পাতার মতো তৈরি করে নিলাম।

1677061230945.jpg

ধাপ - ১৫ :

এরপরে আমি একটা শশা নিলাম। শসাটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এরপর আবারো পাতার মত করে ডিজাইন করে নিলাম।

1677061251674.jpg

ধাপ - ১৬ :

এরপরে আমি একটা কুমড়ো নিলাম। কুমড়োর একটা পাস সমানভাবে ছোট করে কেটে নিলাম।

1677061277088.jpg

ধাপ - ১৭ :

এরপরে উপরের অংশে পেন্সিল দিয়ে একটা প্রজাপতির ডিজাইন এঁকে নিলাম।

1677061292632.jpg

ধাপ - ১৮ :

এরপর কাটার দিয়ে একটু একটু করে কেটে প্রজাপতিটাকে ডিজাইন করে নিলাম।

1677061312003.jpg

ধাপ - ১৯ :

এরপরে প্রজাপতি সামনের অংশে আবারো খুব সুন্দর ভাবে কিছুটা ডিজাইন করে নিলাম কেটে।

1677061334901.jpg

ধাপ - ২০ :

এভাবে এর সামনের পাশে ও খুব সুন্দর ভাবে একটু ডিজাইন করে নিলাম। এভাবে একটু একটু করে পুরো কুমড়োর চারপাশে খুব সুন্দর ভাবে ডিজাইন করে নিলাম।

1677061469824.jpg

ধাপ - ২১ :

এরপর কেটে রাখা কুমড়ার অংশটার মধ্যে কেটে বাংলা ব্লগ লিখে ডিজাইন করলাম।

1677061742202.jpg

IMG_20230222_162810.jpg

শেষ ধাপ :

এরপরে সবগুলো একসাথে সাজিয়ে ডেকোরেশন করলাম। আশা করি আমার আজকের ডেকোরেশন আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1677049517688.jpg

1677049517398.jpg

1677049517572.jpg

1677049517358.jpg

1677049517625.jpg

1677049517763.jpg

1677049517688.jpg

1677049518016.jpg

1677049517726.jpg

1677049517442.jpg

1677049517518.jpg

1677049517802.jpg

1677049517881.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

অসাধারণ সুন্দর একটি কাটিং করেছেন আপু বিভিন্ন ফ্রুটস এবং সবজি দিয়ে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ার মধ্যে যে ডিজাইনটি করেছেন প্রথমে তো আমি বুঝতে পারিনি এটা কি মিষ্টি কুমড়া নাকি অন্য কিছু। পরে খেয়াল করে দেখি মিষ্টি কুমড়ার মধ্যে ডিজাইন করেছেন অসাধারণ। দেখে বুঝা যাচ্ছে অনেক পরিশ্রম হয়েছে সেরা হয়েছে আপু বলতে গেলে সুন্দরের মধ্যে। আশা করি সুন্দর একটি অবস্থানে থাকবেন আপনি।

 2 years ago 

জ্বী আপু মিষ্টি কুমড়ার মধ্যে ডিজাইনটা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেকগুলো ফলের বা সবজির সমন্বয়ে আজকের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর আপনার কনটেস্টে অংশগ্রহণ করার প্রতিভা দেখে। খুবই ভালো লেগেছে। যেন ৫ জনের মধ্যে একজন আপনি।

 2 years ago 

জ্বী ভাইয়া অনেকগুলো ফল এবং সবজি দিয়ে করার চেষ্টা করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফ্রুট কাটিং করে আপনার তৈরি ডিজাইন দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। আপনি ফ্রুট কাটিং করে খুব সুন্দর ডিজাইন তৈরি করেছেন। যা দেখতে আমার কাছে দারুন লেগেছে। দেখে মনে হচ্ছে এগুলো করতে বেশ ভালই সময় লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ধৈর্য সহকারে সময় নিয়ে এই ডিজাইনটি করেছেন তার জন্য হয়তো এত সুন্দর হয়েছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার ফ্রুট কাটিং দেখে আমার বলার মতো কোনো ভাষা নেই। আমি এই প্রথম এমন সুন্দর একটি ফ্রুট কাটিং ডিজাইন দেখতে পেলাম।কুমড়ার উপর এমন সুন্দর প্রজাপতি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবমিলিয়ে আপনার এই ফ্রুট কাটিং ডিজাইন অনেক ইউনিক লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

প্রজাপতি ডিজাইন করতে অনেক বেশি কষ্ট লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার পোস্ট দেখার জন্য অপেক্ষায় ছিলাম। সত্যি আপু আপনার হাতের কাজ সব সময় অসাধারণ হয়। এবারের এই কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে বোঝাই যাচ্ছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি জায়গা দখল করে নি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার পোস্টে দেখার অপেক্ষায় ছিলেন এটা শুনেই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।কোন প্রতিযোগিতা হলে আপনি সেটা তে অংশগ্রহণ করবেন না তা কি হয়।আপনার পোষ্টের অপেক্ষায় ছিলাম। দেখে বুঝা যাচ্ছে অনেক সময় এবং পরিশ্রম হয়েছে। আপনার ফ্রুট কাটিং অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন আমি প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি ‌ আমার পোস্টের অপেক্ষায় ছিলেন এটা শুনে ভালো লাগলো।

 2 years ago 

ফ্রুট কাটিং ডিজাইন খুবি সুন্দর হয়েছে আসলে আপনার দক্ষ করে দেখে মুগ্ধ হয়ে যায়। আপনি প্রতিটা ক্ষেত্রেই যেন দক্ষতা পরিপূর্ণ একজন মানুষ। আজকের ডিজাইনটা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করি সব ধরনের কাজ করতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার ফলের কাটিং খুব সুন্দর হয়েছে। আপনি বেশকিছু ফল ও সবজি দিয়ে ডিজাইন টি শেয়ার করেছেন, দেখে খুব ভাল লাগলো। অনেক অভিনন্দন রইলো আপু।

 2 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে এটা জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62299.02
ETH 2440.23
USDT 1.00
SBD 2.65