জেনারেল রাইটিং:- সম্পর্ক দূর থেকেই সুন্দর
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
প্রত্যেকটা সম্পর্ক আমি মনে করি দূর থেকে সবথেকে বেশি সুন্দর। কাছ থেকে কোন সম্পর্কই বেশিদিন টিকে না। এক একটা সম্পর্কের উপর বিশ্বাস শব্দটা থাকা সব থেকে বেশি প্রয়োজন। কারণ বিশ্বাস থাকলেই প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে। কিন্তু কাছাকাছি আমরা থাকলে সেই সম্পর্কের মধ্যে কয়েক দিনের মধ্যেই ফাটল ধরে যায়। কারণ কাছাকাছি থাকলে অবিশ্বাসটা যেরকম ভাবে থাকে, তেমনি একে অপরের প্রতি ভালোবাসাটাও কমে যায় অনেক বেশি। আর যে মানুষগুলো একে অপরের থেকে অনেক বেশি দূরে থাকে, তাদের সম্পর্কটা যেমন খুব ভালো থাকে তেমনি তারা নিজেরাও খুব ভালো থাকে।
মনে করেন, একটা ছেলে এবং একটা মেয়ের ক্ষেত্রে তারা দুজন যদি একে অপরের সবসময় কাছে থাকে, তাহলে তাদের সম্পর্ক প্রথম প্রথম ভালো গেলেও পরবর্তীতে সম্পর্কের মধ্যে অনেক কিছুই চলে আসে। বিশ্বাসের ব্যাপারটাও এখানে আসতে পারে। হয়তো প্রথম প্রথম একে অপরের প্রতি বিশ্বাস থাকলেও, কারো না কারো প্রতি বিশ্বাস টা চলে যাবে। আস্তে আস্তে অবিশ্বাস করা শুরু করবে কোন একজন হলেও। হয়তো এরকমও হতে পারে ছেলেটা যদি ওই মেয়েটাকে অন্য কোন ছেলের সাথে দেখে তাহলে এই বিষয়টা সে নেগেটিভে নিয়ে যাবে। আর খারাপ কিছু চিন্তা করবে। যার ফলে মেয়েটার প্রতি অবিশ্বাস তার মনে সৃষ্টি হবে।
পক্ষান্তরে এরকম বিষয় একটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। মেয়েটাও যদি ছেলেটাকে কোন মেয়েদের সাথে দেখে তাহলে সেও এই বিষয়টা এরকমভাবে নিয়ে যাবে। অথবা তারা দুইজন কাছাকাছি থাকার সময় যদি কল দেয়, তাহলে এটা অপরজনে মাইন্ডে নিবে। আরেকবার যদি সন্দেহটা তাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে একে অপরের প্রতি আর বিশ্বাসটাও থাকবে না। কারণ সন্দেহর থেকেই অবিশ্বাসটা চলে আসে আমাদের ভেতর। আর এই জন্য তারা দুজন যদি দূরে থাকে, তাহলে এরকম কিছু হবে না। আর একে অপরের প্রতি ভালোবাসা থাকবে অনেক বেশি গভীর এবং শক্ত। বিশ্বাসটা অনেক বেশি থাকবে।
কাছাকাছি যে কোন সম্পর্কর মধ্যে এরকম বিষয় এখন লক্ষ্য করা যাচ্ছে। এটা এখন বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক সবকিছু তখনই ভালো থাকে, যখন সবাই একে অপরের দিকে দূরে থাকে। দূরে থাকলে ভালোবাসাটা বেশি হয়। আর যখন একে অপরকে অনেক বেশি মিস করে, তখনই তাদের ভেতরে আরো বেশি এবং গভীর সম্পর্ক সৃষ্টি হয়। আত্মীয়-স্বজনরাও যখন কাছে থাকে, তখন দেখা যায় একসময় তাদের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে। কিন্তু দূরে থাকলে তাদের সাথে দেখা যায় সারা জীবনই সম্পর্ক ভালো থাকে।
তাই আমি সবসময় এটাই মনে করি যে, সম্পর্ক সব সময় দূর থেকে সুন্দর কাছ থেকে নয়। দূরে থাকলেএ একে অপরের প্রতি ভালোবাসাটা অনেক বেশি বাড়ে, কিন্তু কাছে থাকলে কমে যায়। তাই আমি মনে করি সব সময় দূরে থাকা উচিত সকল সম্পর্কের মানুষদের কাছ থেকে। তাহলে আমাদের সবার সম্পর্ক যেমন অনেক বেশি ভালো থাকবে, তেমনি আমরাও ভালো থাকতে পারবো। শুধুমাত্র কাছে থাকলে যে কাউকে ভালোবাসা যায় এটা না। দূর থেকেও কাউকে অনেক বেশি ভালোবাসা যায়। আর তেমনি কাছের সম্পর্ক যে টাকে থাকবে এরকম না, দূরের সম্পর্কই বেশি টিকে থাকে। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে ভিন্ন টপিক নিয়ে লেখার চেষ্টা করবো।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট হলে খুবই ভালো লাগলো। হ্যাঁ আপু ঠিকই বলেছেন কিছু কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। আমাদের কিছু কিছু চাওয়া এবং পা থাকে যা কখনোই হয়তো পূর্ণতা পায় না কিন্তু সেগুলো দূর থেকেও বেশ ভালো লাগে। যেমন কারো প্রতি ভালোবাসা তাকে না পেলেও যেন দূর থেকে সেই সম্পর্কটা খুব সুন্দর হয়। পোস্টটি দারুণ ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
দূরের সম্পর্ক অনেকদিন টিকে থাকে। কিন্তু কাছের সম্পর্ক গুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এইজন্য দূরে থাকাই ভালো।
https://x.com/TASonya5/status/1801085838836797903?t=C9OSD40owGxABGuIGbJccQ&s=19
আমিও তাই মনে করি। সর্ম্পক সত্যিকারের অর্থে দূর থেকেই সুন্দর। আর ভালোবাসা গুলো একান্ত মনের। সেটা কাছে কিংবা দূরে। মনে যদি ভালোবাসা থাকে তাহলে আমরা কিন্তু দূর থেকেই আমাদের ভালোবাসা গুলো প্রকাশ করতে পারি। তো তো বলি সম্পর্ক গুলো দূর থেকেই সুন্দর।
হ্যাঁ আপু সম্পর্ক দূর থেকেই সব সময় সুন্দর থাকে।
একদম ঠিক বলেছেন আপু সম্পর্ক দূর থেকেই সুন্দর। কাছাকাছি থাকলে কিছুদিনের মধ্যে তাদের মধ্যে বোঝাপড়ার সমস্যা বেশি দেখা যায়। আর দু'জনের মধ্যে বিশ্বাস থাকলেই প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে। চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে আপু।
হ্যাঁ দূরের সম্পর্ক টিকে থাকে।
একদম ঠিক বলেছেন আপু সম্পর্ক দূর থেকেই সুন্দর। যত কাছাকাছি থাকা হবে তত দ্রুত সম্পর্ক নষ্ট হয়ে যাবে। একটা সম্পর্কের ভিতরে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজনের প্রতি আরেকজনের যদি বিশ্বাস জিনিসটাই না থাকে তাহলে ঝামেলা শুরু হয়ে যায়।আপনি আজ খুব চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আসলে একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক বেশি তাড়াতাড়ি নষ্ট হয়।
জি আপু আপনি ঠিকই বলেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আর আপনার মতের সাথে আমি পুরোপুরি একমত। আর এই বিষয়টা পরীক্ষিত। আমি অনেক দেখেছি যে সব সম্পর্ক গুলো কাছে থাকে এই সম্পর্ক গুলো বেশি টিকে না। দূরে থাকলে তাদের প্রতি টান থাকে তাদের প্রতি ভালোবাসা থাকে। আর এক্ষেত্রে সম্পর্কটা অনেকটা দুর্বল হয়ে যায়। ভালোবাসার ইচ্ছা থাকলে দূর থেকেও তাকে ভালোবাসা যায়। আর সম্পর্কটা অনেক মজবুত রাখা যায়।
ঠিক বলেছেন একেবারে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার মন্তব্য।
আজকে আপনি খুব সুন্দর একটা পোস্ট করেছেন। তবে এটি ঠিক বলেছেন সম্পর্ক দূরে থেকে সুন্দর কাছে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আসলে মূলত দুর থাকলে মানুষের আন্তরিকতা ভালো থাকে। আর কাছে গেলে আস্তে আস্তে ভালোবাসা কমে যায়। হয়তোবা সাময়িক কিছু ভালোবাসা থাকে। সুন্দর একটি পোস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই কাছে থাকতে থাকতে এক সময় ভালোবাসাটা কমে যায়। কিন্তু দূরে থাকলে এটা অনেক বেশি বৃদ্ধি পায়।
কাছ থেকে কোন সম্পর্ক বেশিদিন টিকে না কথাটি একদম ঠিক বলেছেন। তবে অনেক সম্পর্ক দেখেছি দূর থেকে খুব ভালই যায়। আর কাছে থাকলে সে সম্পর্ক থাকে না। বর্তমান সময়ে দেখা যায় পরিবারের লোক গুলো যখন দূরে থাকে তখন তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা বেশি থাকে। আপনার পোস্টটি পড়ে সত্যি আপু অনেক ভালো লাগলো। শিক্ষণীয় একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ পরিবারের লোকগুলো যখন দূরে থাকে তখন অনেক বেশি ভালোবাসাটা সৃষ্টি হয়।
তোমার এই কথাটার সাথে আমি সম্পূর্ণভাবেই একমত। আসলে প্রত্যেকটা সম্পর্ক দূর থেকেই সুন্দর থাকে কাছ থেকে না এটা ঠিক। আমরা সবাই হয়তো কাছে থাকতে চাই। কিন্তু কাছে থাকলেই সম্পর্ক সহজে ভেঙে যায়। কিন্তু আমরা যখন দূরে থাকি তখনই একে অপরের প্রতি আন্তরিকতা, ভালোবাসাটা অনেক বেশি থাকে। আর বিশ্বাসটাও থাকে অনেক বেশি। যার কারণে দূরে থাকা সম্পর্ক অনেক বেশি পরিমাণে টিকে থাকে। কিন্তু কাছের সম্পর্ক গুলো চোখের পলকেই ভেঙ্গে যায়।
আসলেই কাছের সম্পর্ক চোখের পলকে নিমিষেই ভেঙে যায়। তাই দূরে থাকাই ভালো। দূরে থাকলে সম্পর্কটাও ভালো থাকে।