আর্ট :- মিনি ক্যানভাস পেপারে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ5 months ago

1000091423.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মিনি ক্যানভাস পেপারে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

এই পেইন্টিংটা করার জন্য আমি একটা ক্যানভাস পেপার থেকে ছোট করে ডিজাইন করে কেটে নিয়েছিলাম। ছোট পেইন্টিং গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।। যদিও ছোট পেইন্টিং গুলো করতে অনেক বেশি কষ্টকর। কিন্তু পেইন্টিংটা করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই পেইন্টিংটা করার পরে আমি হাতে নিয়ে একটা ছবি তুলেছিলাম। বুঝতেই পারছেন এটা কতটা ছোট। যেহেতু আমার কাছে সূর্যাস্তের দৃশ্য গুলো বেশি ভালো লাগে, সেজন্য মূলত আমি সূর্যাস্তের দৃশ্যটা আঁকলাম। আর যেখানে দূর থেকে দেখা হাঁসের ছবি এবং কিছু গাছের ডালের ছবি আঁকলাম। সব মিলিয়ে আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল। আশাকরি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

20231220_134901.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস পেপার
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

20231215_123635.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস পেপার ছোট ডিজাইন করে নিলাম। এরপর মাঝখানের অংশে হলুদ কালার দিয়ে গোল করে রং করে নিলাম।

1000091413.jpg

ধাপ - ২ :

এরপর আমি কমলা এবং লাল কালার দিয়ে উপরের অংশটাকে গোল করে রং করে নিলাম। নিচের অংশটাকে পানির ঢেউয়ের মতো করে হলুদ এবং কমলা কালার দিয়ে রং করে নিলাম।

1000091414.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি নিচের অংশে কয়েকটা কলা গাছের পাতায় এবং অন্যান্য পাতা এঁকে দিলাম।

1000091415.jpg

ধাপ - ৪ :

পানির অংশটার মধ্যে কালো রং দিয়ে একটা হাঁস এঁকে নিলাম।

1000091416.jpg

ধাপ - ৫ :

এরপর একটা হাঁস সাথে আরেকটু বড় করে আরেকটা
হাঁস এঁকে নিলাম।

1000091417.jpg

ধাপ - ৬ :

এরপরে উপরের অংশে কালো রং দিয়ে ছোট ছোট কয়েকটা উড়ন্ত পাখি এঁকে দিলাম।

1000091418.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20231220_134853.jpg

20231220_134921.jpg

20231220_134808.jpg

20231220_134901.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 5 months ago 

মিনি ক্যানভাস পেপার এর উপর দারুন একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। দৃশ্যটি দেখতে সত্যি চমৎকার লাগছে। সূর্যের মাঝখান দিয়ে হাঁস দুইটি চমৎকার ভাবে আর্ট করেছেন। এরকম সুন্দর একটি আর্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

সূর্যের মাঝখানে হাঁসগুলোকে দেখতে সুন্দর লাগছিল। আর এটা আমার কাছেও ভালো লেগেছিল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আজকে আপনি মিনি ক্যানভাস পেপারে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করেছেন। বরাবরের মতো এবারও আপনি একটি সূর্যের দৃশ্যের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি সব সময় আমাদের কে ভালো কিছু উপহার দিয়ে থাকেন। আপনার আর্ট এবং পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার বেশ দক্ষতা রয়েছে।

 5 months ago 

চেষ্টা করি সুন্দর সুন্দর পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার।

 5 months ago 

আপনার আর্ট এর হাত যে অসাধারণ তা নতুন করে কিছু বলার নেই। আমরা প্রতিনিয়তই আপনার দক্ষ হাতের আর্ট দেখে থাকি এবং সেগুলো ভীষণ ইনজয় করি। বরাবরের মতো আপনার আজকের আর্টটিও খুবই সুন্দর হয়েছে। আপনার কালার সিলেকশন সবসময়ই দারুন হয় যা পুরো পেইন্টিংটাকে আরো আকর্ষণীয় করে তোলে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনি আমার আর্ট গুলো এবং পেইন্টিং গুলো দেখে ভীষণ ইনজয় করেন জেনে ভালো লাগলো।

 5 months ago 

আরে বাহ্ তুমি তো দেখছি মিনি ক্যানভাস পেপার এর মধ্যে সুন্দর একটা দৃশ্য অঙ্কন করে ফেলেছ। বুঝতে পারতেছি এটা করতে তোমার অনেক সময় লেগেছে। কারণ ছোট ছোট এবং নিখুঁত এরকম পেইন্টিং করা কষ্টকর ব্যাপার। রাজহাঁস গুলো আঁকার কারণে তো আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে। সূর্যাস্তের এই দৃশ্যটা সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছ সম্পূর্ণভাবে। সত্যি তোমার এত সুন্দর একটা দক্ষতা মূলক কাজের প্রশংসা করতে হচ্ছে।

 5 months ago 

হ্যাঁ ছোট ছোট নিখুঁত পেইন্টিং করা কষ্টকর ব্যাপার। তবুও চেষ্টা করেছি সুন্দর করে দৃশ্যগুলো তুলে ধরার জন্য।

 5 months ago 

বাহ! চমৎকার হয়েছে তো আপু। সূর্যাস্তের সময়টা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার কাজগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে আপু 🌼

 5 months ago 

চেষ্টা করেছি সূর্যাস্তের সময়টাকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।

 5 months ago 

এটা সত্যি একটা চমৎকার কৃতিত্ব এবং জটিল কাজ। খুবই ছোট একটি পেপার এর ওপর আপনি আপনার ভালোলাগার বিষয় সূর্যাস্তের ফটোগ্রাফি প্রিন্টিং করেছেন। তবে এটা সত্য যে এ সকল পেইন্টিং গুলো করাটা অনেক জটিল এবং সময় সাধ্য।
কৃতজ্ঞতা জানাই আপনার চমৎকার ক্রিয়েটিভি কে।

 5 months ago 

ছোট একটি ক্যানভাসের উপরে পুরো পেইন্টিংটা করার চেষ্টা করলাম আপনার মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

 5 months ago 

আপু আপনার পেইন্টিং সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনার পেইন্টিং গুলো দেখেই বরং পেইন্টিং শেখা। আপনি মিনি ক্যানভাস পেপারে সূর্যাস্তের দৃশ্যের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এই ধরনের দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43