স্বরচিত কবিতা : " পুরনো স্মৃতি "

in আমার বাংলা ব্লগlast month

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240513_092544_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি অনু কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

বলতে গেলে পৃথিবীর অনেক মানুষ স্বার্থপর। যখন তাদের কেউ থাকেনা কিন্তু যেই মানুষটা তাদের পাশে থাকে, পরবর্তীতে দেখা যায় সে যখন একটু ঘুরে দাঁড়াতে পারে, নিজের পাশে থাকা মানুষটাকেই বলে যায়। এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়।। তবে বেশিরভাগ সময় এইরকম দেখা যায়। আসলে পুরনো স্মৃতিগুলো ভুলা খুবই কষ্টকর। কিন্তু কিছু কিছু মানুষ এই স্মৃতিগুলো এক নিমিষেই ভুলে যায়। তখন সেই পুরনোকে ফেলে নতুন কিছুর পেছনে ছুটে। আসলে কি এটা ঠিক বলুন। আমাদের সবারই কমবেশি পুরনো কিছু সময় রয়েছে। যেটা আমাদের একেবারেই ভুলে থাকা উচিত নয়। তবে যদি পুরনোকে ভুলে নতুন কিছুর দিকে আকৃষ্ট হয়, তাহলে সেটা একেবারেই ভুল একটা সিদ্ধান্ত। তবে যারা এই ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে আসলে কিছুই বলার নেই। আজকের এই কবিতাটি তার জন্য পুরনো স্মৃতি নিয়ে লিখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

" পুরনো স্মৃতি "

নতুন নতুন সামনে আসলে,
পুরনো কে যায় ভুলে।
পুরনো সেই স্মৃতিগুলো,
হারিয়ে গেছে হাজার কষ্টের ভিড়ে।

যখন তোমার কেউ ছিলনা,
পাশে ছিলাম আমি।
এখন সবকিছু পেয়ে,
আমায় ভুলে গেলে তুমি।

পুরাতন জিনিসের মায়া বেশি,
বোঝেনাতো কেউ।
নিঃস্ব করে দিলে আমায়,
পেলাম কষ্টের স্রোতের ঢেউ।

পুরাতন হলেই যে নষ্ট হয়,
এটা কিন্তু নয়।
পুরাতন জিনিসের মায়া বেশি
এটাই সত্যিই সর্বদায়।

তুমি যতই দূরে ঠেলো,
মনে করিনি আমি কিছু।
যতক্ষণ বেঁচে থাকব,
হাঁটবো শুধু তোমার পিছু।

এ কোন সুখ পেলে তুমি,
আমাকে দূরে ঠেলে দিয়ে।
আগের সেই স্মৃতিগুলো,
এখন যেন মাটিতে পড়ে লুটিয়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলে মানুষ সুযোগ বুঝে সদ্ব্যবহার করে।তবে, এটি সকলের ক্ষেত্রে নয়। কিছু কিছু মানুষ আছে তাদের পুরনো স্মৃতি গুলো নিমিষেই ভুলে যায়। আবার কিছু কিছু মানুষ আছে তাদের পুরনো স্মৃতি গুলো কখনো ভুলে থাকতে পারে না। আপনি আজকে " পুরনো স্মৃতি " নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতার লাইন গুলো লিখেছেন।

 last month 

পুরনো স্মৃতি আসলেই কখনো ভুলতে পারিনা আমরা।

 last month 

পুরনো স্মৃতি নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন। পুরনো স্মৃতিময় সেই দিনগুলোর কথা যেন এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আসলে পুরনো দিনের কথা মনে করতে পেরে অনেক বেশি খারাপ লাগে। কারণ সেই দিনগুলোর যেন আবারো পেতে ইচ্ছা করে। আপনার আজকের অনুভূতিমূলক এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

পুরনো কথা মনে পড়লে সত্যি খারাপ লাগে। কিন্তু সেগুলো ভুলাও যায় না। ইচ্ছে করে সেই দিনগুলোতে আবারো ফিরে যেতে।

 last month 

আসলে জীবনের এই বাস্তবতায় এরকমই । বেশিরভাগ ক্ষেত্রে নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে অনেক মানুষ নিজের দুরুত্ব বজায় রাখার চেষ্টা করে। সুন্দর মুহূর্তের প্রত্যাশায় অনেক সময় কাছে আছে আবার সেই সুন্দর মুহূর্ত দূরে ঠেলে দিয়ে চলে যায়। আজকে পুরনো দিনের সেই স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোর কথা মনে করে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতার ছন্দময় লাইন গুলো খুবই সুন্দর ছিল।

 last month 

চেষ্টা করলাম পুরনো স্মৃতিগুলোকে তুলে ধরার জন্য কবিতার মাধ্যমে।

 last month 

আসলে কিছু কিছু মানুষ পুরনো মানুষগুলোকে ভুলে গিয়ে, নতুন মানুষগুলোর পিছনে ছুটে থাকে। কিন্তু পুরনো মানুষের ভেতরে যে সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে এটা বুঝতে পারে না। আসলে যে মানুষগুলো পুরনো কে ভুলে গিয়ে নতুন এর পেছনে থাকে, তারা কখনো কারো আপন হতে পারে না। পুরনো স্মৃতিগুলো ভুলা যায় না। কিন্তু সেই মানুষগুলো নিমিষেই ভুলতে পারে। আজকে তুমি কিন্তু অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছ। এটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিলে গিয়েছে। তোমার লেখা কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল।

 last month 

আমার কবিতা লেখার টপিক সুন্দর ছিল শুনে ভালো লাগলো। এটা অনেক মানুষের বাস্তবতার সাথে আসলেই মিলে গিয়েছে।

 last month 

পুরনো স্মৃতিগুলো মানুষকে বেশি কষ্ট দেয়। আর আজকে আপনি পুরনো স্মৃতি নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আসলে প্রত্যেক মানুষের জীবনে কোন না কোন স্মৃতি থাকে। আর এই স্মৃতিগুলো মানুষকে সবসময় নাড়া দেওয়ার চেষ্টা করে। তবে কিছু কিছু মানুষ আছে তাদের ব্যবহারের কারণে প্রিয় মানুষগুলো জীবনের আগ পর্যন্ত কষ্ট পেয়ে থাকে স্মৃতিগুলো থেকে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।

 last month 

আমার লেখা আজকের কবিতাটা পড়ে সুন্দর একটা মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 last month 

আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। ঠিক তেমনি ভাবে আজকের কবিতা লিখে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করে।

 last month 

সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লেখার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 last month 

আসলেই আপু, পুরাতন জিনিসে আলাদা একটা মায়া কাজ করে। তবে আমাদের হয় কি ভালো কিছু পেলেই পুরাতনকে ভুলে যায়! অথচ খারাপ সময়ে যে পাশে ছিল তাকে ভালো সময়েও মনে রাখার দরকার ছিল। কবিতার সারমর্মটি ভালো ছিল আপু। ভালো লিখেছেন।

 last month 

আসলে ভালো সময়েও মনে রাখার দরকার। কবিতাটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 last month 

পুরনো স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। তবে আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে যা সবসময় মনে পড়ে। আর কিছু কিছু স্মৃতি আছে সবসময়ই মনের ভিতর কষ্ট দিয়ে থাকে। আর যদি মনের মানুষ কষ্ট দিয়ে থাকে ওই স্মৃতিগুলো আরো বেশি মনে পড়ে। তবে আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন অসাধারণ হয়েছে।

 last month 

সত্যি পুরনো মানুষগুলোর স্মৃতি বেশি মনে পড়ে। আর প্রিয় মানুষ হলে তো আরো বেশি কষ্ট লাগে। সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61182.87
ETH 3360.06
USDT 1.00
SBD 2.49