স্বরচিত কবিতা : " মায়া "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

ভালোবাসা যেন রঙের পরিবর্তন। একেকবার একেক রকম ভাবে সবার সামনে আসে। কখনো কখনো ভালোবাসা মায়া হয়ে জন্মায়, আবার কখনো কখনো ভালোলাগা। কারো কাছে তো শুধু দুঃখ আর কষ্ট, কেউ কেউ আবার ত্যাগের বিনিময়। এসব মায়া গুলো যেন সবার জীবনটাকে ছাড়খাড় করে দেয়। আবার কাউকে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে দেখা যায়। কাউকে আবার সেই বিশ্বাসের ঠকতে দেখা যায়। এই অদ্ভুত মায়ায় জড়ালে সবাইকে ই কোন না কোন মূল্য দিতে হয়। তখন মনে হয় যেন ভালোবাসাটা খুবই যত্ন করে রাখবে আমাকে। আবার মনে হয় যেন পাখির মত করে রেখে উড়াল দিবে। এই সবকিছুর মায়া বড়ই অদ্ভুত। এর থেকে বেরোনোটাও কিন্তু খুবই মুশকিল। কিন্তু মায়ায় জড়ানোটা খুবই সহজ। আমাদের প্রত্যেকের জীবন টা এলোমেলো হয়ে যায়। নিজের মতো করে এসব কিছু নিয়ে আজকের কবিতাটা লেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

20230810_104642_0000.jpg

" মায়া "

হৃদয়ের গভীরের পোষা পাখি,
কত মায়া দিয়ে তোরে ডাকি।
চোখ বন্ধ করে বিশ্বাস করি,
ভালোবাসা দিয়ে আগলে রাখি।

তাওতো দাওনা ধরা,
গহীন বনে লুকিয়ে থাকো।
মনে কি পড়ে না আমায়,
কতটা ভালোবেসে ডাকি তোমায়।

আমার হৃদয়ে বাঁধবে কি বাসা,
থাকবে কি খুব যতনে।
নাকি তুমি উড়াল দিবে,
দূর আকাশের বুকে।

হৃদয়ের আঁধারে মায়াবী চাঁদ,
ভালোবাসার ঘিরে রাখে তোমার আমার হাত।
এটা কি শুধুই মায়া,
নাকি ভালোবাসার আড়ালে কষ্টের ছায়া।

আকাশে থাকা রংধনুরের সাত রং,
ভেতরেই যেন ওলট পালট হয়ে রয়।
হৃদয়ের আকাশে উড়ন্ত ঘুড়ি,
ভালোবাসায় মিশে দুঃখ দূর করি।

এটাই কি শুধু স্বপ্ন আঁকা,
নাকি ভালোবাসার পথটাই বাঁকা।
একটি দুর্বৃষ্ম যন্ত্রণার এক পাহাড়,
এটা শুধুই আকাশ ছোঁয়া ভালোবাসা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

আপু আপনি আজকে দারুন একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনার মত আমারও কবিতা লিখতে এবং পড়তে খুব ভালো লাগে। আজকে আপনার কবিতা টপিক হল মায়া। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন মায়া নিয়ে। আসলে ভালোবাসার মানুষকে এত ভালবেসে তার উপরে মায়া হয়ে যায়। আর এই মায়া কে ছেড়ে যখন সে দূরে চলে যায় তখন খুব কষ্ট লাগে। অনেক আদর যত্ন করে তাকে বুকের মাঝে লুকিয়ে রাখলেও সে উড়ে যেতে চাই। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন খুব চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আমার সম্পূর্ণ পোস্টটা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হৃদয়ের গভীরের পোষা পাখি,
কত মায়া দিয়ে তোরে ডাকি।
চোখ বন্ধ করে বিশ্বাস করি,
ভালোবাসা দিয়ে আগলে রাখি।

অসাধারন আপু। অপরূপ সুন্দর। আর কি লিখবো ভাষা খুঁজেই পাচ্ছি না। তবে আমি কিন্তু কবিতার প্রথম চার লাইন পড়েই মুগ্ধ হয়ে গেলাম। কি করে লিখলেন আপু এত ‍সুন্দর কবিতাটি। জাস্ট অসাধারন হয়েছে আপু। শুভ কামনা রইল।

 last year 

কবিতার এই 4 লাইন পড়ে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন এটা জেনে ভালো লেগেছে।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার কবিতা। এত সুন্দর কবিতা লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। কবিতাটি সত্যি খুবই অসাধারণ হয়েছে। এরকম ভাবে কবিতা লেখা অনেকটাই কঠিন। আমার তো কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আপু।

 last year 

কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে যে কোন জিনিস কঠিন ভাবা ঠিক না সহজ ভাবে নিলে এসব কিছুই সহজ।

 last year 

এই মায়া জিনিসটা সত্যিই অদ্ভুত আপু। এটা ঠিক এই মায়ায় জড়ালে সবাইকে মূল্য অবশ্যই দিতে হয়। এই মায়া জিনিসটা আমাদের জীবনের সাথে মিশে রয়েছে। কোন না কোন ভাবে এই মায়ার জালে আমরা পড়েই যাই। "মায়া" নামক এই কবিতাটি বেশ দারুন লিখেছেন আপু। আপনার আজকের শেয়ার করা এই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।

 last year 

আসলে এটা সত্যি মায়া জিনিসটা আমাদের সবার জীবনের সাথে মিশে রয়েছে। সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে সত্যি ভালো লেগেছে ভাইয়া।

 last year 

বাহ আপু আপনি খুব চমৎকার করে মায়া কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। ভালোবাসা একটি মায়া। যে মায়ার কারণে মানুষ অন্ধ বিশ্বাস করে অনেক সময় কষ্ট পায় আবার অনেকে সুখী ও হয়। তবে মায়া থাকা ভালো। অতিরিক্ত মায়া থাকা ভালো নয়। আপনি কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মায়া কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে মায়া থাকা ভালো কিন্তু অতিরিক্ত মায়া থাকা একেবারেই ভালো না।

 last year (edited)

আপনি মায়া কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন। আসলে কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তবে কবিতা লিখতে পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি বলতে আমি কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে আমি মনে করি কবিতার মাধ্যমে মনের ভাবগুলো প্রকাশ করা যায়, তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে মায়া নামের কবিতাটি দারুন ভাবে লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আমার মনো প্রাণ স্পর্শ করেছে। আসলে আপু আমি মনে করি যাকে ভালোবাসা যায় তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এতে কোন সন্দেহ নেই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে এটা সত্যি যাকে ভালোবাসা যায় তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এতে কোন সন্দেহ নাই। ভালো লাগলো আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47