জেনারেল রাইটিং:- "অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।"

in আমার বাংলা ব্লগ3 months ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240522_214549_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস। কিন্তু এখন তো ভালোবাসার নামে অনেক কিছু হয়। এখন যেন কারো কাছে ভালোবাসার কোন দাম নেই। সবাই এখন এই বিষয়টা নিয়ে খেলা করতেই সবথেকে বেশি পছন্দ করে। ভালোবাসা শুধুমাত্র একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কখনোই হয় না। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, এরকম সবার ক্ষেত্রেই ভালোবাসাটা হয়ে থাকে আমাদের। মানুষ তো আমাদেরকে ততদিনই ভালোবাসে, যতদিন আমাদের কাছে টাকা-পয়সা, ধন-সম্পদ রয়েছে। আমাদের জীবনে যখন অভাব আসবে, তখন ভালোবাসা জানালা দিয়ে পালানোর মতোই অবস্থা হবে একেবারে।

আবার একটা ছেলে এবং একটা মেয়ের ক্ষেত্রেও ঠিক এরকমটাই হয়ে থাকে। তবে এটা সবার ক্ষেত্রে হয় বলে আমি এটা বলবো না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা হয়ে থাকে বলে মনে করি। একটা মেয়ে একটা ছেলেকে ততদিনই ভালোবেসে, যতদিন না সেই ছেলেটার পকেটে টাকা রয়েছে। আর বিলাসিতার সাথে তাদের দিন কাটছে। কিন্তু যখনই ছেলেটার অভাব এসে দরজায় দাঁড়াবে, তখন তার প্রতি মেয়েটার ভালোবাসা ও পালিয়ে যাবে। টাকা থাকলেই সব থাকে এরকমই কথা আর কি। টাকা যতদিন আছে, ততদিন ভালোবাসা ও থাকে ছেলেদের প্রতি মেয়েদের। তবে সব মেয়ে কিন্তু একই রকমের হয় না।

আমার পক্ষান্তরে এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। এরকম অনেক ছেলেই রয়েছে যারা কিনা মেয়ের বাবার টাকা আছে কিনা এটা দেখেই বিয়ে করে। টাকা নেওয়ার জন্য অনেক ছেলে তো রয়েছে, যারা কিনা বিয়ের পর মেয়েদেরকে অনেক বেশি অত্যাচার করে। মেয়েটার বাবার থেকে টাকা এনে দেওয়ার জন্য, যৌতুক নেওয়ার জন্য। তাদেরকে টাকা দিতে দিতেও শেষ করা যায় না। তারা তবুও মেয়েদের গায়ে হাত তুলে, আরো টাকা আনার জন্য। এটা করা কিন্তু একেবারেই উচিত হয় না তাদের। আমাদের অভাব আসলে আমাদের প্রিয় মানুষগুলো ও কিন্তু আমাদের থেকে দূরে সরে যাবে। জীবনে অভাব আসলেই বুঝা যায় কে আপন আর কে পর।

মনে করেন, একটা মেয়ের অনেক বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। আর মেয়েটা ভালোভাবেই দিন কাটাচ্ছে বিলাসিতার সাথে। কিন্তু মানুষের টাকা পয়সা যেই সব সময় থাকবে, এটার কোন প্রশ্নই আসে না। কারণ যে কোন সময় সবকিছুই ধ্বংস হয়ে যেতে পারে আমাদের। নিমিষে আমাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে ।এরকম ভাবে মনে করেন ওই মেয়েটার হাজবেন্ডের ও সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আর তারা এখন বিলাসিতা ছেড়ে অভাবে দিন কাটাচ্ছে। মেয়েটা যদি টাকার জন্য তাকে ভালো না বাসে, তাহলে দেখা যাবে তার অভাবের সময় সে নিজের হাসবেন্ডের পাশে থাকবে। কিন্তু টাকার জন্য হলে ছেলেটার প্রতি তার আর ভালোবাসা থাকবে না। হয়তো সে তাকে ছেড়েও চলে আসতে পারে এরকমও হতে পারে।

আর এই জন্যই আমি মনে করি, অভাব আসলে ভালোবাসা ও পালিয়ে যায়। কিন্তু এরকমটা হওয়া একেবারেই উচিত না। মানুষের জীবনে অবশ্যই অভাব আসতে পারে। কিন্তু এই সময় যে তাকে ছেড়ে চলে যেতে হবে এটার কোন প্রশ্নই আসে না। অবশ্যই অভাবের সময় সেই মানুষটার পাশে থাকা উচিত, আর তাকে শক্ত করে ধরা উচিত। যেন সে আবারো ভালোভাবে সবকিছু গড়ে তুলতে পারে। আমি তো মনে করি সবার জীবনে অভাব আশা বেশি জরুরী একসময় না একসময়। তাহলেই সেই মানুষগুলো চিনতে পারবে, কে তাদের কাছের মানুষ। আমি আপনাদেরকেও এটাই বলবো। আপনারাও এই সময় কখনো কাউকে ছেড়ে যাবেন না, বরং শক্ত করে ধরে রাখবেন। আজ এই পর্যন্তই লিখলাম। পরবর্তীতে ভিন্ন কিছু নিয়ে লেখার চেষ্টা করবো।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 months ago 

এমন ও ছেলে আছে মেয়ের বাবার টাকা আছে নাকি তাই দেখে বিয়ে করে আবার একটা ফ্যামিলিতে শুধু মেয়ে দেখে বিয়ে করে। ছেলে থাকলে বিয়ে করতে চায় না। এমনও দেখেছি আমি জমির লোভে বিয়ে করে জীবনে অশান্তি। আসলে অন্যের আশা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রতিটা ক্ষেত্রেই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে অভাব হলে প্রিয় মানুষ আর প্রিয় মানুষ থাকে না। এই বর্তমান সময়ে আমাদের ভালোবাসা শুধু টাকার কাছেই নত।একটা কথা আছে না অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়ে যায়, তেমনি যতই ভালোবাসিস না কেন টাকা না থাকলে দিন শেষে কেউ ভালোবাসে না । দারুন ছিল আপনার কথা গুলি।

 3 months ago 

ঠিক বলেছেন এখন কিন্তু এরকম ফ্যামিলি ও দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

বর্তমান সমাজে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া খুবই ঝামেলার।কেননা সবাই টাকার পেছনে ছুটছে।যার টাকা আছে তার প্রতি সবার ভালোবাসাটাও একটু বেশি পরিলক্ষিত হয়।তবে যত অভাবই আসুক না কেন ভালোবাসার মানুষ টিকে ছেড়ে কখনোই যাওয়া উচিত নয়।ধন্যবাদ।

 3 months ago 

আসলে এই প্রেক্ষিতেই আজকের পোস্ট লিখলাম।

 3 months ago 

সত্যিকারের ভালোবাসা থাকলে অভাব এলেও তাকে ফেলে যাবে না।আর অভাবের সময় ই বুঝতে পারা যায় ভালোবাসাটা কি সত্যি ই ছিল নাকি মিথ্যা। আমরা সত্যিকারের ভালোবাসাটাকেই আসলে দেখতে চাই।

 3 months ago 

ঠিক বলেছেন আসলেই আমরা সত্যিকারের ভালোবাসাটাকেই দেখতে চাই।

 3 months ago 

দুটি ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্ক হয় এটাকে ভালোবাসা বলে না। আর এই ভালোবাসা কখনো পবিত্র হতে পারে না। বর্তমান সময়ে ভালোবাসার নামে যেসব কাহিনী চলে তাতে ভালোবাসাকে অপমান অবজ্ঞা করা হয়। তবে পৃথিবীর সব ভালোবাসা অর্থের কাছে মলিন হয়ে যায়। ভালোবাসা নিয়ে আপনি বেশ চমৎকার লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে চেষ্টা করেছি এই বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

খুবই পরিচিত একটি কথাকে বিষয় করে সুন্দর উপস্থাপন করেছেন।আসলে অভাবের কাছে ভালোবাসাও হার মেনে নেয়।আপনার দেওয়া উদাহরণগুলি সচরাচর ঘটে চলেছে আমাদের সমাজে।আর সমাজ ও পরিবার নিয়ে চলতে গেলে দুইজনের ভালোবাসার উপর নির্ভর করে না।সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপু।

 3 months ago 

আসলেই ঠিক বলেছেন আমাদের সমাজে সচরাচর এই বিষয়গুলো দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার পোষ্টের সাথে আমি নিজেও একমত। বর্তমান সময়ে পকেটে যদি টাকা না থাকে ভালোবাসা এমনি চলে যায়। এটি ছেলে এবং মেয়ে দুটি ক্ষেত্রে দেখা যায়। ভালোবাসা শব্দটি কিন্তু পবিত্র আর এই পবিত্র ভালোবাসা নিয়ে এখন অনেক ধরনের খেলা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে করার জন্য।

 3 months ago 

আসলে আমাদের ভালোবাসা নিয়ে এতটা খেলা করা উচিত নয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

বাস্তব কিছু কথা আজকে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন আপু। টাকা থাকলে ভালোবাসা থাকে আর যখন টাকা ফুরিয়ে যায় তখন ভালোবাসার জানালা দিয়ে পালিয়ে যায়।সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক দুজনের ক্ষেত্রেই ঘটে থাকে। আপনার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো। সুন্দরভাবে গুছিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

চেষ্টা করেছি সুন্দর একটা বিষয় শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

সব মেয়ে টাকা দেখে ভালোবাসে না, এটা ঠিক কথা আপু। কিন্তু টাকা না থাকলে কিছু কিছু মানুষকে টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টের। তবে এটাও ঠিক যে, অনেক ছেলে আছে যারা মেয়েদের টাকা দেখে তাদের প্রেমে পড়ে বা বিয়ে করে। তাছাড়া আপনার এই কথাটার সাথে আমি একেবারেই একমত, যে জীবনে অভাব আসলেই বোঝা যায় কে আপন আর কে পর। তবে অভাবের ভিতর ভালবাসার মানুষকে আঁকড়ে ধরে থাকাটাই কিন্তু প্রকৃত ভালোবাসা।

 3 months ago 

আসলে সকল ধরনের মানুষই রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58474.85
ETH 2500.10
USDT 1.00
SBD 2.39