জেনারেল রাইটিং:- "জীবনে টাকার চেয়ে ভালো ব্যবহার অনেক বেশি মূল্যবান।"

in আমার বাংলা ব্লগ4 months ago

20240224_105408_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

আমাদের এই জীবনে প্রত্যেকটা মানুষই মনে করে টাকার চেয়ে মূল্যবান আর কোন কিছুই নেই। তবে আমি সবসময় এটা একেবারেই মনে করি না। আমি মনে করি টাকা যেমন একটা মানুষের জন্য মূল্যবান, তার চেয়ে বেশি মূল্যবান হচ্ছে ভালো ব্যবহার। একটা মানুষ ভালো ব্যবহারের মাধ্যমে জীবনে অনেক উঁচু পর্যায়ে এগিয়ে যেতে পারে। আর সেই ভালো ব্যবহারের কারণে সেই মানুষটা প্রত্যেকটা মানুষেরই আপন হয়ে উড়তে পারে। আপন হওয়ার পাশাপাশি সেই মানুষ প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা, আদর যত্ন, স্নেহ পায়। সবাই তাকে পছন্দ করে অনেক বেশি। কিন্তু টাকা থাকলে সবাই তাকে পছন্দ করে না। দেখা যায় যে টাকার কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে।

টাকা এমন এক জিনিস যেটা মানুষের মধ্যে লোভ সৃষ্টি করে, অহংকার সৃষ্টি করে অনেক বেশি। কিন্তু ভালো ব্যবহার মানুষের মধ্যে থাকা সব থেকে বেশি জরুরী। ভালো ব্যবহার হচ্ছে একটা মহৎ গুণ। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে একেবারেই থাকে না বলে আমি মনে করি। অনেক মানুষ রয়েছে যারা খারাপ ব্যবহার করে। আবার অনেকে রয়েছে যাদের ভালো ব্যবহারের মাঝে খারাপ ব্যবহারটা লুকিয়ে থাকে। আর অনেকেরই রয়েছে ভালো ব্যবহার করে। তবে তাদের সেই ভালো ব্যবহারের মাঝে কোন মুখোশ থাকে না এবং কি খারাপ কিছু লুকিয়ে থাকে না। আর ভালো ব্যবহারের মাধ্যমে একটা মানুষ সবারই আপন হয়ে উঠতে পারে খুবই তাড়াতাড়ি।

মনে করেন, একজন ব্যক্তি খুবই ভালো মনের মানুষ। আর প্রত্যেকটা মানুষের সাথেই ভালো ব্যবহার করে। আর সে তার এই ভালো ব্যবহারের কারণেই দেখতে দেখতে সব মানুষের কাছে আপন হয়ে উঠেছে। এবং কি সেই সাথে সবার কাছ থেকে ভালোবাসা সহ সব কিছুই পাচ্ছে। আর তার এই ভালো ব্যবহারের কারণে প্রত্যেকটা মানুষ ও তার সাথে ভালো ব্যবহার করে। এবং কি তাকে অনেক বেশি সম্মান করে। লোকটা সবসময় এটাই মনে করে যে, ভালো ব্যবহার হচ্ছে জীবনের সবথেকে বড় মূল্যবান একটা জিনিস। আর সেই ভালো ব্যবহারটা সবারই থাকা প্রয়োজন। তাহলেই তো মানুষ সবার আপন হয়ে উঠতে পারবে, এবং সবার কাছ থেকে ভালোবাসা সম্মান পাবে।

পক্ষান্তরে এরকমটাও হতে পারি যে, এরকমই আরেকজন ব্যক্তি রয়েছে যে টাকাকে সবথেকে বড় মূল্যবান মনে করে। আর সে টাকার কারণে অনেক বেশি লোভী এবং অহংকারী হয়ে গিয়েছে। যার কারণে কোন মানুষই তাকে দেখতে পারেনা। তার এই অহংকারের কারণে তাকে কেউ সম্মান করে না। টাকা থাকলেই মানুষের সব কিছু থাকে না। সবাই তাকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করে সব সময়। কিন্তু সেই মানুষটা তার অহংকার নিয়েই সব সময় উপরে থাকে। আসলে টাকা এমন একটা জিনিস, যেটা একটা মানুষের কাছ থেকে নিমিষেই চলে যেতে পারে। যার ফলে তার লোভ অহংকার সবকিছু নিমিষে শেষ হয়ে যেতে পারে।

টাকা নিমিষে শেষ হয়ে যায়, কিন্তু একটা মানুষের ভালো ব্যবহার কখনো ই শেষ হয় না। সেই মানুষের ভালো ব্যবহারটা সেই মানুষটার মাঝেই থাকে। মানুষটা যতদিন বেঁচে থাকে তার সেই ভালো ব্যবহার তার সাথেই থাকে। এবং তার কারণে যতদিন সে বেঁচে রয়েছে, ততদিনই প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করে। এবং কি মারা যাওয়ার পরও প্রত্যেকটা মানুষ তাকে সম্মান করে। সেই সাথে তার কথা সবাই মনে রাখে। কারণ সেই মানুষটা মারা গেলেও, তার সেই ভালো ব্যবহার এবং তার সেই ভালোবাসা, ভালো কাজ সবার মাঝেই থেকে গিয়েছে। আর এই জন্য একটা মানুষের জীবনে টাকার চেয়ে ভালো ব্যবহারটাই বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি মূল্যবান।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপু আজকের ব্লগে আপনি দারুন একটি টপিক তুলে ধরেছেন ৷ এটা সত্যি যে টাকা সব ৷ কিন্তু কখনো কখনো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না ৷ তার মধ্যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং জীবন ৷ অনেক সময়ে দেখা যায় না কঠিন রোগে আক্রান্ত টাকা আছে তবুও বাঁচানো যায় না ৷ আসলে আমাদের সমাজে বর্তমান কিছু কিছু মানুষ-জন টাকা কে বড় মনে করে ৷
কিন্তু দিনশেষ এটা কেউ ভাবে না টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না ৷ জীবনে বেচে থাকার জন্য একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রাখ ভীষন জরুরী ৷
মৃত্যুর পর টাকা সঙ্গে যাবে না ৷ কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে ভালোবাসার শ্রদ্ধার জায়গা টা রয়ে যায় ৷
যা হোক খুব ভালো একটি টপিক তুলে ধরেছেন আজকের ব্লগে ৷অসংখ্য ধন্যবাদ আপু

 4 months ago 

ঠিক বলেছেন আপনি টাকা থাকলেই সব কিছু পাওয়া যায় না। কিন্তু ভালো ব্যবহার থাকলে, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই পাওয়া যায়।

 4 months ago 

বর্তমান টাকার জন্য মানুষ সবকিছুই করার চেষ্টা করছে। যেখানে সম্মান মানুষের মূল্যবোধ সততা সবকিছু অপেক্ষামান। তবুও এই পৃথিবীতে যারা সঠিক পথে নিজেকে অটুট রেখেছে তাদের কাছে টাকার চেয়ে সম্মান মর্যাদা সবচেয়ে বেশি মূল্যবান। যেটাই হওয়া উচিত সেই বিষয়ে দারুণ আলোচনা করেছেন ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে এখন মানুষ টাকার জন্যই সবকিছু করার চেষ্টা করে। কিন্তু সবার উচিত ভালো ব্যবহারটা করা।

 4 months ago 

আসলে এই পৃথিবীতে টাকার চেয়ে ভালো ব্যবহারটা সবথেকে বেশি মূল্যবান এটা ঠিক। ভালো ব্যবহার প্রত্যেকটা মানুষ করতে পারে না। একটা মানুষের টাকা থাকলে কিন্তু সে অন্যদের কাছ থেকে সম্মান পায় না। কিন্তু একটা মানুষের ভালো ব্যবহারের কারণে অন্যরা তাকে অনেক বেশি সম্মান করে। তাই মানুষের জীবনে টাকার চেয়েও বেশি মূল্যবান হচ্ছে ভালো ব্যবহার। খুবই ভালো লেগেছে পুরো লেখাটা। তোমার লেখাটা সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে।

 4 months ago 

একেবারে সত্য কথা মানুষের জীবনে থাকার চেয়ে মূল্যবান হচ্ছে ভালো ব্যবহার।

 4 months ago 

খুবই চমৎকার একটা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার এই পোস্ট পড়ে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলোর কাছে টাকাই সবকিছু আর টাকা যে মানুষকে অহংকারী করে তোলে এটার অনেক প্রমাণ আছে। টাকা হয়তোবা একটা সময় শেষ হয়ে যায় কিন্তু ভালো ব্যবহার কখনোই শেষ হয় না তাই আমাদের উচিত মানুষের সঙ্গে সব সময়ই ভালো ব্যবহার করা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ টাকা ফুরিয়ে গেলেও ভালো ব্যবহার কখনো শেষ হয়ে যাবে না। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

টাকা আমাদের জীবনে দরকার, তবে আপু তার থেকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভালো ব্যবহার। একজন ভালো মানুষ, যে সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে তাকে মানুষ মৃত্যুর পরও মনে রাখে। আর অতিরিক্ত টাকা মানুষকে অহংকারী করে তোলে এ কথা একেবারে সত্যি। তাই জীবনে টাকা ইনকাম করার পাশাপাশি একজন ভালো এবং সৎ মানুষ হওয়া খুব দরকার। এতে করে মানুষের ভালোবাসা পাওয়া যায় সবসময়।

 4 months ago 

মানুষের ভালো ব্যবহারের কারণে তাকে অন্যরা সম্মান করে। যার কারণে তার মৃত্যুর পরও সবাই তাকে মনে রাখে। আসলে টাকা-পয়সার পাশাপাশি সৎ মানুষ হওয়া এবং ভালো ব্যবহার করা প্রয়োজন।

 4 months ago 

শতভাগ সত্যি কথা বলেছেন আপু। তবে এই ব্যাপারটা আমরা অনেকেই বুঝিনা।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদমই ঠিক বলেছেন। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়৷ তবে সেই টাকা থাকার পরেও যদি কারো সাথে ভালো ব্যবহার করার সেই মনোভাবটা উঠে যায়, তখন সে টাকার কোন মূল্য থাকেনা৷ অনেকেই মনে করেন যে তার কাছে যত বেশি পরিমাণে টাকা থাকবে তাকে মানুষ তত বেশি পরিমাণে সম্মান করবে এবং তার থেকে বড় মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারবে না৷ এটি একদমই ভুল ধারণা৷ যদি কোন ব্যক্তি নিজের টাকাকে বেশি করে নিজের কাছে রাখে এবং অন্যদের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তা তার নীতির সঠিক ব্যবহার হবে না৷ তাই টাকা থাকলে তা অর্থনৈতিকভাবে থাকবে৷ তবে নীতির দিক থেকে সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত৷

 4 months ago 

একেবারে ঠিক কথা বলেছেন, একজন যদি অন্যদের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে কখনোই তার নীতির ঠিক ব্যবহার হবে না। তাই সবার উচিত ভালো ব্যবহার করা। আমার পুরো পোষ্ট ভালোভাবে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

একদম ঠিক বলেছেন৷ ভালো ব্যবহারের মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা অনেক বৃদ্ধি পেতে থাকে৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58559.96
ETH 3156.41
USDT 1.00
SBD 2.44