স্বরচিত কবিতা : " উড়ন্ত ইচ্ছে "

in আমার বাংলা ব্লগ6 months ago

20240329_110745_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আপনি অনেক সময় আমাদের অনেক কিছুই ইচ্ছে করে, কিন্তু নিজেদের ইচ্ছে গুলো কাউকেই বলা যায় না। আমার দেখা যায় কেউ সেই ইচ্ছে গুলো বুঝতেও চায় না। নিজেদের ইচ্ছে গুলো কিন্তু পুরন করতে আমাদের সবার ইচ্ছে করে। কিন্তু হয়তোবা অনেক কিছুর ভিড়ে সেই ইচ্ছা গুলো হারিয়ে যায়। মনে হয় যেন চারিপাশের বিভিন্ন কারণগুলো এসে দাঁড়ায়। আর সবকিছুই হারিয়ে যায়। তখন একটুখানি শান্তির খোঁজে আমরা কত কিছুই না করি। কিন্তু দেখা যায় কোথাও থেকে আমরা এই শান্তি খুঁজে পাই না। আমাদের ইচ্ছে গুলো সব সময় আমাদের সাথেই থাকে। কিন্তু কখনো আবার এই ইচ্ছে গুলো না পাওয়ার কারণে মরে যায় না। তবে ইচ্ছে গুলো আছে বলেই হয়তো বা আমরা এখন ভালোভাবেই বেঁচে আছি। আজকের কবিতাটা এই বিষয়টা নিয়ে লেখা। আশাকরি আপনাদের ভালো লাগবে

" উড়ন্ত ইচ্ছে "

নীল আকাশে মেঘের ভেলায়,
উড়তে ইচ্ছে করে।
কেউ দেখে না ইচ্ছে আমার
বলি উচ্চস্বরে।

নীল আকাশে পাখির মতো
উড়তে ইচ্ছে করে,
ঝড় হওয়া চারিদিক থেকে,
আমায় ঘিরে ধরে।

চারিপাশে শান্তির খোঁজে,
আমি উড়ে বেড়াই।
পাই না তো একটুখানি স্থির,
শুধু ঝামেলায় জড়াই।

রাতের আকাশে চাঁদ হয়ে,
থাকতে ইচ্ছে করে।
সবাই আমাকে অমাবস্যা ভেবে,
শুধু ঘিরে ধরে।

সমুদ্রের স্রোতের মাঝে,
হাঁটতে ইচ্ছে করে।
চারপাশের ময়লা আবর্জনা,
শুধুই ডিস্টার্ব করে।

গোধূলি বেলার সূর্যাস্ত,
দেখতে ইচ্ছে করে।
চারপাশের কোলাহলে,
সেটাও যেন ঝরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনার আজকে ইচ্ছে করছিল কবিতা লেখা যার কারণে খুবই সুন্দর একটি কবিতা লিখলেন। আসলে আমাদেরও উঠতে ইচ্ছা করে। মনের যত চাওয়া পাওয়া এবং এই অনুভূতিগুলো নিয়ে উড়তে খুব ইচ্ছা করে। উড়ার মধ্যে শান্তি আর কোথাও নেই। তাই আপনার আজকের কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার কবিতাটি পড়ে এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লেগেছে।

 6 months ago 

আসলেই অনেক ইচ্ছে থাকে , যেগুলো কারো সাথে শেয়ার করা যায় না ৷ অগোচরে থেকে যায় আর পূর্ণতা পায় না ৷ যাই হোক , সে বিষয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আপনার স্বরচিত কবিকা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 6 months ago 

আমাদের ইচ্ছা গুলোর অবস্থা এখন এমন কারো কাছে বলতে তো পারি না। আবার পূরণও করতে পারি না। ইচ্ছা গুলো বাস্তবায়ন আর হয় না। কবিতায় প্রকাশ করা আপনার ইচ্ছাগুলো সত্যি চমৎকার । নীল আকাশে পাখির মতো উড়ে বেড়ানো সমুদ্রের ঢেউয়ের মাঝে হাঁটা। রাতের আকাশে চাঁদ হয়ে থাকার ইচ্ছা। সত্যি বেশ দারুণ ইচ্ছাগুলো। কিন্তু এগুলো পূরণ করা সম্ভব না।

Posted using SteemPro Mobile

 6 months ago 

এত সুন্দর একটা কবিতা লিখে সবার মাঝে শেয়ার করতে পেরে অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।

 6 months ago 

বাহ আজকে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।উড়ন্ত ইচ্ছে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেক মানুষের অনেক ইচ্ছা পূরণ থাকে। হয়তোবা অনেক কিছুর ভিড়ে ইচ্ছে গুলো পূরণ করা যায় না। তবে আপনি বেশ সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।

 6 months ago 

হ্যাঁ সবার ইচ্ছা থাকে। কারো স্বপ্ন পূরণ হয়, আবার পূরণ হয় না অনেকেরই। আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আসলে মানুষের সব ইচ্ছা গুলো পূরণ হয় না। মানুষের জীবনের সব সময় কিছু না-কিছুর অপূর্ণতা থেকে যায়। আপনি আপনার কবিতার মাধ্যমে উড়ন্ত ইচ্ছার কথা জানিয়েছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপু সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61168.42
ETH 2363.94
USDT 1.00
SBD 2.58