ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।
এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
শিম ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে অনেক সুন্দর একটা শিম ফুলের ফটোগ্রাফি। শিম ফুল তো নিশ্চয়ই আমরা সবাই চিনি। শীতের সবজি হিসেবে কিন্তু শিম অনেক বেশি পরিচিত। আমার কাছে তো শিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি কয়েকটা শিম গাছ রোপন করেছে। আর অনেকদিন আগে আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। শিম গাছ গুলো ছাদের পাশে রোপণ করার কারণে ছাদের উপরে ঝোপটা হয়েছিল। আর আমি বেশ কয়েকদিন আগে ছাদে গিয়েছিলাম বিকেল বেলায়। মাঝেমধ্যেই ছাদে গিয়ে থাকি আমি। আর বেশিরভাগ সময় মোবাইল নিয়ে থাকি। হঠাৎ করে এই ফুল টা দেখে ফটোগ্রাফি করেছিলাম।
প্রজাপতির ফটোগ্রাফি
device : Redme note 9
প্রজাপতি পছন্দ করেনা এরকম মানুষ তো খুব কম রয়েছে। যেমন আমি খুবই ভালোবাসি প্রজাপতি। আমি প্রজাপতি এত বেশি পছন্দ করি যে, প্রজাপতি দেখলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। যদিও প্রজাপতির ফটোগ্রাফি করা অনেক বেশি কষ্টকর। কারণ প্রজাপতি গুলোর ফটোগ্রাফি যখন এই করতে চাই তখনই উড়ে চলে যায়। কয়েকদিন আগে আমি ছাদের উপরে বালিশ গরম দেওয়ার জন্য গিয়েছিলাম। আর বিকেল বেলায় যখন বালিশগুলো আনতে যাই, তখন হঠাৎ করে আমি বালিশের উপরে একটা সুন্দর দেখতে প্রজাপতি বসে থাকতে দেখি। প্রজাপতি টা দেখতে এতো ভালো লাগতেছিল যে, আমি সাথে সাথে ঘরে গিয়ে মোবাইল এনেই এটার ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ভাগ্য ভালো ছিল প্রজাপতি টা উড়ে যায়নি, ফটোগ্রাফি করার সময়। না হলে তো সুন্দর করে ফটোগ্রাফি করতেই পারতাম না।
আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি
device : Redme note 9
আর্টিফিসিয়াল ফুল মানুষ ঘর সাজানোর জন্য কিনে থাকে। আর্টিফিশিয়াল ফুল দিয়ে যদি ঘর সাজানো হয়, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। এই আর্টিফিশিয়াল ফুলের কালার হলুদ হওয়ার কারণে আমার কাছে দেখে বেশি ভালো লেগেছিল। বেশ কয়েকদিন আগে আমি নাইনটি নাইন মার্কেটে গিয়েছিলাম প্রয়োজনীয় ঘরের কিছু কেনাকাটা করার জন্য। আর একটা দোকানে আমি ঢুকেছিলাম। সেখানে দেখি আর্টিফিশিয়াল ফুলও রয়েছে। হঠাৎ করে এই ফুল টা দেখার পর আমার কাছে খুব সুন্দর লেগেছিল। তাই এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এটা আশা করছি আপনারা পছন্দ করবেন দেখতে।
শুকনো পাতার ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে একটা শুকনো পাতার ফটোগ্রাফি। যেটা আমি করেছিলাম আমাদের উঠান থেকে। যদিও ঘরের বাহিরে এমনিতে কোন কারণ ছাড়া বের হওয়া হয় না। কিন্তু মাঝেমধ্যে বের হয়ে থাকি। আসলে বেশ কয়েকদিন আগে আমার বড় আপুরা বাড়িতে এসেছিল। তো তারা চলে যাওয়ার সময় তাদেরকে একটু এগিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। যেহেতু মোবাইল নিয়ে বের হয়েছিলাম তখন ভাবলাম কিছু ফটোগ্রাফিও করতে পারব। তো হঠাৎ করেই উঠানে দেখি একটা শুকনো পাতা। যেটা দেখে ভাবলাম এটার একটা ফটোগ্রাফি করলে কেমন হবে। তো ভাবনা অনুযায়ী একটা ফটোগ্রাফি করে দেখলাম। ফটোগ্রাফিটা করার পর দেখতে খুব ভালোই লাগছিল। তাই সবার মাঝে শেয়ার করার চিন্তা করেছি।
শিমুল ফুলের গাছের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে শিমুল ফুল গাছের সুন্দর একটা ফটোগ্রাফি। শিমুল ফুলের গাছ এর মধ্যে শিমুল ফুলে ভরা ছিল। যেটা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়ে গিয়েছিলাম প্রথমে। শিমুল ফুলের গাছ আমাদের এই দিকে খুব একটা দেখা যায় না। বেশ কয়েকদিন আগেই আমরা ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামে। আর যখন পতেঙ্গা সমুদ্র সৈকতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমি এই সুন্দর শিমুল ফুলের গাছটা দেখেছিলাম। গাছটা দেখার পর খুব ভালো লেগেছিল। তখন আমি ভাবলাম গাড়ি থেকেই একটা ফটোগ্রাফি করি। এরপর গাড়ি থেকে এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম। আশা করছি এটা আপনাদের পছন্দ হবে।
পাতাবাহার গাছের ফটোগ্রাফি
device : Redme note 9
এটা হচ্ছে অনেক সুন্দর একটা পাতাবাহার গাছের ফটোগ্রাফি। পাতা বাহার গাছ অনেক রকমের হয়ে থাকে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। এই পাতা বাহার গাছের পাতাগুলো অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে লম্বা লম্বা পাতা হওয়ার কারণে দেখতে খুব ভালো লাগছিল। আর আমি এই সুন্দর পাতাবাহার গাছটা দেখেছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে। তাদের বাড়ির সামনে অনেক সুন্দর একটা পাতাবাহার গাছ ছিল। যেটা দেখার পর আমি একটা ফটোগ্রাফি করেছিলাম। আর যখন আমি এই পাতাবাহার গাছটার দেখেছিলাম, তখন ফটোগ্রাফি করি। আমার কাছে খুব ভালো লেগেছিল। আশা করছি ফটোগ্রাফিটা আপনাদের কাছেও ভালো লাগবে।
পোস্ট বিবরণ
ডিভাইস | Redmi note 9 |
---|---|
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
এটা জেনে খুবই ভালো লাগলো যে সকলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আপনার ফটোগ্রাফি করার ইচ্ছে হয়েছে, এবং সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে চমৎকারভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনাও দিয়েছেন দেখছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবগুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
https://twitter.com/TASonya5/status/1772867173033160945?t=F_C6Zu-nD84OljeZG0mNEw&s=19
আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি টা বেশ দারুণ ছিল। শুকনো পাতার ফটোগ্রাফি টা দেশ দক্ষতার সাথে আপনি করেছেন। আমিও মাঝেমধ্যে মোবাইল নিয়ে বের হয়, ফটোগ্রাফি করার জন্য।পাতা বাহার গাছের ফটোগ্রাফি টা দুর্দান্ত ছিল।প্রতিটি ফটোগ্রাফির সাথে দুর্দান্ত বর্ণনা দিয়েছেন।
শুকনো পাতার ফটোগ্রাফি সুন্দর ভাবে করার চেষ্টা করেছি।
বাহ আপু আপনি তো দারুন ভাবে কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আর ফটোগ্রাফি করার আপনার বেশ দক্ষতা আছে দেখেই বোঝা যাচ্ছে। আসলেই প্রজাপতি ফটোগ্রাফি করা খুবই কষ্টসাধ্য কেননা এগুলো শুধু ওড়াওড়ি করে, সিম ফুল এর ফটোগ্রাফি শিমুল গাছের ফটোগ্রাফি সহ প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে আপু সাথে তার বর্ণনাগুলো দারুনভাবে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি গুলি দেখে বেশ ভালো লাগলো আমার।
হ্যাঁ প্রজাপতির ফটোগ্রাফি করা কষ্টসাধ্য।
বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। সিম ফুলটা দেখতে দারুন লাগছে। তাছাড়া শিমুল ফুল এবং শুকনো পাতার ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শিমুল ফুল আর শুকনো পাতার ফটোগ্রাফি সুন্দর হয়েছে শুনে ভালো লাগলো।
আপু আমার কাছে আপনার ফটোগ্রাফি দেখে কিন্তু মনে হয় আপনি আপনি একজন সত্যিকারের ফটোগ্রাফার । আজও দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। প্রকৃতি যে এত সুন্দর তা আপনার প্রতিটি ফটোগ্রাফিই বলে দিচ্ছে।
আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লেগেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে সিমের ফটোগ্রাফি ও প্রজাপতির ফটোগ্রাফিটা চমৎকার ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
শিম ফুলের ফটোগ্রাফি আর প্রজাপতির ফটোগ্রাফি আসলেই চমৎকার হয়েছে।
আজকে আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি বেস্ট ছিল। খুব সুন্দর করে বিভিন্ন প্রজাপতি শিমুল ফুল আরো অন্যান্য ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর ছিল । যেটা করতে আমিও পছন্দ করি । আপনার আজকের ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করলাম। প্রতিনিয়ত আমাদের সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন যেটা দেখে মুগ্ধ হই।
আমার ফটোগ্রাফি আপনি ভালোভাবে উপভোগ করেছেন শুনে ভালো লেগেছে। প্রজাপতি আর শিমুল ফুল আসলেই অসম্ভব সুন্দর ছিল।
আপনি বরাবরি দারুন দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আজকেও আপনি বেশ কিছু ফটোগ্রাফি আমাদের কাছে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি দেখে ভালো লাগার মত। তবে আমার এর মধ্যে থেকে ফুলে ভরা শিমুল গাছের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ আপু আপনাকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ গাছটার মধ্যে শিমুল ফুলের ভরা ছিল। যা দেখতে অনেক সুন্দর লাগছিল।