অরিগ্যামি : কাগজ দিয়ে মেঘের ভেতরে রংধনুর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG_20240223_120009.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাগজ দিয়ে মেঘের ভেতরে রংধনুর অরিগ্যামি তৈরি করলাম।

কাগজ দিয়ে আমরা কিন্তু যেকোনো জিনিস তৈরি করতে খুবই পছন্দ করি। এইজন্য কিছু তৈরি করতে বসলে প্রথমে ভাবি কি তৈরি করা যায়। আসলে আকাশে কিন্তু বিভিন্ন কালারের রংধনু দেখতে খুবই ভালো লাগে। এইজন্য ভাবলাম কাগজ দিয়ে তৈরি করি। উপরে থাকবে মেঘ মেঘের ভেতরে খুললেই দেখতে পাবো রংধনু। এইভাবেই মূলত তৈরি করার চেষ্টা করলাম। তাছাড়া এটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240219-WA0028.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240219-WA0041.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চারকোণা সমান একটা সাদা কাগজ নিলাম। এরপর এর আকাশে রঙিন কলম দিয়ে একটা একটা করে সমানভাবে রংধনুর কালারের দাগ টেনে নিলাম।

IMG-20240219-WA0042.jpg

ধাপ - ২ :

এরপর আমি অন্য পাশেও একই রকম ভাবে অন্য পাশে রঙিন কলম দিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG-20240219-WA0048.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি কাগজটাকে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে এরপর আবার ভাঁজ করে একদম ছোট করে নিলাম।

IMG-20240219-WA0043.jpg

ধাপ - ৪ :

এরপরে একদম চিকন চিকন করে পুরোটা ভাঁজ করে নিলাম।

IMG-20240219-WA0049.jpg

ধাপ - ৫ :

এরপর মাঝখানের অংশটা ভাঁজ করে, মাঝখানে গাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240219-WA0047.jpg

ধাপ - ৬ :

এরপর একটা হলুদ কালারের কাগজ ভাঁজ করে মেঘের মতো করে কেটে নিলাম।

IMG-20240219-WA0044.jpg

ধাপ - ৭ :

এরপর এর ভেতরের অংশ এবং উপরের অংশ একটা কার্টুনের মত চোখ মুখ দিয়ে দিলাম। এরপর ভেতরের অংশে রংধনুর অংশটা জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240219-WA0046.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240219-WA0027.jpg

IMG-20240219-WA0028.jpg

IMG-20240219-WA0026.jpg

IMG-20240219-WA0025.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 5 months ago 

বাহ চমৎকার হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের ভেতরে রংধনুর অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার

Posted using SteemPro Mobile

 5 months ago 

এই অরিগ্যামিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। যেন সবার কাছে ভালো লাগে এবং কি যে কেউ চাইলে তৈরি করতে পারে।

 5 months ago 

এটা সত্যিই একটা দারুন আইডিয়া। রংধনুর পেছনে মেঘের আনাগোনা। বেশ চমৎকার ক্রিটিভিটির প্রমাণ দিয়েছেন। বেশ ভালো লাগলো।

আসলে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমারও ভালো লাগে। তবে তৈরি করার পর আউটপুট বেশ পছন্দ হয় না।

তবে আপনার এই চমৎকার ডাইপ্রজেক্ট প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। পরবর্তী অরিগ্যামির জন্য অপেক্ষায় থাকলাম।

 5 months ago 

চেষ্টা করব পরবর্তী অরিগ্যামিটা সুন্দর করে তৈরি করার এবং সুন্দর করে সবার মাঝে শেয়ার করার।

 5 months ago 

আমার কাছেও রংধনু দেখতে বেশ দারুন লাগে। আর আপনি তো দেখছি আজ রঙিন কাগজ দিয়ে দারুন একটি রংধনু তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রংধনুটি দেখতে কিন্তু আমার কাছে দারুন লেগেছে। সব মিলিয়ে দারুন উপস্থাপনা ছিল আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার কাছেও রংধনু দেখতে অনেক ভালো লাগে শুনে ভালো লাগলো।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে মেঘের ভেতরে রংধনুর অরিগামিটা অনেক সুন্দর হয়েছে আপু। প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে তুলে ধরেছেন যে কেউ চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রংধনুর অরিগামিটি। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর করে পুরো অরিগ্যামিটা তৈরি করার চেষ্টা করেছি যেন আপনাদের পছন্দ হয়।

 5 months ago 

আপু কাগজ দিয়ে মেঘের ভেতরে রংধনুর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। রং ধনুর পেইজটা এত সুন্দর করে ভাঁজ করেছেন যে পুরো আকাশটা ফুটে উঠেছে। আর দেখতেও ভালো লাগছে। ধন্যবাদ।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে রংধনুর অরিগ্যামি তৈরি করার বিষয়টা আপনার কাছে ভালো লেগেছে শুনেই আনন্দিত হলাম।

 5 months ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আকাশে যখন রংধনু ওঠে তখন সে দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। রংধনু দেখতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে,আর আপনি খুবই চমৎকারভাবে কাগজ দিয়ে মেঘের ভেতরে রংধনুর অরিগামি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

এরকম সুন্দর দৃশ্য দেখতে আসলেই খুব ভালো লাগে। তাই আমিও চেষ্টা করলাম সুন্দর একটা আইডিয়া থেকে এই অরিগ্যামিটা তৈরি করার।

 5 months ago 

রংধনু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যখন ছোট ছিলাম তখন যদি দেখতাম আকাশে রংধনু বের হয়েছে। তখন আমরা সব বন্ধুরা মিলে দেখতাম আর মজা করতাম। মেঘের ভেতরে রংধনুর অরিগ্যামি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু নতুন একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মেঘের ভেতরের রংধনুর অরিগ্যামিটা দেখতে ভীষণ ভালো লেগেছে এটা শুনে উৎসাহিত হয়েছি।

 5 months ago 

অরিগ্যামিটি খুব সুন্দর হয়েছে। আসলে এ ধরনের কাজগুলো করতে সময়ের প্রয়োজন তাই সময় না থাকলে এই ধরনের কাজ করা সম্ভব নয়। ধন্যবাদ সুন্দর ও ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 5 months ago 

হ্যাঁ সময় না থাকলে এই কাজগুলো করা সম্ভব নয়। আমি সময় নিয়ে কাজ করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41