বেচেঁ যাওয়া ভাত দিয়ে ঝটপট তৈরি করুন সুস্বাদু " ডিম চিংড়ির ফ্রাইড রাইস"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি পোস্ট শুরু করছি।আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে খুবই সিম্পল ফ্রাইড রাইস।আমাকে প্রায়ই এই খাবারটি তৈরি করতে হয়। আমার বাবু ভাত খুব একটা পছন্দ করে। খেতেই চায় না। ও সবসময় ফ্রাইড রাইস, নুডুলস, বিরিয়ানি এই সব খাবার খেতে চায়। কিন্তু প্রতিদিন এ গুলো খাওয়া ঠিক না তাই আমি মাঝে মাঝে ওকে ডিম, চিংড়ি, ও কিছু সবজি দিয়ে ভাত ভেজে দেই।আর ও মজা করে খেয়ে নেয়। তবে এটা সবসময় করতে পারি না।মাঝে মাঝে ধরে ফেলে। তখন তার কাকা খাবার অর্ডার করে দেয়। টিনটিন বাবু ওর কাকার চোখের মণি। যা আবদার করবে সঙ্গে সঙ্গে তাই এনে দেবে। ওর কাকা ওকে কখনো বকা পর্যন্ত দেয় না। যাই হোক তবে আজ এটি একটু বেশি তৈরি করেছি সবাই খাওয়ার জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। খুব দ্রুত এটি তৈরি করা যায় এবং খেতেও অনেক মজা লাগে। মাঝে মধ্যে সখ করে ও সন্ধ্যায় আমার প্রিয় মানুষটি রান্না করতে বলে। কারণ ওর কাছে এই খাবারটি খুবই পছন্দের। চলুন মূল রেসিপিতে ফিরে যাই।

IMG_20220524_193618.jpg
উপকরণঃ
১.সাদা ভাত - পরিমান মতো
২. ডিম -২ টি
৩.চিংড়ি -১০০ গ্রাম
৪.গাজর - পরিমান মতো
৫. বরবটি - পরিমান মতো
৬. পাতাকফি - পরিমান মতো
৭. পেঁয়াজ কুচি - ১ কাপ
৮. কাচা মরিচ কুচি - স্বাদ অনুযায়ী
৯. লবণ - স্বাদ অনুযায়ী
১০. হলুদ - হাপ্ চামচ
১১. সাদা তেল - ১ কাপ

IMG_20220524_191227.jpg
সাদা ভাত

IMG_20220524_190744.jpg
পেঁয়াজ কুচি, কাচা মরিচ কুচি, লবণ ও হলুদ

IMG_20220524_183916.jpg
গাজর, বরবটি পাতা কফি

IMG_20220524_190733.jpg
চিংড়ি মাছ

IMG_20221130_191250.jpg
তেল

IMG_20221201_104731.jpg
ডিম
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে সবজি গুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর পরিস্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।চিংড়ি মাছ গুলো কেটে ধুয়ে নিতে হবে।

IMG_20220524_185915.jpg

২. এবার ডিম দুটি ভেঙ্গে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। ডিম ভাজা নামিয়ে নিয়ে একই সাথে চিংড়ি মাছ গুলো ভেজে নিতে হবে।

IMG_20220524_191332.jpg

IMG_20220524_192031.jpg

৩. এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিতে হবে।সবজির ভিতর একে একে পরিমান মতো লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220524_190031.jpg

IMG_20220524_190148.jpg

IMG_20220524_190221.jpg

৪. এরপর চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেলে পরিমান মতো তেল দিয়ে দিতে হবে।তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ও কাচা মরিচ
কুচি গুলো দিয়ে একটু ভেজে নিয়ে সেদ্ধ করা সবজি গুলো দিয়ে প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিতে হবে।

IMG_20220524_191256.jpg

IMG_20220524_191901.jpg

IMG_20220524_192307.jpg

৫. সবজি গুলো ভাজা হয়ে গেলে ভাত দিয়ে দিতে হবে। ভাত দিয়ে কিছুক্ষন ভেজে নিয়ে ডিমের ঝুড়ি ভাজি ও চিংড়ি মাছ ভাজি দিয়ে ৫- ৭ মিনিটের মতো ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে লবণ টেস্ট করে দেখতে হবে। লবণ কম থাকলে আর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার একটা পাত্রে নামিয়ে নিতে হবে।

IMG_20220524_192459.jpg

IMG_20220524_192552.jpg

IMG_20220524_192734.jpg

IMG_20220524_192737.jpg

IMG_20220524_193622.jpg

তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম চিংড়ির ফ্রাইড রাইস। এই খাবারটি আপনারা সকালের ব্রেকফাস্টের সময় ও খেতে পারেন। এমনকি বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন।

আজ এই পর্যন্তই। আগামীদিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বাচ্চারা সবসময় মুখরোচক খাবার খেতে বেশি পছন্দ করে। আসলে ভাত খেতেই চায় না তারা। তাইতো বুদ্ধি করে তাদেরকে ভাতের বদলে এসব খাবার খাওয়ালে অনেক ভালো হয়। তবে আমাদের টিনটিন কিন্তু অনেক চালাক। তাইতো মাঝে মাঝে আপনার বুদ্ধি ধরে ফেলে। আর অন্যদিকে তার প্রিয় কাকা তো আছেই। তোর কাকার কাছেই সব আবদার মিটিয়ে নেয়। চিংড়ির সাথে ফ্রাইড রাইসের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বৌদি।

 2 years ago 

কি রেসিপি দেখালেন বৌদি। এরকম ভাবে তৈরি করলে তো যে কেউ পছন্দ করবে। আসলে সব সময় বাহিরের খাবার খাওয়া উচিত নয়, এজন্য টিনটিনকে এভাবে তৈরি করে দেন বেশ ভালই হয়। যদিও মাঝে মধ্যে ধরে ফেলে, ছোট দাদা টিনটিনের সব আবদার মেটায় এটা শুনে খুবই ভালো লাগলো। ভাবছি আপনার মত করে একদিন তৈরি করব। আমার দেখেই খেতে ইচ্ছে করছে।

আমাদের টিনটিন বাবু যে ছোট দাদার খুব পছন্দের সেটা তো জানি। আর এটাইতো হওয়ার কথা।

বৌদি তোমার এই রেসিপি আমি নিজেও মাঝেমধ্যে বাড়িতে করে খাই। অন্যান্য খাবারের আইটেমের তুলনায় এই খাবারটা আমার খুব পছন্দের। তবে তুমি যতগুলো চিংড়ি মাছ দিয়েছো ততগুলো চিংড়ি মাছ দিয়ে আমি কখনো করি না।

 2 years ago 

টিনটিন তো আমাদের সবারই আদরের।আসলে কিছু কিছু কাকারা অসম্ভব ভাবে ভালোবাসে তাদের ভাইয়ের ছেলেমেয়েকে।যাই হোক অনেক সময় রাতে বেঁচে যায় ভাত,সেই ভাত দিয়ে সকালে আমি নিজেও এমন সবজি দিয়ে ফ্রাইড রাইসের মত করে রান্না করি।খেতে ভালোই লাগে।আসলে সব বাচ্চারাই মনে হয় ভাত খেতে চায় না,আমার ছেলেও এমন।বৌদি চিংড়ি দেওয়াতে মনে হয় স্বাদ আরো বেড়ে গিয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ওয়াও এভাবে হাতে প্রস্তুত করা ফ্রাইড রাইস দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে বৌদি। বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে ফ্রাইড রাইস তৈরি করা জানলে আমিও সকালবেলা বানিয়ে খেতাম ।কারণ আমার কাছেও এ ধরনের খাবার গুলো খুবই ভালো লাগে। টিনটিন বাবুর জন্য বেশ চমৎকার রেসিপি করেছেন। এ খাবার খুবই পুষ্টিগুণ হবে আমার মনে হয় কারণ কয়েক ধরনের সবজি মেশানো হয়েছে ।এছাড়া চিংড়ি মাছ দিয়ে বানালে তো খেতে বেশি ভালো লাগে।

 2 years ago 

ছোটবেলার কথা মনে পড়ে গেলো😅 আম্মু প্রায়দিনই স্কুলে যাওয়ার আগে আমায় আগের রাতর বেচে যাওয়া ভাত এভাবে বানিয়ে দিতো।সাথে হয় ডিম ভেজে দিতো নাহয় কোনো তরকারি থাকতো।
বৌদি আপনার এই আইডিয়াটা ভালো লেগেছে।কারণ,চিংড়ি মাছ এমনিতেই আমার অনেক পছন্দের। এবার বাসায় গেলে আম্মুকে বলবো এভাবে বানানোর জন্য😊।
ভালো থাকবেন 💚

 2 years ago 

সত্যি বৌদি টিনটিন বাবুতো আমাদের সবারই আদরের বাবু।বেশির ভাগ কাকারাই ভায়ের ছেলেমেয়েকে চোখের মনি করে।এমন ভাবে সুস্বাদু ডিম চিংড়ির ফ্রাইড রাইস বানলে টিনটিন কেনো যে কেউ খেতে অনেক পছন্দ করবে।এগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমি মাঝে মাঝে এভাবে তৈরি করি কিন্তু চিংড়ি দেওয়া হয় না৷ আপনি চিংড়ি দেওয়াতে মনে হচ্ছে স্বাদ অনেক বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বেশ সুন্দর করে চিংড়ি এবং ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করেছেন।মাঝে মধ্যে এভাবে খাবারের মধ্যে ভিন্নতা আনলে খেতে অনেক ভালো লাগে।আপনি আপনার প্রিয় মানুষের জন্য খুব মজার একটি খাবার তৈরি করেছেন জেনে খুব ভালো লেগেছে।সব চাচারাই এমন তাদের ভাতিজাদের খুব বেশি ভালবাসে ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বৌদি। আসলে আমি মনে করি মাঝে মাঝে বাচ্চাদের খাবারের ভিন্নতা নিয়ে আসা দরকার সব সময়ই নুডলস বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়ালে হয়তো একটা সময় অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খাবারে ভিন্নতা নিয়ে আসা দরকার। ছেড়ে দিয়ে মজাদার ফ্রাইড রাইস রেসিপি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদও ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62227.11
ETH 2400.78
USDT 1.00
SBD 2.50