"জল রং দিয়ে বিয়ের পান পাতার ডিজাইন"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি বিয়ের পান পাতায় ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। এই প্রথম বার বিয়ের পান পাতা ডিজাইন করলাম। আমাদের হিন্দুদের অনেক কিছু বিচার বিবেচনা করার পর ছেলে মেয়ের বিয়ে হয়। আর আমাদের বছরে ৪ - ৫ মাসে বিয়ের দিন থাকে। আর বাকি মাস গুলোতে বিয়ে করে না। আর বাংলা দিন পঞ্জিকা অনুসারে বিয়ের দিন ধার্য হয়। আর আমাদের বিয়েতে অনেক নিয়ম কানুন থাকে। এবং অনেক কিছু লাগে। যেমন আমাদের শুভদৃষ্টির সময় পান পাতা লাগে। যেটা না হলে বিয়েই হয় না। যাই হোক আমার প্রতিবেশীর মেয়ের বিয়ে ছিল। একদিন কথায় কথায় নকশী কাঁথা সেলাই করার কথা বলে ফেলেছি। আর তখনই বলে সেই প্রতিবেশীর মেয়ে বলে তাহলে তুমি আমার বিয়ের পান পাতা ডিজাইন করে দিবে। তবে আমি কোনদিন পান পাতা ডিজাইন করিনি। কিন্তু অনুরোধ ফেলতে পারিনি। এই প্রথম বার ডিজাইন করেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। বেশ কিছুদিন আগে ডিজাইন করেছিলাম। আমি কিছুদিন ব্যাস্ততার মাঝে ছিলাম তাই আপনাদের সাথে এর আগে শেয়ার করতে পারিনি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই।আশা করি, আমার পান পাতা ডিজাইন আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

IMG_20230714_020323.jpg

IMG_20230714_020156.jpg

উপকরণ:
১. পান পাতা -২ টি
২.রং তুলি
৩. জল রং ৩ রঙের
৪. টুট পিক - ১ টি
IMG_20230713_140412.jpg

IMG_20230713_140516.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে দুটি পান পাতা নিয়ে তার মাঝ বরাবর লাল রংয়ের বৃত্ত এঁকে দিতে হবে। এর চারপাশে ছোট ছোট ফুলের নকশা করে দিলাম।

IMG_20230713_141007.jpg

IMG_20230713_141044.jpg

IMG_20230713_141259.jpg

IMG_20230713_141452.jpg

IMG_20230713_141638.jpg

IMG_20230713_141713.jpg
২.এবার কিছু কিছু ফুলের নকশা এঁকে দিলাম সাদা রং দিয়ে। আবার এর মাঝে মাঝে লাল রং দিয়ে সাজিয়ে দিলাম।

IMG_20230713_142254.jpg

IMG_20230713_142335.jpg

IMG_20230713_142426.jpg

IMG_20230713_142603.jpg

IMG_20230713_142734.jpg

IMG_20230713_143031.jpg

IMG_20230713_143504.jpg

IMG_20230714_013429.jpg
৩. তারপর আরো কিছু ফুলের ডিজাইন এঁকে দিলাম। আর বৃত্তের ভিতরে একটা ছোট মুয়ুর এঁকে দিলাম। এবং সবশেষে শুভদৃষ্টি লিখে দিলাম।

IMG_20230714_013701.jpg

IMG_20230714_013951.jpg

IMG_20230714_014033.jpg

IMG_20230714_014857.jpg

IMG_20230714_015545.jpg

IMG_20230714_015720.jpg

IMG_20230714_020153.jpg

IMG_20230714_020210.jpg
এবার পান পাতা ডিজাইন করা শেষ । এরপর কিছু ছবি তুলে নিলাম।

IMG_20230714_020243.jpg

Sort:  
 last year 

প্রথমেই বলি বৌদি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বৌদি? প্রতিবেশী মেয়ের বিয়ে ছিল আপনি কথায় কথায় নকশি কাঁথা সেলাই করার কথা বলে ফেলেছিলেন। তার বিয়েতে পান পাতা ডিজাইন করে দেওয়ার জন্য আপন এই প্রথম পান পাতার উপর ডিজাইন তৈরি করেছেন। তবে আপনি খুব চমৎকারভাবে পানের পাতার উপর এই ডিজাইনটি তৈরি করেছেন। আপনার তৈরি ডিজাইন বেশ ভালো লেগেছে আমার কাছে। যেহেতু আপনি প্রথমবার তৈরি করেছেন সেহেতু প্রথমবারের অবস্থাতে খুবই দারুণ এঁকেছেন।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি জল রং দিয়ে খুব সুন্দর করে পান পাতার মধ্যে ডিজাইন করেছেন। আমার বেস্ট বান্ধবী ছিলেন হিন্দু ধর্মের। আমি তাদের অনেক অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের বিয়েতে পান ব্যবহার করা হয়। আপনি সেই পানের মধ্যে খুব সুন্দর জল রং দিয়ে ডিজাইন করেছেন। যদিও পানের মধ্যে এই প্রথম আপনি কোন ডিজাইন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে পানির মধ্যে ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বৌদি আমার এক বন্ধুর বিয়েতে গিয়ে দেখেছি আপনাদের ধর্মের বিয়েতে খুবই নিয়ম কানুন থাকে। তবে আপনি কোনদিনই পান পাতা ডিজাইন না করেও খুব সহজেই সুন্দর একটি ডিজাইন অংকন করে ফেলেছেন, যা দেখতে খুব সুন্দর লাগছে। যাইহোক বৌদি, আপনার প্রতিবেশী মেয়ের শুভদৃষ্টিতে সুন্দর ডিজাইনের পান পাতা দিয়ে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে এটা সত্যিই খুব খুশির বিষয়। অনেক অনেক ধন্যবাদ বৌদি, জল রং দিয়ে বিয়ের পানপাতার ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রতিটি ধর্মে কিছু রীতি-নীতি থাকে তা পালন করতে হয়।আপনি তো দেখছি দারুন আর্ট করে ফেললেন পান পাতাতে।খুব সুন্দর হয়েছে দিদি।আপনি ধাপে ধাপে এঁকে শেয়ার করলেন। সবাই খুব পছন্দ করেছিল তাই না দিদি? আমার তো ভীষণ ভালো লেগেছে। ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

হিন্দুদের বিয়েতে যে অনেক নিয়ম কানুন আছে সেটা জানি বৌদি। আর পান পাতার মধ্যে এভাবে ডিজাইন করতেও দেখেছি। আপনি তো দারুণ ডিজাইনার। অনেক সুন্দর হয়েছে আজকে আপনার ডিজাইনটি। মনে হয় সবাই বেশ পছন্দ করেছিল তাই না বৌদি? ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আলহামদুলিল্লাহ বৌদি আমি ভালো আছি। এবং আপনি কেমন আছেন। আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে পানের মধ্যে ডিজাইন করেছেন। তবে আমি আপনাদের ধর্মের অনেকগুলো বিয়ে দেখেছি। বিয়েতে আপনারা পান ব্যবহার করেন। তবে আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়। আপনি পানির মধ্যে অসাধারণ ডিজাইন করলেন। তবে আপনাদের ধর্মের মধ্যে কিছু মাস এবং দিন তারিখ দেখে বিয়ে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পানের মধ্যে ডিজাইন করার জন্য।

 last year 

জল রং দিয়ে পান পাতায় ডিজাইনটি করেছেন দেখে অনেক ভালো লাগলো।আসলে প্রত্যেক ধর্মের বিয়েতে কোন না কোন নিয়ম কানুন থাকে এবং সেটি পালন করতে হয়।বৌদি খুব সুন্দর ভাবে জল রং দিয়ে পান পাতায় ধাপে ধাপে ডিজাইনটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ বৌদি, পান পাতার মাঝে সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

একবার আমার এক বান্ধবির বিয়েতে গিয়ে দেখেছিলাম সাজ গোজের এক এলাহি ব্যাপার বলা চলে।কতো রঙ্গের যে সাজ।আপনার পান এর উপর জল রং দেওয়া অংকন অনেক সুন্দর হয়েছে দিদি খুব ভাল লাগছে।

 last year 

বৌদি,অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট করেছেন।হিন্দুদের বিয়েতে আসলেই অনেক নিয়ম পালন করতে হয়।যেগুলো বেশ সময়সাপেক্ষ ও ঝামেলার।আপনার পান পাতায় করা ডিজাইনটি ভীষণ সুন্দর হয়েছে।আপনার প্রতিবেশীর মেয়ে নিশ্চয়ই খুব খুশি হয়েছিল এটা দেখে।ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33