"শ্রী নিবাস অঙ্গনে পড়ন্ত বিকেলে ঘুরাঘুরি ও ফুলের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আগের পোস্টে বলেছিলাম বিকালে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। সেখানে গিয়ে দেখি দারুন দারুন ফুল ফুটছে । আর আপনারা তো জানেন ফুল আমি কতটা ভালবাসি। যদিও আমার কাছে ফোন না থাকায় সকল ফুলের ছবি তুলতে পারিনি। তবে মন্দিরের বাইরে এসে কিছু ফুলের ছবি তুলেছিলাম। এরপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম থিয়েটার দেখবো। আমরা থিয়েটারের ভিতরে প্রবেশ করলাম। গরমে একটু ঘুরে ক্লান্ত লাগছিলো তাই এসির ভিতরে গেলে প্রাণটা জুড়িয়ে গেল। প্রায় ৪৫ মিনিটের মতো থিয়েটার চলছিলো। আমরা শেষ করে বাইরে বেরিয়ে আসলাম। তখন আপনাদের দাদা বললো কি দেখলে তোমরা। আমি তো তার কথা শুনে অবাক। কারণ ও আর আমি পাশাপাশি সিটে বসেছিলাম। আর সে বলে কি দেখলে? আমি অবাক হয়ে জানতে চাইলাম তুমি কি দেখনি কিছু? তুমি তো আমার পাশে বসে ছিলে। তখন বলে সে নাকি ঘুমিয়ে পড়েছিলো।

তাহলে বোঝেন আপনারা ,থিয়েটার দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলো। এ কথা যে শুনবে সেই হাসবে।আপনারা কেউ থিয়েটার বা মুভি দেখতে গিয়ে ঘুমিয়েছেন হা হা হা। তবে হ্যা আমি কিন্তু একবার হলে সিনেমা দেখতে গিয়ে ৩০ মিনিটের মতো ঘুমিয়েছিলাম।এটা দেখে আপনাদের দাদা তো বেশ রেগে যাচ্ছিলো। তবে পড়ন্ত বিকালের সময়টা বেশ মজাই কেটেছিলো। আজ সেই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।

IMG_20230617_182118.jpg

IMG_20230617_182112.jpg

IMG_20230617_182311.jpg
মায়াপুর অবস্থিত নতুন ইসকন মন্দিরের সামনের দৃশ্য। তবে এই মন্দিরটি এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি। পড়ন্ত বিকেলের মন্দিরটি বেশ সুন্দর লাগছিলো। আর মন্দিরের ডিজাইন বেশ বেশ সুন্দর ছিলো।

IMG_20230617_171339.jpg

IMG_20230617_171647.jpg

IMG_20230617_171836.jpg
মন্দিরের চারপাশে অনেক গাছগাছালি রয়েছে কয়েকটি ফুল গাছ।

IMG_20230618_094527.jpg

IMG_20230618_094533.jpg
এটি মাধবী লতা ফুল। বাড়ির আঙ্গিনায় এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে।

IMG_20230618_095512.jpg

IMG_20230618_160358.jpg

IMG_20230618_160334.jpg

IMG_20230618_160429.jpg

IMG_20230618_160821.jpg
সবাই হোটেলে ফেরার পর আমি আর মা বাবা বাবুকে নিয়ে ভাবলাম গঙ্গা নদীর পাড়ে ঘুরতে গেলাম। গঙ্গার তীরে দাঁড়ালে মন ভরে যায়। তাই কিছু সময় নদীর তীরে দাঁড়িয়ে জলের কল কল শব্দ শুনতে কার না ভালো লাগে । কিছু ফটোগ্রাফি করে আবার হোটেলে ফিরে গেলাম।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ইস্ বউদি পড়ন্তা বিকেলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে তো বেশ লোভ হচ্ছে। বর্ষার পানি, প্রকৃতি, বিকেলের সূর্য অস্ত, ফুল আর প্রকৃতির খেলা সব যেন আমায় হাতছানি দিলো একবার প্রকৃতির কাছে যাওয়ার। এক কথায় অসাধারন হয়েছে বউদি আপনার শ্রী নিবাস অঙ্গনে পড়ন্ত বিকেলে ঘুরাঘুরি ও ফুলের ফটোগ্রাফি গুলো।

 last year 

হা হা হা আমিও কিছুক্ষণ হাসলাম। থিয়েটারে গিয়ে দাদা ঘুমিয়ে পড়ল। আমার কখনো হলে গিয়ে সিনেমা দেখা হয়নি।

আপু ফটোগ্রাফি গুলোর মধ্যে সূর্যের লাগছে আভাটা দেখতে বেশ সুন্দর। ফটোগ্রাফি গুলোর মধ্যে গঙ্গার পাড় ও ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগছে।

 last year 

পড়ন্ত বিকেলের বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মন ছুয়ে গেছে।
নদীর জল, বিকেলের সূর্য অস্ত যাওয়া, মাধবীলতা ফুল,আরো কিছু প্রকৃতির দৃশ্যগুলো দেখে মনটা ভরে গেল । এক কথায় পড়ন্ত বিকালে আপনার শ্রীনিবাস অঙ্গনে ঘুরাঘুরি ও ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

হা হা হা বৌদি দাদার ঘুমিয়ে যাওয়ার কথা শুনে বেশ হাসি পেয়েছে আমার। না আমি কখনো ঘুমাই নাই কারন তখন ঘুন না আসাটাই হয়তোই স্বাভাবিক। পড়ন্ত বিকেলের দৃশ্যগুলো সত্যি বেশ মুগ্ধকর ছিলো, এককথায় পারফেক্ট ক্যাপচার। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86273.50
ETH 3305.14
USDT 1.00
SBD 2.81