" ছুটির দিনে সবাই মিলে ইকো পার্কে কিছুটা সময় উপভোগ করা"

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।বেশ কিছুদিন ধরে খুবই ব্যাস্ততার মাঝে সময় কাটছে।তাই তেমন কোথাও ঘুরতে যেতে পারছি না ব্যাস্ততার কারনে। তবে বেশ কিছুদিন ধরেই গঙ্গার ঘাটে যেতে ইচ্ছা করছিলো।তাই ভেবেছিলাম শনিবার ও রবিবার বাবুর স্কুল ছুটি থাকে তাই শনিবারই যাওয়ার সিদ্ধান্ত নিলাম ।কিন্তু কোন একটা কারণে যাওয়াই হলো না। খুব খারাপ লাগছিলো। আসলে কোথাও যেতে চাইলে সেখানে না যাওয়া হলে ভালো লাগে না। ভীষণ রাগ হয়। যাইহোক পরে সিদ্ধান্ত হলো রবিবার বিকালে নিকো পার্ক ঘুরতে যাব। কিন্তু আমার নিকো পার্কে যেতে ভালো লাগে না।আমার ইকো পার্কের পরিবেশটা খুব ভালো লাগে।

IMG_20230806_175534.jpg

IMG_20230806_175540.jpg

IMG_20230806_175918.jpg

তাই একটু সময় পেলে ইকো পার্কে যাই। সেদিন সারাদিন আকাশ মেঘলা ছিলো মাঝে মধ্যে বৃষ্টি ও হচ্ছিলো। তাই আমরা দুটো ছাতা নিয়ে গেলাম। কারণ বাবু ছিলো সঙ্গে। আমরা ৫.৩০ টার ভিতরে পার্কে পৌঁছায় গেলাম।আপনাদের দাদা টিকিট কেটে নিয়ে আসলো। বাবু বায়না ধরলো বেলুন ও দুটো খেলনা কিনবে। খেলনা কিনে নিয়ে আনন্দের সাথে ভেতরে প্রবেশ করলো।আনন্দের সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে হাঁটছিলো। আমিও সেই সুযোগে কিছু ফটোগ্রাফি করে নিলাম।

IMG_20230806_175602.jpg

IMG_20230806_175611.jpg

IMG_20230806_180105.jpg

IMG_20230806_180108.jpg

IMG_20230806_182210.jpg
তবে সেদিন বিকালের দিকে তেমন একটা বর্ষা হতে দেখা যায় নি। তবে আকাশে মেঘ ছিলো।এর পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিলো। তাই বেশ ভালোই লাগছিলো পরিবেশটা। আমরা বেশ কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করে সন্ধ্যার পরপরই বেরিয়ে এসেছিলাম। ইকো পার্ক থেকে এসে টিনটিন বাবু কে নিয়ে একটু শপিংয়ে গেলাম। যদিও শপিংয়ে যাওয়ার কোন ইচ্ছা ছিলো না। কিন্তু টিনটিন বাবুর বায়নার জন্য যেতে হলো। আসলে কেনাকাটা করতে খুব পছন্দ করে। তাই ওর জন্য মাঝে মধ্যে যেতেই হয়। বাবুর জন্য কিছু চকলেট, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তবে যাই হোক। ছুটির দিনের বিকালটা বেশ ভালোই কেটেছিলো।
আজ এই পর্যন্ত।আবার নতুন কোন বিষয় আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

IMG_20230806_182550.jpg

IMG_20230806_182555.jpg

IMG_20230806_182649.jpg

IMG_20230806_183311.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যি দিদি কোথাও যাওয়ার কথা হলে যদি না যাওয়া হয় তখন খুব খারাপ লাগে।যাক শেষ পর্যন্ত ইকো পার্কে গেলেন দুটো ছাতা নিয়ে।আসলে যে বৃষ্টি শুরু হয়েছে বলা তো যায় না কখন নেমে পরে।খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো।সবশেষে টিনটিন বাবু চকলেট,বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস কিনে বাসায় গেলো।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

কোথাও ঘুরতে যাওয়ার প্লান করার পর যদি সেখানে ঘুরতে যাওয়া না হয় তাহলে সত্যি অনেক খারাপ লাগে। তবে আপনারা সবাই মিলে ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো বৌদি। আর টিনটিন বাবু শপিং করতে পছন্দ করে জেনে সত্যিই ভালো লাগলো। এছাড়া এরকম সুন্দর পরিবেশে সবাই মিলে সময় কাটাতে ভালো লাগে। বৌদি আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

সবাই মিলে ইকো পার্কে চমৎকার মহূর্ত কাটিয়েছেন। আসলে ঠিক বলেছেন পরিবেশ টা ভীষণ সুন্দর। এধরনের চমৎকার পরিবেশ এ সময় কাটাতে ভীষণ ভালো লাগে। টিনটিন বাবু শপিং করতে পছন্দ করে খুব ভালো। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 last year 

টিনটিন হলো ডিজিটাল যুগের সন্তান। আর সেই তো কেনাকাটা করতে বেশী পছন্দ করেন। আপনি তো পরিবার নিয়ে ইকোপার্কে ঘুরতে গেলেন। এমন করে মাঝে মাঝে পরিবার নিয়ে ঘুরতে গেলে কিন্তু খারাপ হয় না। আর প্রকৃতি ও যেন সেজেছে রঙিন সাজে।

 last year 

হ্যা এটা সত্য বৌদি পার্কের তুলনায় ইকো পার্ক বেশ আকর্ষণীয় এবং সুন্দর সময় ব্যয় করা যায়, কারন সব কিছু অনেক বেশী পরিচ্ছন্ন ও গুছানো থাকে। বর্ষার প্রকৃতি এমনিতেই দারুণ লাগে, সব কিছু কেমন জানি একটু বেশী সতেজ ও সবুজ লাগে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

কোথাও ঘুরতে যেতে খুবই ভালো লাগে আপু। এটা যদি পছন্দের জায়গা মত হয় তাহলে তো আরো ভালো লাগে। আপনারা ইকো পার্কে ঘুরতে গিয়ে বেশ মজাই করেছেন। তবে এখন বৃষ্টি হচ্ছে যখন তখন তাই বাইরে বেরোনো অনেকটাই কষ্টকর। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালই হয়েছে। অনেক ধন্যবাদ আপু এরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কোথাও ঘুরতে যেতে পারলে সত্যিই অনেক ভালো লাগে কিন্তু না যেতে পারলে মনটা একদম ভেঙ্গে যায়। দুটো ছাতা নিয়ে শেষ পর্যন্ত ইকোপার্কে গেলেন। টিন টিন বাবু শপিং করতে ভালোবাসে জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ইকো পার্কে সুন্দর কিছু সময়
কাটিয়েছেন এবং সেই অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

নিকো পার্কের থেকে ইকো পার্কের পরিবেশটা অনেক বেশি সুন্দর।এই বর্ষার সময়টাতে ইকো পার্কের সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে যায়। ছুটির দিনে পরিবারের সবাই মিলে ইকো পার্ক গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছো জেনে ভালো লাগলো বৌদি।

 last year 

ঠিক বলেছেন বৌদি, কোথাও যাওয়ার প্ল্যান থাকলে, পরবর্তীতে যাওয়া না হলে সত্যিই খুব খারাপ লাগে। যাইহোক তারপর আপনারা নিকো পার্কে ঘুরতে গিয়েছেন। মেঘলা আকাশ থাকলে ঘুরতে আমার খুব ভালো লাগে। কারণ হাঁটার পরও শরীর ঘামে না। তবে কোথাও ঘুরতে গেলে যদি বৃষ্টি হয়,তাহলে খুবই বিরক্ত লাগে। টিনটিন বাবু বায়না ধরেছে বিধায়,সব ইচ্ছে পূরণ করা হয়েছে। এতে করে টিনটিন বাবু তো খুব খুশি হয়ে গিয়েছে। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন বৌদি। আপনাদের জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67364.26
ETH 3322.90
USDT 1.00
SBD 2.71