"হটাৎ করেই গ্রামে ঘুরতে গিয়ে সবজি কেনার কিছু মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কুয়াশা ঘেরা মিষ্টি সকালের শুভেচ্ছা। কাল হটাৎ করেই সিদ্ধান্ত নিলাম গ্রামে ঘুরতে যাওয়ার। শীতকাল আসলে আমার গ্রামে যেতে খুব ভালো লাগে। শীতের সময় গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর হয়ে উঠে। আগের থেকে প্ল্যান ছিলো না। হটাৎ করেই সিদ্ধান্ত নিলাম আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যে গ্রামের বাড়ি যাবো সেটা এবার আমাদের ড্রাইভার চেনে না। তাই পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলাম। আমাদের বাড়ি গ্রামে যেতে আধা ঘণ্টার মতো লাগে। তাই আমরা ৪ টার দিকে বেরিয়ে গেলাম। গ্রামের ভেতর ঢুকতেই দেখি প্রকাণ্ড সবজির মাঠ কৃষকরা মাঠ থেকে সবজি তুলছে সকালে বিক্রি করার জন্য। আমি বললাম ওদের কাছ থেকে সবজি কেনা যায় না। আপনাদের দাদা বললো হ্যা যাবে। তুমি কি নিতে চাও বলো। আমি ড্রাইভার কে বললাম ওদের কাছে যা আছে সেই সব সবজি নিয়ে এসো।এরপর আমি বাবু ও তার বাবা মাঠের ভিতর গেলাম। বাবু এত সবজি দেখে ওর খুব আনন্দ হলো। নিজে হাতে সবজি গাছ গুলো ধরতে পারছে এতে ওর আরো বেশি আনন্দ হচ্ছে। এমনকি মশা মাছি উড়তে দেখে বলে কি কিউট মশা ওয়াও। আমি বলছি একেই বলে শহরের মানুষ মশা দেখে ও বলে কিউট। আসলে বাবু আজ ও পর্যন্ত মশা দেখেনি। তাই ওর কাছে সব কিছু নতুন লাগছে। আমরা অনেক প্রকার সবজি কিনলাম খুবই কম দামে আর একদম সব টাটকা সবজি মাঠ থেকে তোলা।

IMG_20221123_165727.jpg

IMG_20221123_164759.jpg

IMG_20221123_165236.jpg

IMG_20221123_165640.jpg

IMG_20221123_170006.jpg

IMG_20221123_165656.jpg

IMG_20221123_165452.jpg

IMG_20221123_165455.jpg

IMG_20221123_165212.jpg

IMG_20221123_164829.jpg
বিভিন্ন ধরনের শাকসবজি। মাঠ ভরা শুধু সবুজ শাসবজিতে।

IMG_20221123_170538.jpg

IMG_20221123_165238.jpg

IMG_20221123_164717.jpg

IMG_20221123_164818.jpg

আমরা সন্ধ্যা হতে হতেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

Sort:  
 2 years ago 

বাহ, শীতকালীন সবজির সময় শুরু হয়ে গেছে, আর এইভাবে ক্ষেত থেকে সবজি কিনে নিতে পারলে তো কথাই নেই, দারুন মজা পাবেন বৌদি সবজিগুলো খেয়ে।

এত সবজি দেখে ওর খুব আনন্দ হলো। নিজে হাতে সবজি গাছ গুলো ধরতে পারছে এতে ওর আরো বেশি আনন্দ হচ্ছে। এমনকি মশা মাছি উড়তে দেখে বলে কি কিউট মশা ওয়াও। আমি বলছি একেই বলে শহরের মানুষ মশা দেখে ও বলে কিউট

হাহাহাহা😆🤣 টিনটিনের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তবে কথা সত্যি কিন্তু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই বাচ্চাদের কাছে সব কিছুই কিউট,এটা আমার বেশ মজা লাগে।কারণ তারা এমন ভাবে খুশি হয় ছোট ছোট জিনিষ দেখেও যা আসলে তেমন কিছুই নয়।
এভাবে মাঠ থেকেই সবজি কেনাটা দারুণ কারণ এগুলো রান্না করলে খেতে খুব মজা হবে।

 2 years ago 

প্রিয় বৌদি, আপনি একদম ঠিক কথাই বলেছেন, শীতের সময় গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক বেশি সুন্দর হয়। সেই সাথে ফসলের মাঠে টাটকা টাটকা সবজি কেনার মুহূর্ত সত্যিই উপভোগ্য। আপনারা গ্রামের বাড়ি যেতে যে ফসলের মাঠে টাটকা টাটকা সবজিগুলো কিনে নিয়েছেন তা খেতেও ভীষণ সুস্বাদু হবে। আপনার ফটোগ্রাফিতে ফসলের মাঠ বেশ সুন্দর দেখাচ্ছে। আর অবশেষে আমাদের টিন টিন সোনাতো মশাকেই কিউট বলে ফেলল🥰। গ্রামে ঘুরতে যাওয়ার আনন্দঘন মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বৌদি হঠাৎ করে গ্রামে ঘুরতে যেয়ে অনেক টাটকা সবজি কিনতে পেলেন।শহরের সব জিনিস ই তো ফরমালিনের মিশ্রণ।আমাদের টিনটিন বাবুর ও নতুন অভিজ্ঞতা হলো।কখনো মশা দেখেনি।তাই বলছে কি কিউট মশা😊।শহরে থেকে মশাও দেখা হয়নি তার।গ্রামে ঘুরতে যেয়ে বেশ মজার সময় কাটাচ্ছেন বৌদি তার সাথে তাজা সবজি।বেশ ভালো লাগছে কিন্তু বৌদি সবজি গাছ গুলোর ফটোগ্রাফি।ধন্যবাদ বৌদি সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কিউট মশা ওয়াও

দিদিভাই,,,,, বাবুর মুখে এই একটা কথা শুনে আমার যা হাসি পেল হিহিহিহি 😀
যাক টিনটিন বেশ মজা পেয়ে গিয়েছিল তাহলে। আর একদম টাটকা সবজি জমি থেকে নিয়ে আসার মজাই আলাদা। শীতের সময় এই গুলো রান্না করলে যা লাগে খেতে 👌👌👌।

 2 years ago 

কিউট মশা😉😉।বৌদি বাংলাদেশে আমাদের বাসায় টিনটিনকে নিয়ে আসিয়েন,এখানে অনেক অনেক কিউট মশা আছে😂😂 হা হা।যাই হোক শীতকালে গ্রাম থেকে টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। ফুলকপি সবজি টা আমার কাছে ভালোই লাগে খেতে।সব মিলিয়ে অসাধারণ ছিলো।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কিউট মশা ওয়াও

হিহি হিহি শুনে প্রথমে অনেক মজা পেলাম ৷ আসলে যেখানে গ্রামের ছোট শিশুরা এসব মশা বা বিভিন্ন ধরনের পোকা মাকড় যেগুলো কিছু মনে করে না ৷ আর বাবু টিনটিন কিউট মশা নাম দিল ভাবা যায় ৷

জি বৌদি ভাই এখন এই শীতের সময় টা তে গ্রামের কৃষক বিভিন্ন ধরনের সবজি চাষ করে ৷ যেগুলো আপনি ফটোগ্রাফি করেছেন ৷ ফুলকপি, অলকপি,টমেটো ৷ আর এই শীতের সময় গ্রামের প্রকৃতি টা অনেক সুন্দর ৷

 2 years ago 

আমার তো সবসময়ই শীতের সবজি,আর গ্রীষ্মের ফল এ দুটোই প্রিয়। আমার মা অনেক চেষ্টা করে শীতকালে ফল খাওয়ানোর। আর গ্রীষ্মকালের সবজি খাওয়ানোর। কিন্তু আমি সব সময় উল্টোটাই করি। আপনার তোলা ছবিগুলো দেখে সত্যিই এই ধরনের টাটকা সবজির লোভ সামলাতে পারছি না। আমাদের বাড়ি থেকে যদিও আমাদের গ্রামটা খুব একটা দূরে নয়,তবে ওই যে সকালবেলা উঠতে পারি না।তাই যাওয়া হয় না। কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই একবার যেতে হবে।কারণ দেখতে হবে আমাদের গ্রামের মাঠেও ঠিক এইভাবেই সবজি ফলে রয়েছে এখন নিশ্চয়ই।

 2 years ago 

এইভাবে একেবারে জমি থেকে সবজি কেনা টা কি যে মজার বৌদি সেটা আসলে যারা কিনেছে।ঠিক তারাই বুঝবে।কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কেনার বিষয়টি আপনি ভালো ফিল করেছেন আর সেই বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81