"গ্যাংটক অর্কিড হাউজে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আপনারা জানেন আমি ফুল কতটা ভালবাসি। আর আমার যেখানে যাই সেখানে কোন ফুল দেখলেই সবকিছু ভুলে গিয়ে আমি আগেই সেই ফুলের ফটোগ্রাফি নিই। তাই গ্যাংটক যাওয়ার পর যখন শুনলাম এখানে অর্কিড গ্রিন হাউজ আছে এবং সেখানে অনেক ফুল গাছ আছে। তাই আমি দেরি না করে আগেই বলেছি চলো আমরা আগে সেখানে যাবো তারপর অন্য কোথাও যাবো। ওখানে যাওয়ার পর থেকে
আমরা ৫ দিনের জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম।তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম অর্কিড হাউজের উদ্দেশ্যে। গাড়িতে যেতে খুব একটা সময় লাগেনি। আমার আধা ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছায় গিয়েছিলাম। ভিতরে ঢুকতেই দেখি শুধু নানা রঙের ফুলের মেলা।

IMG_20221114_110323.jpg

IMG_20221114_110327.jpg

IMG_20221114_110540.jpg

IMG_20221114_110601.jpg

IMG_20221114_110439.jpg

IMG_20221114_111026.jpg
এখানে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ও মরোগফুল।ফুলের সঙ্গে ছবি তুলতে আমার খুব ভালো লাগে।

IMG_20221114_111050.jpg

IMG_20221114_111112.jpg

IMG_20221114_111219.jpg

IMG_20221114_111318.jpg

IMG_20221114_111417.jpg

IMG_20221114_111620.jpg
কিছু পাহাড়ি গোলাপ ফুল।আমাদের এখানকার গোলাপ গাছের থেকে পাহাড়ি অঞ্চলের গোলাপ গাছ গুলো অনেক বড় হয়।

IMG_20221114_111629.jpg

IMG_20221114_111903.jpg

IMG_20221114_111855.jpg

IMG_20221114_112212.jpg
এখানে কিছু অর্কিড ফুল ও পিটুনিয়া ফুল ও রয়েছে। আর অনেক গাছে এখনো ফুল ফোটে নি। ফুলের ভিতরে আমার টিনটিন বাবু কত সুন্দর দাঁড়িয়ে ফুল দেখছে।

IMG_20221114_112319.jpg

IMG_20221114_112248.jpg

IMG_20221114_112224.jpg

IMG_20221114_112453.jpg

IMG_20221114_112326.jpg

IMG_20221114_113737.jpg

IMG_20221114_112432.jpg

IMG_20221114_112347.jpg

IMG_20221114_112104.jpg

IMG_20221114_111740.jpg

IMG_20221114_112040.jpg

IMG_20221114_111951.jpg
অনেক বড় ফুলের বাগান ছিলো। অনেক ফুল আবার এখনো ফোটেনি। এখনো অনেক অর্কিড ফুল গাছে ফুল ফোটেনি এগুলো ডিসেম্বর - জানুয়ারিতে ফুটবে। এখানে বিভিন্ন ধরনের অর্কিডের গাছ রয়েছে।এই অর্কিড হাউজ থেকে অনেকে ফুল গাছ কিনে নিয়ে যায়। আমি ও চেয়েছিলাম কিনে আনতে কিন্তু ফ্লাইটে গাছ নেওয়া নিষেধ আছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আনতে পারলাম না। তবে অর্কিড হাউজে অনেক আনন্দ করেছিলাম। সবথেকে বেশি ভালো লেগছিলো সিকিমের ট্র্যাডিশনাল পোশাক পরে। প্রথমে আপনাদের দাদা পড়তে চাইছিলো না। পরে আমি রাগ করেছিলাম তাই আমাকে খুশি করার জন্য পরছিলো। কারণ ও জানে সে না পড়লে আমি পড়বো না তাই অনেকটা বাধ্য হয়েই পড়েছিলো। আমরা সবাই ওই পোশাক পড়েছিলাম শুধু মাত্র টিনটিন বাবু কে পড়াতে পারিনি। আসলে ও অনেকটা ওর বাবার মতোই হয়েছে। ও একবার না করলে তা টিনটিন বাবু কে দিয়ে করানো যায় না। প্রচন্ড জেদী হয়েছে।
যাই হোক আজ এই পর্যন্তই । কাল আবার নতুন কোন বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি সত্যিই অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্যাংটক অর্কিড হাউজে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছে আপু। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে ।আসলে ফুল আমার বেশ পছন্দ। হ্যাঁ বৌদি চন্দ্রমল্লিকা ফুল ও মোরগ ফুলের মাঝখানে আমি আর একটি ফুল দেখতে পেয়েছি,সেটা হল তনুজা ফুল😍। তিনটি ফুলকে একসাথে অসম্ভব ভালো লাগছে। টিনটিন কেউ অনেক কিউট লাগছে।

 2 years ago (edited)

ওয়াও বৌদি গ্যাংটক এর অর্কিড হাউস থেকে খুব সুন্দর অর্কিড ফুলের ফটোগ্রাফি করেছেন।প্রতিটা ফুল সত্যি অনেক সুন্দর ।বোঝাই যাচ্ছে ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালোবাসেন আপনি ফুল বৌদি।হ্যা বৌদি ট্রেডিশনাল পোশাকে খুব ভালো লেগেছিল আপনাদের।টিনটিন বাবু পড়লে ভালো লাগতো সবার একসাথে।কিন্তু বাবু তো না বলেছ মনে আর পড়বেই না।ধন্যবাদ আপনাকে বৌদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আরে বাহ্,বৌদি সেই পোজ দিয়ে ছবি তুলেছেন 😊।আসলেই ফুল মানেই সুন্দর, অর্কিড হাউজে আগে আগে বেশ ভালো সময় কাটিয়েছেন।ডিসেম্বর ও জানুয়ারির দিকে নিশ্চয়ই আরো ফুলে ফুলে ভরপুর থাকে।টিনটিন কে বেশ কিউট লাগছে।সিকিমের ট্র্যাডিশনাল পোশাকে নিশ্চয়ই আপনাদেরকে অনেক ভালো লেগেছে। বৌদি দাদা যে অনেক জেদী😉 তাই জানতাম না তো।যাই হোক টিনটিন তাহলে বাপকা বেটা হয়েছে, হা হা।

 2 years ago 

প্রথমে আপনাদের দাদা পড়তে চাইছিলো না। পরে আমি রাগ করেছিলাম তাই আমাকে খুশি করার জন্য পরছিলো।

দাদা আপনাকে অনেক ভালোবাসেন। তাই তো আপনার পছন্দের কাজগুলো করার চেষ্টা করেন। আসলে আপনাকে খুশি করার জন্যই দাদার যত প্রচেষ্টা। টিনটিন যেহেতু অনেক ছোট তাই তো সে এখনো বেশ জেদি। তবে সময়ের সাথে সাথে যখন বড় হবে তখন ঠিক হয়ে যাবে। ফুল গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। মন চাচ্ছে ফুলের রাজ্যে হারিয়ে যাই। সত্যি বৌদি এরকম কোন জায়গায় সময় কাটালে সত্যি অনেক ভালো সময় কাটবে। দারুন ছিল আপনাদের কাটানো মুহূর্তগুলো।

 2 years ago 

অর্কিড গ্রিন হাউসে গিয়ে দারুণ ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক এই ধরনের ফুল নিজ চোখে কখনো দেখা হয়নি। অনেক সুন্দর পরিবেশ যেটা সত্যি উপভোগ্য ছিল। ফুলের সৌন্দর্যতা পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে।

 2 years ago 

টিনটিনের কিন্তু শুধু জেদটাই কিন্তু দাদার মতোন না,মেধাটাও মাশাল্লাহ দাদার মতোন ই।আপনার আর দাদার ছবি দেখেছি ট্রেডিশনাল লুকে,সুন্দর ই লাগছে কিন্তু।
হ্যা বৌদি,জানি আপনার ফুল অনেক পছন্দ।

 2 years ago 

দিদিমনি আমি জানি ফুল আপনার কতটা প্রিয়।
"গ্যাংটক অর্কিড হাউজে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মন মাতানো ফটোগ্রাফি" দেখে অভিভূত হলাম। বিশেষ করে আপনার ড্রেসআপ টি কিন্তু অসাধারণ হয়েছে। আর সেই গানটি মনে পড়ছে লাল জুতো পায় দিদিমণি যায়। টিনটিন বাবাই কে ও কিন্তু খুবই চমৎকার লাগছে। আসলে দারুন হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি।এত চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥

 2 years ago 

ওয়াও অসাধারণ ছিল প্রতিটি ফুলের ফটোগ্রাফি৷ আপনারা পাচ দিনের জন্য গাড়ি ভাড়া করেছেন ৷ তবে সত্যি অর্কিড হাউজে গিয়ে চমৎকার কিছু ফুলের ফটো তুলেছেন ৷
অনেক ভালো লাগলো বৌদি ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81