স্বরচিত একটি কবিতা " সম্পর্ক"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ,আপনারা সবাই ভালো আছেন। আজ কে আমি একটি ভিন্ন ধর্মী কবিতা শেয়ার করবো। আজ কবিতা লেখার ইচ্ছা ছিল না। শুধু মাত্র সময়ের অভাবে কবিতা লিখছি। চলুন শুরু করা যাক। আশা করি, আপনাদের ভালো লাগবে।

IMG_20220821_080127.jpg

সম্পর্ক

চাঁদের সাথে সূর্য যেমন ভাইয়ের সাথে বোন
সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।
চিন্তা ধারায় ভিন্নতা থাক ,হোক না ঝগড়াঝাঁটি
তবু তাদের মাঝেই পাবে অকৃতি খুনসুটি।
দূরত্বটা যতই থাকুক ,অভিন্ন তাদের আত্মা
আপন মাঝে তাদের পাওয়া সকল পূর্ণতা।
সুসময়ে ছায়ার মত যদিও থাকে পাশে,
বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।
বায়না তাদের হরেক রকম , আবদারের পসরা
মিললে ভালো না মিললেও নেই তেমন ঝামেলা,
গ্রহণ লাগুক চন্দ্র সূর্যে, ভাইয়ে বোনে না
রক্ত তাদের বলে কথা এক যে তাদের মা।
সম্পর্কটা অটুট থাকুক অটুট তাদের বন্ধন,
সুভাষ সরাই ভাইয়ে বোনে যেনো চন্দন।
পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে
সম্পর্কের গভীরতা মাপুক বিশ্ব লোকে।

Sort:  
 2 years ago 

ভীষণ সুন্দর কবিতা লিখেছো বৌদি আর কবিতাটার নামকরণটাও বেশ ভালো হয়েছে।

 2 years ago 

সত্যি বৌদি কিছু কিছু সম্পর্ক এমন থাকে হাজার ঝগড়া রাগারাগি হলেও দুঃসময়ে তারাই আগে ছুটে আসে। তারাই আবার সুসময়েও পাশে থাকে। দারুণ একটি কবিতা লিখেছেন। প্রতিটা লাইন ছিল সুন্দর অর্থপূর্ণ।।

 2 years ago 

আপনার কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে বৌদি। আসলে ভাইবোনের সম্পর্কটা খুবই মজবুত হয় হয়তো এখানে অনেক ঝগড়াঝাটি হয় কিন্তু সম্পর্কটা খুবই সুন্দর থাকে। সত্যিই খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটির প্রতিটি লাইন করেছি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

পৃথিবীতে মধুর সম্পর্কের মধ্যে অন্যতম ভাই বোনের সম্পর্ক। ঘুনসুটি মারামারি ও আদর্শ স্নেহে ঘেরা এই বন্ধন। এই সম্পর্কের গভীরতা বিশ্ববাসীর পক্ষে মাপা অসম্ভব। আপু আপনার কাছ থেকে এমন সুন্দর কবিতা আরো চাই।

 2 years ago 

বৌদি সম্পর্ক নিয়ে অনেকগুলো মূল্যবান কথা লিখেছেন। যেগুলো পড়তে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। আসলে পৃথিবীতে অনেক ধরনের সম্পর্ক থাকে তার মধ্যে ভাই বোনের সম্পর্ক অনেক মধুর। অনেক খুনসুটি অনেক ঝগড়াঝাটি সবই থাকে কিন্তু দিনশেষে আবার সেই বন্ধন যেন আরো মজবুত হয়। ভাই বোনের সম্পর্কের গভীরতা এবং সম্পর্কের বন্ধন এটা আসলে জন্ম জন্মান্তরের। কোন কিছুর মাপকাঠিতে এর তুলনা হয় না। অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বৌদি নমস্কার
বৌদি খুব সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন ৷হুম বৌদি ভাই বোনের সম্পর্ক কখনো ছিন্ন হওয়ার নয় ৷ভাই বোনের ভালোবাসা গুলো কখনো মুছে যাওয়ার নয় ৷কত মারামারি ঝগড়া বিবাদ তবুও দিনশেষ ভাই বোনের সম্পর্ক থেকেই যায় ৷

 2 years ago 

বাহ খুবই চমৎকার একটি কবিতা রচনা করেছেন বৌদি সম্পর্ক এই কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি এই কবিতার মাঝে অনেকগুলো সম্পর্কের কথা তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।

 2 years ago (edited)

বোদি আপনি শত ব্যস্ততার মাঝে ও কত সুন্দর সুন্দর কবিতা লিখেন ভালো লাগে।প্রতিটি লাইন বেশ সুন্দর।

সম্পর্কটা অটুট থাকুক অটুট তাদের বন্ধন,
সুভাষ সরাই ভাইয়ে বোনে যেনো চন্দন।
পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে
সম্পর্কের গভীরতা মাপুক বিশ্ব লোকে।

খুব সুন্দর লাইনগুলো।ধন্যবাদ

 2 years ago 

বৌদি আপনার এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ভাই বোনের সম্পর্ক কোনদিনও ছিন্ন হয় না। ভাই-বোনের মধ্যে যতই ঝগড়াঝাঁটি হোক কিংবা রাগ অনুরাগ হোক না কেন ভাই -বোনের সম্পর্ক সারা জীবন অপেক্ষা থাকে। ভাই-বোন পরস্পরের জন্য বটগাছের ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক আরো সৌন্দর্যময় হয়ে উঠুক। বৌদি আপনার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41