"অন্য রকম ভাবে বিবাহ বার্ষিকী পালন করলাম"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সুন্দর মিষ্টি একটা দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমাদের বিবাহ বার্ষিকী গেলো। আমরা প্রতি বছর বাড়ীতে সবাই মিলে কেক কাটা হয় আর। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কিছু বাড়ীতে করি। তবে এবার বিবাহ বার্ষিকী আমরা বাইরে পিকনিক স্পট করেছিলাম। তবে আগে থেকে সেরকম কোন প্ল্যান ছিলো না। এটা হটাৎ করেই হয়ে গেল। তবে অনেক দিন থেকেই ভাবছি পরিবারের সবাই মিলে বাইরে কোথাও গিয়ে পিকনিক করবো। আসলে ডিসেম্বর মাস চলছে শীতকাল পিকনিক না করলে ভালো লাগে। কিন্তু যাবো যাবো করতে সময়ই হচ্ছে না। একটার পর একটা কাজ সামনে চলে আসছে। আমরা প্রতিবছর আমাদের ছাদে পিকনিক করা হয়। বাইরে যাওয়ার সময় হয় না। তবে একদিন রাতে আমাকে বলে এবার বিবাহ বার্ষিকী বাইরে গিয়ে পালন করলে কেমন হয়। আমি বললাম কোথায় যাবে? শুধু বললো তুমি দেখো কোথায় যাবে। উত্তরে বললাম কোথাও যেতে হবে না বাড়ীতে একটু কেক কাটলে হবে।কিছু না বলে চুপ করে থাকলো। আমি ও আর গুরুত্ব দেয় নি।

IMG-20221206-WA0014.jpg

IMG-20221206-WA0009.jpg

IMG_20221204_124906.jpg

IMG_20221204_162824.jpg
পরে একটি পিকনিক স্পট ঠিক করলো। আমাকে বলে তুমি তো চাইছিলে বাইরে গিয়ে পিকনিক করতে। তাহলে এই সুযোগে চলো পিকনিক করা যাবে আবার দিনটি পালন করা হবে।পড়ে আমি ও আর না করলাম না। তবে সত্যি অনেক মজা হয়েছিলো সেদিন। তবে বাইরের কাউকে বলার সময় ছিলো না। তাই পরিবারের সবাই মিলে দিনটি পালন করা হয়েছিলো। পিকনিক স্পট বেশ বড় ছিলো। একটি পুকুর ছিলো,পুকুরে বোটিং এর ব্যাবস্থা ও ছিলো। দিনটি আমারা বেশ আনন্দ হৈ হুল্লোর ও খেলার ধুলার মধ্যে কেটেছিলো। তবে এত বেশি আনন্দ করেছিলাম যে ছবি তোলার কথা ভুলেই গিয়েছিলাম। সেদিন কিছু সময়ের জন্য আমরা যেন ছেলে বেলায় ফিরে গিয়েছিলাম। ভুলেই গিয়েছিলাম যে এখন আমরা বড় হয়ে গিয়েছি। এর সব কিছু হয়েছিলো আমার প্রিয় মানুষটি আর মিষ্টি বোনের জন্য। এই দুই জন মানুষ আমাকে খুশি করার জন্য সবরকম চেষ্টা করে। আমরা সেদিন সারাদিন অনেক আনন্দ করেছিলাম। পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কেক কেটে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।

IMG_20221204_124651.jpg

IMG_20221204_124700.jpg

IMG_20221204_124719.jpg

IMG_20221204_124731.jpg

IMG_20221204_124745.jpg

IMG_20221204_125040.jpg

IMG-20221206-WA0025.jpg

IMG-20221206-WA0012.jpg

IMG-20221206-WA0015.jpg

IMG-20221206-WA0013.jpg

IMG-20221206-WA0010.jpg

IMG-20221206-WA0006.jpg

Sort:  
 2 years ago 

দিদি ভাই বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।আপনার জীবন অনেক বেশী শান্তি হোক এ প্রত্যাশাই করি। পরিবার পরিজন নিয়ে সুখের হোক দিনগুলি। সত্যি ই জায়গাটা অনেক সুন্দর। খুব বেশি মজা করেছেন জেনে ভাল লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। ধন্যবাদ দিদি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যদিও আগেই একটি পোস্টের মাধ্যমে বিবাহ বার্ষিকীর ক্ষুদ্র শুভেচ্ছা জানোনোর সুযোগ হয়েছিল,তবু আজকের পোস্টটির কমেন্টের মাধ্যমে আবারও বলছি- শুভ- বিবাহ বার্ষিকী প্রিয় দাদা- আর বউদি। বেচেঁ থাকুক আপনাদের ভালবাসা যুগ যুগ ধরে। তবে আজকের পোস্টের মাধ্যমে ভাল একটি আইডিয়া পেলাম। আর সেটা হলো - পিকনিক করে বিবাহ বার্ষিকী পালন- হাহাহা।

 2 years ago 

হুম কিছুটা রেশ আমরাও পেয়েছিলাম দাদার মুখে শুনে। তবে দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে খুব বেশী উপভোগ্য ছিলো দিনটি, দারুণ সুন্দর একটা পরিবেশ। আর এই রকম পরিবেশে, বিশেষ দিনে প্রিয় মানুষটি পাশে থাকা মানে সময়গুলোকে আরো বেশী রঙিন করার সুযোগ। দোয়া করি এই রকম আনন্দময় পরিবেশ সর্বদা থাকুক আপনার জীবনে।

 2 years ago 

প্রথমে আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রইল। এই ভালোবাসা যেন চিরকাল এমনই থাকে এই দোয়াই করি। আসলে দাদার মুখে শুনে ছিলাম আপনাদের এই ভ্রমণ কাহিনীর কথা। আসলে আজকে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো, দোয়া রইল আপনাদের দুজনের জন্য ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক আপনাদের দুজনের জীবন।

 2 years ago 

বাহ্ বাহ্ দারুন কেটেছে দেখি দিনটা। প্ল্যানিং করে আসলেই কিছু হয় না দিদিভাই। এমন একটা বিশেষ দিনে এমন সুন্দর একটা জায়গায় পছন্দের মানুষের সাথে সময় কাটানোর চাইতে ভালো মুহূর্ত আর কিই বা হতে পারে জীবনে! সত্যিই চমৎকার ছিল পুরো পরিবেশ টা। জীবনে এমন মুহূর্ত বারবার ফিরে আসুক এটাই প্রার্থনা করি দিদিভাই। ভালো থাকবেন।

 2 years ago 

হঠাৎ করেই এরকম একটা সারপ্রাইজ বেশ ভালোই লেগেছে । ছবি দেখে বোঝা যাচ্ছে পুরো ফ্যামিলি খুব ভালো মজা করেছেন, আমার সাথে ওই রকম হয়েছে এত মজা করেছি কিন্তু ছবি তুলতে ভুলে গেছি, অনেক সময় আনন্দের মাঝে আমরা ভুলে যাই সেগুলো ছবি বন্দী করে রাখার কথা গুলো ।

 2 years ago 

গতদিন ব্ল‍্যাকস দাদার পোস্টে এই সম্পর্কে কিছুটা পড়েছিলাম। পিকনিকে যাওয়ার পেছনের ঘটনা টা আজ আপনার পোস্ট থেকে জানতে পারলাম। সবাই মিলে দারুণ আনন্দ করেছেন। এবং এই জায়গা টাও বেশ সুন্দর এবং প্রাকৃতিক ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য বৌদি।।

 2 years ago 

আসলে ডিসেম্বর মাসে পিকনিক না হলে চলেই না।আর পরিবারের সবাই মিলে বাহিরে কোথাও পিকনিক করার মজাই আলাদা।বিবাহ বার্ষিকি উপলক্ষে বেশ ভালোই মজা করেছেন।আসলে দাদা সবসময়ই পরিবারকে ভালো রাখার চেষ্টা করে এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে।মাঝে মাঝে এমন হয় ছবি তোলতেই ভুলে যাওয়া হয়।এবার তাহলে বেশ অন্যরকম বিবাহবার্ষিকী পালন হলো। জায়গা বেশ সুন্দর মনে হচ্ছে ছবি দেখে।এবাবেই আপনারা বেশ ভালো থাকেন, খুশি থাকেন এই প্রত্যাশা করি।বারবার আপনাদের এই দিনটা ফিরে আসুক।ধন্যবাদ

 2 years ago 

শীতকালেই একমাত্র পিকনিক করতে বেশি মজা।আপনারা এক কাজে দুই কাজ সেরে ফেলেছেন বৌদি।আপনার বহু দিন ধরে বাইরে পিকনিক করার ইচ্ছেটাও পূরণ হলো আবার সুন্দরভাবে বিবাহ বার্ষিকী পালন করা ও হলো।জায়গাটি খুবই সুন্দর ও আর্টগুলি অসাধারণ ছিল।ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88295.05
ETH 3086.02
USDT 1.00
SBD 2.76