"কয়েক ধরনের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের সাথে পাঁচ রকম পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ইকো পার্ক সম্পর্কে অনেক কিছু জানেন। আমার ও টিনটিন বাবুর ইকোপার্ক খুবই পছন্দের একটি জায়গা। আমরা একটু সময় পেলেই ইকো পার্ক ঘুরতে যাওয়া হয়। মাঝে মধ্যে আমরা ব্যাট ও বল নিয়ে গিয়ে খেলা করি। প্রায় ছোট বড় সবারই এই ইকো পার্ক ভালো লাগবে। এই পার্কের ভেতরে টয় ট্রেন ও বোটিং এর সু ব্যাবস্থা আছে। যদিও আমরা এখনও বোটিং এ যাওয়া হয়নি। আসলে আমার জলে খুব ভয়। আবার সাঁতার পারি না। তাই আর যাওয়া হয় নি। আর আমার জন্য কার ও যাওয়া হয়নি। শীতের সময়ে আমি এখানে যাবো ই যাবো। বলতে পারেন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ইকো পার্কে যাওয়া শুধু ফুলের লোভে।

শীতের সময়ে এই পার্কটি ফুলে ফুলে ভরে ওঠে। যেদিকে তাকাই শুধু বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল দেখতে পাই। শুধু এই ফুলের নেশায় আমি পার্কে যাই। বেশ কিছুদিন আগে শীতের সময় আমরা পরিবারের সবাই মিলে ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম। আসলে
কোথাও গেলে আমরা সবাই মিলে যাই। আমার
মনে পড়ে না কোনদিন আমরা দুজনে কোথাও গিয়েছি। কারণ আমি চাই আনন্দ টুকু সবাই মিলে উপভোগ
করতে। আর কষ্ট শুধু নিজের থাক। যাই হোক যাওয়ার একমাত্র কারণ ছিলো ফুল গুলো। তবে সেবার গিয়ে আমি ফটোগ্রাফি করিনি। শুধু ঘুরে ঘুরে ফুলের সৌন্দর্য উপভোগ করেছিলাম। আমার মনে হয় ফটোগ্রাফি করতে গেলে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় না।এদিকে আবার ভালোলাগা ও মন্দলাগা সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তো। এই কমিউনিটি কে আমার পরিবারের একটা অংশ মনে করি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা ভেবেই কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছিলাম।আর আপনারা তো জানেন আমি ফুল কতটা ভালোবাসি।আর বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল দেখে লোভ সামলাতে পারলাম না।রং বেরংয়ের পিটুনিয়া ফুল গুলো দেখতে ও সুন্দর লাগছিলো।

IMG_20220219_165211.jpg
কিছু বেগুনী রঙের ভিতর সাদা সাদা দাগ কাটা পিটুনিয়া ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর গাছ গুলো অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে ছিলো।
তারিখ: ২৩ জানুয়ারি ২০২৩, সময়: বিকাল ৫.২৪ মিনিট
স্থান: ইকো পার্ক, কলকাতা

IMG_20220219_165112.jpg

IMG_20220219_170741.jpg
আর এক পাশে লাল ও গোলাপী রঙের ফুলের ভেতর সাদা সাদা দাগ কাটা রয়েছে।আবার সাদা রঙের ফুল ও রয়েছে।এক এক খন্ডে বিভক্ত রয়েছে গাছ গুলো।
তারিখ: ২৩ জানুয়ারি ২০২৩, সময়: ৫.৩০ মিনিট
স্থান: ইকো পার্ক, কলকাতা

IMG_20220219_165144.jpg

IMG_20220219_170750.jpg

IMG_20220219_165157.jpg

এই পিটুনিয়া ফুল গুলো প্রায় নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ফুল ফুটতে থাকে। এই গাছ গুলো ব্যালকনি তে লাগালে ব্যালকনির শোভা হাজার গুণ বাড়িয়ে দেয়। এই পিটুনিয়া ফুল গাছ গুলো লতা গাছের বাড়তে থাকে। এই ফুল গুলো দেখতে ও অনেক সুন্দর লাগে।
তারিখ: ২৩ জানুয়ারি ২০২৩, সময়: বিকাল ৫.৩৫ মিনিট
স্থান: ইকো পার্ক, কলকাতা

ক্যামেরা পরিচিতি: redmi 8 poro
ক্যামেরা লেন্থ: ৫ মিলিমিটার

Sort:  
 3 years ago 

টিনটিন বাবু এবং আপনি সময় পেলেই ইকো পার্কে ঘুরতে যান জেনে ভালো লাগলো বৌদি। আসলে এই জায়গাটি সত্যি অনেক সুন্দর। চারপাশের পরিবেশ সুন্দরভাবে সাজানো গোছানো। সেখানে গিয়ে বেট বল খেলেন জেনে ভালো লাগলো। পিটুনিয়া ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আর ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা দেখে মুগ্ধ হলাম বৌদি। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার মত আমারও জলে খুব ভয় । আমি নৌকায় অথবা বোটে উঠতে অনেক বেশি ভয় পাই তার কারণ হচ্ছে সাঁতার না জানা । আপনার পোস্ট পড়ে যতটুকু বুঝতে পারলাম ইকো পার্ক আপনার খুব প্রিয় একটি জায়গা । আপনি ইকো পার্ক থেকে অনেক সুন্দর সুন্দর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন । পিটুনিয়া ফুলের মধ্যে অনেক ধরনের জাত রয়েছে এর মধ্যে অনেকগুলির ফটোগ্রাফি আপনি আজকে শেয়ার করেছেন আমাদের মাঝে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকোপার্ক থেকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

হুম বৌদি ছোট দাদার পোষ্টে ও দেখেছি সেও নাকি মাঝে মধ্যে সময় পেলেই বাবু টিনটিন কে বেড়াতে যায় ইকো পার্কে ৷ ভালো লাগলো ইকো পার্কে পিটুনিয়া কয়েক রকমের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ৷
যা হোক বৌদি ভাই আপনিও যে বড় দাদার মতো একদম বড় মনের মানুষ তা বুঝি ৷ আপনারা যে কোনো খানে গেলে পুরো পরিবার মিলে যান ৷ যেটা দেখে অনেক ভালো লাগে ৷ এভাবেই যেন একটা সুন্দর সুখের সংসারে ভালোবাসা চিরকাল অটুট থাকুক এমনটাই প্রর্থনা ঈশ্বের নিকট ৲৷

 3 years ago 

বৌদি, আনন্দ সর্বদা আপনাকে ঘিরে রাখুক। কষ্ট আপনাকে কখনো ছুঁয়ে না যাক, এমনটা প্রত্যাশা সর্বদা ব্যক্ত করি বা করছি। তবে বোটিং এর চিন্তা মাথায় থাকলে, অবশ্যই নিরাপত্তার কথা চিন্তা করে হলেও, সাঁতার শেখা জরুরী। পিটুনিয়া ফুলের ছবি গুলো বেশ ভালোই তুলেছেন।

শুভেচ্ছা রইল আপনার জন্য। 🙏

 3 years ago 

বৌদি আপনি ঠিক বলেছেন কোথাও গেলে সবাই মিলে গেলেই ভালো লাগে। সবাই মিলে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে। দুঃখ টুকু নিজেরই থাক, কথাটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক আপনি কিন্তু সেখানে গিয়ে খুব সুন্দর কিছু পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। ঠিক বলেছেন কোথাও গিয়ে ফটোগ্রাফি করতে মনে থাকেনা,ভালো লাগেনা ইচ্ছে করে ঘুরে ঘুরে উপভোগ করি। বৌদি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধরনের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই পিটুনিয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর। যদিও ফুল গুলো ছোট কিন্তু এর বিভিন্ন কালার রয়েছে এবং প্রত্যেকটা কালারের একেক রকম উজ্জ্বলতা রয়েছে। বৌদি এই এই কমিউনিটি টাকে আপনি নিজের পরিবার মনে করেন বলেই আপনি নিজের ইচ্ছা ভালবাসা ভালোলাগা সবকিছু আমাদের সাথে শেয়ার করেন। এর জন্য আপনাকে খুব ভালো লাগে। ফোনে আজকে যে ফুলের ফটোগ্রাফি করেছেন ফুলগুলো সত্যি চমৎকার ছিল। দেখে মুগ্ধ হলাম অনেক ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি বলতে বৌদি পিটুনিয়া ফুলের অনেকগুলো জাত রয়েছে। আমি নিজেও কয়েকটি জাতের পিটুনিয়া ফুল দেখেছিলাম এবং কিছু ফটোগ্রাফি করেছিলাম। পিটুনিয়া ফুল দেখতে বেশ চমৎকার আর বিভিন্ন কালারের কারণে এটি আরো বেশি মনমুগ্ধকর লাগে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনারা কোথাও গেলে সবাই একসাথে যান এটা জেনে খুব ভালো লাগলো বৌদি। আসলে সবাই একসাথে গেলে অনেক মজা হয়। এতো ধরনের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো বৌদি। ইকো পার্কে গিয়ে ফুলের সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করেছেন দেখছি। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার খুবি ভালো লাগছে। আমি এই ফুল গুলো খুবি পছন্দ করি।তাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ আমি।শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 115249.08
ETH 4215.18
USDT 1.00
SBD 0.62