বাংলাদেশের গ্রাম:" সকালের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য

in আমার বাংলা ব্লগlast year

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনারা অনেকেই জানেন কয়েকদিনের জন্য আমরা বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলাম। গতবার শীতের সময় বাংলাদেশের গ্রাম গুলো আমার ভীষণ মন কেড়ে ছিলো।তাই এবার পূজার সময় বাবুর স্কুল অনেক দিনের জন্য ছুটি ছিলো তাই ভাবলাম বাংলাদেশ ঘুরে আসা যাক। সামনে আমার দেবোরের বিয়ে তাই একবার ভেবেছিলাম যাবো না।কিন্তু সত্যি বলতে কী আপনাদের দাদার অনুরোধ ফেলতে পারিনা। এদিকে আবার গ্রামে পূজা দেখার সুযোগটা ও হাত ছাড়া করতে চাইছিলাম না। আর আমার মনে হয় গ্রামে না গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় না। তবে এবার বাংলাদেশে গিয়ে প্রকৃতির বিভিন্ন রূপ উপভোগ করেছি।

IMG_20231018_064658.jpg

IMG_20231018_064837.jpg
বাংলাদেশ থাকতে প্রায়ই দিনই সকাল বেলা আমরা হাঁটতে বের হতাম। সকাল বেলা হাঁটতে বের হলেই হালকা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হতো। আর হালকা হালকা কুয়াশা পরে। আবার ঘাসের উপর শিশির বিন্দু দেখা যেত।

IMG_20231020_080041.jpg

IMG_20231020_080034.jpg
গ্রামের ভিতর দিয়ে ইট পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি পুকুরের মাঝ বরাবর সাদা শাপলা ফুল ফুটেছে দেখতে বেশ সুন্দর লাগছিলো। আবার ফুলের উপর সকালের সোনার রোদ পড়েছে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দেখতে এত ভালো লাগছিলো যে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। তাই তাড়াতাড়ি ছবি তুলে নিলাম।

IMG_20231020_080309.jpg

IMG_20231020_080237.jpg
আবার কিছুদূর যেতেই দেখি কিছু লাল শাপলা ফুটেছে

IMG_20231020_081523.jpg

IMG_20231020_081519.jpg
এই ফুল গুলোর নাম আমার জানা নেই। অন্য গাছের উপর এই গাছ গুলো হতে দেখা যায়। আমার মনে হয় এগুলো পরগাছা। তবে খুব গুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো।

IMG_20231018_070500.jpg

IMG_20231018_070422.jpg

IMG_20231018_064924.jpg

Sort:  
 last year 

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য গুলো অনেক ভালো লাগে। যদি এমন সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে গ্রামে গেলেই খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। বিশেষ করে গ্রাম বাংলার শীতের দিনে শিশির ভেজা ঘাসের উপর সকাল বেলায় হাঁটা খুবই ভালো লাগে। আপনি অনেক ভালো করেছেন বাংলাদেশ ঘুরতে এসে দারুন আনন্দ উপভোগ করলেন পুজোর সময়। অনেক ধন্যবাদ দিদি আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বৌদি,
দাদা বাংলাদেশে থাকার সময়ই বলেছিল, রোজ সে সকালবেলা করে ঘুম থেকে উঠেছিল এবং আপনার সঙ্গে এদিক সেদিক ঘোরাঘুরি করেছিল, আপনারা একসঙ্গে গ্রামের মন্দিরে পূজা দেখতে গিয়েছিলেন এবং ফেরার পথে আখ কিনে নিয়ে এসেছিলেন। যাইহোক আপনাদের সময় যে বেশ ভালই কেটেছিল, তা আপনার ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। শুভেচ্ছা রইল বৌদি 🙏

 last year 

দিদি আপনি ঠিকই বলেছেন গ্রামে না গেলে প্রাকৃতিক সুন্দর্য উপভোগ করা যায় না। বাংলাদেশে এসে প্রাকৃতিক রূপ উপভোগ করেছেন জেনে অনেক ভালো লাগলো। সকালের দিকে কুয়াশা পড়ে হালকা তবে হাটতে কিন্তু ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো তাইতো বারবার দেখছিলাম। ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সত্যি কথা বলতে কি আপনার পোস্ট দেখে মনে হচ্ছে যেন আপনি শুধু দক্ষিণ অঞ্চল ভ্রমণ করে গেছেন না বাংলাদেশে এসে আমাদের গ্রাম ভ্রমণ করে গেছেন। যেখানে পুকুরের দৃশ্য রয়েছে ঢোলকলমি ফুল রয়েছে, পাশাপাশি যে জিনিসগুলো আমাদের পুকুর পাড়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলোই আপনার পোষ্টের মাঝে খুঁজে পেয়েছি। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট।

 last year 

দিদি বাংলাদেশে এসে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। এটা সত্যি গ্রামে না গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করা যায় না।আপনি বাংলাদেশের গ্রামে এসে সকাল বেলা হাঁটতে বের হয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ফটোগ্রাফিগুলো দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 last year 

বউদি আমার মনে হয় আপনার নাম না জানা ফুলটি হলো নয়ন তারা। তবে আমার কিন্তু একটি আফসোস রয়েই গেল বাংলাদেশে জন্মগ্রহণ করলেও কিন্তু এদেশের গ্রাম গুলো তেমন করে দেখা হয়নি। তবে গ্রামের প্রকৃতি কিন্তু আমায় অনেক টানে। বেশ দারুন একটি পোস্ট ছিল বউদি।

 last year 

আসলেই বৌদি গ্রামে না গেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় না। আপনারা এবার বেশ উপভোগ করেছেন বাংলাদেশ ভ্রমণটা। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল বৌদি। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। হালকা ঠান্ডার সময় সকালে হাঁটাহাঁটি করতে আসলেই খুব ভালো লাগে। সবমিলিয়ে পোস্টটি দেখে খুব ভালো লাগলো বৌদি। যাইহোক এতো মনোমুগ্ধকর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year (edited)

নাম না জানা পরগাছা গুলোর ফুল আমাদের অঞ্চলে মাইকফুল নামে পরিচিত। এগুলো দেখতে অনেকটা কলমি ফুলের মত লাগে। এখন গ্রামের দিকে হালকা শীত পড়েছে। আর এই সময় গ্রামীণ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। যেহেতু সামনে অনেক ব্যস্ত হয়ে পড়বেন তাই পুজোর ছুটিতে বাংলাদেশের গ্রামে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো বৌদি। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

 last year 

বৌদি প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের দেশে আসার জন্য। আমাদের দেশের সকালে গ্রামের প্রকৃতির সৌন্দর্য আপনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাদের গ্রাম বাংলার এত চমৎকার ফটোগ্রাফি করেছেন। আমাদের এই বাংলাদেশ আপনার কাছে কেমন লেগেছে বৌদি একটু জানাবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা এবং শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62