"পুরানো অ্যালবাম থেকে সাজানো মেঘলা দিনের প্রাকৃতির দৃশ্যের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ4 months ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পড়ছে আবার মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টি ও হচ্ছে। কিন্তু তার ভিতরে একটা ভ্যাপসা গরম পড়ছে।বেশ কয়েকদিন হলো বাবুর স্কুল ও বন্ধ হয়েছে। গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেছে। অনেক দিন হয়েছে তেমন কোথাও যাওয়া হয় না। তাই কিছুদিন মন চাইছিলো কোথা থেকে ঘুরে আসি। কিন্তু হয়ে উঠছে না। আর অনেক দিন পর আমার মা - বাবা ও আসছে আমার বাড়ীতে।তাই যাওয়ার ইচ্ছাটা একটু বেশি বলতে পারেন। কিন্তু আজ যাই কাল যাই করে যাওয়া হয়ে উঠছে না।শুধু মাত্র সময়ের অভাবে হয়ে উঠছে না। তবে আমার প্রিয় মানুষটির সময় খুব কম। তার সারা দিন রাত শুধু কাজের মধ্যে দিয়ে তার সময় কাটে। বেশ কিছুদিন আপনাদের সাথে কোন কিছুই শেয়ার করা হচ্ছে না। তাই আজ অনেক দিন পর ভাবলাম আপনাদের সাথে ফোনের গ্যালারি থেকে পুরনো ছবি শেয়ার করা যাক। মেঘলা দিনের প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।

গত বছর এক বর্ষার দিন বিকালে গাড়ি নিয়ে বেড়িয়েছিলাম।বলতে পারেন অনেকটা উদ্দেশ্য হীন ভাবে। আসলে উদ্দেশ্যহীন ভাবে কোথাও যেতে ভালোই লাগে। শুধু ড্রাইভারকে বললাম শহর থেকে একটু দূরে নির্জন কোন স্থানে গাড়ি থামাতে। এরপর কিছুক্ষন গাড়ি চললো। তারপর নির্জন কোন স্থানে গাড়ি থামলে আমরা গাড়ি থেকে নামতেই ঠান্ডা একটা হওয়া এসে মনটা জুড়িয়ে দিলো। সারি সারি গাছ লাগানো ছিলো। আবার ছোট ছোট ঘাস হালকা হালকা ভেজা রয়েছে।মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসছে।আসলে পরিবেশটা খুব ভালো লাগছিলো।

IMG20220717181815.jpg

IMG20220717181921.jpg
এই ফটোগ্রাফি গুলো ইকো পার্কের সামনে থেকে তুলেছিলাম। আকাশের মেঘের ছবি তুলতে আমার খুব ভালো লাগে। তাই তো মাঝে মধ্যে বিকাল পড়লে ছাদে গিয়ে আকাশের মেঘ দেখি।

IMG-20221119-WA0011.jpg

IMG_20221116_143928.jpg

IMG_20221101_170102.jpg
মেঘলা দিনের প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি। এমন ঘন গাছের মাঝে সময় কাটাতে পারলে মনটা ভালো হয়ে যায়। গাছ আমাদের প্রকৃতির বন্ধু।

Sort:  

প্রাকৃতিক সৌন্দর্যে আবদ্ধ হলেও অনেকেই এই ধরনের ছবির গুরুত্ব বোধ করতে পারেন। এই অ্যালবামের মাধ্যমে মনের এক পাঠকের সাথে প্রকৃতির মিলনের সুযোগ পেতে পারি। মেঘলা দিনের সৌন্দর্যে চিত্রকলার মাধ্যমে অবিস্মরণীয় মুহূর্ত ক্যাচ করা সম্ভব। ফটোগ্রাফি করার মাধ্যমে এই অপূর্ব দৃশ্যগুলির সংরক্ষণ করা হয়, যা পরবর্তীতে পুনরায় স্মরণীয় করে। এই সুন্দর ছবিগুলি প্রকৃতির সবচেয়ে সাদামধ্যে ও সারাদিন দিনের অবসরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ভ্রমণের জন্য একটি প্রামাণিক অনুপ্রাণিত ব্যাপার। এই ছবিগুলির মাধ্যমে আমরা পৃথিবীর অপূর্ব সৌন্দর্য ও তার প্রকৃতির বিশ্ব

 4 months ago 

মেঘলা দিনের প্রাকৃতির দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম বৌদি। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। মেঘলা আকাশ দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো,এটা বলতেই হয়। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

পুরোনো এ্যালবাম থেকে পুরোনো ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দিদি।পুরোনো ফটোগ্রাফিগুলো পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়।দাদার ব্যস্ততা তাই আপনাদের বের হওয়া হচ্ছে না।আশাকরি সময় সুযোগ করে ঘুরতে যাবেন আর আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম দিদি।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

প্রিয় বৌদি, আপনার পুরানো অ্যালবাম থেকে নেওয়া মেঘলা দিনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। লম্বা গাছগুলোর দৃশ্যটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনি খুব সুন্দর করে আকাশে মেঘের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন। আপনার তোলা প্রতিটি ছবি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার মতো আমারও মেঘলা আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে।

 4 months ago 

বৌদি আপনার পুরানো অ্যালবাম থেকে সাজানো মেঘলা দিনের প্রাকৃতির দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। মেঘলা দিনের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

সত্যিই বৌদি ,গরমে সবাই একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে।তাছাড়া এখন গ্রীষ্মের ছুটিতে টিনটিন বাবু বেশ মজা করছে নিশ্চয়ই।আপনার বাবা-মা আসবে জেনে ভালো লাগলো।মাঝে মাঝেই উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে ভালোই লাগে।দাদা ব্যস্ত মানুষ সেটা অজানা নয়।যাইহোক অসাধারণ হয়েছে ফটোগ্রাফিগুলি।ধন্যবাদ বৌদি,ভালো থাকবেন।

 4 months ago 

পুরনো এ্যালবাম থেকে এই সৌন্দর্যময় প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো। আসলে অসাধারণ কিছু মুহূর্ত আজকে আপনি শেয়ার করলেন। যেগুলো ছিল খুবই সুন্দর। আসলে প্রকৃতির এই সুন্দর ফটোগ্রাফির দৃশ্য গুলো মুগ্ধকর ছিলো।

 4 months ago 

পুরনো হলো বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন বৌদি। প্রকৃতি ঘেরা প্রতিটি ফটোগ্রাফি যেন প্রকৃতির কথা বলছে। দাদার ব্যস্ততার কারণে আপাতত কোথাও বের হওয়া হচ্ছে না। আশা করি দাদা খুব তাড়াতাড়ি ব্যস্ততা কাটিয়ে আপনাদেরকে সময় দিতে পারবে। তবে মেঘলা আকাশ আর সুন্দর প্রকৃতির সমন্বযয়ে বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন দিদি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.022
BTC 26340.59
ETH 1591.70
USDT 1.00
SBD 2.27