" বাড়ীতে রাখী বন্ধন উৎসব উদযাপন"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি,আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।গতদিন রাখী বন্ধন নিয়ে একটি পোস্ট করেছিলাম। রাখী বন্ধন ভাই বোনকে এক সুতায় সারাজীবন বেঁধে রাখা। বোনেরা বসে থাকে এই দিনটির জন্য যে তারা তার দাদা ও ভাইদের রাখী পরাবে। সারাদিন ভাইয়ের সাথে খুনশুটি মারামারি লেগেই থাকে। আবার রাখী পূর্ণিমা এলে ভাইরা বসে থাকে বোনদের হাতে রাখী পরার জন্য। এটা যেন দারুন একটা মুহূর্ত। রাখী পূর্ণিমা আসার অনেক দিন আজ থেকেই রাখী কেনার ধুম পড়ে যায়। কে কতটা সুন্দর রাখী তার ভাইয়ের জন্য কিনতে পারে। আমি নিজে তাই সময় পেলে অনলাইনে দেখতাম রাখীর ডিজাইন। আবার বাইরের মার্কেটে গিয়ে দেখতাম। আপনারা জানেন বিয়ের পর থেকে আমার দেবোর কে রাখী বেঁধে দেই। কারণ ওকে আমার নিজের ভাইয়ের চোখে দেখি। যদিও বিয়ের পর থেকে আমার ভাইকে রাখী পড়াতে পারিনা। আসলে সে দূরে থাকে ইচ্ছা থাকলেও সে আসতে পারে না। কিন্তু প্রতিবছর ওর নাম করে ঠাকুরকে পড়িয়ে দেই। কিন্তু এবার আমার ভাই বলেছিলো সে আসবে রাখী পড়তে। তাই আমি অনেক খুশি ছিলাম কারণ এবার আমার দুই ভাইকে রাখী পড়াতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত ও আসতে পারলো না। আমি আমার সকল ভাইদের জন্য রাখী কিনেছিলাম। আমার একটা ভাই আছে তাকে ভার্চুয়ালি রাখী পরিয়েছিলাম। তাকে আপনারা সবাই চেনেন। সে হলো আমার পাগল ভাই সজীব। গতবছর আমার এক কথায় বাংলাদেশ থেকে চলে এসছিলো রাখী পড়তে। তবে আসতে পারিনি পরিবেশ পরিস্থিতির কারণে। তবে ও সেদিন আসবে সেদিনই ওর হাতে রাখী বেঁধে দেবো। আমার সেই পাগল ভাইটা যেন ভালো থাকে। এবং সে যেন অনেক বড় মানুষ হতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
আমার আদরের ছোটভাই সে দূরে থাকার জন্য আসতে পারিনি। ও প্রতিবছর আসতে চায় কিন্তু পারে না আর আমি ও যেতে পারি না। আসলে বিয়ের পর মেয়েরা চাইলে ও কিছু করতে পারে না। তবে আমি প্রতিবছর আমার ভাইয়ের জন্য রাখী কিনে আনি। আমাকে বলছে দিদি তুমি রেখে দেও আমি যখন যাবো সেদিন আমাকে পড়িয়ে দিও। আমি ও রেখে দিয়েছি যত্ন সহকারে। তবে এবার ওর জন্য একটু অন্য রকম সিলভারের রাখী কেনা হয়েছে। প্রথমে উঠে স্নান সেরে রাখীর দিন ভোরে উঠে আমার ভাইদের জন্য ঠাকুরের কাছে পূজা দিয়েছি। যেন আমার ভাইয়েরা সারাজীবন ভালো থাকে। ঈশ্বর যেন আমার ভাইদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে।
প্রতিবছর বিয়ের পর থেকে আমার দেবোর কে রাখী বেঁধে দেই। কারণ আমি ওকে দেবোর ভাবি না।আমি মনে করি আমার ভাই। আর সে ও কখনো আমাকে বৌদি মনে করে না। সে আমাকে দিদি ভাবে। আসলে সত্যি বলতে আমার ভাই কে রেখে এসে এখানে আর একটা ভাই পেয়েছি। আর একজনের কথা না বললেই নয় সে হলো স্বাগতা। ওর সাথে পরিচয় হওয়ার পর থেকেই সে আমার প্রিয় মানুষটিকে দাদা মনে করে রাখী বাঁধে এবং ভাই ফোঁটা দেয়। প্রতিবার সে এসে তার দাদাকে রাখী বেঁধে দেয়। যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি ঠিক যেমন চেয়েছিলাম স্বাগতা ঠিক তেমনিই। এবার ও ঠিক ও এসেছিলো তার দাদাকে রাখী বাঁধতে। আমি আগের থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম। স্বাগতা আসার পর আমি আপনাদের ছোট দাদা কে রাখী বেঁধে দিলাম । এরপর নিলয়কে রাখী বেঁধে দিলাম।
এরপর স্বাগতা তার দাদাকে রাখী বেঁধে দিলো। মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে রাখী পড়া সমাপ্ত হলো। আবার গিফট নেওয়ার পালা। বলুন তো রাখী পড়ানোর পর ভাই বা দাদার কাছ থেকে কিছু না পেলে ছাড়া যায়। কোন কিছু দেওয়া বা নেওয়ার চেয়ে আনন্দটাই আসল কথা। আর ভাই বোনের এই মধুর সম্পর্কটাই বেশি। সবশেষে খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে হয়ে গিয়েছিলো।সবকিছু মিলিয়ে দিনটি বেশ সুন্দর ভাবেই কেটে গিয়েছিলো।
আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে মধুরতম সম্পর্ক হলো ভাইবোনের সম্পর্ক।
বউদি সজীব দাদা আপনার ভাই সেটা কিন্তু জানা ছিল না। যাই হোক আমার মনে হয় ভাই বোনের বন্ধন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধন। তবে আপনাদের বন্ধন দেখে কিন্তু বেশ ভালো লাগে বউদি। বেশ সুন্দর একটি যৌথ পরিবার আপনাদের। দোয়া করি সরাটি জীবন এ বন্ধন অটুট থাকুক। শুভ কামনা রইল আপনাদের প্রতি।
আমার বাংলা ব্লগ পরিবারের সকলে আমার ভাই। সজীব আমার ভাইয়ের মত।
জি দিদি একদম ঠিক কথা বলেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্! সম্পূর্ণ পোস্টটি পড়ে এতো ভালো লেগেছে, যা বলার মতো নয়। এককথায় চমৎকার ভাবে রাখী উৎসব উদযাপন করেছেন। আপনাদের পরিবারের বন্ডিংটা দারুণ লাগে। স্বাগতা দিদির সাথে আপনার এবং দাদার সম্পর্ক খুবই ভালো। আবার আপনিও আমাদের ছোট দাদাকে নিজের ছোট ভাই মনে করেন। আসলে এমন বন্ডিং আমাদের দেশে বর্তমানে খুবই কম আছে। তাই এমন বন্ডিং দেখলে আমার খুব ভালো লাগে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
দিদি আপনাদের রাখি বন্ধন উৎসবের ছবিগুলো এবং মুহূর্তগুলো পড়ে আমার অনেক ভালো লাগছে। আপনাদের সবার মধ্যে কি সুন্দর এক বন্ধন। যা আমাকে মুগ্ধ করে তুলেছে দিদি।আপনি ছোট দাদাকে রাখি পড়ালেন আর ছোট দিদি বড় দাদাকে রাখি পরালো। কি সুন্দর এক মুহূর্ত।আপনাদের মধ্যে এমন সুন্দর বন্ধন আজীবন পর্যন্ত থাকুক।
আমাদের রাখি উৎসবটা হয় না, তবে এই উৎসব টা আমার খুব ভালো লাগে কেননা যত দিন যাচ্ছে ভাই বোনদের মধ্যে কিন্তু দূরত্বটা বাড়ছে, ভাই বোনের ভালোবাসার চমৎকার একটা বহিঃপ্রকাশ পায় এই দিন, এই দিনটা আমিও চিন্তা করি যদি একটা বোন থাকতো যাইহোক চমৎকার ছিল আপনার অনুভূতি, আপনার ভাই দূরে থাকলেও পরিবারে আপনি আরও একটা ভাই পেয়েছেন খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে।
রাখি পূর্নিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বৌদি আপনাকে।আমাদের দেশে রাখির খুব একটা প্রচলন নেই তাই কখনো রাখি পরানো হয়নি নিজের ভাইদের।কিন্তু আমার বাংলা ব্লগ এ আসার পর দুবার ভার্চুয়ালি বড় দাদা এবং ছোট দাদাকে রাখি পড়াতে পেরে খুবই ভালো লেগেছে।ওনাদের দুজনকেই নিজের ভাই এর মতো মনে করি।বৌদি আপনার বাসার রাখি উৎসব দেখে খুবই ভালো লাগলো।পৃথিবীর সকল ভাই বোনের বন্ধন চির অটুট থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।বৌদি সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।সবসময়ই ভালো থাকবেন।🙏🙏❤️❤️
সত্যি বৌদি,
ভাই বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক।
এই পরিবারটি সবসময় এমন হাসিখুশি আর আনন্দে থাকুক এই কামনা করি।
রাখি বন্ধন সম্পর্কে আগে জানতাম না তেমন। গত বছর আর এই বছর অনেক কিছু জেনেছি। কোন এক রাখি বন্ধনের সময় কোলকাতা গেলে এই বোনটির হাতে রাখি পরে আসবো। 💞
হ্যা দাদা আসবেন আমি রাখী পড়াবো। আমি ও চাই আমার বাংলা ব্লগ এর সকল দাদাদের রাখী পড়াতে। সামনের বছর আসবেন কিন্তু রাখীর দিন দাদা। এই বোন আপনার জন্য রাখী কিনে রাখবে।
অন্যরকম একটা অনুভূতি ফিল করলাম। কি বলবো বোঝাতে পারবো না!!
সামনের বছরের জন্য অপেক্ষায় রইলাম। আর আজ থেকে আমি একটি বোন পেলাম। মনে রাখবো দেশের ওপারে আমার একটি বোন আছে।
আমার ওয়াইফের কাছে আপনার গল্প করি মাঝেমধ্যেই। যে, আমাদের বৌদি অনেক লক্ষী একটা মেয়ে। কেমনে একাই সবার খেয়াল রাখে। কতকিছু ম্যানেজ করে একাই। আবার এখন দেখছি ভাইদের কথাও ভোলেনি। 💕🥰
বোনেরা কখনো ভাইয়ের কথা ভুলে যায় না দাদা।
এজন্যই ভাই বোনের সম্পর্ক এতো মিষ্টি। 😍😍
আশা করি বৌদি ভালো আছেন? প্রথমে আপনাকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাড়ীতে রাখী বন্ধন উৎসব উদযাপন করেছেন জেনে খুব ভালো লাগলো। বৌদি আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। যে সম্পর্কে মাঝে স্নেহ মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা বিদ্যমান থাকে। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন বৌদি।
ঠিক বলেছেন বৌদি পৃথিবীর সব সুন্দর সম্পর্কে মধ্যে ভাই বোনের সম্পর্ক একটি।গত কয়েকবছর ধরে দেখে আসছি আপনি ছোট দাদাকে নিজের ভাই মনে করে সুন্দর সুন্দর রাখি পরিয়ে দেন, ছোট দাদা ও আপনাাকে নিজের বোনের মত শ্রদ্ধা করে। যাই হোক বড় দাদার ও বোন স্বাগতা দিদি ও সুন্দর রাখি পরিয়ে দেয়। ভালোই লাগে আমার কাছে এই উৎসবটা।পরিশেষে সকল দাদা এবং দিদি ভালো থাকুক এই প্রত্যাশা করি।ধন্যবাদ
রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই। আসলে ভাই বোনের মধুর সম্পর্কের মতো আর কিছু নেই।
বিয়ের পর প্রত্যেকবার ছোট দাদাকে রাখি পরান জেনে অনেক ভালো লাগলো। দিদি আপনার ভাইকে রাখি পড়াতে পারেন নি তাতে কি ছোট আরেকটি ভাইকে তো রাখি পড়াতে পেরেছেন। আপনাদের পরিবারের মধ্যে কি সুন্দর একটি বন্ধন যা সত্যিই অনেক ভালো লাগে। সুন্দর একটি আনন্দমুখর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
হ্যা ঠিকই বলেছেন আপু। আমার ভাইয়ের অভাব কখনো বুঝতে দেয় না। আমার ভাইয়ের থেকে ও কোন অংশে কম নয় আপু।