স্বরচিত নতুন একটি কবিতা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কবিতা "অমর একুশে"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন?আশা করি, আপনারা সবাই ভালো আছেন।আজ অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর ভাষা শহীদদের।যাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষা বিশ্বময় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।তাই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মনে পড়ে যায় অতুল প্রসাদ মুখোপাধ্যায় সেই বিখ্যাত গান -
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় কথা কই
আমি বাংলায় ভাসি
বাংলায় ভাসি
বাংলায় জেগে রই।
ইতিহাসে ২১ ফেব্রুয়ারী একটি গৌরব ও উজ্জ্বলময় দিন। এই দিনটি দেশের প্রত্যেক নাগরিকের কাছে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। আমরা অনেকেই বাংলা ভাষা নিয়ে সাহিত্যচর্চা করি। কিন্তু আবার আমরা সেই খিচুড়ি ভাষায় কথা বলি সময় বিশেষে। যেমন চ্যাট করতে বা এস,এম,এস বার্তা হাবিজাবি শর্ট ফর্মে কথোপকথন করতে।আমি আপনি আমরা সবাই মনে প্রাণে বাঙালি।আমাদের মাতৃভাষা সকলের বাংলা। যদিও তাতে হিন্দি ইংরেজি মারাঠি শব্দ বা বাগধারা মিশে থাকে। ভাষা হল মানুষের মনের ভাব আদান প্রদানের মাধ্যম। ভাষা মানুষ কবে থেকে বলতে শিখেছে সে কথা বলা কঠিন। প্রাচীন যুগে মানুষ বনে বাস করত। নিজেদের ভাব বিনিময় করার জন্য ভাষা তৈরি করেছিল। আর তাই কালের নিয়মে এসেছে ভাষায় রদ বদল।
মোদের গর্ব
মোদের আশা
মোদেরই বাংলা ভাষা।
পৃথিবীর প্রায় ২৩ কোটি মানুষের মাতৃভাষা বাংলা। বিশ্বে বহুল প্রচলিত মাতৃভাষা গুলোর মধ্যে সংখ্যা অনুসারে বাংলা ভাষার স্থান চতুর্থ থেকে সপ্তমের মধ্য। ইংরেজি -চৈনিক - স্পানিস ইত্যাদির পর বাংলা ভাষার স্থান। বাংলা ভাষায় সাহিত্য, ইতিহাস, সংবাদপত্র ও গান কবিতা লেখা হয়ে থাকে। আমরা শুধু বাংলা সংস্কৃতি উত্তরাধিকারী এই গর্ববোধ আমাদের দুই বাঙালিরই। বাংলাদেশে ভাষা আন্দোলন ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি গৌরব উজ্জ্বলময় দিন। এই দিনটি দেশের প্রত্যেক নাগরিকের কাছে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই একটি কবিতা মনে পড়ে যায়।
ফুল পাখি নই,নইকো পাহাড় ঝরনা সাগর নই,
মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান,
আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান।
মন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। বাঙালি জাতির আত্ম- অন্বেষণের অধিকার আদায়ের সচেতনতা বহি:প্রকাশ এই অমর একুশ। আর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিছু লিখবো না তাই কি হয়। যদিও আজ যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো এটি বেশ কয়েকদিন আগে লিখেছিলাম। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন একদিন বিকালে শহীদ মিনারে ঘুরতে গিয়ে ওখানের মানুষের মুখে মাতৃভাষা দিবস নিয়ে অনেক কথা শুনেছিলাম। আর তখনই এই কবিতাটি আমি লিখেছিলাম। আসলে আমার ব্যাগে সবসময় কলম ও ডায়েরি থাকে। তাই সুযোগ পেলে কিছু না কিছু লিখতে থাকি। আজ সেই কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি, আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG-20230221-WA0000.jpg
অমর একুশে ফেব্রুয়ারী

দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি একুশে ফেব্রুয়ারি
মিলছে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।
প্রত্যাশা প্রাণে তাই খালি পায়ে হেঁটে চলা,
ঘুম নেই এই দিনে শ্রদ্ধা জানানোর আকুলতা।
বিশ্বে প্রথম একটাই জাতি তুমি বীর বাঙালি
করেছো সংগ্রাম বিলিয়েছ জীবন ভাষারই জন্য।
তাই করি আমি স্মরণ তোমার সেই সোনার ছেলেদের,
রফিক, শফিক সালাম ও বরকত আরো অনেককে।
কটি বাঙালি সমবেত হয় এই শহীদ মিনারে,
দাঁড়িয়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে তোমাদেরকে।
সেই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ভুলি কি করে।
মুখে মুখে ধ্বনিত হয় সেই সুর অবলীলায়,
যারা ছিনিয়ে এনেছে বুকের তাজা রক্তে অমর একুশ।
তোমাদের হৃদয় নিংড়ানো সেই ভালোবাসার কথা,
যে ভাষায় প্রশান্তি মিলে কোটি কোটি হৃদয়ে
ছড়িয়ে দিয়ে যায় গহীনের ফুল ঝড়ার কথা।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দিদি ভাল আছেন আশাকরি। কামনা করি সব সময় ভাল থাকেন। একুশে ফেব্রুয়ারি নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।দারুন হয়েছে। তবে মজার ব্যাপার কি জানেন?? আমিও আজ কবিতা শেয়ার করেছি কবিতার নাম আপনার কবিতার নামের সাথে মিলে গেছে।২১ ফেব্রুয়ারির এই দিনে বাংলা ভাষাকে নিয়ে আর ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন এজন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।

 2 years ago 

বৌদি পর পর আপনার পোস্ট পেয়ে ভালোই লাগলো।কারণ,আপনার পোস্টগুলোতে আপনার লেখাগুলো এমন ভাবে আপনি উপস্থাপন করেন যেনো আপনি সাধারণ কথা বলছেন,তেমন ভাবেই।এজন্যেই খুব ভালো লাগে।আর এটা ঠিক,আমরা সম্মান করি।তবে সেই আমরাই জগাখিচুরি বানাই।

 2 years ago 

বাংলা ভাষার তাৎপর্য পর্যালোচনা করে আমাদের সাথে অনেক অজানা তথ্য শেয়ার করেছেন দেখে ভাল লাগল দিদি। আপনার লেখাগুলো পড়ে অনেক গর্ব বোধ হচ্ছিল বাংলা ভাষা নিয়ে। মাঝে মাঝে গান আর কবিতাগুলো পড়ে যেন আরো বেশি ভাল লাগছিল। ২১ ফেব্রুয়ারি এবং ভাষা শহীদদের নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন । আপনার কবিতায় অনেক শ্রদ্ধা এবং সম্মান দেখানো হয়েছে বাংলা ভাষা এবং শহীদদের প্রতি। কবিতা পড়ে খুব ভাল লেগেছে। ধন্যবাদ দিদি।

 2 years ago 

বৌদি আপনার স্বরচিত একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে বৌদি সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি নিয়ে অমর একুশ খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে একুশে ফেব্রুয়ারি প্রতিটা বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আর সেই সব বীর সন্তানদের গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি।

 2 years ago 

বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আপনার লেখা এই পোস্ট অসাধারণ হয়েছে বৌদি। ভাষা শহীদের প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই। ভাষা শহীদদের জন্যই আমরা মাতৃভাষাকে ফেরত পেয়েছি এবং বাংলায় কথা বলতে পারছি। সত্যি অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। আপনি দারুণ লিখেছেন আপনি। অনেক অনেক শুভকামনা রইল বৌদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54339.14
ETH 2284.19
USDT 1.00
SBD 2.33