স্বরচিত নতুন কবিতা " শীতের বিদায়"
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন আবার নতুন একটি কবিতা লিখলাম। এখন যেনো কবিতা লেখার সময় পাচ্ছি না। বা যখন লিখতে বসি তখন কোন কবিতার কথা মনে পড়ে না। কেমন যেন ঘরের কাজে বেশি ব্যাস্ত হয়ে পড়ছি। তারপরও নিজের ভালো লাগাকে তো ছেড়ে দেওয়া যায় না। নিজের ভালো লাগা থেকেই কবিতা লিখে থাকি। আমার মনে কবিতা মানুষের জীবনের কথা বলে। অনেক না বলা কথা কবিতার মাধ্যমে তুলে ধরা যায়। জানি না এটা কত টুকু সত্য। তবে আমার যা মনে হয় সেটাই বলেছি।আসলে হটাৎ করেই কবিতা লিখে ফেললাম। আমি শীত খুব একটা পছন্দ করি না। কারণ আমার একটু ঠাণ্ডা বেশি।তাই সারাক্ষণ চিন্তা হয় কবে শীত চলে যাবে। আজ সেই ভাবনা নিয়ে কবিতাটি লিখেছি।আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
"শীতের বিদায়"
শীতরে শীত অনেক হয়েছে
যাতো এবার তোর নিজের দেশে,
যেখানে সবুজ পাহাড়, নীল সাগরে
শুভ্র তুষার আছে মিশে।
অতিথি হয়ে আসিস যে তুই
পৌষ মাঘ ফাল্গুন,
তোর তীব্রতায় অতিষ্ঠ হয়ে
নিচ্ছে তাপ লোকে আগুনে।
তোর জন্যই বিরহী আজ
স্নিগ্ধ সবুজ বৃক্ষ লতা,
তোর বিদায়ে ভরবে গাছে
কচি কচি নতুন পাতা।
অতি শীতে গরীব দুঃখী ভবঘুরে
পাচ্ছে কষ্ট রাস্তায়,
হাজার চেষ্টা করেও তারা পাচ্ছে না
ক্রয় করতে গরম কাপড় সস্তায়।
এমন দিনে দয়ালু যারা
বারাও যদি তোমার হাত
দীন দুঃখীর তরে,
শত ব্যাথায় ব্যাথিত হয়ে
একটু হাসি ফুটুক না ওদের ঘরে।।
বাস্তবতার দারুণ উপস্থাপনা তুলে ধরেছেন বৌদি কবিতায়।আমার ও না শীত বেশি আবার গরম কালে গরম ও বেশি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ব্যস্ততা আমাদের জীবনের অংশ। তবুও ব্যস্ততার মাঝে নিজের পছন্দের কাজগুলো করতে ভালো লাগে। আসলে আপনার লিখা কবিতা সব সময় দারুন হয়। এর আগেও আপনার কবিতা পড়েছি। আপনি আপনার ব্যস্ততার মাঝেও সময় করে এই দারুন কবিতা লিখে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বৌদি। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য। ♥️♥️
শীতের বিদায় নিয়ে দারুন কবিতা লিখেছেন। আসলে প্রতিটি মৌসুম ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আমাদের মাঝে হাজির হয় । যেটা আমরা উপভোগ করি সেই পরিবেশটা নিজেদের সাথে মানিয়ে নেই। শীতের সেই আগমন আবার বিদায়ের ঘন্টাও হয়ে যাচ্ছে অনেক সুন্দর ছিল আপনার লেখা কবিতা।
বৌদি আপনি শীতে সকালে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন অনেক না বলার কথা গুলো কবিতার মাধ্যমে তুলে ধরা যায়।শীত আমরা খুব একটা পছন্দ না সেটা আসলে মনে হয় যে কবে যাবে কবে যাবে। কখনো শীতের সকালে খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।
দারুণ মিষ্টি কবিতা লিখেছেন তো বৌদি শীতকে নিয়ে, সত্যি কবিতাটি পড়ে মজা পেয়েছি এবং আপসার সাথে সুর মিলিয়ে আমিও বলছি-
যে কাজটি মানুষ ভালোবেসে সে কাজ তত সুন্দর হয়,ভালো হয়।আপনি নিজের ভালো লাগা থেকে কবিতা লিখেন এজন্য এতো ভালো কবিতা লিখেন। শীতের বিদায় কবিতাটি অনেক সুন্দর হয়েছে বৌদি। অনেক ভালো লাগলো কবিতাটি।আপনার জন্য অনেক শুভকামনা রইল বৌদি।
দিদি আপনার মত আমারও শীত ভাল লাগে না।বসন্ত কাল পারফেক্ট, না গরম, না শীত।শত ব্যস্ততার মাঝেও খুব সুন্দর একটি কবিতা লিখে ফেলেছেন।খুব ভাল লাগলো দিদি।কবিতা লিখতে আসলে ভাবের দরকার হয়।আপনি ব্যস্ততা কাটিয়ে উঠবেন আশাকরি। অনেক ধন্যবাদ দিদি।
হুম বৌদি ঠিক বলেছেন কবিতা তো মানুষের মনের কথা বলে ৷ আসলে বৌদি কবিতা লিখতে সময় আর চিন্তা ধারা লিখতে হয় ৷ আমি তো মনে করি কবিতা লিখতে একটা সুন্দর মনের প্রয়োজন ৷ যা হোক বৌদি শীত আর বেশিদিন নেই ৷ তবে শীত নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ অনেক ভালো লাগলো বৌদি ধন্যবাদ ভালো থাকবেন নিজের যত্ন নিবেন সাথে পরিবারের ৷
আমারও শীত ভালো লাগে না।আমি ভাবছি কবে যে শীত যাবে,বেশ বিরক্ত লাগছে শীত সিজন টা,অতিরিক্ত শীতে কাবু হয়ে যাচ্ছি। যাই হোক বৌদি আপনার কবিতা অনেক দিন পরে পড়লাম।বৌদি কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।প্রকৃতি এবং শীত নিয়ে কবিতাটা দারুণ হয়েছে। ধন্যবাদ
সত্যিই বউদি কবিতা মনের কথা বলে। মনের না বলা কথা গুলো কে যখন কলমের খোচাঁয় কাগজে টুকে দেওয়া হয় তখনই মনে হয় সেটা কবিতা হয়ে যায়। হা হা হা। আপনার শত ব্যস্ততার মধ্যেও শীত কে বিদায় জানানোর জন্য খুব সুন্দর একটি কবিতা আপনি উপহার দিয়েছেন। কবিতার প্রতিটি লাইন কিন্তু বেশ হয়েছে। তবে আমার কাছে নিচের লাইন গুলো বেশী ভাল লেগেছে।
কবিতা লেখার জন্য সত্যিই সময়ের দরকার হয়।ঠিক বলেছেন বৌদি না বলা কথাগুলো খুব সহজেই কবিতায় তুলে ধরা যায়।আপনার কবিতাটি বরাবরের মতোই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
বৌদি তুমি তোমার ভালোলাগা থেকে কবিতা গুলো লেখো জেনে খুব ভালো লাগলো। শীত নিয়ে শেয়ার করা আজকের কবিতাটি বেশ অসাধারণ হয়েছে।শীত আমরা অনেকেই অনেক বেশি ভালোবাসি কিন্তু এই শীতে সবথেকে গরীব দুঃখী মানুষেরাই বেশি কষ্ট পায়। শীত যত বেশি দিন থাকবে গরীব দুঃখীদের কষ্ট তত বেশি হয়।