নিজের ফ্ল্যাটের টাইলস কেনার অভিজ্ঞতা
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের ফ্ল্যাটের কাজ হচ্ছে। সেই কাজ প্রায় শেষের দিকে। তার জন্যই টাইলস কিনতে গিয়েছিলাম। কিছুদিন আগে আমাদের এই দিকে বেশ কয়েকটি দোকানে টাইলস দেখেছিলাম। কিন্তু ছোট ছোট টাইলস দেখে সেরকম ভালোভাবে বোঝা যায় না। এজন্য আমরা হাতিরপূলে গিয়েছিলাম আর এ কের ডিসপ্লে সেন্টারে। ডিসপ্লে সেন্টারে গেলে এক সুবিধা। তারা খুব সুন্দর করে ডিসপ্লেতে সাজিয়ে রাখে। বিশেষ করে রান্নাঘরের জন্য রান্না ঘরের মতো সাজিয়ে রাখে, বাথরুমের টাইলসগুলো বাথরুমের ডিজাইন করে। এত সুন্দর করে সাজিয়ে রাখে সেখানে গেলে পছন্দ করতে সুবিধা হয়। এর আগে একদিন অন্য একটি সিরামিকস এর ডিসপ্লে সেন্টারে গিয়েছিলাম। সেখানেও বেশকিছু পছন্দ হয়েছিল। আসলে টাইলসগুলোর এত বেশি কাছাকাছি ডিজাইনের হয় যে কোনটা রেখে কোনটা পছন্দ করবো বুঝতে পারা যায় না। তাছাড়া এগুলোতো লাগালে সহজে চেঞ্জ করা যায় না। এজন্য লাগানোর আগে ভালোমতো দেখেশুনে লাগাতে হয়। এই ফ্ল্যাটটিতে আমাদের থাকার তেমন একটা ইচ্ছা নেই। সেজন্য সবথেকে বড় সাইজের যে টাইলসগুলো ছিল সেগুলো আর দেইনি। মিডিয়াম সাইজের টাইলসগুলো সিলেক্ট করেছিলাম। যদি নিজেরা থাকার জন্য করতাম তাহলে হয়তো আরো ভালো মানের টাইলসগুলো পছন্দ করতাম। তখন উৎসাহ আরো বেশি থাকত। এখন থাকবো না তার জন্য খুব একটা উৎসাহ নেই। তারপরও দেখে শুনে মোটামুটি ভালো মানের টাইলসগুলো দেয়ার চেষ্টা করেছি।
শুরুতে গিয়ে আমরা একটু ঘুরে দেখলাম। তারপরে প্রথমে ফ্লোরের টাইলস গুলো সিলেক্ট করলাম। বেশ কয়েকটি টাইলস দেখার পর একটা টাইলস মোটামুটি ভালো পছন্দ হয়েছিল। পরে সেটি সিলেক্ট করলাম ফ্লোরের জন্য। তারপর চলে গেলাম বাথরুমের টাইলস দেখার জন্য। উপরের ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ডিসপ্লে সেন্টারে কিভাবে বাথরুমে টাইলসগুলো ডিসপ্লে করে রাখে। বেশ কয়েকটি বাথরুম এরকম ডিসপ্লে তৈরি করা। সেখান থেকে তিনটি বাথরুমের জন্য টাইলস সিলেক্ট করলাম। বাথরুমের টাইলস সিলেক্ট করা হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে। রান্না ঘরের টাইলস গুলো খুব একটা পছন্দ হচ্ছিল না। কিন্তু সব যেহেতু এখান থেকে নিচ্ছি তাই আর অন্য টাইলসের শোরুমে গেলাম না। এইখান থেকে যেইটা মোটামুটি পছন্দ হয়েছিল সেটি রান্না ঘরের জন্য সিলেক্ট করলাম।
রান্নাঘরের টাইলসগুলো সিলেক্ট করার পর চলে গেলাম কমোড দেখার জন্য। মোটামুটি বেশ কয়েকটি কমোড এবং বেসিন পছন্দ হয়েছিল। পরে ডেভলপারকে ফোন দিয়ে জানলাম যে কমোড এখন দিতে হবে না। পরে দিলেই হবে। তাই আর সিলেক্ট করিনি। ডিসপ্লে সেন্টারগুলোতে এই টাইলস বিক্রি করে না। ওদের ওখানে ডিলার থাকে তাদের কাছ থেকে নিতে হয়। আমরা অবশ্য ওই ঝামেলায় যায়নি। ডিজাইন পছন্দ করে এসে ডেভলপারকে দিয়ে দিয়েছি। তারাই আনার ব্যবস্থা করে নিবে। কিন্তু পরে একটু ঝামেলা হয়েছে মাস্টার বেডরুমের বাথরুমের যেই টাইলস পছন্দ করেছিলাম সেটা এখন পাওয়া যাচ্ছে না। পেতে হলে সামনের মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও পাওয়া যাবে কিনা ঠিক নেই। যেহেতু আমাদের ফ্ল্যাটে ওঠার কোন তাড়া নেই তাই আমরা ওই টাইলস ছাড়াই পাঠিয়ে দিতে বলেছি। দেখা যাক সামনের মাসে না পেলে আবার নতুন কোন একটা ডিজাইন সিলেক্ট করতে হবে।
এই ছিল আমার টাইলস পছন্দ করার অভিজ্ঞতা। বাসায় টাইলস লাগানো হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই দোয়া করবেন। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | I phone 15 pro max |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
কেনাকাটার সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যেখানে আপনাদের ফ্ল্যাটের টাইল স এছাড়াও কমোড কেনার অনুভূতি প্রকাশ করেছেন এই পোস্ট। বেশ ভালো লাগলো নতুন একটি অভিজ্ঞতা সম্পন্ন ইউনিক পোস্ট দেখে।
ওখানে সব ধরনের জিনিসই ছিল। এই জন্য সুবিধা হয়েছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার টাইলস পছন্দ করার অভিজ্ঞতা বেশ ভালো লাগলো। টাইলসের শোরুমটি ভীষণ সুসজ্জিত এবং পরিপাটি। দেখতেই বেশ ভালো লাগছে ছবিগুলি। আপনার ঘরে টাইলস গুলি ফিটিং হওয়ার পর আবার দেখার অপেক্ষায় রইলাম।
এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখে এজন্য পছন্দ করতে সুবিধা হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলে নিজের বাড়ির জন্য কোনো কিছু করতে গেলে সেখানে অনেক ভাবনাচিন্তা করতে হয়। কিভাবে কি করা হবে সেটা ঠিকমত সিলেক্ট না করলে পরে ঝামেলা হয়ে যায়। আপনারা যেহেতু ডিসপ্লে সেন্টারে গিয়ে দেখেছেন সেই হিসেবে সবকিছু একদম গঠনমূলকভাবে দেখতে পেরেছেন। এরকমভাবে যদি সাজানো থাকে তাহলে কোনো সমস্যাই হয় না। যাইহোক মোটামুটি ভালো মানের কিছু টাইলস কিনেছেন শুনে ভালো লাগলো।নিজেরা না থাকলেও অন্যরা তো থাকবে।
ঠিক বলেছেন আপু এজন্যই ভালো মানের দেয়ার চেষ্টা করেছি। ভালোরতো আর শেষ নেই। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
দারুন সব আইটেম আপু চোখ লেগে থাকার মত টাইলস গুলো। এত সুন্দর ভাবে ডিসপ্লেতে ডেকোরেশন করলেন উনারা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের যত চিন্তাভাবনা। যেহেতু আপনারা ফ্ল্যাটে থাকবেন না শুনে একটু খারাপ লাগলো। কি কারণে থাকছে না সেটা তো জানিনা এত কষ্ট করে এত টাকা দিয়ে ক্রয় করলেন। যাক সেটা হয়তো আরেকদিন শুনবো। তবে আপনি টাইলসগুলো খুব সুন্দর পছন্দ করেছেন।
আসলে এত সুন্দর সুন্দর জিনিস কোনটা রেখে কোনটা নিব তাই বোঝা মুশকিল হয়ে যায়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
নিজের ফ্ল্যাটের জন্য কোন কিছু কেনার আনন্দ অন্যরকম ।বেশ ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে ।যাইহোক পছন্দমতো টাইলস পেয়েছেন এবং কমোড দেখেছেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার কেনা কাটার মুহুর্ত শেয়ার করার জন্য।
টাইলস গুলো যদি এই রকম করে সুন্দর করে সাজানো থাকে, তাহলে সিলেক্ট করতেও সুবিধা হয়। তবে আপু আমার কিন্তু কিছু কিছু জায়গায় টাইলস খুব পছন্দ হয়েছে। তাছাড়া টাইলসের শোরুমটাও আমার কাছে বেশ ভালো লাগলো। এখন দেখেন আপনার পছন্দ মত সব কিছু পান নাকি। ভালো লাগলো আপু, আপনার পোস্ট টি পড়ে।