বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম বিভিন্ন প্রকারের রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার এই ধারণ করা ফটোগুলো আপনাদের অনেক ভালো লাগবে।


img_1715973365542.jpg


ফটোগ্রাফি সমূহ:



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কচুরিপানা ফুল। এই ফুলটা এই সময় পুকুর পাড়ে বেশ ফুটে থাকে। বেশ কিছুদিন আগে ফুলটা ধারণ করেছিলাম আমাদের পুকুরপাড় থেকে। এ জাতীয় মাঠের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। শুধু মনে করে দেয় গ্রামের সুন্দর সব ফেলের আশা দিনগুলোর স্মৃতি। কারণ ছোটবেলায় যখন মাছ ধরতে যেতাম বিলে তখন এই সমস্ত ফুল গুলো দেখেই বড় হয়েছি। এই ফুলের যখন ফটো ধারণ করি তখন যেন ফিরে পাই প্রাণের ভাষা।


IMG_20240501_091648_116.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি শুকনো পেঁয়াজের ফুল। হয়তো অনেকেই পেঁয়াজের ফুল চিনেন না। এই ফুলের মধ্য থেকেই পেঁয়াজের বীজ হয়ে থাকে। হয়তো কালো কালো বুঝতে পারছেন দানাগুলো পেঁয়াজের বীজ।


IMG_20240501_082040_732.jpg



এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু তেলাপিয়া মাছ একটি পাত্রের মধ্যে রয়েছে। মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছিল একদিন। প্রায় মাঝেমধ্যে যখন তখন প্রয়োজন হলেই পুকুর থেকে মাছ ধরা হয়ে যায় খুব সহজে হয় জাল ফেলে অথবা বরশি দিয়ে। বাড়ির মেয়ে ছেলেরাও খুব সহজে ধরতে পারে বরশি দিয়ে।


IMG_20240228_094700_158.jpg



বৃষ্টি আসবে সেই অপেক্ষায় থেকে ঝালের চারা গুলো রোপন করেছিলাম। বেশ কয়েক জায়গায় এমন ঝালে চারা দেওয়া হয়েছিল। তার মধ্য থেকে বড় চারা গুলা উঠিয়ে লাগানোর চিন্তা করেছিলাম। অতঃপর অনেক গুলো লাগানো হয়েছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে অনেক নষ্ট হয়ে গেছে। আমি যে কোন গাছ রোপন করতে পছন্দ করি। নতুন কোন ফল ধরাতে পছন্দ করি। কারণ এই সমস্ত কাজগুলোর মধ্যে অন্যরকম শান্তি রয়েছে। যে শান্তি খুব কম সংখ্যক জায়গায় খুঁজে পাওয়া যায়।


IMG_20240228_175702_0.jpg



এটা একটি মসজিদের দৃশ্য। একদিন কুষ্টিয়ার পর থেকে ফিরতে অটো রিক্সা গাড়ির মধ্যে বসে আমরা ফটো ধারণ করছিলাম। ঠিক সেই মুহূর্তে এই ফটোটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম কিন্তু ভালো হয়নি। নিজেরা যেমন ফটো ধারণ করতে ভালোবাসি, বাড়ির মেয়ে ছেলেগুলোর যেরূপ কাজে লাগিয়ে দিয়ে, তারাও এ বিষয়ে এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আমরা দুইজন ফটো ধারণ করছিলাম এমন একটা মুহূর্তের ফটো ছিল এটা।


IMG_20240118_142801_0.jpg



এটা আমার শিম বানের নিচের অংশের দৃশ্য। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর বড় একটি শিমের বান তৈরি করেছিলাম। নিচের অংশ দেখতে এমন হলে উপরের অংশ ছিল ঘন সবুজ পাতা ফুল আর শিমে পরিপূর্ণ।


IMG_20240124_133907_6.jpg



এটা আমাদের পুকুরপাড়ের একটি বড় কলার কাইন। আমাদের পুকুর পাড়ে বেশ অনেক রকমের কলা গাছ রয়েছে। ঠিক সেখান থেকেই এই ফটোটা ধারণ করেছিলাম।


IMG_20240117_165528_752.jpg



এটা আমার পুকুর পাড়ের সবজি বাগানের বেগুন। আমার পুকুর পাড়ে মোটামুটি অনেক শাকসবজি উৎপাদন করা হয়। এটা ঠিক সেই বাগানের মধ্য থেকে ধারণ করেছিলাম।


IMG_20240117_173726_967.jpg



এটা আমাদের এক মামার পুকুরের চিত্র। কোন একদিন পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরতে এই ফটোটা ধারণ করেছিলাম। তবে পুকুরের দৃশ্য এখন আর এমন নেই। নতুন করে খনন করা হয়েছে। আগের চেহারাটা পুরাই পাল্টে গেছে।


IMG_20240114_101908_462.jpg



এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিঙ্গি-রাজা পাখি। এই ফটোটা শীতের সময় ধারণ করা। ফটোটা যেদিন ধারণ করেছিলাম সেদিন এতটা প্রবল ঠান্ডা ছিল, ঘর থেকে বের হওয়া বেশ কঠিন ছিল সেই দিন। ওই মুহূর্তে আমি দুইটা জেকেট রায় দিয়ে পুকুর পাড়ে উপস্থিত হয়েছিলাম সবজি উঠাতে। এমন কনকনে শীতের দিন পাখিটা আমার পুকুর পাড়ে সবজি বাগানে বসেছিল।


IMG_20240117_142800_5.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আসলে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। যে ফটোগ্রাফি পোস্টে আপনি গ্রাম বাংলার কিছু ছবি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে আপনার পোস্টে ছোট ছোট কিছু বানান ভুল ছিল এই ভুলগুলো যদি আপনি ঠিক করেন তাহলে পোস্টটি আরো অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

দারুন মন্তব্য করেছেন ভাইজান

 2 months ago 

আজকের দারুন কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। শুকনো পেঁয়াজের ফুলটা বেশ চমৎকার ছিল। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দের। আপনি বেশ দারুণভাবে ফটোগ্রাফি তুলে ধরেছেন।ঝালের চারাটা দেখে বেশ ভালই লাগলো। আমরাও ঝাল লাগিয়েছি এবং আপনি সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন গ্রাম বাংলার।

 2 months ago 

খুশি হলাম আপনার মন্তব্য দেখে

 2 months ago 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মাছের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 months ago 

এ ধরনের রেনডম ফটোগ্রাফি দেখতে আসলেই খুব ভালো লাগে একসাথে বিভিন্ন ধরনের ছবি দেখা যায় ।মাছগুলো দেখতে অনেক ফ্রেশ লাগছে ।তা ঠিকই বলেছেন নিজেদের একটা পুকুর থাকলে সবাই কমবেশি পুকুর থেকে মাছ ধরতে পারে । সবকিছু মিলিয়ে আপনার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু।

 2 months ago 

বেশ কিছু রেনডম ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দেখে অপসারণ হয়েছে। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

ভালো লাগলো ভাই আপনার মন্তব্য

 2 months ago 

বিলের মধ্যে বেশ সুন্দর সুন্দর ফুল দেখা যেত বিশেষ করে কচুরিপানা ফুল গুলো আমার খুব ভালো লাগতো। আপনার মতো আমারও ছোটবেলায় বিলে ঝিলে কাটিয়েছি। অনেক সুন্দর সময় ছিল তখন। যখন ছোট ছিলাম তখন বর্ষাকালে বেশ মাছ ধরতে যেতাম বিলে। আপনি আজকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো।

 2 months ago 

আমারও ভালো লাগে আপু

 2 months ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছেন। তবে আমার কাছে রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো ফটোগ্রাফির মধ্যে আমরা বিভিন্ন ফটোগ্রাফি উপভোগ করতে পারি।আমার কাছে সব গুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। তবে কচুরিপানা ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 63782.14
ETH 3146.14
USDT 1.00
SBD 2.55