নাটক রিভিউ || হাড় কিপটে || ৩৪ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 months ago


আজ - সোমবার

৩০ বৈশাখ,১৪৩১ বঙ্গাব্দ
১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



হাই! বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৩৩ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।


Screenshot_20240513-155347.jpg

স্ক্রিনশট: ইউটিউব


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নামহাড় কিপটে
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাউদ্দিন লাভলু
অভিনয়েআমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
ধরণকমেডি,ড্রামা
পর্বের সংখ্যা১০৫
রিভিউ৩৩ তম পর্ব
দৈর্ঘ্য১৮ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব@banglavisiondrama চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • আমিরুল হক চৌধুরীর
  • চঞ্চল চৌধুরী
  • বৃন্দাবন দাস সহ আরো অনেকে


কাহিনীর সারসংক্ষেপ

হাড় কিপটে নাটকের ৩৪ তম পর্বের লক্ষ্য করা গেছে হারাধন দত্তের মাতা ঠিক নেই। তার বাড়িতে দুইটা বড় মোটা হাতির মতো কুটুম এসেছে। তারা ইতো পূর্ব নাকি এসেছিল আর অনেক খাবার ধ্বংস করে গেছে। তাই পুনরায় তাদের আগমনের সে দিশেহারা হয়ে পড়েছে। একদিকে দেখা যাচ্ছে বহরের সাথে গল্প করতে গিয়ে বন্ধুর ছেলেকে ভাই সম্বোধন করে বসছে। আবার লক্ষ্য করা গেছে তার বন্ধু হারাধনের সাথে গল্প করতে গিয়ে বন্ধুকে তার নিজের নাম ধরে সম্মোধন করে বসেছে। আবার বন্ধুর সেই মেজো ছেলের নাম বহর না বলে আব্বাস বলে বসছে। এক কথায় বোঝা যাচ্ছে সে এতটাই টেনশনে পড়ে গেছে তার দুইটা কুটুম বাড়িতে আসায়। বিভিন্ন রকম উপোষের নাম করে কোন কাজ হলো না। নিজে খাওয়া দাওয়া কথাবার্তা বন্ধ করলো বিভিন্ন ধর্ম কর্মের নাম দিয়ে, তাতেও বাড়ি থেকে কুটুমরা বিদায় হচ্ছেনা। তাই বন্ধু হারাধনের কাছে সে পরামর্শ নেওয়ার চেষ্টা করল।



Screenshot_20240513-151343.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে হারাধন দত্তের মেয়ের শিবানী, মামাদের কাছে এক কৌশলে পড়েছে। তাদের খাবারের আয়োজন করেছে সামান্য পরিমাণ খিচুড়ি ভাত। ইতোমধ্যে গোল্লা এসে সেই খাবারে ভাগ বসিয়েছে। অতঃপর শিবানীর মায়ের মৃত্যুর বিষয় নিয়ে কথা ওঠে। এক মুহূর্তের লক্ষ্য করা যায় গোল্লা শিবানীর মামা দুইটাকে পরামর্শ দিচ্ছে তারা যেন শিবানির বাবার নামে কেস করে। এমন কথা শুনে শিবানী রেগে গেল। যার ঘরে বসে খাচ্ছে তার নামে কেস করতে বলছে,এটা কেমনে মেনে নেওয়া যায়। তাই শিবানী সাপের মত ফস করে উঠলো। তার রেগে যাওয়া দেখে দুই মামা এবং গোল্লা ঘর ছেড়ে পালালো।


Screenshot_20240513-161656.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে দোকানদার মজনুর দোকানে তালা মেরে দিয়েছে তার বড় ভাই। তাই এখন তার কাম কাজ নেই, বসে রয়েছে ভূপেনের সাথে মাঠের প্রান্তরে। তারা তাদের ভাগ্য নিয়ে কথাবার্তা বলছে, ঠিক এই মুহূর্তে যখন বহর মজনুকে দেখতে পেল; সে ছুটে আসলো মজনুকে ধরার জন্য। মজনু উঠে দৌড়ে পালিয়ে গেল বন জঙ্গলের মধ্যে। সে কেন পালিয়ে গেল এমন প্রশ্নে ভূপেন বলল কি দোষ করেছিস তুই ভালো জানিস, নাই তোকে দেখে কেন পালাবে মজনু। অতঃপর ভূবেনকে বহর হুমকি দেয়। ভূপেন বহরের কথায় কর্ণপাত না করে হাঁটাহাঁটি শুরু করে দেয় অতঃপর সেও সেখান থেকে কেটে পড়ে। তাই কিছুটা আর্তনাদ করতে করতে বহর চলে গেল।


Screenshot_20240513-162038.jpg

স্ক্রিনশট: ইউটিউব


বন্ধু হারাধনের ভুলভাল কথা বলতে দেখে নজর আলী বেশ বিরক্ত হলো। এরপর সে তাকে খুব সুন্দর পরামর্শ দিল। তার উপোষ বাদ দিয়ে ভালোভাবে খাওয়া-দাওয়া করুক দেখা যাবে ঠিক হয়ে গেছে। এদিকে বহর তার বাবার সাথে গল্প করছিল হারাধনের এমন মন ভোলা বিষয় নিয়ে। বেশ আনন্দ প্রকাশ করছিল হারাধনের বিষয়ে। কিন্তু তার বাবা নজর আলী যখন প্রশ্ন করল তার তোবিলে কত টাকা রয়েছে, এতে বহরের মনটা খারাপ হয়ে গেল।


Screenshot_20240513-162747.jpg

স্ক্রিনশট: ইউটিউব


এদিকে নজর আলীর দুই কুলাঙ্গার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। রাতের অন্ধকারে রান্নাঘরের নজর আলীর স্ত্রীর রান্না করছেন, কুলাঙ্গার দুই ছেলে এসে বিয়ের কথা বলেন মায়ের কাছে। মা যেন গার্জিয়ানো হয়ে তার প্রেমিকাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। কিন্তু তারা বিয়ে করে খাওয়াবে কি সে চিন্তা নেই। তাদের অতি অনুরোধে মা রাজি হয় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। তবে বড় ভাই ছোট ভাইয়ের প্রতি একটু মন খারাপ করছিল। ছোট ভাই তার মাকে বুঝিয়ে বলল আগে বড় ভাইয়ের প্রেমিকার বাড়িতে যেন প্রস্তাব নিয়ে যায়।


Screenshot_20240513-180515.jpg

স্ক্রিনশট: ইউটিউব


ব্যক্তিগত মতামত:

হার কিপটে নাটকের ৩৪ তম পর্বের সবচেয়ে সেরা মানের অভিনয় করেছে হারাধন দত্ত। যেখানে বহরের সাথে বহরের পিতা নজর আলীর সাথে তার উল্টাপাল্টা কথাবার্তার অভিনয়টা একদম নিখুত ছিল। আর এদিকে বহর তো সব সময় তার সুন্দর অভিনয় দেখিয়ে চলেন কৃপণতার। তবে শিবানীর সম্মুখে দুই মামার কুপ পরামর্শ দেওয়াটা গোল্লার অতি চমৎকার ছিল। যার বাড়িতে খেয়ে, বসে রয়েছে, তার নামে কেস করতে বলছে। এমন নিমকহারামের পরিচয় দেওয়াটা আমাদের সমাজে অনেক রয়েছে। তবে সেগুলা একটু চক্ষুর অন্তরালে। আর গোল্লা এখানে সরাসরি সেটা করে দেখিয়েছে। সব মিলে বেশ দারুণ অভিনয় ছিল এই পর্বে। পর্বটা আমার কাছে বেশ ভালো লেগেছে।


ব্যক্তিগত রেটিং:

৯.২৫/১০

নাটকের লিংক


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ভাইয়া আজকে আপনি যে নাটকে পর্বটি আমাদের মাঝে শেয়ার করেছেন ইতিপূর্বে আমি এই নাটকের আগের পর্বগুলো দেখেছি। আসলে ভাইয়া এই নাটকের মূল অভিনেতা হচ্ছে মোশারফ করিম। তার অভিনয় গুলো দারুন শুধুমাত্র এই নাটকে নয় প্রত্যেকটা নাটকেই। আরে হারকিপটা নাটকটা আমি একটু দেখেছি। বেশ ভালো লাগে আজকে আপনার এই নাটকের আরো একটি পর্ব দেখে বেশ ভালো লাগলো পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ধন্যবাদ।

 2 months ago 

এরা খুব সুন্দর অভিনয় করেছে এই নাটকে।

 2 months ago 

কি বলবো ভাই এক কথায় অসাধারণ একটি নাটক। এই নাটকের প্রত্যেকটা পর্ব খুবই দারুণ। আপনি আজকে যে পর্বটি আমাদের মাঝে শেয়ার করেছেন এই পর্বটা আমি দেখেছি। অত্যন্ত হাসির একটি নাটক। আপনাকে ধন্যবাদ এত চমৎকার একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ ভাই মন প্রাণ ভালো করার নাটক একটা হাড় কিপটে নাটক

 2 months ago 

অনেক সুন্দর নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার নাটক রিভিউ আমাদের জন্য অনুপ্রেরণা। বেশ ভালো লাগে আপনার হারকিপটি নাটকের ভিডিও দেখতে। আজকে ৩৪ তম পর্ব আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন দেখে ভালো লাগলো। এই পর্বটা সত্যি খুবই অসাধারণ। অনেক ভালো লাগলো পর্বটা রিভিউ করতে দেখে।

 2 months ago 

বেশি ভালো লেগেছে আপনার মন্তব্য

 2 months ago (edited)

দেখতে দেখতে হার কিপটে নাটকের ৩৬ তম পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করে ফেলেছেন। হাড় কিপটে নাটক অনেক আগে দেখেছি সবগুলো পর্ব আমার দেখা হয়নি তবে যেগুলো পর্ব দেখেছি সবগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার রিভিউ পড়ে ৩৪ পর্বের কিছুটা ধারণা পেলাম।

 2 months ago 

ধন্যবাদ ভাই ধারণা পাওয়ার জন্য

 2 months ago 

সু স্বাগতম ভাই সুন্দর রিভিউ করার জন্য।

 2 months ago 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে হার কিপটে নাটকের একটি একটি করে পর্ব শেয়ার করে এ পর্যন্ত ৩৪ পর্বে চলে এসেছেন দেখে ভালো লাগলো। আপনার রিভিউ মাধ্যমে এই নাটকের সম্পূর্ণ গল্প পড়া হয়ে গিয়েছে। আমি মনে করি সুন্দর ভাবে রিভিউ দিলে সেই নাটক দেখার প্রয়োজন হয় না। আমার কাছে নাটকের রিভিউ পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।

ভাইজান আপনার নাটকটি দেখে অনেক ভালো লেগেছে অনেকদিন আগে দেখেছি খুব একটা মনে নেই। আশা করি সময় পেলে দেখে নেব।আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি আরো অনেকে। আসলে নাটকের এই প্লেয়ার গুলো আমার বেস্ট সবাই অনেক ভালো অভিনয় করে এরা। এই নাটকটির মধ্যে বাস্তবতা সম্পর্কে অনেক কিছু লুকিয়ে আছে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 2 months ago 

এই পর্বে বেশ কিছু ক্লাইমেক্স ছিল দেখছি। প্রথমত কানাই বলাই মামার খাবারে গোল্লার ভাগ বসানো দ্বিতীয়ত মজনুর দোকান থেকে তাকে উৎখাত করা। এটা নিয়ে পরবর্তীতে আরও বড় ঘটনা ঘটবে। আর ঐ দুই ভাই তো বিয়ের জন্য বরাবরই এমন করে। এই পর্বটার রিভিউ বেশ ভালো করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

ধন্যবাদ ভাই,পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইলো।

 2 months ago 

দেখতে দেখতে হাড় কিপটে নাটকের ৩৪ টা পর্ব শেষ হয়ে গিয়েছে। আপনি অনেক সুন্দর করে এই পর্যন্ত সবগুলো নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। হাড় কিপটে নাটকটার বেশিরভাগ পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। যার কারণে কাহিনীটা ভালোভাবেই আমার জানা রয়েছে। আজকের এই ৩৪ তম পর্বের রিভিউ খুব ভালো লাগলো অন্য পর্ব গুলোর মতো। এখন দেখা যাক ৩৫ তম পর্বে কি হতে চলেছে। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66794.56
ETH 3501.55
USDT 1.00
SBD 2.71