মোবাইল সার্ভিসিং এর জন্য ঢাকা সাভারে কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ26 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মোবাইলের ব্যাটারি চেঞ্জ ও মোবাইলের একটু সার্ভিসিং এর জন্য ঢাকা সাভার নিউমার্কেটে কাটানো কিছু মুহূর্ত নিয়ে। আশা করি এই পোস্ট পড়ার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন।


IMG_20240611_201903.jpg

What3words location Dhaka savar

Photography device: Huawei P30 Pro-40mp


মোবাইল সার্ভিসিং



উদ্দেশ্য যখন symphony i99 মোবাইলের ব্যাটারি চেঞ্জ করার। আর এই ব্যাটারি চেঞ্জ করার জন্য ঢাকা সাভার ২০ মাইল থেকে যেতে হবে সাভার বাসস্ট্যান্ড বাজারে। তাই বিকেল মুহূর্তে খালাম্মাদের বাসা জাহাঙ্গীরনগর পানধোয়া বাজার থেকে রওনা দিলাম সাভার নিউ মার্কেটের উদ্দেশ্যে। প্রথমত পান ধোয়া বাজার থেকে উপস্থিত হলাম সাভার ২০ মাইলে। সেখানে প্রথমে ফ্লাইওভার অতিক্রম করলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাস্ট গেট এই বিষ মাইলে। এরপর ফ্লাইওভার অতিক্রম করে সাভার বাস এর সন্ধান করলাম। এরপর বাসে উঠে চলে গেলাম সাভার নিউমার্কেটে।


IMG_20240613_143702.jpg

IMG_20240611_180906.jpg

IMG_20240611_180915.jpg

IMG_20240611_180934.jpg

What3words location Dhaka savar 20 mile

Photography device: Huawei P30 Pro-40mp



এরপর ঢাকা সাভার নিউমার্কেটে বাস থেকে নামার পর সন্ধান করতে থাকলাম কোথায় এই মোবাইলের মডেল অনুসারে ব্যাটারি পাওয়া যায়। লক্ষ্য করে দেখলাম এখানে বেশ অনেকগুলো মোবাইলের, মোবাইলের ব্যাটারির,মোবাইলের কাভারের দোকান রয়েছে। তবে এই বাজারে যারা নিজের জ্ঞানে চলতে পারবে না তারা প্রতারিত হবেন নিশ্চিত। আপনি যেকোন দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখবেন যে কোন দোকানদাররা আপনাকে লক্ষ্য করে ডাকছে আসুন আমাদের দোকানে আসুন আমাদের দোকানে আসুন। ঠিক তেমনি ভাবে আমাকেও ডাকতে থাকলো যে দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম সেই দোকানদাররা। খাবারের দোকান, এরপরে ইলেকট্রনিক্সের দোকান, এরপর মোবাইলের বিভিন্ন জিনিসের দোকান। এ মুহূর্তে বেশ সন্ধা নেমে আসলো তাই চেষ্টা করছিলাম নিজের পকেটের দিকে সাবধানতা বজায় রাখতে। যেহেতু পকেটে দামি কম দামি উভয় মোবাইল ছিল আমার। আরো ৭ হাজার মত টাকা ছিল সাথে। যাইহোক এরপর একটি দোকানে উপস্থিত হলাম।


IMG_20240611_201633.jpg

IMG_20240611_201633_1.jpg

What3words location Dhaka savar

Photography device: Huawei P30 Pro-40mp



এই দোকানদাররা আমাকে দেখে ডেকেনিল, কি লাগবে ভাই? আমাদের দোকানে আসুন আমাদের দোকানের সব আছে। যখনই মোবাইলটা দেখালাম এর ব্যাটারি চেঞ্জ করতে হবে। বলল আমাদের দোকানে আছে। একটু দাঁড়ান। মোবাইলটা বের করে দিয়ে বললাম গ্যারান্টি ব্যাটারি ছাড়া নেব না। বললো গ্যারান্টি ব্যাটারি আছে।তিনজনের মধ্য থেকে একজন মোবাইলটা হাতে নিল হঠাৎ করে হারিয়ে গেল। তার আশা আসির কোন খবর নেই। দোকানে আরেকজনকে বললাম ভাই মোবাইলে ব্যাটারি থাকলে দিবেন না থাকলে,বলবেন অন্য দোকানে দেখেন আপনাদের এটা কি ব্যবসা? আমাকে ঝাড়ি মেরে বলল "দেখছেন না আমাদের দোকানটা ছোট, আমাদের স্টকে মাল রয়েছে একটু দাঁড়ান ব্যাটারি পেয়ে যাবেন"। তাদের আচরণগুলো সত্যি খুবই খারাপ লাগলো। আমিও মনোবল চড়াও করলাম। প্রায় ১৫ মিনিট পর মোবাইল আর একটা ব্যাটারি নিয়ে উপস্থিত হলো। কিন্তু ব্যাটারিতে কোন গ্যারান্টি নাই। বলছিল ব্যাটারিতে গ্যারান্টি নাই, ব্যাটারিটা খুবই ভালো ৬০০ টাকা দাম। মোবাইলটা হাতে নিয়ে,আমি বলে দিলাম ৬০০ টাকা কেন ভাই ৬ টাকা দিলেও আপনার ওই ব্যাটারি আমি নেব না। যে ব্যাটারি গ্যারান্টি আছে সেই ব্যাটারি নিয়ে আসেন। বলল গ্যারান্টি হবে না, তখনই বললাম এটা আগে বললেই পারতেন, অযথা দাড়ি করে রেখে লাভ কি? এরপর রাগের ভঙ্গিতে বের হয়ে এলাম তাদের কাছ থেকে।


IMG_20240611_201750.jpg

IMG_20240611_201616.jpg

What3words location Dhaka savar

Photography device: Huawei P30 Pro-40mp



ঠিক এভাবে বেশ কয়েকটা দোকানে উপস্থিত হলাম। কারো হাতে আগে মোবাইল দিলাম না। মোবাইল না দিয়ে বললাম যদি গ্যারান্টি যুক্ত এই সেটের এই মডেলের ব্যাটারি থাকে তাহলে বলুন না হলে চলে গেলাম। প্রত্যেক দোকানদারের একটাই কথা একটু দাঁড়ান এনে দিচ্ছি। আমিও তো বুঝে গেছি কোথাও দাঁড়ালাম না। এরপর শেষে একটি দোকানে গেলাম তাদেরও একই অবস্থা। তারা আশ্বাস দিলেও গ্যারান্টি যুক্ত ব্যাটারি দেবো ৬ মাসের। ব্যাটারির দাম পড়বে ৬০০ টাকা। তবে মিটমাট করে নিলাম ব্যাটারি সহ মোবাইলের উপরে একটি গরিলা গ্লাস লাগিয়ে দিতে হবে ৬০০ টাকায়। জানি এই সমস্ত মোবাইলের ব্যাটারি গুলো খুব সহজেই তৈরি করা যায় বিভিন্ন এক্সেসরি কিনে। কিন্তু কি করার নিজের এলাকায় হলে ভালো ব্যাটারি ম্যানেজ করে নেওয়া যায় এখানে তো সম্ভব না। এরপর মোবাইলটা নিয়ে তারাও কোথায় উধাও হয়ে গেল। প্রায় ১৫ মিনিট পর মোবাইল নিয়ে উপস্থিত হলো। এরপর যাই হোক গ্যারান্টি কাজ সহ তাদের দোকানের একটি কার্ড দিল।


IMG_20240611_201611.jpg

IMG_20240611_201611_1.jpg

IMG_20240611_201627.jpg

What3words location Dhaka savar

Photography device: Huawei P30 Pro-40mp



এরপর মোবাইল টার উপরে গ্লাস লাগিয়ে দিল। তাদের কোন ভুলের কারণে উপরের গ্লাস অংশটা উঠে গেছিল তাই একটু আঠা লাগিয়ে ব্যাটারিটা লাগিয়ে সুন্দর করে আমার হাতে তুলে দিল। আর বিনয়ের সাথে সুন্দর ভাবে এরা কথা বলছিল এতে আমার ভালো লাগলো। তারা বলছিল ভাইয়া আমাদের দোকানে আসবেন আমরা আমাদের মত ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। তবে এই সমস্ত ব্যাটারিগুলো যে লাস্টিং করবে না সেটা আমি ভালই বুঝি। তারপরে গ্যারান্টি দিয়েছে কোনো মত চলছে। আসলে ঢাকায় আসার পর আমার ভালো মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ায় আমি পড়েছি বেশ ঝামেলায়। তাই এখানে এদের দিয়ে মেরামত করবো এমন আশা নাই। কারণ পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এদিকে আমাদের গাংনী বাজারে বেশ ভালো মোবাইল সার্ভিসের দোকান রয়েছে এবং তাদের সাথে বেশি সুন্দর সম্পর্ক রয়েছে আমার। এজন্য খালাম্মার নরমাল মোবাইলটা ঠিক করে নিলাম কোনরকম কাজ করার জন্য।


IMG_20240611_201753.jpg

IMG_20240611_201901.jpg

What3words location Dhaka savar

Photography device: Huawei P30 Pro-40mp


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়মোবাইল সার্ভিসিং
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

গ্যারান্টি ছাড়া ব্যাটারি না নিয়ে ভালোই করেছেন ভাইয়া। অবশেষে গ্যারান্টি যুক্ত ব্যাটারি পেয়েছেন জেনে ভালো লাগলো। ৬শ টাকা দিয়ে ব্যাটারি কিনেছেন আর তাতে যদি গ্যারান্টি না থাকে তাহলে তো সমস্যা। ভাইয়া আপনার পোস্ট পড়ে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম।

 19 days ago 

হ্যাঁ আমাদের এই বিষয়টা মাথায় রাখা দরকার।

 26 days ago 

ঢাকা সাভারের মোবাইল সার্ভিসিং অভিজ্ঞতা নিয়ে আপনার বর্ণনা অত্যন্ত জীবন্ত এবং বিস্তারিত। আপনার লেখনীতে পাঠক যেন সরাসরি সেই মুহূর্তগুলোকে অনুভব করতে পারে। এই ধরনের সত্যিকারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া অন্যান্য পাঠকদের জন্য খুবই উপকারী। আপনার ফটোগ্রাফি দক্ষতা এবং বিস্তারিত বিবরণের জন্য ধন্যবাদ ভাইয়া।

 19 days ago 

সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছি যেন অন্যের উপকার হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 56665.04
ETH 3021.71
USDT 1.00
SBD 2.22