ঈদের দিন ঈদগা ময়দানের কিছু অনুভূতি

in আমার বাংলা ব্লগ29 days ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রোজার ঈদের সালাতের বিশেষ কিছু ফটো নিয়ে। আশা করি এই ফটো গুলো দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পাশাপাশি ঈদগাহের সালাত আদায় করা বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।


IMG_20240411_085814_320.jpg


ফটোগ্রাফি সমূহ:



ঈদের দিন সকাল করে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিলাম। মনের মধ্যে এক অন্যরকম আনন্দ অনুভূতি হয়েছিল আজকে ঈদের দিন। তাই সকাল সকাল ভালোভাবে রেডি হয়ে নিলাম গোসল করে। উদ্দেশ্য ঈদের সালাত আদায় করতে যেতে হবে বন্ধুরা সবাই মিলে। এদিকে হালকা করে নাস্তা করে নিলাম মিষ্টির জাতীয় খাবার। শুনেছিলাম ঈদের সালাত শুরু হবে সকাল আটটার সময়। তাই তড়িঘড়ি একটু বেশি ছিল আমার। কারণ এদিকে বেশ অনেকক্ষণ রাত জেগে অনলাইনে কাজ করার পাশাপাশি চ্যাটিং করতে করতে দেরি হয়ে গেছিল।


IMG_20240411_075240_308.jpg

IMG_20240411_075310_844.jpg



ঈদগাহের গেটে পা রাখতেই যেন মনের মধ্যে অন্যরকম এক ভালোলাগা অনুভব করেছিলাম। গ্রামের অধিকাংশ মানুষ এসে উপস্থিত হয়ে গেছে ঈদগাহ ময়দানে। অনেকে কাতার বদ্ধ ভাবে বসে রয়েছে। এমন সুন্দর দৃশ্যগুলো মন ছুয়ে যায়। সারা গ্রামের মুসলিম পরিবারের পুরুষেরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে এসে উপস্থিত হয়েছে। এখানে নেই কোন প্রকার ভেদাভেদ। নেই কোন প্রকার মারামারি হানাহানি অথবা শত্রুতার চিন্তা। সবার মনের মধ্যে শুধু একটাই আশা দুই রাকাত ঈদের সালাত আদায় করব এরপর আপনজনদের সাথে কোলাকুলি করব মতামত বিনিময় করব ইত্যাদি। এদিকে ইমাম সাহেব খুব সুন্দর ভাবে বক্তব্য রাখছিলেন সকলের মাঝে।


IMG_20240411_075321_985.jpg

IMG_20240411_075452_659.jpg

IMG_20240411_075455_087.jpg



যে মুহূর্তে ইমাম সাহেবের সুন্দর কথাগুলো শুনছিলাম বেশ মন মানসিকতা শীতল হতে থাকছিল। ধর্মীয় কিছু কিছু কথা থাকে যে কথাগুলো মনটাকে আরও ফ্রেশ করার সুযোগ এনে দেয়। ঠিক সেভাবেই শোনার চেষ্টা করছিলাম হুজুরদের কথাগুলো। যে সমস্ত মানুষের সাথে কথা হয় না বা অনেকদিন দেখা হয় না এমনই অনেক মানুষের আগমন ঈদ উপলক্ষে ঈদগাহ ময়দানে। বেশ ভালো লাগছিল পরিচিত মুখগুলো অনেকদিন পর দেখতে পেরে। এদিকে ঈদগা উন্নয়নের জন্য মানুষের চাদা কালেকশন এটা যেন প্রত্যেক বছর ঈদে একটি অন্যরকম ঐতিহ্য হয়ে গেছে। আমাদের গ্রামের মানুষের মধ্যে একটা সুন্দর মিল মহব্বত রয়েছে এবং তা অন্যরকম ভালোলাগা রয়েছে। আশেপাশের অন্যান্য গ্রামের তুলনায় আমাদের গ্রামের ঈদগাহ ময়দানকে দেখার মত সুন্দর রূপে গড়ে তুলতে হবে, আর সেই ধারাবাহিকতাই অনেকেই স্বেচ্ছায় নগদ টাকা প্রদান করে থাকেন। যেন মন খুলে প্রাণ খুলে আল্লাহর রাস্তায় অর্থ বিলিয়ে দেওয়ার অন্য রকম সুযোগ পেয়ে যায় গ্রামবাসী।


IMG_20240411_082503_375.jpg

IMG_20240411_075833_4.jpg

IMG_20240411_075651361_BURST0002.jpg



নামাজ শেষে অনেক মানুষ কোলাকুলি করায় ব্যস্ত হয়ে পড়ে। একে অন্যের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। কারণ অনেকদিন যাদের সাথে দেখা নেই সাক্ষাৎ নেই সেই সমস্ত মায়ের সন্তানেরা আজ ঈদ উপলক্ষে নিজ গ্রামে ফিরেছে। কেউ চাকরিতে, কেউ লেখাপড়ার জন্য বাইরে থাকে, কে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে গ্রাম ছেড়ে বাইরে থাকে। আর সেই সমস্ত মুখগুলো একত্রিত করার এই সুবর্ণ সুযোগ ঈদের দিন টা ঈদগাহ ময়দানে। তবে আগের দিনের চেয়ে এখন নতুন সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে মোবাইল ফোনের জন্য। অনেকে একই সাথে আমাদের মত সারিবদ্ধ ভাবে সবাই মিলে ছবি ওঠার চেষ্টা করে। আবার অনেকেই একসাথে ঘুরতে যাওয়ার প্লান পরিকল্পনা করে। প্রথমে আপনারা সারিবদ্ধ ভাবে আমাদের দাঁড়াতে দেখেছেন সেখানে আমরা বেশ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলাম এবং ছোট ভাইয়েরা। হয়তো এভাবেই আমাদের সুন্দর মেলবন্ধন ও সুসম্পর্ক বজায় থাকবে আজীবন। এই দিনটা আমাদের যেন নতুন করে সম্পর্ক বজায় রেখে বাঁচার সুযোগ সৃষ্টি করে দেয়।


IMG_20240411_085357_9.jpg

IMG_20240411_085047_037.jpg

IMG_20240411_085516_127.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়ঈদের সালাত
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

অনেক ভালো লাগলো তোমার এই সুন্দর ব্লগ দেখে। ঈদের দিনে কেমন রেডি হয়ে ছিলে এবং নামাজ পড়তে গিয়ে কেমন সুন্দর অনুভূতি হয়েছিল তা একের পর এক ব্যক্ত করেছ। বেশি ভালো লাগলো বন্ধুদের সাথে ছবি উঠতে দেখে।

 23 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66979.07
ETH 3513.41
USDT 1.00
SBD 3.21