ঈদ মোবারক ! পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায়ের অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম




ঈদ মোবারক!

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। পবিত্র ঈদের দিনকে কেন্দ্র করে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন আজকে গ্রামবাসীর সাথে ঈদের নামাজ পড়ার অনুভূতি। তাই আর দেরি না করে চলুন বিস্তারিত শুরু করি।


IMG_20240411_085808_598.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন


ফটোগ্রাফি সমূহ:



সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর ওযু গোসল করে জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিয়ে দুই ভাই বের হয়ে পড়লাম গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দিকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র ১৫ মিনিট টাইম বাকি আছে। আমাদের ঈদগাহ গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সারা গ্রামের দুই থেকে আড়াই হাজার মানুষ সেখানে ঈদের জামাত আদায় করে। এক দিকের টাইম কম থাকায়,ভালো স্থানে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছাবো সেই আশায় বাইকযোগে উপস্থিত হলাম। ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ঈদগাঁও ময়দানের গেট। আশেপাশের দশ কুড়িটা গ্রামের মধ্যে আমাদের ঈদগাঁও ময়দান অনেক বড় এবং খুব সুন্দর ভাবে চারিপাশে ঘেরা এবং টাইলস করা রয়েছে। এখনো ঈদগাহ ময়দানের কার্যক্রম অব্যাহত রয়েছে।


IMG_20240411_075239_395.jpg

IMG_20240411_075304_967.jpg

IMG_20240411_075320_485.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



ঈদগাহ্ ময়দানে উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখলাম গ্রামের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ উপস্থিত হয়ে গেছে। আমাদের ঈদগাহ ময়দান টা বেশ উঁচু করে শান করা হয়েছে সম্পূর্ণ ফিল্ড। এজন্য প্রত্যেকটা কাতার দেখতে বেশ চমৎকার আর সারিবদ্ধভাবে মানুষ বসলে পারে আরো সুন্দর লাগে। আমি উপস্থিত হয়ে ঈদগাহের মাঝ বরাবর আমার জায়নামাজ বিছালাম এবং বসে পড়লাম এরপর সেলফি উঠালাম। তখনো পিছে লক্ষ্য করে দেখি অনেক মানুষের আগমন।


IMG_20240411_075408_387.jpg

IMG_20240411_075626346_BURST0005.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



পাশাপাশি সবাই একের পর এক জায়নামাজ বিছিয়ে বসে পড়েছি, এমন সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। কারণ গ্রামের সকল শ্রেণীর মানুষ একসাথে নামাজ আদায় করব এর চেয়ে ভালোলাগা আর কি হতে পারে। গ্রামবাসী একসাথে ঈদগাহে নামাজ পড়ার মজা আলাদা। অনেক জায়গায় আছে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয় এটা কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না। খোলা আকাশের নিচে ঈদগা ময়দানে নামাজ পড়া আর সবার সাথে দেখা হওয়া কোলাকুলি করার মধ্যে রয়েছে অন্যরকম প্রশান্তি।


IMG_20240411_084534_770.jpg

IMG_20240411_084517_989.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



যাইহোক আমরা সবাই বসে হুজুরের বক্তব্য শুনছিলাম যে কয় মিনিট সময় ছিল। এরপর আমাদের সকলকে হুজুর দাঁড়াতে বললেন। কাতারবদ্ধ হয়ে দাঁড়ালাম। এরপর হুজুর সকলের উদ্দেশ্যে নেয়াত বলে দিল। যারা জানেনা তারা বাংলায় যেন মনে মনে বাংলা নিয়ত করে, আর যারা আরবিতে জানে তারা নিয়ত করবে। এরপর নামাজ শুরু হয়ে গেল। দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করে ফেললাম।


IMG_20240411_075738_1.jpg

IMG_20240411_080206_330.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



নামাজ শেষে প্রায় আধা ঘণ্টা ঈদগায়ের জন্য চাদা কালেকশন হল। এতে প্রায় ৩০০০০ নগদ টাকা উত্তোলন হয়েছে আরো ১০ হাজার টাকা চেয়ে বেশি ওয়াদা থাকলো। আর এভাবেই আমাদের ঈদগাহ ময়দান উন্নতির দিকে এগিয়ে এসেছে। চারিপাশে সুন্দর পাঁচিল করে টাইলস লাগানোর কার্যক্রম চলছে।


IMG_20240411_083504_940.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন



এরপর দীর্ঘ মোনাজাত হল। সারা মুসলিম জাহানের জন্য দোয়া করা হলো। দেশের জন্য দোয়া করা হলো। গ্রামবাসীর জন্য দোয়া করা হলো। এভাবে ইমাম সাহেব অনেক দোয়া করলেন। আর সকলের রোজা যেন কবুল হয় সেই দোয়া করলেন। এরপর নামাজ শেষে আমরা সবাই উঠে পড়লাম যে যার জায়নামাজ নিজের মত উঠিয়ে নিয়ে পুনরায় গেটের দিকে রওনা হলাম বাড়িতে চলে আসার জন্য। তবে তার মধ্যে বেশ কয়েকজন বন্ধুদের সাথে দেখা হল কোলাকুলি হল, ছবি উঠানো হলো। বিস্তারিত আগামী পোস্টে দেখতে পারবেন।


IMG_20240411_085156_9.jpg

IMG_20240411_085631117_BURST0001_COVER.jpg
Photography device: Infinix hot 11s
লোকেশন






পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


বিষয়ঈদের নামাজ
লোকেশনLocation
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s
ফটোগ্রাফার@sumon09
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বেশ সুন্দরভাবে পবিত্র ঈদুল ফিতরের আদায় করার অনুভূতি তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। আপনাকে পাঞ্জাবিতে ভীষণ মানিয়েছে। অনেক লোক একসঙ্গে সালাত আদায় করেছেন। বেশ ভালোই মুহূর্ত কাটিয়েছেন।শুভেচ্ছা রইল আপনাদের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার ভাবি চয়েজ করে কিনে দিয়েছিল

 3 months ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে ঈদের নামাজ আদায়ের অনুভূতি দারুন ভাবে পোষ্টের মাধ্যমে লিখে শেয়ার করেছেন। আসলে প্রত্যেক এলাকাতে ঈদের নামাজ শেষে ঈদগাহ ময়দানের উন্নতির জন্য টাকা কালেকশন করা হয়। সকলে মিলে বেশ দারুন ভাবে ঈদের নামাজ আদায় করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ মামা ঈদগা উন্নয়নের জন্য এটা করা হয়।

 3 months ago 

গ্রামের সকল মানুষকে নিয়ে এক সাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার অনুভূতি অন্যরকম। আপনার ঈদের নামাজ পড়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা অনুভূতিটি পড়ে খুবই ভালো লেগেছে। এবার মনে হচ্ছে টাকার পরিমানটা অনেক কম। অন্যবার এর থেকে আরও বেশি চাঁদা ওঠে। ধন্যবাদ ভাই ঈদের আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ, বিশেষ করে ঈদগাহ মাঠে আরও বেশি ভালোলাগা। কারণ সবার সাথে ফাঁকা জায়গায় বেশ অনেকক্ষণ গল্প করা যায়, দেখা-সাক্ষাৎ হয়।

 3 months ago 

হ্যা ভাই এইটাই বড় আনন্দের ব্যাপার।

 3 months ago 

প্রথমে ভাই আপনাকে, ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই:-
ঈদ মোবারক। ঈদগাহে ঈদের নামাজ আদায় করা মাধ্যমে সকলের সাথে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। কুশল বিনিময় ঈদের শুভেচ্ছা বার্তা আদান প্রদান আর কোলাকুলি করার মাধ্যমে ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে সকলের মাঝে। ঈদের এই আনন্দঘন মুহূর্ত গুলো সত্যি বেশ দারুণ । ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

হ্যাঁ ভাই সবচেয়ে বড় আনন্দ ঈদগাহ ময়দানে।

 3 months ago 

বাহ বেশ আনন্দের সহিত ঈদগাহে মাঠে নামাজ আদায় ৷ সাথে প্রিয় মানুষদের সাথে সময় অতিবাহিত করেছেন ৷আসলে দীর্ঘ এক মাছ রজার পর এমন দিন ৷ তবে ভালো লাগলো ঈদগাহ মাঠ আরো সুন্দর কাজ করার জন্য সবাই কমবেশি চাদাঁ দিয়ে ৩০০০০ টাকা উত্তোলন ৷ আশা করি ঈদগাহ মাঠ আরো সুন্দর পরিবেশ তৈরি হবে ৷

Posted using SteemPro Mobile

 3 months ago 

হ্যাঁ এটা প্রত্যেক বছর হয়ে থাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64669.52
ETH 3430.49
USDT 1.00
SBD 2.52